২০২৪ সালের বিশ্বকর্মা পুজো পড়েছে ১৭ সেপ্টেম্বর (৩১ ভাদ্র) মঙ্গলবার৷ তার আগের দিনই হবে অরন্ধন বা রান্নাপুজো। কিন্তু এটি কী? কেনই বা পালন করা হয় দিনটি?

Vishwakarma Puja 2024: রাত পোহালেই সেই মাহেন্দ্রক্ষণ…! দুর্লভ শুভ যোগে ‘এই’ সময়ে করুন বিশ্বকর্মা পুজো, কাটবে ফাঁড়া-আর্থিক সঙ্কট! ঘরে ফিরবে সুখ-শান্তি

বিশ্বকর্মা পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে। ভগবান বিশ্বকর্মাকে দেবতাদের স্থপতি বলা হয়। বলা যায় ভগবান বিশ্বকর্মাও পৃথিবীর প্রথম প্রকৌশলী। ভাদ্রপদ মাসে, যখন সূর্য দেবতা কন্যা রাশিতে প্রবেশ করেন, সেই সময়ে বিশ্বকর্মার জন্ম হয়। তাই বিশ্বকর্মা জয়ন্তীর উৎসব প্রতি বছর সূর্য ট্রানজিটের দিনে পালিত হয়।
বিশ্বকর্মা পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে। ভগবান বিশ্বকর্মাকে দেবতাদের স্থপতি বলা হয়। বলা যায় ভগবান বিশ্বকর্মাও পৃথিবীর প্রথম প্রকৌশলী। ভাদ্রপদ মাসে, যখন সূর্য দেবতা কন্যা রাশিতে প্রবেশ করেন, সেই সময়ে বিশ্বকর্মার জন্ম হয়। তাই বিশ্বকর্মা জয়ন্তীর উৎসব প্রতি বছর সূর্য ট্রানজিটের দিনে পালিত হয়।
রাত পোহালেই বিশ্বকর্মা পুজো৷ প্রতিবছর বিশ্বকর্মা পুজো শুধুমাত্র একটি নির্দিষ্ট তারিখে পালিত হয়। প্রতি বছর ১৭ই সেপ্টেম্বর সারাদেশে ধুমধাম করে পালিত হয়।
রাত পোহালেই বিশ্বকর্মা পুজো৷ প্রতিবছর বিশ্বকর্মা পুজো শুধুমাত্র একটি নির্দিষ্ট তারিখে পালিত হয়। প্রতি বছর ১৭ই সেপ্টেম্বর সারাদেশে ধুমধাম করে পালিত হয়।
পণ্ডিত কমলেশ ব্যাস বলেছেন যে ১৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সূর্য কন্যা রাশিতে প্রবেশ করবে ০৭:৪৭ মিনিটে।
পণ্ডিত কমলেশ ব্যাস বলেছেন যে ১৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সূর্য কন্যা রাশিতে প্রবেশ করবে ০৭:৪৭ মিনিটে।
সন্ধ্যায় বিশ্বকর্মার পূজা হয় না। এই বছর বিশ্বকর্মা পুজোর উৎসব অর্থাৎ বিশ্বকর্মা জয়ন্তী পালিত হবে ১৭ সেপ্টেম্বর। এই দিনে, বিশ্বকর্মার পুজোর শুভ সময় হল সকাল ১১:০৮ থেকে ০১:৪৩ পর্যন্ত।
সন্ধ্যায় বিশ্বকর্মার পূজা হয় না। এই বছর বিশ্বকর্মা পুজোর উৎসব অর্থাৎ বিশ্বকর্মা জয়ন্তী পালিত হবে ১৭ সেপ্টেম্বর। এই দিনে, বিশ্বকর্মার পুজোর শুভ সময় হল সকাল ১১:০৮ থেকে ০১:৪৩ পর্যন্ত।
পণ্ডিত কমলেশ ব্যাস বলেন, বিশ্বকর্মা জয়ন্তীর দিন সকালে পুজো করলে উপকার হয়৷ এবং বিশ্বকর্মার পুজো নিষ্ঠাভরে করলে অর্থের অভাব হয় না এবং পরিবারে সুখ-শান্তি বজায় থাকে৷
পণ্ডিত কমলেশ ব্যাস বলেন, বিশ্বকর্মা জয়ন্তীর দিন সকালে পুজো করলে উপকার হয়৷ এবং বিশ্বকর্মার পুজো নিষ্ঠাভরে করলে অর্থের অভাব হয় না এবং পরিবারে সুখ-শান্তি বজায় থাকে৷
বিশ্বকর্মা পুজোর পর হাতে ফুল ও অক্ষত নিন। ভগবান বিশ্বকর্মাকে উত্সর্গীকৃত মন্ত্রগুলি তিন বা চারবার জপ করুন। এরপরে, আপনার হাতে উপস্থিত অক্ষতটি বাড়ির চার দিকে ছিটিয়ে দিন। বাড়িতে ইতিবাচকতা থাকবে এবং পরিবারের সদস্যদের স্বাস্থ্যেরও উন্নতি হতে শুরু করবে।
বিশ্বকর্মা পুজোর পর হাতে ফুল ও অক্ষত নিন। ভগবান বিশ্বকর্মাকে উত্সর্গীকৃত মন্ত্রগুলি তিন বা চারবার জপ করুন। এরপরে, আপনার হাতে উপস্থিত অক্ষতটি বাড়ির চার দিকে ছিটিয়ে দিন। বাড়িতে ইতিবাচকতা থাকবে এবং পরিবারের সদস্যদের স্বাস্থ্যেরও উন্নতি হতে শুরু করবে।