এরপরে ২০০৩ সালে তেলুগু ছবির প্রযোজক কৃষ্ণ ভানসির সঙ্গে গাঁটছড়া বাঁধেন রম্যা। ২০০৩ সালের ১২ জুন বিয়ে করেন তাঁরা। আর বিয়ের পরেই তাঁদের কোল জুড়ে আসে এক পুত্রসন্তান। প্রসঙ্গত তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম এবং হিন্দি - এই পাঁচ ভাষার ছবিতে কাজ করেছেন রম্যা কৃষ্ণণ। আপাতত অভিনেত্রীর ঝুলিতে রয়েছে ৪টি ফিল্মফেয়ার পুরস্কার, ৩টি নন্দী পুরস্কার এবং ১টি তামিলনাড়ু স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড।

Actress: বিয়ের আগেই অন্তঃসত্ত্বা, গর্ভপাতের জন্য দাবি করেছিলেন ৭৫ লক্ষ টাকা! দক্ষিণী এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবনে আজও সঙ্গী বিতর্ক

পঞ্চাশের দোরগোড়া পার করেও সৌন্দর্য এবং তারুণ্য একই রকম ভাবে বজায় রেখেছেন তিনি। এমনকী দক্ষিণী ছবির ইন্ডাস্ট্রিতে সবথেকে সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম তিনি। চার দশকের নিজের কেরিয়ারে ২৬০টিরও বেশি ছবি ভক্তদের উপহার দিয়েছেন। এমনকী, ভক্তদের মনে আজও একই ভাবে রাজত্ব করে চলেছেন।
পঞ্চাশের দোরগোড়া পার করেও সৌন্দর্য এবং তারুণ্য একই রকম ভাবে বজায় রেখেছেন তিনি। এমনকী দক্ষিণী ছবির ইন্ডাস্ট্রিতে সবথেকে সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম তিনি। চার দশকের নিজের কেরিয়ারে ২৬০টিরও বেশি ছবি ভক্তদের উপহার দিয়েছেন। এমনকী, ভক্তদের মনে আজও একই ভাবে রাজত্ব করে চলেছেন।
আসলে একাধিক ছবিতে অভিনয় দক্ষতার জোরে নিজের স্থান পাকা করেছেন। এমনকী, অভিনয়ের জোরে পাকাপাকি ভাবে স্থান করে নিয়েছেন ভক্তদের মনেও। আসলে কথা হচ্ছে, দক্ষিণী অভিনেত্রী রম্যা কৃষ্ণণের। শুধুই অভিনয় দিয়ে নয়, নিজের মোহনীয় সৌন্দর্যেও ভক্তদের মুগ্ধ করেছেন।
আসলে একাধিক ছবিতে অভিনয় দক্ষতার জোরে নিজের স্থান পাকা করেছেন। এমনকী, অভিনয়ের জোরে পাকাপাকি ভাবে স্থান করে নিয়েছেন ভক্তদের মনেও। আসলে কথা হচ্ছে, দক্ষিণী অভিনেত্রী রম্যা কৃষ্ণণের। শুধুই অভিনয় দিয়ে নয়, নিজের মোহনীয় সৌন্দর্যেও ভক্তদের মুগ্ধ করেছেন।
সম্প্রতি ৫৪-য় পা দিয়েছেন রম্যা। নব্বইয়ের দশকের জনপ্রিয় মুখ ছিলেন তিনি। একাধিক বার নিজের কেরিয়ার এবং ব্যক্তিগত জীবনের কারণে খবরের শিরোনামে থেকেছেন এই অভিনেত্রী। অবশ্য দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখনও কান পাতলে অন্দরের সেই সব ফিসফাস শোনা যাবে।
সম্প্রতি ৫৪-য় পা দিয়েছেন রম্যা। নব্বইয়ের দশকের জনপ্রিয় মুখ ছিলেন তিনি। একাধিক বার নিজের কেরিয়ার এবং ব্যক্তিগত জীবনের কারণে খবরের শিরোনামে থেকেছেন এই অভিনেত্রী। অবশ্য দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখনও কান পাতলে অন্দরের সেই সব ফিসফাস শোনা যাবে।
