Tag Archives: India Vs Bangladesh

India vs Bangladesh: তেড়ে যাওয়া থেকে ধাক্কা দেওয়া! ছোটদের বিশ্বকাপেও ভারত-বাংলাদেশ ম্যাচে মাঠে তুমুল ঝামেলা

কেপটাউন: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে একতরফা জয় পেয়েছে ভারতীয় দল। ছোটদের ম্যাচ হলেও মাঠে উত্তেজনার কোনও অভাব ছিল না। ভারতের ব্যাটিংয়ের সময় দুই দলের ক্রিকেটারদের ঝামেলা ছাপিয়ে গেল বড়দেরকেও। যেই ভিডিও এখন ভাইরাল।

শনিবার ২ উইকেট হারিয়ে ব্যাট করছিল ভারতীয় দল। সেই সময় ক্রিজে ছিলেন জুনিয়ার টিম ইন্ডিয়ার অধিনায়ক উদয় সাহারান ও আদর্শ সিং।  বাংলাদেশের বোলার আরিফুল ইসলামের সঙ্গে ঝামেলা বাধে উদয়ের। ভাইরাল ভিডিওতে দেখা যায় উদয়ে সাহারানের দিকে তেড়ে যান আরিফুল। উদয়ও আরিফুলের দিকে তেড়ে গিয়ে ধাক্কা দেন।

ঝামেলার সূত্রপাত আরিফুলের সেলিব্রেশনকে কেন্দ্র করে। ভারতীয় ব্যাটারদের আউট করার আঙুল উচিয়ে তাদের সাজঘরে যাওয়ার ভঙ্গিমায় সেলিব্রেশন করছিলেন আরিফুল। সেটি ভালভাবে নেন অধিনায়ক উদয় সাহারান। তারপরই ঝামেলার সূত্রপাত। পরে আম্পায়ার এসে পরিস্থিতি শান্ত করে। তবে মাঠে গরমা-গরম পরিস্থিতি বজায় থাকে বেশি কিছু সময়।

আরও পড়ুনঃ এক বউয়ে খুশি নয় এই গ্রামের পুরুষরা! শুধুই যৌনতা না অন্য কারণ! জানলে অবাক হবেন

প্রসঙ্গত, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান করে ভারত। আদর্শ সিং ৭৬ ও উদয় সাহারান খেলেন ৬৪ রানের ঝকঝকে ইনিংস। রান তাড়া করতে নেমে মাত্র ১৬৭ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। সর্বোচ্চ ৪টি উইকেট নেন সাউমি কুমার পাণ্ডে। ৮৪ রানের বড় জয় পায় জুনিয়র টিম ইন্ডিয়া।

India vs Bangladesh: ভারতের কাছে গোহারা হারল বাংলাদেশ! বিশ্বকাপে ভারত হারলে নাচছিল যারা, এখন পুরো চুপ!

কলকাতা: বিশ্বকাপের গ্রুপ পর্বে ৯টি ম্যাচের মধ্যে মাত্র ২টিতে জয় পেয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ। শাকিবদের লজ্জাজনক পারফরম্যান্স নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। কিন্তু বিশ্বকাপের ফাইনালে ভারতের হারের পর ওপার বাংলার ক্রিকেট ফ্যানেদের উল্লাসের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা দেখে ক্ষুব্ধ ভারতের ফ্যানেরা। এরইমধ্যে ২২ গজে ফের একবার বাংলাদেশকে হারিয়ে নিজেদের যোগ্যতা বুঝিয়ে দিল ভারত।

বাংলাদেশের অনূর্ধ্ব ১৯ দলকে হারিয়ে দিয়েছে ভারতের অনূর্ধব ১৯-এ দল। ভারতের জুনিয়র লেভেলের ক্রিকেটও কতটা উন্নত তার প্রমাণ এই জয়। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সিরিজ খেলছে ভারতের অনূর্ধ্ব ১৯ এ দল, বি দল ও বাংলাদেশে অনূর্ধ্ব ১৯ দল এবং ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দল। সেই ম্যাচেই বাংলাদেশকে ৯২ রানের লজ্জার হারের স্বাদ দিয়েছে ভারতের অনূর্ধ্ব ১৯-এ দল।

ম্যাচে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ৩১৭ রান করে জুনিযর ভারতীয় দল। বাংলাদেশের অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করে ভারতীয় ব্যাটাররা। জবাবে রান তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপ বাড়ে বাংলাদেশের উপর। ২২৫ রানে অলআউট হয়ে যায় ওপার বাংলার দল। ৯২ রানে ম্যাচ জেতে ভারত।

আরও পড়ুনঃ 5 Indian Players May Announce retirement: শীঘ্রই অবসর নিতে চলেছেন ৫ ভারতীয় মহাতারকা! যারা সকলেই খেলেছেন বিশ্বকাপে

জুনিয়র ক্রিকেটে এই জয় হলেও ভারতীয় নেটিজেনরা এই জয়কে বড় জয় হিসেেবই দেখেছ। ভারত বিশ্বকাপে ফাইনালে হারের পর যে উৎসবে মেতেছে বাংলাদেশের ক্রিকেট ফ্যানেদের একাংশ তাদের এই জয় যোগ্য জবাব বলছেন ভারতীয় ফ্যানেরা।

