Tag Archives: Sandip Ghosh

Sandip Ghosh RG Kar Case: আর রইল না…! সন্দীপ ঘোষকে নিয়ে বিরাট সিদ্ধান্ত নিয়ে ফেলল রাজ্য মেডিক্যাল কাউন্সিল, একদিনেই জোড়া ধাক্কা

বড় ধাক্কা। ডাক্তারি তকমা আর রইল না আরজি কর হাসপাতালের অপসারিত অধ্যক্ষ সন্দীপ ঘোষের। তাঁর ডাক্তারির রেজিস্ট্রেশন বাতিল নিয়ে আগেই আলোচনার পথে ছিল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। এবার নিয়ে ফেলল সিদ্ধান্ত।
বড় ধাক্কা। ডাক্তারি তকমা আর রইল না আরজি কর হাসপাতালের অপসারিত অধ্যক্ষ সন্দীপ ঘোষের। তাঁর ডাক্তারির রেজিস্ট্রেশন বাতিল নিয়ে আগেই আলোচনার পথে ছিল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। এবার নিয়ে ফেলল সিদ্ধান্ত।
বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন সন্দীপ। তার উপর রাজ্য মেডিক্যাল কাউন্সিলের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই চাপে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ।
বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন সন্দীপ। তার উপর রাজ্য মেডিক্যাল কাউন্সিলের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই চাপে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ।
বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হল রাজ্য মেডিক্যাল কাউন্সিলের তরফে।
বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হল রাজ্য মেডিক্যাল কাউন্সিলের তরফে।
দুর্নীতি ও খুন-ধর্ষণের জোড়া মামলায় সিবিআই হেফাজতে সন্দীপ ঘোষ। গত শুক্রবার তাঁকে শোকজ করেছিল মেডিক্যাল কাউন্সিল। বলা হয়েছিল নোটিস ইস্যু করার তিন দিনের মধ্যে জবাব দিতে হবে। জবাব না দিলে অথবা তা সন্তোষজনক না হলে তার রেজিস্ট্রেশন বাতিল করা হবে।
দুর্নীতি ও খুন-ধর্ষণের জোড়া মামলায় সিবিআই হেফাজতে সন্দীপ ঘোষ। গত শুক্রবার তাঁকে শোকজ করেছিল মেডিক্যাল কাউন্সিল। বলা হয়েছিল নোটিস ইস্যু করার তিন দিনের মধ্যে জবাব দিতে হবে। জবাব না দিলে অথবা তা সন্তোষজনক না হলে তার রেজিস্ট্রেশন বাতিল করা হবে।
অর্থাৎ এই ঘোষণা অনুযায়ী আজ বৃহস্পতিবার থেকে মেডিক্যাল কাউন্সিলের রেজিস্টার থেকে রেজিস্টার্ড মেডিক্যাল প্র্যাক্টিশনার হিসাবে সন্দীপ ঘোষের নাম বাদ দিয়ে দেওয়া হল।
অর্থাৎ এই ঘোষণা অনুযায়ী আজ বৃহস্পতিবার থেকে মেডিক্যাল কাউন্সিলের রেজিস্টার থেকে রেজিস্টার্ড মেডিক্যাল প্র্যাক্টিশনার হিসাবে সন্দীপ ঘোষের নাম বাদ দিয়ে দেওয়া হল।
এদিকে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ যে 'এক্সট্রা অর্ডিনারি' লিভ নিয়েছিল তা বাতিল করল স্বাস্থ্য দফতর।
এদিকে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ যে ‘এক্সট্রা অর্ডিনারি’ লিভ নিয়েছিল তা বাতিল করল স্বাস্থ্য দফতর।
এই সিদ্ধান্ত অনুযায়ী গত বারোই অগাস্ট পর্যন্ত সরকারি মাহিনা পাবেন সন্দীপ ঘোষ। প্রসঙ্গত, ১৩ অগাস্ট থেকে দোসরা সেপ্টেম্বর পর্যন্ত সন্দীপ এক্সট্রা অর্ডিনারি লিভ নেন।
এই সিদ্ধান্ত অনুযায়ী গত বারোই অগাস্ট পর্যন্ত সরকারি মাহিনা পাবেন সন্দীপ ঘোষ। প্রসঙ্গত, ১৩ অগাস্ট থেকে দোসরা সেপ্টেম্বর পর্যন্ত সন্দীপ এক্সট্রা অর্ডিনারি লিভ নেন।
এরপর গত দোসরা সেপ্টেম্বর তাঁকে সাসপেন্ড করে স্বাস্থ্য দফতর। এই ১৩ অগাস্ট থেকে ২ রা সেপ্টেম্বর পর্যন্ত সময়ের কোনও মাইনে বা কোনওরকম টাকা পাবেন না সন্দীপ।
এরপর গত দোসরা সেপ্টেম্বর তাঁকে সাসপেন্ড করে স্বাস্থ্য দফতর। এই ১৩ অগাস্ট থেকে ২ রা সেপ্টেম্বর পর্যন্ত সময়ের কোনও মাইনে বা কোনওরকম টাকা পাবেন না সন্দীপ।
আর জি কর হাসপাতাল কে নির্দেশ দিয়ে এমনটাই জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।
আর জি কর হাসপাতাল কে নির্দেশ দিয়ে এমনটাই জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।

Medical council decision on Sandip Ghosh: ডাক্তার বলেও আর চিনবেন না কেউ, সন্দীপ ঘোষকে নিয়ে বৃহস্পতিবারই বড় সিদ্ধান্ত ঘোষণা

