Junior Doctors Protest-Mamata Banerjee: জুনিয়র ডাক্তারদের দাবি মেনে সরানো হল স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে, কারা এলেন নতুন পদে? পড়ুন

কলকাতা: সোমবার অবশেষে বৈঠক হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পাঁচ দফা দাবি নিয়ে গিয়েছিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। বসে দু’পক্ষের বৈঠক। প্রায় ৫ ঘণ্টা ধরে চলে বৈঠক। মুখ্যমন্ত্রী জানান, ডাক্তারদের দাবি মেনে নিয়ে স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকেও অপসারণ করা হচ্ছে। তাঁদের অন্য পদে দায়িত্ব দেওয়া হবে।

সরিয়ে দেওয়া হল রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা (ডিএইচএস) কৌস্তভ নায়েক এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা (ডিএমই) দেবাশিস হালদারকে। মঙ্গলবার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এত দিন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা পদে থাকা দেবাশিসকে বদলি করা হচ্ছে জনস্বাস্থ্যের স্পেশ্যাল অফিসার অন ডিউটি পদে। স্বাস্থ্য অধিকর্তার পদে থাকা কৌস্তভ নায়েক ইনস্টিটিউট অফ হেলথ এবং‌ ফ্যামিলি ওয়েলফেয়ার ইনস্টিটিউটের অধিকর্তা হচ্ছেন। রাজ্যের নতুন স্বাস্থ্য অধিকর্তা হচ্ছেন স্বপন সোরেন। নতুন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার নাম পরে জানানো হবে বলে জানানো হয়েছে।

সোমবার বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানান, জুনিয়র ডাক্তারদের পাঁচটি দাবির প্রথমটি সিবিআই এবং আদালতের বিষয়। বাকি চারটের মধ্যে তিনটেয় মান্যতা দিয়েছে তাঁর সরকার। আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলকে সরানো হবে। বিনীতকে নিজের পছন্দের পদ দেওয়া হবে বলেও জানান মমতা। সেইমতো, কলকাতার নতুন পুলিশ কমিশনার হচ্ছেন মনোজ ভার্মা৷ তিনি বর্তমানে রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা৷ কলকাতার বিদায়ী নগরপাল বিনীত গোয়েলকে এডিজি (এসটিএফ) পদে পাঠাল রাজ্য সরকার৷ এর আগে এডিজি এসটিএফ পদেই কর্মরত ছিলেন বিনীত গোয়েল৷

চিকিৎসকদের দাবি মেনে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (উত্তর) অভিষেক গুপ্তকেও সরানো হচ্ছে।