শুধু দক্ষিণী ছবির জগতেই নয়, বলিউডের তাবড় অভিনেতাদের সঙ্গেও কাজ করতে দেখা গিয়েছে রম্যাকে। সেই তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী এবং গোবিন্দার মতো তারকারাও। তবে দক্ষিণী সুপারস্টার প্রভাসের বিপরীতে অভিনয় করেই স্টারডম পেয়েছেন রম্যা। ফলে আজকের দিনে দক্ষিণী চলচ্চিত্র দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম তিনি।
শুধু দক্ষিণী ছবির জগতেই নয়, বলিউডের তাবড় অভিনেতাদের সঙ্গেও কাজ করতে দেখা গিয়েছে রম্যাকে। সেই তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী এবং গোবিন্দার মতো তারকারাও। তবে দক্ষিণী সুপারস্টার প্রভাসের বিপরীতে অভিনয় করেই স্টারডম পেয়েছেন রম্যা। ফলে আজকের দিনে দক্ষিণী চলচ্চিত্র দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম তিনি।
ফলে আলাদা করে আজ আর ‘বাহুবলী’ অভিনেত্রীর কোনও পরিচয়ের প্রয়োজন হয় না। সেই নব্বইয়ের দশক থেকে অভিনয় করেছেন। যেমন সাফল্য পেয়েছেন, তেমন বিতর্কও ছিল তাঁর নিত্যসঙ্গী। আসলে পরিচালক কেএস রবিকুমারের সঙ্গে তাঁর সম্পর্ক কারওরই অজানা নয়। একাধিক ছবিতে তিনি কেএস রবিকুমারের সঙ্গে কাজ করেছেন। ১৯৯৯ সালে ‘পাড়ায়াপ্পা’ এবং ‘পাটালি’ ছবিতে একসঙ্গে কাজও করেছেন। এই দুই ছবির হাত ধরেই দারুণ কৃতিত্ব অর্জন করেছিলেন রম্যা।
ফলে আলাদা করে আজ আর ‘বাহুবলী’ অভিনেত্রীর কোনও পরিচয়ের প্রয়োজন হয় না। সেই নব্বইয়ের দশক থেকে অভিনয় করেছেন। যেমন সাফল্য পেয়েছেন, তেমন বিতর্কও ছিল তাঁর নিত্যসঙ্গী। আসলে পরিচালক কেএস রবিকুমারের সঙ্গে তাঁর সম্পর্ক কারওরই অজানা নয়। একাধিক ছবিতে তিনি কেএস রবিকুমারের সঙ্গে কাজ করেছেন। ১৯৯৯ সালে ‘পাড়ায়াপ্পা’ এবং ‘পাটালি’ ছবিতে একসঙ্গে কাজও করেছেন। এই দুই ছবির হাত ধরেই দারুণ কৃতিত্ব অর্জন করেছিলেন রম্যা।
২০০২ সালে রবিকুমার পরিচালিত ‘পঞ্চতন্থিরম’ ছবিতে এক অন্য ধারার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই ছবির সেটেই ঘনিষ্ঠতা বাড়ে রম্যা এবং রবিকুমারের। বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন অভিনেত্রী। যদিও পরিচালক বিয়ে করেননি রম্যাকে।
২০০২ সালে রবিকুমার পরিচালিত ‘পঞ্চতন্থিরম’ ছবিতে এক অন্য ধারার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই ছবির সেটেই ঘনিষ্ঠতা বাড়ে রম্যা এবং রবিকুমারের। বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন অভিনেত্রী। যদিও পরিচালক বিয়ে করেননি রম্যাকে।