কলকাতা: বৃহস্পতিবারই চিকিৎসকের পরিচয় হারাতে পারেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ৷ আরজি কর কাণ্ডে ধৃত সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নিতে বুধবার দুপুরেই আলোচনায় বসেছিল রাজ্য মেডিক্যাল কাউন্সিল৷ সূত্রের খবর, সন্দীপের রেজিস্ট্রেশন বাতিলের পক্ষেই সংখ্যাগরিষ্ঠ সদস্য মত দিয়েছেন৷ বৃহস্পতিবার এই নিয়ে সিদ্ধান্ত জানাতে পারে মেডিক্যাল কাউন্সিল৷

গত ২ সেপ্টেম্বর আর্থিক দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পাঁচ দিন পরে সন্দীপকে শোকজ় করেছিল রাজ্য মেডিক্যাল কাউন্সিল৷ গত ৭ সেপ্টেম্বর সেই চিঠি পাঠিয়ে জানানো হয়েছিল,  কেন চিকিৎসক হিসেবে তাঁর রেজিস্ট্রেশন বাতিল করা হবে না? ৭২ ঘণ্টার মধ্যে সন্দীপের জবাব তলব করেছিল রাজ্য মেডিক্যাল কাউন্সিল৷

আরও পড়ুন: গন্তব্য ছিল অমৃতসর, ভুল পথে চলে গেল কলকাতা থেকে ছেড়ে যাওয়া ট্রেন! আধ ঘণ্টা পর হুঁশ ফিরল চালকের

এর পর আরজি কর কাণ্ডে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনাতেও সন্দীপকে গ্রেফতার করেছে সিবিআই৷ তাঁর বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে৷

মেডিক্যাল কাউন্সিলের ব্যাখ্যা ছিল, কোনও চিকিৎসকের রেজিস্ট্রেশন স্বতঃপ্রণোদিত হয়ে বাতিল করতে হলে দু’টি কারণে তা করা সম্ভব৷

প্রথমত, কেউ যদি কোনও অপরাধমূলক কাজের চক্রান্ত কিংবা তাতে সরাসরি যুক্ত থাকার অপরাধে আদালতে দোষী প্রমাণিত হন৷ দ্বিতীয়ত,  কোনও অপরাধমূলক কাজে নাম জড়ানোর ফলে জনসমাজে যদি তাঁর বদনাম হয়৷ তবে দু’টি ক্ষেত্রেই শোকজ় না করে রেজিস্ট্রেশন বাতিল করা নিয়মবিরুদ্ধ৷ তাই সন্দীপ ঘোষকে প্রথমে শোকজ় করা হয়৷

RG Kar Case-CBI: আরজি কর কাণ্ডে বিরাট মোড়! খুন-ধর্ষণের ঘটনায় এবার তলব বাইরের ৩ চিকিৎসককে! কারা তাঁরা? কী জানেন?

আরজি করে খুন ও ধর্ষণের ঘটনায় এবার নয়া মোড়। এবার অন্যান্য হাসপাতালের চিকিৎসকদের তলব করল সিবিআই। সেই সূত্রেই বুধবার কলকাতা হার্ট ক্লিনিকের দুই চিকিৎসককে তলব করা হয় সিবিআই দফতরে।
আরজি করে খুন ও ধর্ষণের ঘটনায় এবার নয়া মোড়। এবার অন্যান্য হাসপাতালের চিকিৎসকদের তলব করল সিবিআই। সেই সূত্রেই বুধবার কলকাতা হার্ট ক্লিনিকের দুই চিকিৎসককে তলব করা হয় সিবিআই দফতরে।
জানা গিয়েছে, ওই দুই চিকিৎসকের নাম ডাক্তার কিষান প্রধান ও ডাক্তার সুভাষ দাশগুপ্ত। বুধবার তাঁদের তলব করার পর দুজনেরই বয়ান রেকর্ড করা হয়।
জানা গিয়েছে, ওই দুই চিকিৎসকের নাম ডাক্তার কিষান প্রধান ও ডাক্তার সুভাষ দাশগুপ্ত। বুধবার তাঁদের তলব করার পর দুজনেরই বয়ান রেকর্ড করা হয়।
শুধু তাই নয়, কলকাতা মেডিক্যাল কলেজের সুপার অঞ্জন অধিকারীকেও এদিন তলব করা হয়। তাঁর বয়ানও রেকর্ড করে সিবিআই। ৯ অগাস্ট আরজি করের ঘটনার পর তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের সঙ্গে ফোনে কথা হয়েছিল অঞ্জন অধিকারীর। সেই কল লিস্ট দেখেই তলব করা হয় অঞ্জনবাবুকে।
শুধু তাই নয়, কলকাতা মেডিক্যাল কলেজের সুপার অঞ্জন অধিকারীকেও এদিন তলব করা হয়। তাঁর বয়ানও রেকর্ড করে সিবিআই। ৯ অগাস্ট আরজি করের ঘটনার পর তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের সঙ্গে ফোনে কথা হয়েছিল অঞ্জন অধিকারীর। সেই কল লিস্ট দেখেই তলব করা হয় অঞ্জনবাবুকে।
সিবিআই সূত্রে খবর, তাঁকে জিজ্ঞাসা করা হয়, সুদীপ্ত রায়ের সঙ্গে কী কথা হয়, কতক্ষণ কথা হয়। কবে কবে কথা হয়েছে। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, অঞ্জন অধিকারী তাঁদের জানিয়েছেন, মাঝেমধ্যে সুদীপ্ত রায় ফোন করেন। কারণ রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তিনি। ফলে ফোনে কথা হয় তাঁর সঙ্গে।
সিবিআই সূত্রে খবর, তাঁকে জিজ্ঞাসা করা হয়, সুদীপ্ত রায়ের সঙ্গে কী কথা হয়, কতক্ষণ কথা হয়। কবে কবে কথা হয়েছে। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, অঞ্জন অধিকারী তাঁদের জানিয়েছেন, মাঝেমধ্যে সুদীপ্ত রায় ফোন করেন। কারণ রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তিনি। ফলে ফোনে কথা হয় তাঁর সঙ্গে।
এদিকে, এই মুহূর্তে সিবিআইয়ের অধীনে প্রেসিডেন্সি জেলে রয়েছে আরজি কর ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতার সঞ্জয়। জেলে কী এমন করছে সঞ্জয়, যা নিয়ে শোরগোল পড়েছে?
এদিকে, এই মুহূর্তে সিবিআইয়ের অধীনে প্রেসিডেন্সি জেলে রয়েছে আরজি কর ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতার সঞ্জয়। জেলে কী এমন করছে সঞ্জয়, যা নিয়ে শোরগোল পড়েছে? 
জেল সূত্রে খবর, সর্বক্ষণ তাকে নজরবন্দি করতে এবার জেলে সিসিটিভি ক্যামেরা বসানো হল। জেলের পয়লা ২২ ওয়ার্ডের একটি সেলে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।
জেল সূত্রে খবর, সর্বক্ষণ তাকে নজরবন্দি করতে এবার জেলে সিসিটিভি ক্যামেরা বসানো হল। জেলের পয়লা ২২ ওয়ার্ডের একটি সেলে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।
সেলের ভিতর সঞ্জয়ের ২৪ ঘণ্টার গতিবিধি রেকর্ড করে রাখা হচ্ছে বলে জেল সূত্রে খবর। আগে শুধু দু'জন গার্ড ছিল। এবার সিসিটিভি ক্যামেরাও বসানো হল। সঞ্জয়ের সূত্র ধরেই আরজি করের ঘটনার সমাধান সম্ভব বলে মনে করছেন গোয়েন্দারা। তাই তাকে যে কোনও মূল্যে নিরাপদে রাখতে চান তদন্তকারীরা।

