Tag Archives: Mohammad Shami

মহম্মদ শামি: জীবন, কেরিয়ার, সাফল্য এক ঝলকে

পুরো নাম: মহম্মদ শামি আহমেদ

জন্ম: ৩ সেপ্টেম্বর, ১৯৯০

উচ্চতা: ৫ ফুট ৮ ইঞ্চি (১.৭৩ মিটার)

জাতীয়তা: ভারতীয়

ক্রীড়াবিদ: ডান-হাতি ফাস্ট-মিডিয়াম বোলার

পরিবার

পিতা – তৌসিফ আলি

মা – অঞ্জুম আরা

কেরিয়ারের সূচনা:

মহম্মদ শামি উত্তরপ্রদেশের মোরাদাবাদে বদরুদ্দিন সিদ্দিকীর অধীনে ক্রিকেটের প্রাথমিক প্রশিক্ষণ শুরু করেন। এর কয়েক বছর পরে তিনি কলকাতায় চলে আসেন এবং অনূর্ধ্ব-২২ বাংলা দলে খেলার জন্য নির্বাচিত হন। এখান থেকেই শুরু হয় তাঁর বাইশ গজের যাত্রা। অনেক পরিশ্রমের পর বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে খেলার সুযোগ পান তিনি। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ভাবে নিজের দক্ষতা প্রদর্শন করেন শামি, যার ফলে বিসিসিআই বোর্ডেরও নজর যায় তাঁর উপর।

আন্তর্জাতিক অভিষেক:

ওয়ান ডে:

২০১৩ সালে নীল জার্সিতে ভারতের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পান শামি। ২০১৪ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি ওয়ান ডে সিরিজে গড় ২৮.৭২ রান দিয়ে ১১টি উইকেট নেন তিনি। ওই বছরেই দ্বিতীয় দ্রুততম ভারতীয় হিসেবে ৫০টি ওডিআই উইকেট নিয়েছিলেন তিনি। ইংল্যান্ডের মতো বড় দলের বিরুদ্ধে একটি সিরিজে শামি ৮টি উইকেট নিয়ে নিজের বোলিং দক্ষতার পরিচয় দিয়েছেন। শামির পারফর্মেন্সের ভিত্তিতে ২০১৪ ‘আইসিসি ওয়ার্ল্ড ওডিআই একাদশে’ তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়।  

২০১৫ সালে ভারতের হয়ে বিশ্বকাপ খেলার ডাক পান তিনি। ২০১৫ আইসিসি বিশ্বকাপে গড় ১৭.২৯ রান দিয়ে মোট ১৭টি উইকেট নিয়েছিলেন। ওই বছর ফের তাঁর নাম আর এক বার ‘আইসিসি ওয়ার্ল্ড ওডিআই একাদশে’ যুক্ত করা হয়। ২০১৯ সালে দ্রুততম ভারতীয় বোলার হিসেবে ১০০টি ওয়ান ডে উইকেট নিয়ে রেকর্ড গড়েন শামি। ২০১৯ সালের আইসিসি বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে হ্যাট-ট্রিক উইকেট নেন শামি। আর বিশ্বকাপের ম্যাচে তিনিই দ্বিতীয় ভারতীয়, যিনি হ্যাট-ট্রিক করেছেন।

টেস্ট:

২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের বিরুদ্ধে তাঁর টেস্ট ম্যাচে অভিষেক হয়। প্রথম ম্যাচেই ৯টি উইকেট নিয়ে ভারতীয় খেলোয়াড় হিসেবে ফের নতুন রেকর্ড গড়েন মহম্মদ শামি। ২০১৪-১৫ সালের বর্ডার-গাভাস্কার ট্রফির অংশ ছিলেন তিনি এবং এই সিরিজে মোট ১৫টি উইকেট নিয়েছিলেন শামি। 

টি২০:

শামির দক্ষতা দেখে নির্বাচকরা যারপরনাই মুগ্ধ হয়েছিলেন। তাই ২০১৪ সালের টি২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলার সুযোগ দেওয়া হয় তাঁকে। প্রথম ম্যাচেই উমর আকমলের উইকেট নিলেও টুর্নামেন্টের বাকি ম্যাচে অবশ্য তাঁকে আর খেলতে দেওয়া হয়নি। আন্তর্জাতিক স্তরে শামি খুব বেশি টি২০ ম্যাচ খেলেননি। 

আইপিএল কেরিয়ার:

ইন্ডিয়ান ক্রিকেটে শামি উইকেট টেকার বোলার নামে পরিচিত। শুরুর দিকে শামি কলকাতা নাইট রাইডার্সের অংশ ছিলেন, কিন্তু তাঁকে খুব বেশি সুযোগ দেওয়া হয় নি। ২০১৪ সালে দিল্লি ডেয়ারডেভিলস দলের হাত ধরে আইপিএল-এ তিনি প্রচারের আলোয় আসেন। ২০১৫ সাল অবধি তিনি দিল্লির টিমেই ছিলেন। ২০১৯ সালে কিংস ইলেভেন পঞ্জাব শামিকে ৪.৮ কোটি টাকা দিয়ে দলে নিয়েছিল। এর পর ২০২২ সালের মেগা নিলামে গুজরাত টাইটান্স দল তাঁকে কিনেছে। আর সবথেকে বড় কথা হল, ২০২২ সালে গুজরাতের আইপিএল ট্রফি জয়ে শামির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

চোট-আঘাত:

খেলার ময়দানে থাকার কালে ক্ষত-চোট শামির কেরিয়ারে অনেক সমস্যা তৈরি করেছে। চোট-আঘাতের কারণে আন্তর্জাতিক-সহ বহু আইপিএল ম্যাচে খেলতে পারেননি তিনি।   

Mohammad Shami on Narendra Modi: ভোট দিতে এসে শামির মুখে মোদির নাম, কী বললেন ভারতীয় পেসার?

লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আমরোহাতে ভোট দিলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার মহম্মদ শামি। ২৬ এপ্রিল উত্তরপ্রদেশের আটটি কেন্দ্রে ভোটগ্রহণ হয়, যার মধ্য়ে মিরাট, গাজিয়াবাদ, আলিগড়, মথুরা-সহ শামির আমরোহা কেন্দ্রও রয়েছে। তবে ভোট দিয়ে বেরিয়ে শামির মুখে উঠে এল মোদির প্রসঙ্গ।

আরও খবর: আগে ভোট, পরে বিয়ে! বরের পোশাকে ভোট দিতে এসে শিরোনামে মহারাষ্ট্রের তরুণ

শুক্রবার আমরোহায় ভোট দেওয়ার পর উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে মহম্মদ শামি বলেন, “আমি শুধু বলতে চাই প্রতিটা নাগরিকেরই ভোট দিয়ে নিজের পছন্দের সরকার নির্বাচনের অধিকার রয়েছে।” সেই সঙ্গে তিনি বলেন, “এটা গর্বের ব্য়াপার যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ভাষণ আমার নাম উল্লেখ করেছেন এবং আমার খেলার প্রশংসা করেছেন।”

আরও খবর: স্ত্রীর গয়নায় স্বামীর কোনও অধিকার নেই, স্ত্রীধন নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের

প্রসঙ্গত, ১৯ এপ্রিল উত্তরপ্রদেশের আমরোহাতে এক জনসভায় শামির ভূয়সী প্রশংসা করে মোদি বলেন, “সারা বিশ্ব ক্রিকেট বিশ্বকাপে মহম্মদ শামির দুর্দান্ত খেলা দেখেছে। ক্রীড়া জগতে শামির অসাধারণ পারফরমেন্সের জন্য কেন্দ্রীয় সরকার অর্জুন পুরস্কার দিয়েছে।” এছাড়াও ২৭ ফেব্রুয়ারি গোড়ালির অস্ত্রোপচারের পর শামির আরোগ্য কামনা করে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরোহার জনসভায় মোদি শামিকে নিয়ে যা বলেছিলেন শামি ভোটের দিন সেই প্রসঙ্গেই তুলে আনলেন মোদির কথা।

বিশ্বকাপে মহম্মদ শামির বদলি কে? এই দুই বোলারের মধ্যে লড়াই! ভারতীয় দলে বড় চমক

টি-২০ বিশ্বকাপে খেলা হচ্ছে না মহম্মদ .শামির। সে খবর প্রায় পাকা। জানা যাচ্ছে, শামির বদলি হিসেবে আরেক বোলারকে ভেবে রেখেছে বিসিসিআই।
টি-২০ বিশ্বকাপে খেলা হচ্ছে না মহম্মদ শামির। সে খবর প্রায় পাকা। জানা যাচ্ছে, শামির বদলি হিসেবে আরেক বোলারকে ভেবে রেখেছে বিসিসিআই।
২০২৪ সালের শেষের দিকে অস্ট্রেলিয়ায় পাঁচ টেস্টে ম্যাচের সিরিজ়‌ খেলবে ভারতীয় দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার জন্যও সেই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। তখনও কি শামি পুরোপুরি ফিট হবেন না! প্রশ্ন এখন এটাই।
২০২৪ সালের শেষের দিকে অস্ট্রেলিয়ায় পাঁচ টেস্টে ম্যাচের সিরিজ়‌ খেলবে ভারতীয় দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার জন্যও সেই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। তখনও কি শামি পুরোপুরি ফিট হবেন না! প্রশ্ন এখন এটাই।
অপারেশের পর দেশে ফিরেছেন শামি। শামির বিষয়ে বিসিসিআই সচিব জয় শাহ বলেছেন, "শামির অস্ত্রোপচার হয়ে গিয়েছে। ও দেশে ফিরে এসেছে। সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ়ে ও ফিরতে পারে।" তবে বিশ্বকাপে শামির আর খেলা হচ্ছে না।
অপারেশের পর দেশে ফিরেছেন শামি। শামির বিষয়ে বিসিসিআই সচিব জয় শাহ বলেছেন, “শামির অস্ত্রোপচার হয়ে গিয়েছে। ও দেশে ফিরে এসেছে। সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ়ে ও ফিরতে পারে।” তবে বিশ্বকাপে শামির আর খেলা হচ্ছে না।
কিছুদিন আগে শামি একটি ছবি পোস্ট করেছিলেন। সেই ছবি দেখে বোঝা যাচ্ছে, তিনি এখনও হাঁটতে পারছেন না। ফলে টি২০ বিশ্বকাপে তাঁর খেলার সম্ভাবনা নেই।
কিছুদিন আগে শামি একটি ছবি পোস্ট করেছিলেন। সেই ছবি দেখে বোঝা যাচ্ছে, তিনি এখনও হাঁটতে পারছেন না। ফলে টি২০ বিশ্বকাপে তাঁর খেলার সম্ভাবনা নেই।
এখন প্রশ্ন হল, শামির বদলে কোন বোলারকে নেওয়া হবে ভারতীয় দলে! দুজন বোলারের নাম ভাসছে আপাতত।
এখন প্রশ্ন হল, শামির বদলে কোন বোলারকে নেওয়া হবে ভারতীয় দলে! দুজন বোলারের নাম ভাসছে আপাতত।
ভারতীয় দল এখন তৃতীয় পেসারের খোঁজে। জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজের পর তৃতীয় পেসার হিসেবে কাকে বেছে নেবে বিসিসিআই!
ভারতীয় দল এখন তৃতীয় পেসারের খোঁজে। জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজের পর তৃতীয় পেসার হিসেবে কাকে বেছে নেবে বিসিসিআই!
মহম্মদ শামির বদলি হিসেবে উমরান মালিককে ভাবছিল বিসিসিআই। সেই জন্য বোর্ডের তরফে কাশ্মীর ক্রিকেট সংস্থাকে বলা হয়েছিল, উমরানকে যেন ঘরোয়া ক্রিকেটে বেশি ম্যাচ খেলানো হয়!
মহম্মদ শামির বদলি হিসেবে উমরান মালিককে ভাবছিল বিসিসিআই। সেই জন্য বোর্ডের তরফে কাশ্মীর ক্রিকেট সংস্থাকে বলা হয়েছিল, উমরানকে যেন ঘরোয়া ক্রিকেটে বেশি ম্যাচ খেলানো হয়!
এখন শোনা যাচ্ছে, শামির বদলি হিসেবে বিসিসিআই-এর চিন্তায় এখন মায়াঙ্ক যাদবও রয়েছেন। আইপিএলে তাঁর দুরন্ত পারফরম্যান্স নির্বাচকদের নতুন করে ভাবাচ্ছে।
এখন শোনা যাচ্ছে, শামির বদলি হিসেবে বিসিসিআই-এর চিন্তায় এখন মায়াঙ্ক যাদবও রয়েছেন। আইপিএলে তাঁর দুরন্ত পারফরম্যান্স নির্বাচকদের নতুন করে ভাবাচ্ছে।

