এভাবে গ্রেফতার দেখানোকে বলা হয় Shown Arrest। ধারা ৩৫১/২ অনুযায়ী, বিচার শুরু হওয়ার পর এভাবে গ্রেফতার হলে ওই ব্যক্তি সম্পর্কে মামলা নতুন ভাবে আরম্ভ করতে হবে এবং সাক্ষীদের বক্তব্য পুনরায় শুনতে হবে আদালতকে। সন্দীপ ঘোষের ক্ষেত্রেও আরজি করে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় শোন অ্যারেস্ট দেখিয়েছে সিবিআই।

Sandip Ghosh:’ফোন করে ডেকে, সারা রাত ধরে…’ এবার আরও ভয়ঙ্কর অভিযোগ সন্দীপের বিরুদ্ধে! শুনে শিউরে উঠবেন সকলে

কলকাতা: প্রথমে আরজি কর হাসপাতালের দুর্নীতি মামলায় গ্রেফতার। আর শনিবার আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ধর্ষণ ও খুনের মামলাতেও গ্রেফতার করল সিবিআই। সেই সন্দীপ, যার বিরুদ্ধে একের পর এক ভয়ঙ্কর অভিযোগ উঠে আসছে নিত্যদিন।

এবার সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরও মারাত্মক উঠল। কর্মসূত্রে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগে বেশ কিছুদিন কর্মরত ছিলেন সন্দীপ। সেই সময়ই তিনি নাকি রূপান্তরকামীদের যৌন নিগ্রহও করতেন বলে অভিযোগ উঠল এবার।

নিউজ ১৮ বাংলা-র ক্যামেরার সামনে এমনই একজন রূপান্তরকামী অভিযোগ করেছেন, মুর্শিদাবাদে থাকাকালীন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রূপান্তরকামীদের অনেকের ফোন নম্বর জোগাড় করতেন সন্দীপ। তারপর তাঁদের ডেকে পাঠাতেন নিজের ‘ডেরায়’।