সেলের ভিতর সঞ্জয়ের ২৪ ঘণ্টার গতিবিধি রেকর্ড করে রাখা হচ্ছে বলে জেল সূত্রে খবর। আগে শুধু দু’জন গার্ড ছিল। এবার সিসিটিভি ক্যামেরাও বসানো হল। সঞ্জয়ের সূত্র ধরেই আরজি করের ঘটনার সমাধান সম্ভব বলে মনে করছেন গোয়েন্দারা। তাই তাকে যে কোনও মূল্যে নিরাপদে রাখতে চান তদন্তকারীরা।

RG Kar Case CBI: আরজি করে গণধর্ষণের প্রমাণ না পেলেও রয়েছে একটি বড় ‘খটকা’, আদালতে চাঞ্চল্যকর দাবি সিবিআইয়ের

আরজি কর হাসপাতালে চিকিৎসক-পড়ুয়াকে খুন ও ধর্ষণের ঘটনায় এখনও পর্যন্ত গণধর্ষণের কোনও প্রমাণ মেলেনি বলে শিয়ালদহ আদালতে জানিয়েছে সিবিআই।
আরজি কর হাসপাতালে চিকিৎসক-পড়ুয়াকে খুন ও ধর্ষণের ঘটনায় এখনও পর্যন্ত গণধর্ষণের কোনও প্রমাণ মেলেনি বলে শিয়ালদহ আদালতে জানিয়েছে সিবিআই।
তবে এই মামলায় এখনই গণধর্ষণের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। কেন?
তবে এই মামলায় এখনই গণধর্ষণের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। কেন?
আদালতে তদন্তকারীদের দাবি, ঘটনার দিন, অর্থাৎ ৯ অগাস্ট চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর থেকে সন্দীপ ও অভিজিতের মোবাইলে সবচেয়ে বেশি কথাবার্তা হয়েছিল, দেখা গিয়েছে কল ডিটেলসে। বেশ কয়েকটি 'সন্দেহজনক' মোবাইল নম্বরেও তাঁরা বার বার কথা বলেছেন।
আদালতে তদন্তকারীদের দাবি, ঘটনার দিন, অর্থাৎ ৯ অগাস্ট চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর থেকে সন্দীপ ও অভিজিতের মোবাইলে সবচেয়ে বেশি কথাবার্তা হয়েছিল, দেখা গিয়েছে কল ডিটেলসে। বেশ কয়েকটি ‘সন্দেহজনক’ মোবাইল নম্বরেও তাঁরা বার বার কথা বলেছেন।
এই বিষয়ে আরও জেরা এবং অনুসন্ধান প্রয়োজন। টালা থানা থেকে সিসি ক্যামেরার যে হার্ড ডিস্ক উদ্ধার করা হয়েছে, তা পরীক্ষা করে দেখা প্রয়োজন বলে জানিয়েছে সিবিআই।
এই বিষয়ে আরও জেরা এবং অনুসন্ধান প্রয়োজন। টালা থানা থেকে সিসি ক্যামেরার যে হার্ড ডিস্ক উদ্ধার করা হয়েছে, তা পরীক্ষা করে দেখা প্রয়োজন বলে জানিয়েছে সিবিআই।
এই মামলায় ধৃত আরজি কর মেডিক্যাল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল জেরায় সদুত্তর দিচ্ছেন না, এখানেই গোয়েন্দাদের মনে 'খটকা' থেকে যাচ্ছে।
এই মামলায় ধৃত আরজি কর মেডিক্যাল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল জেরায় সদুত্তর দিচ্ছেন না, এখানেই গোয়েন্দাদের মনে ‘খটকা’ থেকে যাচ্ছে।
এই অভিযোগ তুলে তাঁদের আরও তিন দিনের জন্য হেফাজতে চেয়েছে কেন্দ্রীয় সংস্থা।
এই অভিযোগ তুলে তাঁদের আরও তিন দিনের জন্য হেফাজতে চেয়েছে কেন্দ্রীয় সংস্থা।
ইতিমধ্যে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাইকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। আপাতত সিবিআইয়ের অধীনে জেল হেফাজতে রয়েছে সঞ্জয়। ধৃতের সঙ্গে সেদিন আর কেউ সেখানে ছিল কি না, তার তদন্ত চালাচ্ছে সিবিআই।
ইতিমধ্যে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাইকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। আপাতত সিবিআইয়ের অধীনে জেল হেফাজতে রয়েছে সঞ্জয়। ধৃতের সঙ্গে সেদিন আর কেউ সেখানে ছিল কি না, তার তদন্ত চালাচ্ছে সিবিআই।
এখনও পর্যন্ত এই মামলায় গণধর্ষণের কোনও প্রমাণ না পেলেও এখনই এই সন্দেহে তদন্ত বন্ধ করছেন না গোয়েন্দারা।
এখনও পর্যন্ত এই মামলায় গণধর্ষণের কোনও প্রমাণ না পেলেও এখনই এই সন্দেহে তদন্ত বন্ধ করছেন না গোয়েন্দারা।
প্রশ্ন উঠছে, তাহলে কি আরজি করে ধর্ষণে অভিযুক্ত একজনই? এখনই এ নিয়ে মুখ খুলতে নারাজ গোয়েন্দারা।
প্রশ্ন উঠছে, তাহলে কি আরজি করে ধর্ষণে অভিযুক্ত একজনই? এখনই এ নিয়ে মুখ খুলতে নারাজ গোয়েন্দারা।