ভরা আইপিএলে মহম্মদ শামি বিছানায় শুয়ে! আবার ছবি পোস্ট, হাঁটতেও পারছেন না!

কলকাতা: ভরা আইপিএলে তিনি বিছানায় শুয়ে!

এমন ছবি কে-ই বা দেখতে চেয়েছিল! মহম্মদ শামির মতো বোলার ঘরে বসে আইপিএলের ম্যাচ দেখছেন। কোনওভাবেই তাঁর খেলার সম্ভাবনা নেই। আইপিএলের পর বিশ্বকাপ। সেখানেও শামিকে দেখা যাবে না বলেই ধরে নেওয়া ভাল।

১৩ মার্চ শামি জানিয়েছিলেন, অস্ত্রোপচারের পর তিনি কেমন আছেন! তবে তারও ১৫ দিন আগে শামির অস্ত্রোপচার হয়। শামি বলেছিলেন, যেভাবে সুস্থ হচ্ছি তাতে খুব তাড়াতাড়ি মাঠে ফিরব বলে আশা করছি।

আরও পড়ুন- ১৫৫.৮ কিমি/ঘন্টা! হাঁটু কাঁপছে অনেকের, শামির বদলি ‘ভারতের ব্রেট লি’!

যদিও বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছিলেন,  সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে শামিকে আবার মাঠে দেখা যেতে পারে। তবে তার আগে কোনওভাবেই তাঁর মাঠে ফেরা সম্ভব নয়। এমনকী বিশ্বকাপেও শামির খেলার সম্ভাবনা প্রায় নেই বলেই জানান তিনি।

রবিবার ফের শামি ছবি পোস্ট করেছেন। এবার তিনটি। সেখানে দেখা যাচ্ছে, তিনি বিছানায় শুয়ে। পায়ে ব্যান্ডেজ, পাশে রাখা স্ক্রাচ। অর্থাৎ দেখেই বোঝা যাচ্ছে, এখনও তিনি হাঁটতে পারছেন না। অবশ্য শামির পুরোপুরি সুস্থ হতে যে সময় লাগবে তা আগেই বোঝা গিয়েছিল।

২০২৩ ওডিআই বিশ্বকাপে শামি গোড়ালিতে চোট পান। সেই চোট নিয়েই তিনি খেলেন বিশ্বকাপে। আসলে সেই সময় দুর্দান্ত পারফর্ম করছিলেন তিনি। আর সেই সুযোগ কোনওভাবেই তিনি হারাতে চাননি। তাই ম্যাচের দিন ব্যথা কমানোর ইঞ্জেকশন নিয়েই খেলেছেন তিনি।

আরও পড়ুন- আইপিএলের ইতিহাসে সবথেকে দ্রুত গতির বল কে করেছে? জেনে নিন প্রথম পাঁচে কারা

লন্ডনে শামির অস্ত্রোপচার হয়। তার পর থেকে দ্রুত সুস্থ হচ্ছেন তিনি। তবে চোট যা তাতে তাঁর পুরো সুস্থ হতে আরও অনেকটা সময় লাগবে। বিসিসিআই এরই মধ্যে বিশ্বকাপের দলও নির্বাচন করে ফেলবে। বলাবাহুল্য সেই দলেও শামির নাম থাকবে না।

১৫৫.৮ কিমি/ঘন্টা! হাঁটু কাঁপছে অনেকের, শামির বদলি ‘ভারতের ব্রেট লি’!

কলকাতা: আইপিএল ২০২৪-এ লখনউ সুপার জায়ান্টস এবং পাঞ্জাব কিংসের মধ্যে ম্যাচে ২১ বছর বয়সী বোলার মায়াঙ্ক যাদব সবার নজর কেড়েছেন। লখনউয়ের এই ফাস্ট বোলার ওই ম্যাচে প্রবল গতিতে বোলিং করেন। পাঞ্জাব কিংসের ব্যাটারদের হাঁটু কাঁপিয়ে দেন।

তিনি আইপিএল ২০২৪-এর দ্রুততম ডেলিভারি করেছেন। ফলে এখন অনেকেই তাঁকে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে দেখতে চান। সত্যিই কি নির্বাচকরা এই তরুণ বোলারের কথা বিশ্বকাপের জন্য বিবেচনা করবেন! কার জায়গায় তিনি সুযোগ পেতে পারেন?