শোনা যায়, রম্যার সঙ্গে পরিচালক রবিকুমারের সম্পর্ক জানাজানি হতেই তাঁর স্ত্রী হুমকি পর্যন্ত দিয়েছিলেন অভিনেত্রীকে। কিন্তু সেই সম্পর্কের কথা বেশিদিন চাপা থাকেনি। হু-হু করে ছড়িয়ে পড়তে থাকে। ফলে পরিচালকের সাংসারিক জীবনেও এর ব্যাপক প্রভাব পড়ে।
শোনা যায়, রম্যার সঙ্গে পরিচালক রবিকুমারের সম্পর্ক জানাজানি হতেই তাঁর স্ত্রী হুমকি পর্যন্ত দিয়েছিলেন অভিনেত্রীকে। কিন্তু সেই সম্পর্কের কথা বেশিদিন চাপা থাকেনি। হু-হু করে ছড়িয়ে পড়তে থাকে। ফলে পরিচালকের সাংসারিক জীবনেও এর ব্যাপক প্রভাব পড়ে।
এদিকে পরিচালক রম্যার সঙ্গে সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নেন। প্রতিবেদন অনুযায়ী, গর্ভপাত করানোর জন্য কেএস রবিকুমারের থেকে ৭৫ লক্ষ টাকা দাবিও করেছিলেন অভিনেত্রী। আসলে সম্পর্ক বাঁচানোর জন্য রম্যা কিংবা রবিকুমার ওই মুহূর্তে সন্তানের জন্য প্রস্তুত ছিলেন না। যদিও পরে প্রেম, সন্তানধারণ এবং গর্ভপাত নিয়ে রম্যা ও রবিকুমারকে প্রশ্ন করা হলেও তাঁরা সেটা অস্বীকার করেন।
এদিকে পরিচালক রম্যার সঙ্গে সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নেন। প্রতিবেদন অনুযায়ী, গর্ভপাত করানোর জন্য কেএস রবিকুমারের থেকে ৭৫ লক্ষ টাকা দাবিও করেছিলেন অভিনেত্রী। আসলে সম্পর্ক বাঁচানোর জন্য রম্যা কিংবা রবিকুমার ওই মুহূর্তে সন্তানের জন্য প্রস্তুত ছিলেন না। যদিও পরে প্রেম, সন্তানধারণ এবং গর্ভপাত নিয়ে রম্যা ও রবিকুমারকে প্রশ্ন করা হলেও তাঁরা সেটা অস্বীকার করেন।
এরপরে ২০০৩ সালে তেলুগু ছবির প্রযোজক কৃষ্ণ ভানসির সঙ্গে গাঁটছড়া বাঁধেন রম্যা। ২০০৩ সালের ১২ জুন বিয়ে করেন তাঁরা। আর বিয়ের পরেই তাঁদের কোল জুড়ে আসে এক পুত্রসন্তান। প্রসঙ্গত তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম এবং হিন্দি - এই পাঁচ ভাষার ছবিতে কাজ করেছেন রম্যা কৃষ্ণণ। আপাতত অভিনেত্রীর ঝুলিতে রয়েছে ৪টি ফিল্মফেয়ার পুরস্কার, ৩টি নন্দী পুরস্কার এবং ১টি তামিলনাড়ু স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড।
এরপরে ২০০৩ সালে তেলুগু ছবির প্রযোজক কৃষ্ণ ভানসির সঙ্গে গাঁটছড়া বাঁধেন রম্যা। ২০০৩ সালের ১২ জুন বিয়ে করেন তাঁরা। আর বিয়ের পরেই তাঁদের কোল জুড়ে আসে এক পুত্রসন্তান। প্রসঙ্গত তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম এবং হিন্দি – এই পাঁচ ভাষার ছবিতে কাজ করেছেন রম্যা কৃষ্ণণ। আপাতত অভিনেত্রীর ঝুলিতে রয়েছে ৪টি ফিল্মফেয়ার পুরস্কার, ৩টি নন্দী পুরস্কার এবং ১টি তামিলনাড়ু স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড।