ম্যাচের ২ দিন আগে সাংবাদিক বৈঠকে রোহিত শর্মাকে এনিয়ে প্রশ্ন করা হলে ভারত অধিনায়ক বলেন,"এখানে বেশি কিছু ভাবার নেই। যদিও একাদশ বাছতে গেলে কে কত রান করেছে, সাম্প্রতিক ফর্ম, অভিজ্ঞতা, ম্যাচ উইনার কে হতে পারে, ইমপ্যাক্ট কে ফেলতে পারে সেগুলি নিয়ে ভাবতে হয়।"

India vs Bangladesh: ‘ওদের মজা নিতে দিন’…প্রথম টেস্টের আগে বাংলাদেশকে নিয়ে এ কী বললেন রোহিত শর্মা!

বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে। দুই ম্যাচের সিরিজ খেলবে রোহিত-শান্তরা। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই প্রতিবেশী দেশ।
বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে। দুই ম্যাচের সিরিজ খেলবে রোহিত-শান্তরা। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই প্রতিবেশী দেশ।
পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে এসে ভারতের বিরুদ্ধেও প্রথম জয়ের হুঙ্কার দিয়েছে বাংলাদেশ অধিনায়ক। টেস্ট বিশ্বকাপের ফাইনালে উঠতে এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ ভারতের কাছে।
পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে এসে ভারতের বিরুদ্ধেও প্রথম জয়ের হুঙ্কার দিয়েছে বাংলাদেশ অধিনায়ক। টেস্ট বিশ্বকাপের ফাইনালে উঠতে এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ ভারতের কাছে।
বিগত কয়েক দিন ধরে চেন্নাইতে অনুশীলন সারছে ভারত ও বাংলাদেশ দুই দল। জোর কদমে চলছে প্রস্তুতি। এই সিরিজ ভারতের কাছে চ্যালেঞ্জিং হতে পারে বলে মনে করছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা।
বিগত কয়েক দিন ধরে চেন্নাইতে অনুশীলন সারছে ভারত ও বাংলাদেশ দুই দল। জোর কদমে চলছে প্রস্তুতি। এই সিরিজ ভারতের কাছে চ্যালেঞ্জিং হতে পারে বলে মনে করছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা।
এবার বাংলাদেশকে কতটা গুরুত্ব দিচ্ছে ভারতীয় দল তা নিয়ে মুখ খুললেন অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচের ২ দিন আগে সাংবাদিক বৈঠকে রোহিত বলেন, "সব টিমই ভারতকে হারাতে পারলে খুশি হয়। মজা পায়। ওদের মজা নিতে দিন।"
এবার বাংলাদেশকে কতটা গুরুত্ব দিচ্ছে ভারতীয় দল তা নিয়ে মুখ খুললেন অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচের ২ দিন আগে সাংবাদিক বৈঠকে রোহিত বলেন, “সব টিমই ভারতকে হারাতে পারলে খুশি হয়। মজা পায়। ওদের মজা নিতে দিন।”
রোহিত আরও বলেন, "ওরা কী ভাবছে, সেটা আমাদের ভাবনা নয়। ইংল্যান্ডও ভারতে এসে অনেক বড় বড় কথা বলেছিল। আমরা ওদের নিয়ে ভাবিনি। প্রতিপক্ষকে না ভেবে নিজেদের উপর ফোকাস করেছি।"
রোহিত আরও বলেন, “ওরা কী ভাবছে, সেটা আমাদের ভাবনা নয়। ইংল্যান্ডও ভারতে এসে অনেক বড় বড় কথা বলেছিল। আমরা ওদের নিয়ে ভাবিনি। প্রতিপক্ষকে না ভেবে নিজেদের উপর ফোকাস করেছি।”
এরপরই বাংলাদেশের নাহিদ রানাকে নিয়ে প্রশ্ন উঠলে রোহিত বলেন,"যে কোনও টিমে কয়েকজন নতুন ক্রিকেটার থাকেন। তাদের নিয়ে একটু আলোচনা হয়। বাকি ফোকাস দলের উপর রাখাই ভাল। বাংলাদেশের ক্ষেত্রেও সেভাবেই করছি।"
এরপরই বাংলাদেশের নাহিদ রানাকে নিয়ে প্রশ্ন উঠলে রোহিত বলেন,”যে কোনও টিমে কয়েকজন নতুন ক্রিকেটার থাকেন। তাদের নিয়ে একটু আলোচনা হয়। বাকি ফোকাস দলের উপর রাখাই ভাল। বাংলাদেশের ক্ষেত্রেও সেভাবেই করছি।”