RG Kar Case-CBI: তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ষড়যন্ত্রে যুক্ত সন্দীপ-অভিজিৎ? সিবিআই-কে প্রশ্ন বিচারকের! মিলল চমকে দেওয়া উত্তর

আরজি কর হাসপাতালে খুন এবং ধর্ষণের ঘটনায় প্রমাণ লোপাটের অভিযোগে গত শনিবার টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। সেদিনই এই মামলায় গ্রেফতার করা হয় সন্দীপ ঘোষকেও। উল্লেখ্য, সন্দীপ ঘোষ আগে থেকেই আরজি কর দুর্নীতি মামলায় জেলে ছিলেন। তবে খুনের মামলায় প্রমাণ লোপাটের অভিযোগে তাঁকে ফের হেফাজতে নেয় সিবিআই। প্রাথমিক ভাবে তিনদিনের হেফাজতে নিয়ে অভিজিৎ এবং সন্দীপকে জেরা করে সিবিআই।
আরজি কর হাসপাতালে খুন এবং ধর্ষণের ঘটনায় প্রমাণ লোপাটের অভিযোগে গত শনিবার টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। সেদিনই এই মামলায় গ্রেফতার করা হয় সন্দীপ ঘোষকেও। উল্লেখ্য, সন্দীপ ঘোষ আগে থেকেই আরজি কর দুর্নীতি মামলায় জেলে ছিলেন। তবে খুনের মামলায় প্রমাণ লোপাটের অভিযোগে তাঁকে ফের হেফাজতে নেয় সিবিআই। প্রাথমিক ভাবে তিনদিনের হেফাজতে নিয়ে অভিজিৎ এবং সন্দীপকে জেরা করে সিবিআই।
মঙ্গলবার সেই মেয়াদ শেষ হলে আদালতে পেশ করা হয়েছিল তাঁদের। সেখানে ফের তাঁদের তিনদিনের জন্যে হেফাজতে চায় সিবিআই। কিন্তু সিবিআইয়ের উদ্দেশ্যে আদালত বেশ কিছু প্রশ্নও করে। বিচারক সিবিআইয়ের উদ্দেশ্যে বলেন, এই দুজন খুন ও ধর্ষণের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত? নাকি প্রমাণ সরানোর জন্য ষড়যন্ত্র?
মঙ্গলবার সেই মেয়াদ শেষ হলে আদালতে পেশ করা হয়েছিল তাঁদের। সেখানে ফের তাঁদের তিনদিনের জন্যে হেফাজতে চায় সিবিআই। কিন্তু সিবিআইয়ের উদ্দেশ্যে আদালত বেশ কিছু প্রশ্নও করে। বিচারক সিবিআইয়ের উদ্দেশ্যে বলেন, এই দুজন খুন ও ধর্ষণের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত? নাকি প্রমাণ সরানোর জন্য ষড়যন্ত্র?
সিবিআই জানিয়ে দেয়, ''প্রত্যক্ষ ভাবে বলতে পারি না ধর্ষণ ও খুনে যুক্ত। তবে প্রমাণ লোপাট ষড়যন্ত্র সহ একাধিক বিষয় রয়েছে।'' বিচারক পাল্টা প্রশ্ন করেন, ''কোনও প্রমাণ পেয়েছেন ধর্ষণ ও খুনের সঙ্গে এরা যুক্ত?'' সিবিআই আইনদজীবী এর উত্তরে জানান, ''এ রকম ঘটনায় ১৪ ঘন্টা এফআইআর করেননি। জিডি করা হয়েছে। এঁদের ষড়যন্ত্র রয়েছে। গাফিলতি রয়েছে। ঘটনার পর এতক্ষণ পর মামলা করা হয়।''
সিবিআই জানিয়ে দেয়, ”প্রত্যক্ষ ভাবে বলতে পারি না ধর্ষণ ও খুনে যুক্ত। তবে প্রমাণ লোপাট ষড়যন্ত্র সহ একাধিক বিষয় রয়েছে।” বিচারক পাল্টা প্রশ্ন করেন, ”কোনও প্রমাণ পেয়েছেন ধর্ষণ ও খুনের সঙ্গে এরা যুক্ত?” সিবিআই আইনদজীবী এর উত্তরে জানান, ”এ রকম ঘটনায় ১৪ ঘন্টা এফআইআর করেননি। জিডি করা হয়েছে। এঁদের ষড়যন্ত্র রয়েছে। গাফিলতি রয়েছে। ঘটনার পর এতক্ষণ পর মামলা করা হয়।”
বিচারক পাল্টা প্রশ্ন করেন, ''ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে যুক্ত?'' সিবিআইয়ের তদন্তকারী অফিসার জানান, ''ওঁরা দু'জনে একে অপরকে চিনতেন। ষড়যন্ত্রে যুক্ত।'' বিচারক তখন ফের পাল্টা প্রশ্ন করেন, ''ধর্ষণ ও খুনের ষড়যন্ত্রে যুক্ত?'' সিবিআইয়ের উত্তর, ''আমরা তদন্ত করে দেখছি।'' তখন বিচারক সিবিআই-কে প্রশ্ন করে, ''এ জন্য আলাদা এফআইআর কেন করা হয়নি? এর জন্য আলাদা এফআইআর দরকার।''