আরও পড়ুন- খেলাKKR News: এবার আইপিএলে কেকেআর ঘটাল এমন ‘কাণ্ড’! যা এখনও আর কোনও দলের নেই

আইপিএলে গতকালের ম্যাচে লখনউয়ের সবচেয়ে সফল ফাস্ট বোলার ছিলেন মায়াঙ্ক যাদব। ৪ ওভারের স্পেলে ৪৭ রান খরচ করে ৩  উইকেট।
চমৎকার বোলিংয়ের কারণে তিনি বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছেন।

১৫৫.৮ কিমি প্রতি ঘন্টা স্পিডে বোলিং করে তিনি এখন আলোচনার কেন্দ্রে। মহম্মদ শামির চোট। তাঁর বদলে নির্বাচকরা কাশ্মীরের পেসার উমরান মালিককে ভাবছেন বলে খবর ছিল। এমনকী বিসিসিআই-এর তরফে কাশ্মীর ক্রিকেট সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছিল, উমরানকে যেন রনজিতে বেশি ম্যাচ খেলানো হয়!

এবার রনজিতে সাতটি ম্যাচ খেলেছেন উমরান। তবে এখন আবার মায়াঙ্ক যাদবের বিশ্বকাপ দলে সুযোগের জল্পনা ছড়াচ্ছে। তাও আবার শামির বদলি হিসেবে!

২০২৩ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন শামি। সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তিনি। শামি আইপিএলে খেলছেন না। কিছুদিন আগে লন্ডনে তাঁর গোড়ালিতে অস্ত্রোপচার হয়।

২০২৪ টি-২০ বিশ্বকাপের দৌড়েও মহম্মদ শামি নেই বলেই জানা যাচ্ছে। এমন পরিস্থিতিতে তাঁর জায়গায় মায়াঙ্ক যাদবকে অন্তর্ভুক্ত করতে পারেন প্রধান নির্বাচক অজিত আগরকার! এখন বলা অবশ্য কঠিন। কারণ এই দৌড়ে কিছুটা হলেও এগিয়ে রয়েছেন উমরান।

আরও পড়ুন- ‘হাতি ধুলোয় শুয়ে থাকলেও সম্মান পায়’, রোহিত শর্মাকে নিয়ে ‘বড় কথা’ কিংবদন্তির

লখনউ সুপার জায়ান্টস ২০ লাখ টাকা খরচ করে মায়াঙ্ক যাদবকে দলে নিয়েছিল। আইপিএল ২০২২ থেকে দলের সদস্য তিনি। কিন্তু গত দুই মরশুমে মায়াঙ্ক লখনউয়ের হয়ে প্লেয়িং ইলেভেনে জায়গা করে নিতে ব্যর্থ হন।

এবারই প্রথমবার লখনউয়ের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। আর প্রথম ম্য়াচেই বাজিমাত।

পান্ডিয়া-শামির লেগে গেল! চাচাছোলা আক্রমণ শামির, ‘ও কি নিজেকে ধোনি ভাবে?’

হার্দিক পান্ডিয়া কি এখন ভারতীয় ক্রিকেটে ভিলেন! এই প্রশ্ন ওঠা অমূলক নয়। কারণ তিনি মুম্বইয়ের ক্যাপ্টেন হওয়ার পর থেকেই চারপাশ থেকে আক্রমণ সামলাতে হচ্ছে।
হার্দিক পান্ডিয়া কি এখন ভারতীয় ক্রিকেটে ভিলেন! এই প্রশ্ন ওঠা অমূলক নয়। কারণ তিনি মুম্বইয়ের ক্যাপ্টেন হওয়ার পর থেকেই চারপাশ থেকে আক্রমণ সামলাতে হচ্ছে।
ক্রিকেটপ্রেমীদের একাংশের মনে এখন হার্দিক পান্ডিয়াকে নিয়ে ক্ষোভ জমছে। রোহিত শর্মাকে নেতৃত্ব থেকে সরিয়ে মুম্বই ফ্র্যাঞ্চাইজির হার্দিককে দায়িত্ব দেওয়া অনেকেই মেনে নিতে পারছেন না।
ক্রিকেটপ্রেমীদের একাংশের মনে এখন হার্দিক পান্ডিয়াকে নিয়ে ক্ষোভ জমছে। রোহিত শর্মাকে নেতৃত্ব থেকে সরিয়ে মুম্বই ফ্র্যাঞ্চাইজির হার্দিককে দায়িত্ব দেওয়া অনেকেই মেনে নিতে পারছেন না।
পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে পান্ডিয়ার পক্ষে অদূর ভবিষ্যতে মুম্বইয়ের ক্যাপ্টেন হিসেবে টিকে থাকাই মুশকিল হয়ে যেতে পারে।
পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে পান্ডিয়ার পক্ষে অদূর ভবিষ্যতে মুম্বইয়ের ক্যাপ্টেন হিসেবে টিকে থাকাই মুশকিল হয়ে যেতে পারে।
এরই মধ্যে মহম্মদ শামি নজিরবিহীন আক্রমণ করলেন পান্ডিয়াকে। এর আগে দর্শকদের বিদ্রুপের মুখে পড়তে হয়েছিল তাঁকে।
এরই মধ্যে মহম্মদ শামি নজিরবিহীন আক্রমণ করলেন পান্ডিয়াকে। এর আগে দর্শকদের বিদ্রুপের মুখে পড়তে হয়েছিল তাঁকে।
পান্ডিয়ার নেতৃত্বে গুজরাত টাইটান্সে খেলেছেন মহম্মদ শামি। তবে এবার চোটের জন্য আইপিএল ২০২৪ থেকে ছিটকে গিয়েছেন শামি।
পান্ডিয়ার নেতৃত্বে গুজরাত টাইটান্সে খেলেছেন মহম্মদ শামি। তবে এবার চোটের জন্য আইপিএল ২০২৪ থেকে ছিটকে গিয়েছেন শামি।
গুজরাতের বিরুদ্ধে ম্যাচে হার্দিক পান্ডিয়া ব্যাট করতে নামেন ৭ নম্বরে। শামির আপত্তি সেখানেই। তিনি দাবি করেছেন, ৭ নম্বরে ব্যাটিং করে টেল এন্ডাররা। পান্ডিয়ার উচিত ছিল বাড়তি দায়িত্ব আরও আগে নামা। তা হলে ম্যাচ আর শেষ ওভার পর্যন্ত হয়তো গড়াত না!
গুজরাতের বিরুদ্ধে ম্যাচে হার্দিক পান্ডিয়া ব্যাট করতে নামেন ৭ নম্বরে। শামির আপত্তি সেখানেই। তিনি দাবি করেছেন, ৭ নম্বরে ব্যাটিং করে টেল এন্ডাররা। পান্ডিয়ার উচিত ছিল বাড়তি দায়িত্ব আরও আগে নামা। তা হলে ম্যাচ আর শেষ ওভার পর্যন্ত হয়তো গড়াত না!
শামি বলেন, প্যাট কামিন্সকে নিয়েও কথা হয়েছিল। ক্যাপ্টেন হলে দলের বাকিদের থেকে এক পা এগিয়ে থাকতে হবে। পান্ডিয়া গুজরাতে থাকাকালিন ৩-৪ নম্বরে ব্যাটিং করত। এখন তা হলে ৪-৫ নম্বরে ব্যাট করতে সমস্যা কোথায়!
শামি বলেন, প্যাট কামিন্সকে নিয়েও কথা হয়েছিল। ক্যাপ্টেন হলে দলের বাকিদের থেকে এক পা এগিয়ে থাকতে হবে। পান্ডিয়া গুজরাতে থাকাকালিন ৩-৪ নম্বরে ব্যাটিং করত। এখন তা হলে ৪-৫ নম্বরে ব্যাট করতে সমস্যা কোথায়!
শামিকে প্রশ্ন করা হয়, হার্দিক কি কোনওভাবে ধোনিকে ফলো করছেন! শামি উত্তরে বলেন, এমনটা যদি হয় তা হলে ও বড় ভুল করছে। সবার নেতৃত্বের স্টাইল, খেলার ধরণ, পরিকল্পনা আলাদা। হার্দিক আগে ৩-৪ নম্বরে ব্যাটিং করেছে। ফলে এখন ও চাইলে বড়জোর ৫ নম্বর পর্যন্ত পিছিয়ে যেতে পারে। কিন্তু ৭ নম্বরে ব্যাটিং করতে নামবে কেন!
শামিকে প্রশ্ন করা হয়, হার্দিক কি কোনওভাবে ধোনিকে ফলো করছেন! শামি উত্তরে বলেন, এমনটা যদি হয় তা হলে ও বড় ভুল করছে। সবার নেতৃত্বের স্টাইল, খেলার ধরণ, পরিকল্পনা আলাদা। হার্দিক আগে ৩-৪ নম্বরে ব্যাটিং করেছে। ফলে এখন ও চাইলে বড়জোর ৫ নম্বর পর্যন্ত পিছিয়ে যেতে পারে। কিন্তু ৭ নম্বরে ব্যাটিং করতে নামবে কেন!

