'আমরা যে স্লোগান দিয়েছিলাম, জুনিয়র ডাক্তাররা সে পথেই এগোচ্ছেন!' বিস্ফোরক মীনাক্ষী

CPIM: ‘আমরা যে স্লোগান দিয়েছিলাম, জুনিয়র ডাক্তাররা সে পথেই এগোচ্ছেন!’ ‘কলতান’ নিয়েও বিস্ফোরক মীনাক্ষী

কলকাতা: শ‍্যামবাজারে শুরু হল বামপন্থী ছাত্র যুব মহিলা সংগঠনের তরফ থেকে সমাবেশ। জাস্টিস ফর আর জি করের শ্লোগান দিয়ে শুরু হল সমাবেশ। এসএফআই(SFI), ডিআইএফওয়াই(DYFI), এআইডিডাব্লিউএ (AIDWA) ছাত্র যুব সংগঠনের সদস্যরা সকলে যোগ দিয়েছেন। এই সমাবেশের নেতৃত্ব দিয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়।

এদিনের সমাবেশে সিপিআইএমের বক্তব্য বিচার চাই, স্বৈরাচারের ক্ষমা নাই। সমাবেশের নেতৃ মীনাক্ষী মুখোপাধ্যায় জানান, ‘‘ছাত্র যুব মহিলা সংগঠনের সকলে আমরা এখানে একটা নিরাপদ সমাজের দাবি জানাচ্ছি। কলতান দাশগুপ্তকে যেভাবে গ্রফতার করা হয়েছে তা অনৈতিক এবং রাজনৈতিক প্রতিহিংসামূলক। কলতান নির্দোষ।আমরা যেটা স্লোগান দিয়েছিলাম নাটক ছাড়, বিচার কর। জুনিয়র ডাক্তাররা সেই পথেই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছে।’’

আরও পড়ুন: বাথরুমের হলুদ দাগ? এইভাবে পরিষ্কার করলেই নিমেষে ঝকঝকে হবে নোংরা বাথরুম, সহজ টিপসেই কেল্লাফতে

প্রসঙ্গত, সিপিআইএমের যুব মহিলা সংগঠনের সমাবেশে উঠে এল তৃণমূল নেতা কুনাল ঘোষের প্রসঙ্গও। এদিনের সমাবেশে সিপিআইএমের দাবি, ‘‘কুনাল ঘোষ কী তৃণমূল কংগ্রেসের মুখপাত্র নাকি পুলিশের মুখপাত্র? প্রশ্ন রইল।’’

আরও পড়ুন: এই প্রথম! সদ‍্যোজাত কন‍্যাকে কোলে নিয়ে ফ্রেমবন্দি দীপিকা! সন্তানকে নিয়ে দেখুন নতুন মা-বাবার একগুচ্ছ ছবি

প্রসঙ্গত একটি ভাইরাল অডিও ক্লিপকে কেন্দ্র করে গতকাল গ্রেফতার করা হয় ডিওয়াইএফআইয়ের মুখপত্রের সম্পাদক এবং সিপিএমের যুব নেতা কলতান দাশগুপ্তকে। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের অবস্থান বিক্ষোভে বড়সড় হামলার চক্রান্ত চালাচ্ছে বামেদের একটি যুব সংগঠন। দুই নেতার মধ্যে কথোপকথনের একটি অডিও ক্লিপ প্রকাশ করে এমনই দাবি করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ যদিও। অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি নিউজ18 বাংলা ৷