‘বাংলার হয়ে খেলেছেন, আপনি বাংলা বলতে পারেন?’ মহম্মদ শামির উত্তরে সবাই অবাক

তিনি বাংলার হয়ে খেলেছেন ঘরোয়া ক্রিকেটে। বাংলার জার্সিতে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেই জাতীয় দলে ডাক পেয়েছেন। মহম্মদ শামি তাই বাংলার প্রতি কৃতজ্ঞতা জানাতে কখনও ভোলেন না।
তিনি বাংলার হয়ে খেলেছেন ঘরোয়া ক্রিকেটে। বাংলার জার্সিতে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেই জাতীয় দলে ডাক পেয়েছেন। মহম্মদ শামি তাই বাংলার প্রতি কৃতজ্ঞতা জানাতে কখনও ভোলেন না।
২০২৩ বিশ্বকাপে দুরন্ত পারফর্ম করার জন্য শামিকে সংবর্ধনা জানাল সিএবি। শনিবার শামি এসেছিলেন কলকাতায়। সিএবির সংবর্ধনা অনুষ্ঠানে বাংলার প্রতি আরও একবার গভীর ভালবাসা ও কৃতজ্ঞতার কথা জানিয়ে গেলেন ভারতীয় দলের তারকা পেসার।
২০২৩ বিশ্বকাপে দুরন্ত পারফর্ম করার জন্য শামিকে সংবর্ধনা জানাল সিএবি। শনিবার শামি এসেছিলেন কলকাতায়। সিএবির সংবর্ধনা অনুষ্ঠানে বাংলার প্রতি আরও একবার গভীর ভালবাসা ও কৃতজ্ঞতার কথা জানিয়ে গেলেন ভারতীয় দলের তারকা পেসার।
শামি উত্তরপ্রদেশের ক্রিকেটার। তবে একটা সময় উত্তরপ্রদেশের ক্রিকেটে খেলার সুযোগ না পেয়ে আসেন বাংলায়। এই রাজ্য থেকেই তাঁর জাতীয় ক্রিকেটে উত্থান। আর সেটা যে কোনও সময় এক কথায় স্বীকার করেন তিনি। শামি বলেন, বাংলায় আমার দ্বিতীয় বাড়ি।
শামি উত্তরপ্রদেশের ক্রিকেটার। তবে একটা সময় উত্তরপ্রদেশের ক্রিকেটে খেলার সুযোগ না পেয়ে আসেন বাংলায়। এই রাজ্য থেকেই তাঁর জাতীয় ক্রিকেটে উত্থান। আর সেটা যে কোনও সময় এক কথায় স্বীকার করেন তিনি। শামি বলেন, বাংলায় আমার দ্বিতীয় বাড়ি।
শামিকে এবার প্রশ্ন করা হয়েছিল, বাংলার হয়ে এতদিন খেলেছেন! বাংলা ভাষাটা রপ্ত করতে পেরেছেন কি! তিনি কি বাংলা বলতে পারেন!
শামিকে এবার প্রশ্ন করা হয়েছিল, বাংলার হয়ে এতদিন খেলেছেন! বাংলা ভাষাটা রপ্ত করতে পেরেছেন কি! তিনি কি বাংলা বলতে পারেন!
শামি বললেন, আমি ভাল করে বাংলা বলতে পারি না। তবে বাংলা বুঝতে পারি ভালমতো। আমার সামনে কেউ বাংলায় কথা বললে আমার বুঝতে কোনও অসুবিধা হয় না।
শামি বললেন, আমি ভাল করে বাংলা বলতে পারি না। তবে বাংলা বুঝতে পারি ভালমতো। আমার সামনে কেউ বাংলায় কথা বললে আমার বুঝতে কোনও অসুবিধা হয় না।
শামি আরও বলেন, একমাত্র ঋদ্ধিমান সাহা সারাক্ষণ আমার সঙ্গে বাংলায় কথা বলে। ও কখনও হিন্দিতে আমার সঙ্গে কথা বলে না।
শামি আরও বলেন, একমাত্র ঋদ্ধিমান সাহা সারাক্ষণ আমার সঙ্গে বাংলায় কথা বলে। ও কখনও হিন্দিতে আমার সঙ্গে কথা বলে না।