নির্বাচনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে জম্মু কাশ্মীরে৷ ছবি- পিটিআই

Jammu Kashmir assembly elections: কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পর এই প্রথম, বুধবার ভোটগ্রহণ শুরু জম্মু কাশ্মীরে

কলকাতা: কেন্দ্রীয় সরকার কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করার পর, আগামিকাল, বুধবার জম্মু কাশ্মীরে প্রথম দফার বিধানসভা নির্বাচন৷ জম্ম কাশ্মীরের সাতটি জেলার বাসিন্দারা আগামিকাল ভোট দেবেন৷ মোট তিন দফায় ভোট হবে জম্মু কাশ্মীরে৷ নির্বাচনকে নির্বিঘ্নে শেষ করতে কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে জম্মু কাশ্মীরের সমতল থেকে পাহাড়ি এলাকা৷

আগামিকাল প্রথম দফার ভোট গ্রহণের পর ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় দফা এবং ১ অক্টোবর তৃতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ হবে৷ নির্বাচনের ফল বেরোবে ৮ অক্টোবর৷

আরও পড়ুন: ইচ্ছে মতো আর কোথাও বুলডোজার অভিযান নয়! কড়া নির্দেশে কী বলল সুপ্রিম কোর্ট?

প্রথম দফায় মোট ২৪টি বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ হবে৷ এর মধ্যে রয়েছে পহলগাঁও, অনন্তনাগ, পশ্চিম অনন্তনাগ, বানিহাল, ডোডা, ডোডা পশ্চিম, বানিহালের মতো বিধানসভা কেন্দ্র৷ প্রথম দফার ভোটে প্রায় ২৩ লক্ষের বেশি মানুষ ভোট দেবেন৷ নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম দফায় ভোট দিতে পারবেন কাশ্মীর উপত্যকা থেকে বিতাড়িত প্রায় ৩৩ হাজার কাশ্মিরী পণ্ডিতও৷

বুধবারের ভোটে ভাগ্য নির্ধারণ হবে ২১৯ জন প্রার্থীর, তাঁদের মধ্যে ৯০ জনই নির্দল প্রার্থী৷ যে ২৪টি বিধানসভা কেন্দ্রে আগামিকাল ভোট নেওয়া হবে, তার মধ্যে আটটি জম্মু অঞ্চলের৷ বাকি ১৬টি বিধানসভা কাশ্মীর উপত্যকার মধ্যে পড়ছে ৷

জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচনে জোট বেঁধে লড়ছে কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স৷ যদিও প্রথম দফার নির্বাচনে বানিহাল, ডোডা এবং ভদেরওয়াহ কেন্দ্রে বন্ধুত্বপূর্ণ লড়াই হচ্ছে দুই দলের মধ্যে৷