বিচারক পাল্টা প্রশ্ন করেন, ”ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে যুক্ত?” সিবিআইয়ের তদন্তকারী অফিসার জানান, ”ওঁরা দু’জনে একে অপরকে চিনতেন। ষড়যন্ত্রে যুক্ত।” বিচারক তখন ফের পাল্টা প্রশ্ন করেন, ”ধর্ষণ ও খুনের ষড়যন্ত্রে যুক্ত?” সিবিআইয়ের উত্তর, ”আমরা তদন্ত করে দেখছি।” তখন বিচারক সিবিআই-কে প্রশ্ন করে, ”এ জন্য আলাদা এফআইআর কেন করা হয়নি? এর জন্য আলাদা এফআইআর দরকার।”
অভিযুক্ত অভিজিৎ মণ্ডলের আইনজীবী পাল্টা বলেন, ''২১২-র আগের অ্যাক্ট দেখুন। ২৪৯ বিএনএস অ্যাক্ট দেখুন। আমাকে গ্রেফতার করতে গেলে সরকারি অনুমতি দরকার। গ্রাউন্ড অফ অ্যারেস্ট কোথায়?'' তিনি আরও বলেন, ''এজেন্সি চাইছে সত্য উদ্ঘাটনের জন্য। এখন আবার হেফাজতে চাইছে। ৩ দিন কী করল। প্লিসিং অ্যারেস্ট এটা।''
অভিযুক্ত অভিজিৎ মণ্ডলের আইনজীবী পাল্টা বলেন, ”২১২-র আগের অ্যাক্ট দেখুন। ২৪৯ বিএনএস অ্যাক্ট দেখুন। আমাকে গ্রেফতার করতে গেলে সরকারি অনুমতি দরকার। গ্রাউন্ড অফ অ্যারেস্ট কোথায়?” তিনি আরও বলেন, ”এজেন্সি চাইছে সত্য উদ্ঘাটনের জন্য। এখন আবার হেফাজতে চাইছে। ৩ দিন কী করল। প্লিসিং অ্যারেস্ট এটা।”
বিচারক ফের সিবিআইয়ের আইনজীবী বলেন, ''আপনারা ষড়যন্ত্রের কথা বলছেন। খুন ও ধর্ষণে ষড়যন্ত্র করা হয়েছে নাকি প্রমাণ লোপাটে ষড়যন্ত্র করা হয়েছে। এটা গুরুতর অভিযোগ। আপনাদের কাছে কোনও তথ্য আছে কি, যার মাধ্যমে বোঝা যাচ্ছে খুন ও ধর্ষণে যুক্ত?'' সিবিআই অফিসার বলেন, ''আমরা সবদিকই খতিয়ে দেখছি। খুব প্রাথমিক পর্যায়ে।'' বিচারক বলেন, ''এটার তদন্তের দিক থাকা দরকার। কোনও প্রমাণ থাকা দরকার। আপনারা এমন কিছু পেয়েছেন? যদি এরকম কিছু পেয়ে থাকেন তাহলে আলাদা এফআইআর হয় না কেন?''
বিচারক ফের সিবিআইয়ের আইনজীবী বলেন, ”আপনারা ষড়যন্ত্রের কথা বলছেন। খুন ও ধর্ষণে ষড়যন্ত্র করা হয়েছে নাকি প্রমাণ লোপাটে ষড়যন্ত্র করা হয়েছে। এটা গুরুতর অভিযোগ। আপনাদের কাছে কোনও তথ্য আছে কি, যার মাধ্যমে বোঝা যাচ্ছে খুন ও ধর্ষণে যুক্ত?” সিবিআই অফিসার বলেন, ”আমরা সবদিকই খতিয়ে দেখছি। খুব প্রাথমিক পর্যায়ে।” বিচারক বলেন, ”এটার তদন্তের দিক থাকা দরকার। কোনও প্রমাণ থাকা দরকার। আপনারা এমন কিছু পেয়েছেন? যদি এরকম কিছু পেয়ে থাকেন তাহলে আলাদা এফআইআর হয় না কেন?”
সিবিআই তখন জানায়, ''হতে পারে এই ঘটনার আগে কোনও ষড়যন্ত্র হয়েছে। সন্দীপ ঘোষ ইচ্ছাকৃতভাবে এফআইআর করতে দেয়নি। কিন্তু তাই বলে ওসি এফআইআর করবেন না কেন? কে আটকেছে? এটা ষড়যন্ত্র।'' বিচারক তখন ফের বলে, ''ধর্ষণ ও খুনের আগেই যদি এর ষড়যন্ত্র করে থাকে তাহলে সেটা সিরিয়াস কেস। এটার আলাদা এফআইআর করা উচিত।'' সিবিআই জানায়, ''আমরা এই বিষয়টা দেখছি। ৩ দিনের হেফাজতে চাইছি।'' এরপর সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের ৩ দিনের সিবিআই হেফাজত মঞ্জুর করেন বিচারক।
সিবিআই তখন জানায়, ”হতে পারে এই ঘটনার আগে কোনও ষড়যন্ত্র হয়েছে। সন্দীপ ঘোষ ইচ্ছাকৃতভাবে এফআইআর করতে দেয়নি। কিন্তু তাই বলে ওসি এফআইআর করবেন না কেন? কে আটকেছে? এটা ষড়যন্ত্র।” বিচারক তখন ফের বলে, ”ধর্ষণ ও খুনের আগেই যদি এর ষড়যন্ত্র করে থাকে তাহলে সেটা সিরিয়াস কেস। এটার আলাদা এফআইআর করা উচিত।” সিবিআই জানায়, ”আমরা এই বিষয়টা দেখছি। ৩ দিনের হেফাজতে চাইছি।” এরপর সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের ৩ দিনের সিবিআই হেফাজত মঞ্জুর করেন বিচারক।