Ind vs Ban: রবিবার সকাল সকাল সুখবর, বাংলাদেশের বিরুদ্ধে বড় জয় ভারতের

#চট্টগ্রাম: ভারত বনাম বাংলাদেশ প্রথম টেস্ট ভারত জিতে গেল ১৮৮ রানে৷ জেতা ছিল সময়ের অপেক্ষাই৷ চতুর্থ দিনের বাংলাদেশ ৪ উইকেটে ২৭২ রানে শেষ করেছিল৷ আর রবিবার ৩২৪ রানে প্যাকআপ হয়ে গেল৷

বাংলাদেশ দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালই করেছিলেন দুই বাংলাদেশী ওপেনার৷ ওপেনিং জুটিতে ওঠে ১২৪ রান৷ শান্ত ৬৭ ও জাকির হোসেন ১০০ রান করেন৷ কিন্তু এরপর শুধুমাত্র বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান ৮৪ রান করেন৷ কিন্তু তাছাড়া বাকি ক্রিকেটাররা কেউই ভারতের দেওয়া বিশাল রানের পাহাড় তাড়া করার জন্য যথেষ্ট লড়াই করতে পারেননি৷

 

প্রথম ইনিংসের পাঁচ উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও ৩ উইকেট পান কুলদীপ যাদব৷ অক্ষর প্যাটেলও ভাল বোলিং করেন দুটি ইনিংসেই তবে প্রথম ইনিংসে মাত্র ১ উইকেট পেলেও দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট পান৷ পঞ্চম দিনের প্রথম উইকেট পড়ে মেহেদি হাসান মিরাজের৷ তাঁর উইকেট তুলে নেন মহম্মদ সিরাজ৷ শাকিব আল হাসানকে ৮৪ রানে আউট করেন কুলদীপ যাদব৷ বাকি বাংলাদেশি ব্যাটসম্যানরা শুধুই আয়ারাম-গয়ারাম৷

 

আরও পড়ুন –  ফুটবল জ্বরে আক্রান্ত সিউড়ি, আর্জেন্টিনাকে জেতাতে মেগা ঘোষণা হোটেল মালিকের

 

ফলে ভারত বিশাল ১৮৮ রানে  ম্যাচ জয় করে নেয়৷ চট্টগ্রাম টেস্টে জয়ের পর ভারতের দ্বিতীয় টেস্ট ম্যাচ ঢাকাতে৷ খেলা হবে ২২ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর অবধি৷

India vs Bangladesh: মা গো মা বল গেল সাঁই করে, নড়ল বেল, জ্বলল আলো, কিন্তু আউট হলেন না শ্রেয়স আইয়ার, রইল ভিডিও

#ঢাকা:   প্রথমে থরহরি কম্প হলেও শ্রেয়স আইয়ার ও চেতেশ্বর পূজারা জুটিতে কিছুটা হলেও সম্মানরক্ষা হল ভারতীয় দলের৷  তবে পুরো ম্যাচে সবচেয়ে অবাক হতে হয় যেটা ম্যাচের লাইমলাইট ছিনিয়ে নিল তা শ্রেয়স আইয়ার আউট হয়েও হলেন না৷

এবাদত হোসেনের বলে পুরো বেল নড়ল, আলো জ্বলল কিন্তু বেল পড়ল না৷  আর যার জেরে উইকেট তুলতে পারল না এবাদত হোসেন৷

রইল সেই ভাইরাল ভিডিও

 

এদিন ভারত দিন শেষের আগে একটা বড় ধাক্কা খেল৷ ৯০ রানে আউট হয়ে ফিরে গেছেন তিনি৷ দিনের শেষে ভারতের স্কোর ৬ উইকেটে ২৭৮ রানে দিন শেষ হয়ে যায়৷

কী হয়েছে টা কী ভারতের! ওয়ান ডে সিরিজ খোয়ানোর পর ফের টেস্টেও প্রথমেই ধাক্কা৷ মীরপুরে ভারত বনাম বাংলাদেশ প্রথম টেস্টের প্রথম দিনে বাংলাদেশি পেসারদের সামনে ভারতের গর্বের টপ অর্ডার একেবারেই নড়বড়ে৷

লাঞ্চ অবধি ভারতের স্কোর ৩ উইকেটে ৮৫ রান ছিল ভারতের স্কোর৷ প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন শুভমান গিল ২০ রান করে, অধিনায়ক কেএল রাহুল ২২ রান করে এবং বিরাট কোহলি ফেরেন মাত্র ১ রান করে৷ বাংলাদেশের পেস আগুন জ্বালিয়ে দেয়৷ তাইজুল ইসলাম ও খালিদ আহমেদ একেবার নড়িয়ে দেন তারকা টপ অর্ডারকে৷

তবে মধ্যাহ্নভোজের বিরতির পর চেতেশ্বর পূজারা ও ঋষভ পন্থ জুটি খানিকটা গতি আনে রান তোলায়, কিন্তু পন্থও বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি৷ ৪৫ বলে ৪৬ রান করা পন্থকে হাসান মিরাজকে তুলে নেন৷

 

আরও পড়ুন –  সুখবর,রাত হলেও চিন্তা নেই পুরুলিয়ায় ২৪ ঘণ্টা খোলা থাকছে এখন অনেক ওষুধের দোকান

 

বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজ খোয়ানোর পর ভারতের সামনে সম্মানরক্ষার চ্যালেঞ্জ টেস্ট ম্যাচ৷ ভারত বনাম বাংলাদেশ প্রথম টেস্টে একাধিক সিনিয়র ক্রিকেটারকে পাওয়া যাবে না তা আগেই জানা ছিল৷ বুধবার দিন কেএল রাহুলের নেতৃত্বে ভারতীয় দল প্রথম টেস্ট খেলতে নেমেছে৷

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া৷ তবে ওপেনিং জুটিতে সেভাবে বড় পার্টনারশিপ করার আগেই প্যাভিলিয়নে ফিরে গেছেন তরুণ শুভমান গিল৷ মাত্র ২০ রানে আউট হন তিনি৷ কেএল রাহুলের সঙ্গে খেলতে নামেন শুভমান৷

 

আরও পড়ুন –  শীত চলে এলেও কমছে না ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর ঘটনা, পরপর দু’দিনে বেলেঘাটা আইডি হাসপাতালে দুই মহিলার মৃত্যু 

 

তাইজুল ইসলামের বলে ইয়াসির আলি তালুবন্দি করেন শুভমান গিলকে৷ ভারত বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্ট খেলা হবে ২২ থেকে ২৬ ডিসেম্বর৷ দুই ম্যাচের এই টেস্ট সিরিজ ভারতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূ্র্ণ৷ এদিন দলের ৪১ রানে প্রথম উইকেট খোয়ায় ভারতীয় দল৷

India vs Bangladesh SAFF : বাংলাদেশের চ্যালেঞ্জ কঠিন হবে মানছেন সুনীলদের কোচ

#মেল: গত আগস্টেই আরও এক বছরের জন্য জাতীয় দলের কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন কোচ ইগর স্টিমাচ (Igor Stimac)। কিন্তু দু’মাস কাটতে না কাটতেই ভারতীয় দলের কোচ হিসেবে, তাঁর চাকরি এরকম প্রশ্নের মুখে পড়ে যাবে, কে আর ভেবেছিলেন? শেষ পরিস্থিতি এতটাই খারাপ যে, ১ অক্টোবর থেকে মালদ্বীপে আয়োজিত সাফ কাপে ( SAFF Cup), ভারতীয় দল যদি ফাইনালে পৌঁছতে না পারে, তাহলে জাতীয় কোচের পদে ইগর স্টিমাচের আর থাকার সম্ভাবনা নেই বললেই চলে। সেক্ষেত্রে হয়তো চুক্তির দোহাই না দেখিয়ে নিজেই জাতীয় কোচের পদ থেকে পদত্যাগ করবেন ইগর স্টিমাচ।

তাই এবারের টুর্নামেন্ট ক্রোয়েশিয়ান কোচের কাছে অ্যাসিড টেস্ট হতে চলেছে তাতে সন্দেহ নেই। বুধবার ভারতীয় দলকে অনুশীলন করতে দেওয়া হয়েছিল কৃত্রিম ঘাসের মাঠে। কিন্তু কোচ ইগর স্তিমাচের তা পছন্দ নয়। তিনি চান সবুজ ঘাসের মাঠে প্রস্তুতি সারতে। বৃহস্পতিবার সেই সমস্যাও মিটেছে। তবে অনুশীলন করতে হবে প্রতিযোগিতার আয়োজকদের দেওয়া সময় অনুযায়ী। তাতে অবশ্য আপত্তি নেই ইগরের।

এদিন সকাল সাড়ে দশটায় তিনি সুনীল ছেত্রীদের নিয়ে নেমে পড়েন মালে-র একটি মাঠে। ভারতীয় দলের কেউ কেউ মেনে নিচ্ছেন, সব কিছু তাঁদের চাহিদা অনুযায়ী হবে না। তাই আয়োজকদের ঠিক করে দেওয়া সময় অনুযায়ীই অনুশীলন করতে হবে। এমনিতে বৃহস্পতিবার সকালে ইগর ঘণ্টা দেড়েক কড়া অনুশীলন করিয়েছেন। প্রসঙ্গত, মলদ্বীপে পৌঁছেই জাতীয় কোচ উদ্বেগ প্রকাশ করেছিলেন, বেশ কয়েক জন ফুটবলারের অনুশীলনের মধ্যে না থাকা নিয়ে।

সাফ চ্যাম্পিয়নশিপে সাত বারের চ্যাম্পিয়ন ভারত। এ বারও খেতাবের অন্যতম দাবিদার সুনীল ছেত্রীরা। ৪ অক্টোবর তাঁদের প্রথম ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে। ভারতের প্রতিবেশী দেশও কিন্তু এবার শক্তিশালী দল গড়েছে। দলে সুযোগ পেয়েছেন বাংলাদেশি জাতীয়তা পাওয়া নাইজেরিয়ান ফুটবলার এলিটা কিংসলে। তিনি বসুন্ধরা কিংসের হয়ে খেলেন। কিংসলে ছাড়াও দলে ফিরেছেন জুয়েল রানা, টুটুল বাদশা ও আশরাফুল রানা।

এবারের সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে ৫টি দেশ। ভুটানের অংশগ্রহণ নিয়ে শুরু থেকেই দোটানা ছিল। তবে শেষ পর্যন্ত জানা গেছে যে, ভুটান ফুটবল দলকে দেশটির সরকার বাইরে খেলতে যেতে অনুমতি দেয়নি বলে তারা অংশ নিতে পারবে না। অন্যদিকে ফিফা থেকে নিষিদ্ধ পাকিস্তান। তাই তারাও অংশ নিতে পারছে না। ১৩ অক্টোবর ফাইনালে মুখোমুখি হবে রাউন্ডের শীর্ষ দুই দল।

দুই দলের শেষ সাক্ষাতে সুনীল ছেত্রী জোড়া গোলে জিতেছিল ভারত। কিন্তু বাংলাদেশে এই ম্যাচটায় নিজেদের সর্বশক্তি উজাড় করে দেবে তাতে সন্দেহ নেই ভারতীয় শিবিরের। দল হিসেবে বাংলাদেশ যথেষ্ট লড়াকু। তাছাড়া নাইজেরীয় স্ট্রাইকার কিংসলি দলে আছেন। ভারতীয় ডিফেন্সের সবচেয়ে নির্ভরযোগ্য সেন্টার ব্যাক সন্দেশ ঝিঙ্গান ক্রোয়েশিয়ায় খেলতে গিয়ে চোট কাটিয়ে উঠতে পারেননি। তিনি এই টুর্নামেন্টে নেই।

India vs Bangladesh: আজ বাংলাদেশের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে সতর্ক ভারত, ম্যাচ লাইভ দেখা যাবে কোথায় ? জেনে নিন

দোহা: কাতারের বিরুদ্ধে গত ম্যাচে হারলেও ভারতীয় দলের খেলা প্রশংসা কুড়িয়েছে সমালোচকদের ৷ এশিয়ার ফুটবলের অন্যতম সেরা শক্তির বিরুদ্ধে যে ভাবে ম্যাচে ৭৩ মিনিট ১০ জনে খেলেও লড়াই চালিয়েছেন সুনীলরা, তাতে এই ভারতীয় দলকে নিয়ে আশাবাদী হতেই পারেন সমর্থকরা ৷ আজ, সোমবার বাংলাদেশের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে ‘ব্লু টাইগার্স’-রা ৷ এশিয়ান কাপে যোগ্যতা অর্জনের আশা জিইয়ে রাখতে এই ম্যাচে জেতা ছাড়া আর কিছুই ভাবছে না ইগর স্তিমাচের দল ৷

আজ সোমবার, ৭ জুন ভারতীয় সময় সন্ধে ৭:৩০ মিনিটে দোহার জাসিম বিন হামাদ স্টেডিয়ামে নামার আগে সুনীল, গুরুপ্রীতদের বারবার যুবভারতী ক্রীড়াঙ্গনের কথা মনে পড়ে যাচ্ছে। কারণ ২০১৯ সালে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ওই প্রথম ম্যাচে এই প্রতিবেশী বাংলাদেশের বিরুদ্ধেই প্রায় হারতে বসেছিল ভারত ৷ শেষপর্যন্ত আদিল খানের গোলে কোনওমতে ম্যাচ ড্র করে ভারত ৷

আজকের ম্যাচ লাইভ দেখানো হবে Star Sports 2 SD & HD, Star Sports 3, Star Sports 1 SD & HD (Hindi) এবং অনলাইন লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন Disney+ Hotstar VIP, JioTV-তে ৷ এর পাশাপাশি Star Sports 1 Bangla, Telugu, Tamil and Kannada চ্যানেলগুলিতেও ম্যাচ লাইভ দেখা যাবে ৷

#U19WC: ইতিহাস ইমন-আকবরদের, ভারতকে হারিয়ে প্রথম বিশ্বকাপ জিতল বাংলাদেশ

#পোচেস্তু্রম : কোনও বৃষ্টি নয়, নিজেরাই অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে প্রথমবার বিশ্বকাপ ঘরে তুলল বাংলাদেশ ৷ তিন উইকেটে ম্যাচ জিতল ২০০০ সালে টেস্ট স্টোটাস পাওয়া বাংলাদেশে৷

বাংলাদেশের স্থিতধী প্ল্যানিংয়ে প্রথম বিশ্বকাপের একদম কাছে বাংলার বাঘরা৷ বৃষ্টির কারণে খেলা বন্ধ অবস্থায় 163/7 * রান ৪১ ওভারে ৷ কিন্তু শুধু বৃষ্টির সাহায্যেই নয় তারা ম্যাচ জিতে গেল ৪২.১ ওভারে ৭ উইকেট হারিয়ে ৷ বালংলাদেশের এটা প্রথম আইসিসি টুর্নামেন্টে ট্রফি জয় ৷ একাধিকবার বিভিন্ন মঞ্চে ট্রফি জয়ের কাছে পৌঁছলেও সেই স্বাদ চাখা হয়নি ৷ এবার অধরা মাধুরি চেখে ফেলল তারা ৷ কম রানের পুঁজিতে মিরাকেলের আশায় থাকা যশস্বী- প্রিয়মদের স্বপ্নপূরণ হল না ৷ চারবারের অনুর্ধ্ব  ১৯ চ্যাম্পিয়নরা এবার রানার্সের খেতাব নিয়েই ফিরছে দেশে ৷ এদিন বাংলাদেশি অধিনায়ক আকবর আলি ৭৭ বলে ৪৩ রানের দারুণ ইনিংস খেলেন ৷ আর তাঁর আর চোটগ্রস্ত ওপেনার ইমনের ব্যাটেই স্বপ্নপূরণ বাংলাদেশের৷

রবি বিষ্ণোই বনাম বাংলাদেশ ছাড়া বাকি বোলাররা সেভাবে দাঁত নখ দেখাতে পারলেন না, অন্যদিকে প্রথমবার অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে ওঠার চ্যালেঞ্জ নিয়ে আসা ক্রিকেটাররা কোনও অবস্থাতেই হারব না এই মানসিকতা নিয়ে ব্যাটিং করছিলেন ৷ এটাই ছিল রবিবারের পোচেস্ত্রুমের ছবি ৷ পিচে জুজু না থাকলেও ভারতীয় দলের ওপর বিশ্বকাপে ফাইনালের চাপ ছিল তা বোঝা গেল ব্যাটিং দেখেই ৷

বাংলাদেশি বোলাররা আগুন ঝরিয়েছিলেন , ভারতীয় বোলাররা ইনিংসের শুরুতেই তেমন ধাক্কা দিতে না পারলেও তরুণ বিষ্ণোই একেবারে কামাল করে দিলেন ৷ জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৭৮ ৷ অল্প রানের এই পুঁজি রক্ষা করতে বাংলাদেশের ক্রিকেটারদের শুরুতেই আঘাত দেওয়ার দরকার ছিল ভারতীয় দলের ৷ বোলার ও ফিল্ডারদের ওপর আশা নিয়েই মাঠে নেমছিলেন অধিনায়ক প্রিয়ম গর্গ ৷

অধিনায়ককে প্রাথমিকভাবে স্বস্তি দিলেন রবি বিষ্ণোই ৷ লেগব্রেক গুগলি বল করেন ১৯ বছর এই বোলার ৷ বিশ্বকাপে ১১ উইকেট পকেটে রয়েছে তার৷ ফাইনালে প্রথম চারটি বাংলাদেশ উইকেট নিলেন তিনিই ৷ এদিন তিনি আউট করেন তানজিদ হাসান, মাহামদুল হাসান জয়, তউহিদ হৃদয় ৷ এদিন ৪ ওভারে ৩ টি উইকেট নেন তিনি ৷ এরপর আবার শাহদাত হোসেনকে স্টাম্পিং করেন জুরেল , এরও বোলার ছিলেন রবি বিষ্ণোই ৷

এদিকে বিষ্ণোই  ছাড়া সুশান্ত মিশ্র শামিম হোসেন , অভিষেক দাসের উইকেট ৷ শামিমের দুরন্ত ক্যাচ নেন ৮৮ রান করার পর যশস্বী জয়সওয়াল ৷ এছাড়াও তিনি বল হাতেও দলকে বড় ব্রেক থ্রু দেন ৷ চোট পেয়ে এক সময় প্যাভিলিয়নে ফিরে যাওয়া পারভেজ হোসেন ইমন ফের নেমে তিনি আকবর আলির সঙ্গে সংযত ইনিংস খেলছিলেন ৷ তবে তাঁকে তুলে নেন যশস্বী জয়সওয়াল ৷

এর আগে দক্ষিণ আফ্রিকায় আগুনে বোলিং বাংলাদেশের ৷ বাঙালি বোলাররা এত সংযত এবং নিয়ন্ত্রিত বোলিং করলেন যে ফাইনালে গোটা ম্যাচে কুঁকড়ে রইল টিম ইন্ডিয়া ৷ বাংলাদেশী অভিষেক দাস সফলতম বোলার ৷ এছাড়াও ভালো বল করেন শরিফুল ইসলাম ৷ আর এঁদের আটোঁসাটোঁ বোলিংয়ে-র সুবাদে ভারত ৪৭.২ ওভারে ১৭৭ রান করল ৷

এদিন যশস্বী ও তিলক ভর্মা ছাড়া কোনও ক্রিকেটারই বিশেষ কিছু করতে পারেননি ৷ এঁরা ছাড়া  দু অঙ্কের রান পেরোন ধ্রুব জুরেল ৷ তিনি ২২ রান করেন ৷

শুরুতেই এক ওপেনারকে হারিয়ে চাপ তৈরি হতে পারত টিম ইন্ডিয়ার কিন্তু অধিনায়ক যশস্বী জয়সওয়ালের বিশ্বাসী ব্যাটে ভর দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে এগোচ্ছিল টিম ইন্ডিয়া ৷ দায়িত্বশীল ইনিংস গড়ার পাশাপাশি যখন প্রয়োজন তখন স্কোর অ্যাকসিলারেট করার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বুঝে বুঝে নিচ্ছিলেন যশস্বী ৷ কিন্তু ৮৮ রানে আউট হতেই ভারতীয় ফ্যানদের মন ভাঙল ৷

এদিন ১২১ বলে ৮৮ রান করে অনুর্ধ্ব ১৯  যশস্বী জয়সওয়াল ৷ তাঁর এদিনের ইনিংস সাজানো ৮ টি চার ও ১ টি ছয় দিয়ে৷ এদিনের অর্ধশতরানের মধ্যে দিয়ে এই বিশ্বকাপের চতুর্থ অর্ধশতরান সেরে নিলেন যশস্বী ৷ পাশাপাশি বিশ্বকাপে ৪০০ রান করেন জয়সওয়াল ৷

এদিন যশস্বীকে আউট করেন শরিফুল ইসলাম আর ক্যাচ ধরেন তানজিদ হাসান ৷

আরও পড়ুন – #Viral : ঘরে ফিরেছেন স্বামী, লাজুক স্ত্রী কাজকর্ম ফেলে দৌড়লেন ঘরে, তারপর… দেখুন Tiktok ভিডিও

এদিকে যশস্বী আউট হওয়ার পরপরই হয়ে যান এস এ ভীর ৷ একসময় যেভাবে ইনিংস বিল্ডিং চলছিল সেটা হঠাৎ ধাক্কা খায় ৷ এদিন টসে জিতে বাংলাদেশে ভারতকে ব্যাট করতে পাঠায়৷ প্রথম ঝটকার পর যশস্বী ও তিলক ভর্মা দলের স্কোর এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ৷ এরপর তিলক আউট হন ৩৮ রানে ৷

#U19WC: বৃষ্টিতে ফাইনালে বাধা, আর খেলা না হলে চ্যাম্পিয়ন বাংলাদেশ

#পোচেস্তু্রম : বাংলাদেশের স্থিতধী প্ল্যানিংয়ে প্রথম বিশ্বকাপের একদম কাছে বাংলার বাঘরা৷ বৃষ্টির কারণে খেলা বন্ধ অবস্থায় 163/7 * রান ৪১ ওভারে ৷ আর খেলা না হলে প্রথম বিশ্বকাপ ঘরে তুলবে বাংলাদেশ ৷

রবি বিষ্ণোই বনাম বাংলাদেশ ছাড়া বাকি বোলাররা সেভাবে দাঁত নখ দেখাতে পারলেন না, অন্যদিকে প্রথমবার অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে ওঠার চ্যালেঞ্জ নিয়ে আসা ক্রিকেটাররা কোনও অবস্থাতেই হারব না এই মানসিকতা নিয়ে ব্যাটিং করছিলেন ৷ এটাই ছিল রবিবারের পোচেস্ত্রুমের ছবি ৷ পিচে জুজু না থাকলেও ভারতীয় দলের ওপর বিশ্বকাপে ফাইনালের চাপ ছিল তা বোঝা গেল ব্যাটিং দেখেই ৷

বাংলাদেশি বোলাররা আগুন ঝরিয়েছিলেন , ভারতীয় বোলাররা ইনিংসের শুরুতেই তেমন ধাক্কা দিতে না পারলেও তরুণ বিষ্ণোই একেবারে কামাল করে দিলেন ৷ জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৭৮ ৷ অল্প রানের এই পুঁজি রক্ষা করতে বাংলাদেশের ক্রিকেটারদের শুরুতেই আঘাত দেওয়ার দরকার ছিল ভারতীয় দলের ৷ বোলার ও ফিল্ডারদের ওপর আশা নিয়েই মাঠে নেমছিলেন অধিনায়ক প্রিয়ম গর্গ ৷

অধিনায়ককে প্রাথমিকভাবে স্বস্তি দিলেন রবি বিষ্ণোই ৷ লেগব্রেক গুগলি বল করেন ১৯ বছর এই বোলার ৷ বিশ্বকাপে ১১ উইকেট পকেটে রয়েছে তার৷ ফাইনালে প্রথম চারটি বাংলাদেশ উইকেট নিলেন তিনিই ৷ এদিন তিনি আউট করেন তানজিদ হাসান, মাহামদুল হাসান জয়, তউহিদ হৃদয় ৷ এদিন ৪ ওভারে ৩ টি উইকেট নেন তিনি ৷ এরপর আবার শাহদাত হোসেনকে স্টাম্পিং করেন জুরেল , এরও বোলার ছিলেন রবি বিষ্ণোই ৷

এদিকে বিষ্ণোই  ছাড়া সুশান্ত মিশ্র শামিম হোসেন , অভিষেক দাসের উইকেট ৷ শামিমের দুরন্ত ক্যাচ নেন ৮৮ রান করার পর যশস্বী জয়সওয়াল ৷ এছাড়াও তিনি বল হাতেও দলকে বড় ব্রেক থ্রু দেন ৷ চোট পেয়ে এক সময় প্যাভিলিয়নে ফিরে যাওয়া পারভেজ হোসেন ইমন ফের নেমে তিনি আকবর আলির সঙ্গে সংযত ইনিংস খেলছিলেন ৷ তবে তাঁকে তুলে নেন যশস্বী জয়সওয়াল ৷

এর আগে দক্ষিণ আফ্রিকায় আগুনে বোলিং বাংলাদেশের ৷ বাঙালি বোলাররা এত সংযত এবং নিয়ন্ত্রিত বোলিং করলেন যে ফাইনালে গোটা ম্যাচে কুঁকড়ে রইল টিম ইন্ডিয়া ৷ বাংলাদেশী অভিষেক দাস সফলতম বোলার ৷ এছাড়াও ভালো বল করেন শরিফুল ইসলাম ৷ আর এঁদের আটোঁসাটোঁ বোলিংয়ে-র সুবাদে ভারত ৪৭.২ ওভারে ১৭৭ রান করল ৷