শামির বদলে আইপিএলে ‘এই’ বোলার! গুজরাতের কি টাকার অভাব? নামটা অবাক করবে

কলকাতা: ২২শে মার্চ থেকে শুরু হবে আইপিএল। টুর্নামেন্টের আগে কিছু দলের জন্য ইনজুরি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অনেক খেলোয়াড় ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন।

মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাত টাইটান্স দলের নামও ছিল সেই তালিকায়। চোটের কারণে টুর্নামেন্টে খেলতে পারবেন না গুজরাতের তারকা বোলার মহম্মদ শামি। সেই সঙ্গে চোট সমস্যা হয়ে দাঁড়ায় মুম্বইয়ের ফাস্ট বোলার দিলশান মধুশঙ্কার জন্য। এবার দুই দলই এই খেলোয়াড়দের বদলি ঘোষণা করেছে।

আরও পড়ুন- কে জিতবে এবারের আইপিএল? হয়ে গেল বড় ভবিষ্যদ্বাণী, তারকা ক্রিকেটার বাছলেন সেই দল

গত বছর অসাধারণ ফর্মে দেখা গিয়েছিল মহম্মদ শামিকে। আইপিএল ২০২৩-এ সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের মধ্যে শামির নাম শীর্ষে ছিল। শুধু তাই নয়, তিনি বিশ্বকাপেও দুর্দান্ত পারফর্ম করেছিলেন। কিন্তু এর মধ্যেই তিনি গুরুতর চোট পান। সম্প্রতি অস্ত্রোপচার করতে হয় তাঁর গোড়ালিতে।

সেই কারণে আইপিএলের পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে গেছেন তিনি। আইপিএলে মহম্মদ শামির জায়গায় সন্দীপ ওয়ারিয়ারকে দলে নিয়েছে গুজরাত। সন্দীপের ২০২১ সালে আইপিএলের অভিষেক হয়েছিল। এখনও পর্যন্ত ৫টি ম্যাচ খেলেছেন তিনি।

বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে চোটের শিকার হন দিলশান মধুশঙ্কা। এর পর আইপিএল থেকেও ছিটকে পড়েন তিনি। মধুশঙ্কার জায়গায় ১৭ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান বোলার কোয়েনা মাফাকাকে দলে অন্তর্ভুক্ত করেছে মুম্বাই। আইপিএল-এর অফিসিয়াল অ্যাকাউন্টে উভয় খেলোয়াড়ের বদলির তথ্য দেওয়া হয়েছে।

আরও পড়ুন- ভারতের সব থেকে পুরনো ক্রিকেট স্টেডিয়াম কোনটি? নামটা জানা থাকলে আপনি জিনিয়াস

বিবৃতিতে লেখা ছিল, ‘শামির বদলি হিসেবে ৩২ বছর বয়সী সন্দীপ ওয়ারিয়ারকে দলে নিয়েছে গুজরাত। শামির সম্প্রতি সফল অস্ত্রোপচার হয়েছে। তিনি অনেকটাই সেরে উঠছেন। ওয়ারিয়ার ৫০ লাখ টাকা বেস প্রাইসে দলে নিয়েছে গুজরাত।

অন্যদিকে, চোটের কারণে আসন্ন মরশুম থেকে ছিটকে গেলেন মধুশঙ্কা। বাঁহাতি ফাস্ট বোলার মাফাকা ৫০ লাখ টাকা বেস প্রাইসে মুম্বইয়ে যোগ দিয়েছেন।

মহম্মদ শামি ‘পার্ট টু’ খুঁজে ফেলল বোর্ড! শামির কেরিয়ার শেষ! কে সেই ‘নতুন’ বোলার!

টি-২০ বিশ্বকাপে খেলা হচ্ছে না মহম্মদ শামির। সে খবর প্রায় পাকা। জানা যাচ্ছে, শামির বদলি হিসেবে আরেক বোলারকে ভেবে রেখেছে বিসিসিআই।
টি-২০ বিশ্বকাপে খেলা হচ্ছে না মহম্মদ শামির। সে খবর প্রায় পাকা। জানা যাচ্ছে, শামির বদলি হিসেবে আরেক বোলারকে ভেবে রেখেছে বিসিসিআই।
২০২৪ সালের শেষের দিকে অস্ট্রেলিয়ায় পাঁচ টেস্টে ম্যাচের সিরিজ়‌ খেলবে ভারতীয় দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার জন্যও সেই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। তখনও কি শামি পুরোপুরি ফিট হবেন না! প্রশ্ন এখন এটাই।
২০২৪ সালের শেষের দিকে অস্ট্রেলিয়ায় পাঁচ টেস্টে ম্যাচের সিরিজ়‌ খেলবে ভারতীয় দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার জন্যও সেই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। তখনও কি শামি পুরোপুরি ফিট হবেন না! প্রশ্ন এখন এটাই।
অপারেশের পর দেশে ফিরেছেন শামি। শামির বিষয়ে বিসিসিআই সচিব জয় শাহ বলেছেন, "শামির অস্ত্রোপচার হয়ে গিয়েছে। ও দেশে ফিরে এসেছে। সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ়ে ও ফিরতে পারে।" তবুও কেন শামির বদলি হিসেবে আরেক বোলারকে ভেবে রাখছে বোর্ড!
অপারেশের পর দেশে ফিরেছেন শামি। শামির বিষয়ে বিসিসিআই সচিব জয় শাহ বলেছেন, “শামির অস্ত্রোপচার হয়ে গিয়েছে। ও দেশে ফিরে এসেছে। সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ়ে ও ফিরতে পারে।” তবুও কেন শামির বদলি হিসেবে আরেক বোলারকে ভেবে রাখছে বোর্ড!
শামির এখন ৩৩ বছর বয়স। চোটের জন্য তিনি এবার আইপিএল খেলতে পারবেন না। টি২০ বিশ্বকাপ দলেও তাঁকে ভাবছে না বোর্ড।  এবার কি টেস্টেও শামিকে আর ভারতীয় দলের জার্সি গায়ে দেখা যাবে না!
শামির এখন ৩৩ বছর বয়স। চোটের জন্য তিনি এবার আইপিএল খেলতে পারবেন না। টি২০ বিশ্বকাপ দলেও তাঁকে ভাবছে না বোর্ড। এবার কি টেস্টেও শামিকে আর ভারতীয় দলের জার্সি গায়ে দেখা যাবে না!
জানা যাচ্ছে, শামির বদলি হিসেবে উমরান মালিককে ভাবছে বোর্ড। আর সেই জন্য তাঁর সঙ্গে চুক্তিও সেরে রেখেছে বিসিসিআই।
জানা যাচ্ছে, শামির বদলি হিসেবে উমরান মালিককে ভাবছে বোর্ড। আর সেই জন্য তাঁর সঙ্গে চুক্তিও সেরে রেখেছে বিসিসিআই।
জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের ক্রিকেট সংস্থাকে বোর্ড নির্দেশ দিয়েছিল, শামিকে যেন ঘরোয়া ক্রিকেটে বেশি ম্যাচ খেলানো হয়।
জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের ক্রিকেট সংস্থাকে বোর্ড নির্দেশ দিয়েছিল, শামিকে যেন ঘরোয়া ক্রিকেটে বেশি ম্যাচ খেলানো হয়।
বুমহার, সিরাজ, শামির কম্বিনেশন আর থাকবে না। হবে বুমরাহ, সিরাজ ও উমরানের জোট। ভারতীয় পেসারদের এই দল অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত পারফর্ম করতে পারে বলে আশা করছে বোর্ড।
বুমহার, সিরাজ, শামির কম্বিনেশন আর থাকবে না। হবে বুমরাহ, সিরাজ ও উমরানের জোট।
ভারতীয় পেসারদের এই দল অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত পারফর্ম করতে পারে বলে আশা করছে বোর্ড।
শামি যখন চোটে কাবু, উমরান তখন রনজিতে পাঁচটি ম্যাচ খেলে ফেলেছিলেন। তাঁকে আরও বেশি করে লাল বলের ক্রিকেটে খেলাতে চাইছে বোর্ড।
শামি যখন চোটে কাবু, উমরান তখন রনজিতে পাঁচটি ম্যাচ খেলে ফেলেছিলেন। তাঁকে আরও বেশি করে লাল বলের ক্রিকেটে খেলাতে চাইছে বোর্ড।
বোর্ডের কর্তারা মনে করছেন, লাগাতার জোরে বল করার দক্ষতা রয়েছে উমরানের। অনেকটা শামির মতো। আর সেই গতিতেই তিনি বিদেশের মাঠে ভাল কিছু করতে পারেন বলে আশা করছেন বোর্ড কর্তারা।
বোর্ডের কর্তারা মনে করছেন, লাগাতার জোরে বল করার দক্ষতা রয়েছে উমরানের। অনেকটা শামির মতো। আর সেই গতিতেই তিনি বিদেশের মাঠে ভাল কিছু করতে পারেন বলে আশা করছেন বোর্ড কর্তারা।