Sandip Ghosh Abhijit Mondal mobile phone mystery: নির্যাতিতার দেহ উদ্ধারের হতেই সন্দীপ, অভিজিতের মোবাইলে পর পর রহস্যময় ফোন? বিস্ফোরক সিবিআই

কলকাতা: আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের মোবাইল ফোনেই কি লুকিয়ে আরজি কর কাণ্ডের রহস্য? কেন দু জনকে ফের তারা হেফাজতে চাইছে, তার ব্যাখ্যা দিতে গিয়ে মঙ্গলবার শিয়ালদহ আদালতে এমনই ইঙ্গিত করেছে সিবিআই৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আর্জি মেনে আজ দু জনকেই ফের তিন দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক৷

এ দিন আদালতে সিবিআই জানিয়েছে. সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের মধ্যে ঘটনার দিন ফোনে যোগাযোগের প্রমাণ মিলেছে৷ শুধু এই দু জনের নিজেদের মধ্যে কথোপকথন নয়, আরজি করে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পর এই দু জনের নম্বরেই বেশ কিছু সন্দেহজনক ফোন আসে৷ নির্যাতিতার দেহ উদ্ধারের পর কারা তড়িঘড়ি সন্দীপ এবং অভিজিতের সঙ্গে যোগাযোগ করেছিলেন, তাঁদের কোনও নির্দেশ দেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে এ দিন আদালতে জানিয়েছে সিবিআই৷

আরও পড়ুন: ‘এটা কোনও রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়’, আইনজীবীদের ‘ধমক’ ক্ষুব্ধ প্রধান বিচারপতির! 

যেহেতু সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে ইতিমধ্যেই আরজি কর কাণ্ডে তথ্যপ্রমাণ লোপাট এবং তদন্তকে ভুলপথে চালিত করার চেষ্টার অভিযোগ এনেছে সিবিআই, তাই এই দু দজনের ফোনের সিডিআর বা কল ডিটেলস রেকর্ড খতিয়ে দেখা প্রয়োজন বলেই দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷

সিবিআই আরও জানিয়েছে, ইতিমধ্যেই বেশ কিছু সন্দেহজনক নম্বর সিবিআই-এর হাতে এসেছে৷ সেগুলির সিডিআর রিপোর্টও তদন্তকারীদের হাতে চলে এসেছে৷ সেই তথ্যের ভিত্তিতেও সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে মুখোমুখি বসিয়ে জেরা করা প্রয়োজন বলেই দাবি করেছে সিবিআই৷ আরও দাবি করা হয়েছে, সন্দীপ এবং অভিজিৎ মূল অভিযুক্ত অথবা সহ অভিযুক্তের সঙ্গে ষড়যন্ত্র করেছে কি না, তার জন্যও দুজনকে জেরা করা প্রয়োজন বলে আদালতে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷

ইতিমধ্যেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে দেরিতে এফআইআর করা, ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে সঞ্জয়ের পোষাক দেরিতে বাজেয়াপ্ত করার মতো অভিযোগও তুলেছেন তদন্তকারীরা৷

RG Kar corruption case: আরজি কর দুর্নীতি মামলায় উঠে এল অন্য সন্দীপের নাম! মঙ্গলবার সকাল থেকেই তল্লাশি অভিযান ইডির

কলকাতা: আরজি করে দুর্নীতি মামলায় মঙ্গলবার সকাল থেকেই সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এদিন সকালেই আরজি কর দুর্নীতি মামলায় উঠে এল অন্য সন্দীপের নাম।