এদিন যশস্বী ও তিলক ভর্মা ছাড়া কোনও ক্রিকেটারই বিশেষ কিছু করতে পারেননি ৷ এঁরা ছাড়া  দু অঙ্কের রান পেরোন ধ্রুব জুরেল ৷ তিনি ২২ রান করেন ৷

শুরুতেই এক ওপেনারকে হারিয়ে চাপ তৈরি হতে পারত টিম ইন্ডিয়ার কিন্তু অধিনায়ক যশস্বী জয়সওয়ালের বিশ্বাসী ব্যাটে ভর দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে এগোচ্ছিল টিম ইন্ডিয়া ৷ দায়িত্বশীল ইনিংস গড়ার পাশাপাশি যখন প্রয়োজন তখন স্কোর অ্যাকসিলারেট করার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বুঝে বুঝে নিচ্ছিলেন যশস্বী ৷ কিন্তু ৮৮ রানে আউট হতেই ভারতীয় ফ্যানদের মন ভাঙল ৷

এদিন ১২১ বলে ৮৮ রান করে অনুর্ধ্ব ১৯  যশস্বী জয়সওয়াল ৷ তাঁর এদিনের ইনিংস সাজানো ৮ টি চার ও ১ টি ছয় দিয়ে৷ এদিনের অর্ধশতরানের মধ্যে দিয়ে এই বিশ্বকাপের চতুর্থ অর্ধশতরান সেরে নিলেন যশস্বী ৷ পাশাপাশি বিশ্বকাপে ৪০০ রান করেন জয়সওয়াল ৷

এদিন যশস্বীকে আউট করেন শরিফুল ইসলাম আর ক্যাচ ধরেন তানজিদ হাসান ৷

আরও পড়ুন – #Viral : ঘরে ফিরেছেন স্বামী, লাজুক স্ত্রী কাজকর্ম ফেলে দৌড়লেন ঘরে, তারপর… দেখুন Tiktok ভিডিও

এদিকে যশস্বী আউট হওয়ার পরপরই হয়ে যান এস এ ভীর ৷ একসময় যেভাবে ইনিংস বিল্ডিং চলছিল সেটা হঠাৎ ধাক্কা খায় ৷ এদিন টসে জিতে বাংলাদেশে ভারতকে ব্যাট করতে পাঠায়৷ প্রথম ঝটকার পর যশস্বী ও তিলক ভর্মা দলের স্কোর এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ৷ এরপর তিলক আউট হন ৩৮ রানে ৷

#U19WC: বিষ্ণোইয়ের বিষাক্ত বোলিং, বাংলাদেশকে বড় ধাক্কা দিলেন তরুণ স্পিনার

#পোচেস্তু্রম : বাংলাদেশি বোলাররা আগুন ঝরিয়েছিলেন , ভারতীয় বোলাররা ইনিংসের শুরুতেই তেমন ধাক্কা দিতে না পারলেও তরুণ বিষ্ণোই একেবারে কামাল করে দিলেন ৷ জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৭৮ ৷ অল্প রানের এই পুঁজি রক্ষা করতে বাংলাদেশের ক্রিকেটারদের শুরুতেই আঘাত দেওয়ার দরকার ছিল ভারতীয় দলের ৷ বোলার ও ফিল্ডারদের ওপর আশা নিয়েই মাঠে নেমছিলেন অধিনায়ক প্রিয়ম গর্গ ৷

অধিনায়ককে প্রাথমিকভাবে স্বস্তি দিলেন রবি বিষ্ণোই ৷ লেগব্রেক গুগলি বল করেন ১৯ বছর এই বোলার ৷ বিশ্বকাপে ১১ উইকেট পকেটে রয়েছে তার৷ ফাইনালে প্রথম চারটি বাংলাদেশ উইকেট নিলেন তিনিই ৷ এদিন তিনি আউট করেন তানজিদ হাসান, মাহামদুল হাসান জয়, তউহিদ হৃদয় ৷ এদিন ৪ ওভারে ৩ টি উইকেট নেন তিনি ৷ এরপর আবার শাহদাত হোসেনকে স্টাম্পিং করেন জুরেল , এরও বোলার ছিলেন রবি বিষ্ণোই ৷

এর আগে দক্ষিণ আফ্রিকায় আগুনে বোলিং বাংলাদেশের ৷ বাঙালি বোলাররা এত সংযত এবং নিয়ন্ত্রিত বোলিং করলেন যে ফাইনালে গোটা ম্যাচে কুঁকড়ে রইল টিম ইন্ডিয়া ৷ বাংলাদেশী অভিষেক দাস সফলতম বোলার ৷ এছাড়াও ভালো বল করেন শরিফুল ইসলাম ৷ আর এঁদের আটোঁসাটোঁ বোলিংয়ে-র সুবাদে ভারত ৪৭.২ ওভারে ১৭৭ রান করল ৷

এদিন যশস্বী ও তিলক ভর্মা ছাড়া কোনও ক্রিকেটারই বিশেষ কিছু করতে পারেননি ৷ এঁরা ছাড়া  দু অঙ্কের রান পেরোন ধ্রুব জুরেল ৷ তিনি ২২ রান করেন ৷