শামি হাঁটতেও পারছেন না! শরীরে যা হয়েছে, ছবি তুলে পোস্ট করলেন! বড় আপডেট

কলকাতা: ২০২৩ ওডিআই বিশ্বকাপের সময় তিনি গোড়ালিতে চোট পেয়েছিলেন। সেই বিশ্বকাপে শামি ২৪টি উইকেট তুলেছিলেন। তবে তার পর থেকেই তাঁর জীবনে সমস্যার শুরু।

জানা গিয়েছিল, শামি বিশ্বকাপের সময় রোজ ব্যথার ইঞ্জেকশন নিয়ে খেলেছিলেন। তবে তাতেও শেষরক্ষা হয়নি।  শামি শেষ পর্যন্ত গোড়ালির চোটের চিকিৎসা করতে লন্ডনে গিয়েছিলেন।

গত মাসে তাঁর গোড়ালিতে অস্ত্রোপচার হয়। তার পরই জানা যায়, আইপিএলে এবার শামি খেলতে পারবেন না। পরে জানা যায়, টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি হয়তো খেলতে পারবেন না।

শামির অস্ত্রোপচারের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছিলেন, ‘তোমার দ্রুত সুস্থতা কামনা করি। চোট কাটিয়ে তুমি সাহসের সঙ্গে ফিরবে, এটা আমার বিশ্বাস।’

আরও পড়ুন- বিরাট কোহলি ধূমপান করছেন! সারা দেশে হইচই ফেলে দিল ‘এই’ ভিডিও, চমকে যাবেন

প্রধানমন্ত্রীর এই পোস্টের উত্তর দিয়েছিলেন শামি। আর এবার শামি নিজের চোটের আপডেট দিলেন ছবি পোস্ট করে। গোড়ালির যে জায়গার অপারেশন হয়েছিল, তার ছবি পোস্ট করলেন শামি। সঙ্গে লিখলেন কবে নাগাদ তিনি ফিরতে পারবেন, সেই ব্যাপারে।

শামি লিখেছেন, আমার অস্ত্রোপচারের ১৫ দিন হয়েছে। নিজের শারীরিক অবস্থা সম্পর্কে একটি আপডেট দিতে চাই। সম্প্রতি আমার সেলাই কাটা হয়েছে। আমি ধীরে ধীর সুস্থ হয়ে উঠছি। যেভাবে আমি সুস্থ হচ্ছি তাতে খুব তাড়াতাড়ি মাঠে ফিরব বলেই আশা করছি।’

আরও পড়ুন- IPL 2024: ২২ গজে রাজত্ব করা কাকে বলে, আইপিএলে বুঝিয়ে দিয়েছেন এই ব্যাটাররা

২৬ ফেব্রুয়ারি শামির অস্ত্রোপচার হয়েছিল। আপাতত ক্রাচ নিয়ে হাঁটতে হচ্ছে শামিকে। বোর্ড সচিব জয় শাহ জানিয়েছিলেন, শামিকে আবার সেপ্টেম্বরে বাংলাদেশ সিরিজে খেলতে দেখা যেতে পারে। অর্থাৎ এখনও কয়েক মাস তাঁকে বিশ্রামে থাকতে হবে।

বিশ্বকাপের স্বপ্ন শেষ ভারতের ‘এই’ মহাতারকার! কে বলুন তো? চরম দুঃসংবাদ জয় শাহের

টি-২০ বিশ্বকাপে খেলা হচ্ছে না মহম্মদ শামির। আশঙ্কা আগেই ছিল। তবে এবার একেবারে পাকা খবর।
টি-২০ বিশ্বকাপে খেলা হচ্ছে না মহম্মদ শামির। আশঙ্কা আগেই ছিল। তবে এবার একেবারে পাকা খবর।
বিশ্বকাপে খেলার সময় গোড়ালিতে চোট পান শামি। সেই চোট সহজে সারেনি। তাঁক অস্ত্রোপচার করাতে হয়। পুরোপুরি সেরে উঠতে অনেকটা সময় লাগবে শামির।
বিশ্বকাপে খেলার সময় গোড়ালিতে চোট পান শামি। সেই চোট সহজে সারেনি। তাঁক অস্ত্রোপচার করাতে হয়। পুরোপুরি সেরে উঠতে অনেকটা সময় লাগবে শামির।
অপারেশের পর দেশে ফিরেছেন শামি। সোমবার শামির বিষয়ে বিসিসিআই সচিব জয় শাহ বলেন,"শামির অস্ত্রোপচার হয়ে গিয়েছে। ও দেশে ফিরে এসেছে। সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ়ে ও ফিরতে পারে।"
অপারেশের পর দেশে ফিরেছেন শামি। সোমবার শামির বিষয়ে বিসিসিআই সচিব জয় শাহ বলেন,”শামির অস্ত্রোপচার হয়ে গিয়েছে। ও দেশে ফিরে এসেছে। সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ়ে ও ফিরতে পারে।”
আগেই জানা গিয়েছিল, শামিকে এখন টেস্ট বোলার হিসেবেই ভাবছে বোর্ড। তাঁকে টি২০ দলে আর খুব বেশি দেখা যাবে না।
আগেই জানা গিয়েছিল, শামিকে এখন টেস্ট বোলার হিসেবেই ভাবছে বোর্ড। তাঁকে টি২০ দলে আর খুব বেশি দেখা যাবে না।
শামির যে টি২০ বিশ্বকাপে খেলার সম্ভাবনা কম, সে আভাস আগেই পাওয়া গিয়েছিল। তবে এবার সেই খবরে সিলমোহর দিলেন বোর্ড সচিব জয় শাহ।
শামির যে টি২০ বিশ্বকাপে খেলার সম্ভাবনা কম, সে আভাস আগেই পাওয়া গিয়েছিল। তবে এবার সেই খবরে সিলমোহর দিলেন বোর্ড সচিব জয় শাহ।
গোড়ালির চোটের চিকিৎসা করতে লন্ডনেও গিয়েছেন মহম্মদ শামি। কবে ফের ২২ গজে ফিরবেন সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছুই জানা যায়নি। তবে কিছুটা আভাস দিলেন জয় শাহ।
গোড়ালির চোটের চিকিৎসা করতে লন্ডনেও গিয়েছেন মহম্মদ শামি। কবে ফের ২২ গজে ফিরবেন সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছুই জানা যায়নি। তবে কিছুটা আভাস দিলেন জয় শাহ।
শামি যে এবারের আইপিএলেও খেলতে পারবেন না, সে আভাসও ছিল আগেই।
শামি যে এবারের আইপিএলেও খেলতে পারবেন না, সে আভাসও ছিল আগেই।
শামির না থাকাটা ভারতের কাছে চাপের। তবে চোটের জন্য গুরুত্বপূর্ণ সময়ে মাঠের বাইরে থাকাটা তাঁর কাছে আরও বড় হতাশার।
শামির না থাকাটা ভারতের কাছে চাপের। তবে চোটের জন্য গুরুত্বপূর্ণ সময়ে মাঠের বাইরে থাকাটা তাঁর কাছে আরও বড় হতাশার।

