নবান্নের মতোই কালীঘাটের বৈঠকেও সরাসরি সম্প্রচার নিয়ে জট সৃষ্টি হয় ৷ কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছলেও বৈঠকে যোগ দেননি জুনিয়র চিকিৎসকরা৷

Junior Doctor’s Protest: কালীঘাটের বৈঠকে রাজি জুনিয়র ডাক্তারেরা, তবে এবারেও রয়েছে তিন দফা শর্ত! রফাসূত্র বেরবে?

সোমবার সকালেই মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে বৈঠকের ডাক পেয়েছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তরােরা। সব মেডিক্যাল কলেজের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে যাচ্ছেন তাঁরা। তবে এবারেও রয়েছে শর্ত।
সোমবার সকালেই মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে বৈঠকের ডাক পেয়েছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তরােরা। সব মেডিক্যাল কলেজের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে যাচ্ছেন তাঁরা। তবে এবারেও রয়েছে শর্ত।
আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের তরফে  মুখ্যসচিবকে মেইল করা হয় ৩টে ৫৩ মিনিটে। সেখানে জানানো এটাই হয়েছে যে, জনসাধারণের স্বার্থে আজ বৈঠকে যাচ্ছেন তাঁরা। কিন্তুু স্বচ্ছতার দাবিতে তাঁরা এখনও অনড়। ভিডিওগ্রাফি করতে হবে অথবাভিডিও রেকর্ড করে তার কপি মিটিং  শেষ হওয়ার মাত্রই ছাত্রদেরকে দিতে হবে অথবা সমস্ত মিটিংয়ের বিবরণ দুপক্ষের সই-সহ তুলে দিতে হবে।
আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের তরফে মুখ্যসচিবকে মেইল করা হয় ৩টে ৫৩ মিনিটে। সেখানে জানানো এটাই হয়েছে যে, জনসাধারণের স্বার্থে আজ বৈঠকে যাচ্ছেন তাঁরা। কিন্তুু স্বচ্ছতার দাবিতে তাঁরা এখনও অনড়। ভিডিওগ্রাফি করতে হবে অথবা
ভিডিও রেকর্ড করে তার কপি মিটিং শেষ হওয়ার মাত্রই ছাত্রদেরকে দিতে হবে অথবা সমস্ত মিটিংয়ের বিবরণ দুপক্ষের সই-সহ তুলে দিতে হবে।
গত সোমবার সুপ্রিম কোর্টের তরফ থেকে তাঁদের কাজে ফেরার সময়সীমা বেঁধে দেওয়া হয়। তবে ‘ডেডলাইন’ দেওয়া হলেও কাজে ফেরেননি আন্দোলনকারী চিকিৎসকরা।
গত সোমবার সুপ্রিম কোর্টের তরফ থেকে তাঁদের কাজে ফেরার সময়সীমা বেঁধে দেওয়া হয়।তবে ‘ডেডলাইন’ দেওয়া হলেও কাজে ফেরেননি আন্দোলনকারী চিকিৎসকরা।
সোমবার সকালেই আন্দোলনকারীদের ফের ডাকা হয় বৈঠকে। সোমবার বিকাল ৫টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে বৈঠক হবে। মুখ্যসচিব মনোজ পন্থের তরফ থেকে ইমেল পান জুনিয়র ডাক্তারেরা। জানানো হয়, সরকারের তরফ থেকে এটিই ‘পঞ্চম এবং শেষ চেষ্টা’।
সোমবার সকালেই আন্দোলনকারীদের ফের ডাকা হয় বৈঠকে। সোমবার বিকাল ৫টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে বৈঠক হবে। মুখ্যসচিব মনোজ পন্থের তরফ থেকে ইমেল পান জুনিয়র ডাক্তারেরা। জানানো হয়, সরকারের তরফ থেকে এটিই ‘পঞ্চম এবং শেষ চেষ্টা’।
নবান্নের মতোই কালীঘাটের বৈঠকেও সরাসরি সম্প্রচার নিয়ে জট সৃষ্টি হয় ৷ কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছলেও বৈঠকে যোগ দেননি জুনিয়র চিকিৎসকরা৷
নবান্নের মতোই কালীঘাটের বৈঠকেও সরাসরি সম্প্রচার নিয়ে জট সৃষ্টি হয় ৷ কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছলেও বৈঠকে যোগ দেননি জুনিয়র চিকিৎসকরা৷
মিটিংয়েই কী মিটবে সমস‍্যা? ফের কালীঘাটের বাড়িতেই কেন বৈঠক? এমন একাধিক প্রশ্নের উত্তর দিলেন খোদ মুখ‍্যমন্ত্রী।নিউজ ১৮ বাংলাকে মুখ‍্যমন্ত্রী জানান, ‘‘মিটিংয়ে আসার জন‍্য এটা ফিক্স টাইম (নির্ধারিত সময়) থাকবে। আমি নিজেও ধরনায় গিয়েছি। আমার এখনও ছোটদের কাছে অনুরোধ থাকবে কালকে কোর্টে কেস আছে, তার আগে আসুন আমরা একটা চেষ্টা করে দেখি। তাতে জুনিয়র ডাক্তারদেরও লাভ হবে এবং শান্তি ফিরে আসবে।’’
মিটিংয়েই কী মিটবে সমস‍্যা? ফের কালীঘাটের বাড়িতেই কেন বৈঠক? এমন একাধিক প্রশ্নের উত্তর দিলেন খোদ মুখ‍্যমন্ত্রী।
নিউজ ১৮ বাংলাকে মুখ‍্যমন্ত্রী জানান, ‘‘মিটিংয়ে আসার জন‍্য এটা ফিক্স টাইম (নির্ধারিত সময়) থাকবে। আমি নিজেও ধরনায় গিয়েছি। আমার এখনও ছোটদের কাছে অনুরোধ থাকবে কালকে কোর্টে কেস আছে, তার আগে আসুন আমরা একটা চেষ্টা করে দেখি। তাতে জুনিয়র ডাক্তারদেরও লাভ হবে এবং শান্তি ফিরে আসবে।’’