শুরুতেই এক ওপেনারকে হারিয়ে চাপ তৈরি হতে পারত টিম ইন্ডিয়ার কিন্তু অধিনায়ক যশস্বী জয়সওয়ালের বিশ্বাসী ব্যাটে ভর দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে এগোচ্ছিল টিম ইন্ডিয়া ৷ দায়িত্বশীল ইনিংস গড়ার পাশাপাশি যখন প্রয়োজন তখন স্কোর অ্যাকসিলারেট করার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বুঝে বুঝে নিচ্ছিলেন যশস্বী ৷ কিন্তু ৮৮ রানে আউট হতেই ভারতীয় ফ্যানদের মন ভাঙল ৷

এদিন ১২১ বলে ৮৮ রান করে অনুর্ধ্ব ১৯  যশস্বী জয়সওয়াল ৷ তাঁর এদিনের ইনিংস সাজানো ৮ টি চার ও ১ টি ছয় দিয়ে৷ এদিনের অর্ধশতরানের মধ্যে দিয়ে এই বিশ্বকাপের চতুর্থ অর্ধশতরান সেরে নিলেন যশস্বী ৷ পাশাপাশি বিশ্বকাপে ৪০০ রান করেন জয়সওয়াল ৷

এদিন যশস্বীকে আউট করেন শরিফুল ইসলাম আর ক্যাচ ধরেন তানজিদ হাসান ৷

আরও পড়ুন – #Viral : ঘরে ফিরেছেন স্বামী, লাজুক স্ত্রী কাজকর্ম ফেলে দৌড়লেন ঘরে, তারপর… দেখুন Tiktok ভিডিও

এদিকে যশস্বী আউট হওয়ার পরপরই হয়ে যান এস এ ভীর ৷ একসময় যেভাবে ইনিংস বিল্ডিং চলছিল সেটা হঠাৎ ধাক্কা খায় ৷ এদিন টসে জিতে বাংলাদেশে ভারতকে ব্যাট করতে পাঠায়৷ প্রথম ঝটকার পর যশস্বী ও তিলক ভর্মা দলের স্কোর এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ৷ এরপর তিলক আউট হন ৩৮ রানে ৷

#U19WC: বিশ্বকাপ ফাইনালে বাঙালি বোলারদের দাপট, ১৭৭ রানে গুটিয়ে গেল ভারত

#পোচেস্তু্রম : দক্ষিণ আফ্রিকায় আগুনে বোলিং বাংলাদেশের ৷ বাঙালি বোলাররা এত সংযত এবং নিয়ন্ত্রিত বোলিং করলেন যে ফাইনালে গোটা ম্যাচে কুঁকড়ে রইল টিম ইন্ডিয়া ৷ বাংলাদেশী অভিষেক দাস সফলতম বোলার ৷ এছাড়াও ভালো বল করেন শরিফুল ইসলাম ৷ আর এঁদের আটোঁসাটোঁ বোলিংয়ে-র সুবাদে ভারত ৪৭.২ ওভারে ১৭৭ রান করল ৷

এদিন যশস্বী ও তিলক ভর্মা ছাড়া কোনও ক্রিকেটারই বিশেষ কিছু করতে পারেননি ৷ এঁরা ছাড়া  দু অঙ্কের রান পেরোন ধ্রুব জুরেল ৷ তিনি ২২ রান করেন ৷

শুরুতেই এক ওপেনারকে হারিয়ে চাপ তৈরি হতে পারত টিম ইন্ডিয়ার কিন্তু অধিনায়ক যশস্বী জয়সওয়ালের বিশ্বাসী ব্যাটে ভর দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে এগোচ্ছিল টিম ইন্ডিয়া ৷ দায়িত্বশীল ইনিংস গড়ার পাশাপাশি যখন প্রয়োজন তখন স্কোর অ্যাকসিলারেট করার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বুঝে বুঝে নিচ্ছিলেন যশস্বী ৷ কিন্তু ৮৮ রানে আউট হতেই ভারতীয় ফ্যানদের মন ভাঙল ৷

এদিন ১২১ বলে ৮৮ রান করে অনুর্ধ্ব ১৯ অধিনায়ক যশস্বী জয়সওয়াল ৷ তাঁর এদিনের ইনিংস সাজানো ৮ টি চার ও ১ টি ছয় দিয়ে৷ এদিনের অর্ধশতরানের মধ্যে দিয়ে এই বিশ্বকাপের চতুর্থ অর্ধশতরান সেরে নিলেন যশস্বী ৷ পাশাপাশি বিশ্বকাপে ৪০০ রান করেন জয়সওয়াল ৷

এদিন যশস্বীকে আউট করেন শরিফুল ইসলাম আর ক্যাচ ধরেন তানজিদ হাসান ৷

আরও পড়ুন – #Viral : ঘরে ফিরেছেন স্বামী, লাজুক স্ত্রী কাজকর্ম ফেলে দৌড়লেন ঘরে, তারপর… দেখুন Tiktok ভিডিও

এদিকে যশস্বী আউট হওয়ার পরপরই হয়ে যান এস এ ভীর ৷ একসময় যেভাবে ইনিংস বিল্ডিং চলছিল সেটা হঠাৎ ধাক্কা খায় ৷ এদিন টসে জিতে বাংলাদেশে ভারতকে ব্যাট করতে পাঠায়৷ প্রথম ঝটকার পর যশস্বী ও তিলক ভর্মা দলের স্কোর এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ৷ এরপর তিলক আউট হন ৩৮ রানে ৷