মহম্মদ শামি আর বিশ্বকাপ খেলতে পারবেন না কোনওদিন? বিসিসিআই দিল বড় আপডেট

গোটা আইপিএল থেকে বাদ মহম্মদ শামি। সে খবর আগেই পাওয়া গিয়েছিল। বিসিসিআই-এর এক কর্তা ইঙ্গিত দিয়েছেন, ২০২৪ আইপিএলে একটি ম্যাচও খেলতে পারবেন না তিনি। এমনকী টি২০ বিশ্বকাপেও খেলার সম্ভাবনা তাঁর কম।
গোটা আইপিএল থেকে বাদ মহম্মদ শামি। সে খবর আগেই পাওয়া গিয়েছিল। বিসিসিআই-এর এক কর্তা ইঙ্গিত দিয়েছেন, ২০২৪ আইপিএলে একটি ম্যাচও খেলতে পারবেন না তিনি। এমনকী টি২০ বিশ্বকাপেও খেলার সম্ভাবনা তাঁর কম।
২০২৩ ওডিআই বিশ্বকাপের সময় ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন শামি। তার পর থেকে বিশ্রামেই তিনি। বিশ্বকাপের পর থেকে একটাও ম্যাচ তিনি খেলেননি।
২০২৩ ওডিআই বিশ্বকাপের সময় ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন শামি। তার পর থেকে বিশ্রামেই তিনি। বিশ্বকাপের পর থেকে একটাও ম্যাচ তিনি খেলেননি।
শামি হাসপাতালের বেড থেকে অপারেশনের আপডেট দিয়েছেন৷ তাঁর অস্ত্রোপচার হয়েছে ব্রিটেনে৷ নিজের পোস্টে শামি লিখেছেন,  “এইমাত্র আমার অ্যাকিলিস টেন্ডনে একটি সফল হিল অপারেশন হয়েছে। রিকভারির জন্য কিছুটা সময় লাগবে।" শামি X হ্যান্ডেলে এই খবর জানিয়েছেন৷ Photo Courtesy- Mohammed Shami/ X account 
শামি হাসপাতালের বেড থেকে অপারেশনের আপডেট দিয়েছেন৷ তাঁর অস্ত্রোপচার হয়েছে ব্রিটেনে৷ নিজের পোস্টে শামি লিখেছেন,  “এইমাত্র আমার অ্যাকিলিস টেন্ডনে একটি সফল হিল অপারেশন হয়েছে। রিকভারির জন্য কিছুটা সময় লাগবে।” শামি X হ্যান্ডেলে এই খবর জানিয়েছেন৷ Photo Courtesy- Mohammed Shami/ X account
শামির এখন ৩৩ বছর বয়স। চোট তাঁকে ভুগিয়েছে আগেও। পরের ওডিআই বিশ্বকাপ যখন হবে তখন শামির বয়স হবে ৩৭। পেসার হিসেবে তিনি ভারতীয় দলে তখন সুযোগ পাবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে।
শামির এখন ৩৩ বছর বয়স। চোট তাঁকে ভুগিয়েছে আগেও। পরের ওডিআই বিশ্বকাপ যখন হবে তখন শামির বয়স হবে ৩৭। পেসার হিসেবে তিনি ভারতীয় দলে তখন সুযোগ পাবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে।
বিসিসিআই জানিয়ে দিল, শামি চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ হওয়ার জন্য এর পর এনসিএ-তে যাবেন। তবে তাঁর পুরো ফিট হতে অনেকটা সময় লাগবে।
বিসিসিআই জানিয়ে দিল, শামি চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ হওয়ার জন্য এর পর এনসিএ-তে যাবেন। তবে তাঁর পুরো ফিট হতে অনেকটা সময় লাগবে।
অর্থাৎ, বোঝাই যাচ্ছে, টি২০ বিশ্বকাপে শামিকে আর না দেখার সম্ভাবনাই বেশি।
অর্থাৎ, বোঝাই যাচ্ছে, টি২০ বিশ্বকাপে শামিকে আর না দেখার সম্ভাবনাই বেশি।
এমনিতেই শামিকে টেস্ট বোলার হিসেবে ভাবতে শুরু করেছে টিম ম্যানেজমেন্ট। ফলে এই অবস্থায় তাঁকে পরের টি২০ বিশ্বকাপেও খেলানো হবে কি না তা নিয়ে দ্বন্দ্ব থাকছে।
এমনিতেই শামিকে টেস্ট বোলার হিসেবে ভাবতে শুরু করেছে টিম ম্যানেজমেন্ট। ফলে এই অবস্থায় তাঁকে পরের টি২০ বিশ্বকাপেও খেলানো হবে কি না তা নিয়ে দ্বন্দ্ব থাকছে।