সূত্রের খবর, এই সন্দীপের পুরো নাম সন্দীপ জৈন, তিনি মেডিক্যাল সরঞ্জামের কন্ট্রাক্টর হিসাবে কাজ করতেন। সন্দীপ জৈনের সঙ্গে সন্দীপ ঘোষের যোগাযোগ থাকতে পারে বলে সন্দেহ করছেন ইডি আধিকারিকরা। তাই মঙ্গলবার সকালে সন্দীপ জৈনের বাড়িতে। সন্দীপ জৈনের বাড়ি ছাড়াও তাঁর আবাসনের গ্রাউন্ড ফ্লোরের অফিসের তল্লাশি চলছে।

আরও পড়ুন: বিপুল পরিমাণ জল ছাড়ল ডিভিসি! পুজোর আগেই বন্যায় আশঙ্কা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

সেই সঙ্গে রাজ্যের আরও একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। চৌরঙ্গী লেনের একটি বাড়িতে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি বালিগঞ্জের একটি বাড়ি এবং হুগলিতেও তল্লাশি চালাচ্ছে ইডি।

মঙ্গলবারই আরজি করে চিকিৎসক ধর্ষণ এবং খুনের মামলার শুনানি হওয়ার কথা সুপ্রিম কোর্টে। এদিন সেই মামলার অগ্রগতি সম্পর্কে জানা যেতে পারে বলে জানা গিয়েছে। যদিও মঙ্গলবারের শুনানির আগে সোমবার সন্ধে থেকে রাত পর্যন্ত জুনিয়ার ডাক্তারদের সংগঠনের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে জুনিয়র ডাক্তারদের অধিকাংশ দাবিই মেনে নেন তিনি।

Sandip Ghosh: ‘সোশ্যাল মিডিয়ার ‘বিশেষ’ বন্ধুত্ব থেকেই.., সন্দীপের বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী

কলকাতা: আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের আরেক রূপ। বহরমপুরে থাকাকালীন রূপান্তরকামীদের সঙ্গে কী করতেন সন্দীপ? বিরাট অভিযোগ তুললেন এই রূপান্তরকামী। সমাজ মাধ্যমে যোগাযোগ করেই চলত নাকি ‘বিশেষ’ বন্ধুত্ব। তারপর কোয়ার্টারে ডেকে যৌন সম্পর্ক। চাঞ্চল্যকর অভিযোগ আর জি করের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে।

RG Kar Case-Sandip Ghosh: মঙ্গলে একদিকে সুপ্রিম-শুনানি, আর অন্যদিকে সন্দীপকে ঘিরে ঘটতে পারে বড় কিছু? টালা থেকে যা এল…

সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে মুখোমুখি বসিয়ে জেরা করলেই ‘বৃহত্তর ষড়যন্ত্র’ ফাঁস হয়ে যেতে পারে, এমনটাই মনে করছেন সিবিআই-এর আধিকারিকরা। কী তথ্য উঠে আসতে পারে মুখোমুখি জেরায়, তা জানতে মুখিয়ে রাজ্যবাসী।
সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে মুখোমুখি বসিয়ে জেরা করলেই ‘বৃহত্তর ষড়যন্ত্র’ ফাঁস হয়ে যেতে পারে, এমনটাই মনে করছেন সিবিআই-এর আধিকারিকরা। কী তথ্য উঠে আসতে পারে মুখোমুখি জেরায়, তা জানতে মুখিয়ে রাজ্যবাসী।
৯ অগাস্ট আরজি কর হাসপাতালে রাতে মৃত্যু হয় তরুণী চিকিৎসকের। সেইদিন রাতভর কী চলেছিল আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে? মৃত্যুর ঘটনা কখন জানতে পারেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ? তারপরে কাকে জানান তিনি? কখন ঘটনাস্থলে পৌঁছন প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল?
৯ অগাস্ট আরজি কর হাসপাতালে রাতে মৃত্যু হয় তরুণী চিকিৎসকের। সেইদিন রাতভর কী চলেছিল আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে? মৃত্যুর ঘটনা কখন জানতে পারেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ? তারপরে কাকে জানান তিনি? কখন ঘটনাস্থলে পৌঁছন প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল?
তারপর থেকে দীর্ঘ সময় কী কথা হয়েছিল সন্দীপ ঘোষের সঙ্গে? কেন সুইসাইড বলা হয়েছিল? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে এবারে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে মুখোমুখি বসিয়ে জেরার পরিকল্পনা।
তারপর থেকে দীর্ঘ সময় কী কথা হয়েছিল সন্দীপ ঘোষের সঙ্গে? কেন সুইসাইড বলা হয়েছিল? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে এবারে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে মুখোমুখি বসিয়ে জেরার পরিকল্পনা।
এরই মধ্যে মঙ্গলবার সুপ্রিম কোর্টে রয়েছে আরজি কর মামলার শুনানি। এই পরিস্থিতিতে গোটা রাজ্যের নজর রয়েছে এই শুনানির দিকে।
এরই মধ্যে মঙ্গলবার সুপ্রিম কোর্টে রয়েছে আরজি কর মামলার শুনানি। এই পরিস্থিতিতে গোটা রাজ্যের নজর রয়েছে এই শুনানির দিকে।
একদিকে যখন মঙ্গলবার সুপ্রিম কোর্টে রয়েছে শুনানি, একই সঙ্গে মঙ্গলবারই শিয়ালদহ আদালতে পেশ করা হবে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল ও সন্দীপ ঘোষকে। আগামীকাল ৩ দিনের সিবিআই হেফাজত শেষ হচ্ছে। সেখানেও নজর থাকবে সকলের। সিবিআই সন্দীপ ও অভিজিৎকে আর হেফাজতে নেয় কিনা, সেটাই দেখার।

একদিকে যখন মঙ্গলবার সুপ্রিম কোর্টে রয়েছে শুনানি, একই সঙ্গে মঙ্গলবারই শিয়ালদহ আদালতে পেশ করা হবে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল ও সন্দীপ ঘোষকে। আগামীকাল ৩ দিনের সিবিআই হেফাজত শেষ হচ্ছে। সেখানেও নজর থাকবে সকলের। সিবিআই সন্দীপ ও অভিজিৎকে আর হেফাজতে নেয় কিনা, সেটাই দেখার।
এদিকে, এদিনই আরজি কর খুন ও ধর্ষণ ঘটনায় নথি সহ এক এএসআই আসেন সিজিও কমপ্লেক্সে। অভিজিৎ মণ্ডলকে গ্রেফতারের পাশাপাশি টালা থানার আরও কী কী ভূমিকা ছিল, তা খতিয়ে দেখছে সিবিআই।
এদিকে, এদিনই আরজি কর খুন ও ধর্ষণ ঘটনায় নথি সহ এক এএসআই আসেন সিজিও কমপ্লেক্সে। অভিজিৎ মণ্ডলকে গ্রেফতারের পাশাপাশি টালা থানার আরও কী কী ভূমিকা ছিল, তা খতিয়ে দেখছে সিবিআই।

Sandip Ghosh: একজন ডাক্তার হয়ে সন্দীপ কীভাবে করলেন এমন ভয়ানক কাজ? মুর্শিদাবাদ থেকে যে অভি‌যোগ উঠছে শুনলে গা গুলিয়ে উঠবে!

ইতিমধ্যেই আরজি কর কাণ্ডের জেরে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।
ইতিমধ্যেই আরজি কর কাণ্ডের জেরে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।
দিকে দিকে তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠেই আসছে। তবে এবার সন্দীপ ঘোষের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠল বহরমপুরে।
দিকে দিকে তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠেই আসছে। তবে এবার সন্দীপ ঘোষের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠল বহরমপুরে।
বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি ছিলেন একটা সময়ে অর্থোপেডিক বিভাগের প্রধান হিসেবে।
বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি ছিলেন একটা সময়ে অর্থোপেডিক বিভাগের প্রধান হিসেবে।
আর তখনই অনেক ঘৃণ্য কাজ করেছিলেন সন্দীপ ঘোষ বলেই অভিযোগ। সন্দীপের বিরুদ্ধে বিস্ফোরক ট্রান্সজেন্ডার কমিউনিটির প্রথম সারির যোদ্ধা।
আর তখনই অনেক ঘৃণ্য কাজ করেছিলেন সন্দীপ ঘোষ বলেই অভিযোগ। সন্দীপের বিরুদ্ধে বিস্ফোরক ট্রান্সজেন্ডার কমিউনিটির প্রথম সারির যোদ্ধা।
তাঁর অভিযোগ, সন্দীপ ট্রান্সজেন্ডার কমিউনিটিকে সম্মান করতেন না। তিনি একাধিক ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করতেন। তারপর তাঁদের উপর নির্যাতন করতেন।
তাঁর অভিযোগ, সন্দীপ ট্রান্সজেন্ডার কমিউনিটিকে সম্মান করতেন না। তিনি একাধিক ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করতেন। তারপর তাঁদের উপর নির্যাতন করতেন।
অভিযোগকারীদের দাবি, “উনি ফেসবুকের মাধ্যমে ট্রান্সজেন্ডারদের ফোন নম্বর জোগাড় করতেন। তাঁদের ডেকে পাঠাতেন। এরপর তাঁদের সঙ্গে সম্পর্ক তৈরি করতেন। তবে এই সম্পর্ক তৈরির পিছনে বাজে বা খারাপ কিছু আছে বলে মনে হয় না আমার। কিন্তু যে ভাবে উনি ওঁর যৌনতা প্রকাশ করতেন তাতে আমাদের অবজেকশন আছে।”
অভিযোগকারীদের দাবি, “উনি ফেসবুকের মাধ্যমে ট্রান্সজেন্ডারদের ফোন নম্বর জোগাড় করতেন। তাঁদের ডেকে পাঠাতেন। এরপর তাঁদের সঙ্গে সম্পর্ক তৈরি করতেন। তবে এই সম্পর্ক তৈরির পিছনে বাজে বা খারাপ কিছু আছে বলে মনে হয় না আমার। কিন্তু যে ভাবে উনি ওঁর যৌনতা প্রকাশ করতেন তাতে আমাদের অবজেকশন আছে।”
একই সঙ্গে তাঁর অভিযোগ, “উনি শারীরিক সম্পর্ক স্থাপনের নামে নির্যাতনও করতেন। আমাদের কমিউনিটির তিনজনের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন। কিন্তু তাঁরা থানায় সেই সময় যেতে পারেননি। যেহেতু উনি প্রভাবশালী, তার উপর আবার ডাক্তার ছিলেন। তারপর উনি সমাজের স্বীকৃত মানুষ।” (রিপোর্টার-- কৌশিক অধিকারী)
একই সঙ্গে তাঁর অভিযোগ, “উনি শারীরিক সম্পর্ক স্থাপনের নামে নির্যাতনও করতেন। আমাদের কমিউনিটির তিনজনের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন। কিন্তু তাঁরা থানায় সেই সময় যেতে পারেননি। যেহেতু উনি প্রভাবশালী, তার উপর আবার ডাক্তার ছিলেন। তারপর উনি সমাজের স্বীকৃত মানুষ।” (রিপোর্টার– কৌশিক অধিকারী)