প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেত্রী

Popular Actress Death: মুহূর্তে সব শেষ…! প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেত্রী, বিনোদন জগতে গভীর শোকের ছায়া

বিনোদন জগতে ফের দুঃসংবাদ৷ বছরের শুরু থেকেই একের পর এক তারকারা ছেড়ে চলে যাচ্ছেন৷ প্রয়াত হলেন প্রখ্যাত তামিল অভিনেত্রী সিআইডি শকুন্তলা৷ তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ ফিল্ম ইন্ডাস্ট্রি৷ মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৮৪ বছর৷

নায়িকা থেকে খলনায়িকা, সব চরিত্রেই বহুমুখী প্রতিভার জন্য তিনি বিখ্যাত ছিলেন৷, মঙ্গলবার বেঙ্গালুরুতে মারা যান তিনি ৷ সালেমে জন্মগ্রহণ করেন শকুন্তলা৷ ১৯৭০ সালে জয়শঙ্কর এবং থেংগাই শ্রীনিবাসনের সঙ্গে কপ থ্রিলার সিআইডি শঙ্করের সঙ্গে তার যুগান্তকারী ভূমিকায় আইকনিক খেতাব ‘সিআইডি’ অর্জন করেন৷

আরও পড়ুন-      বলুন তো, কোন প্রাণীর রক্তের দাম সবচেয়ে বেশি? ৯৯% মানুষই উত্তর দিতে গিয়ে ডাহা ফেল! চমকে দেবে উত্তর, গ্যারান্টি…!

শকুন্থলার কর্মজীবন বিখ্যাত ললিতা-পদ্মিনী-রাগিনী ত্রয়ীতে শাস্ত্রীয় নৃত্য প্রশিক্ষণের মাধ্যমে শুরু হয়।তার নাচের প্রতিভা তামিল সিনেমার দরজা খুলে দিয়েছিল , যেখানে তিনি নৃত্যশিল্পী থেকে অভিনেত্রীতে রূপান্তরিত হন, শিবাজি গণেশন এবং এমজিআর-এর মতো কিংবদন্তিদের সঙ্গে পর্দা ভাগ করে নেন। তিনি পাডিক্কাদা মেথাই এবং কাই কোডুত্থা ধেইভামের মতো ব্লকবাস্টার চলচ্চিত্রে অভিনয় করেছেন।

আরও পড়ুন-       ভয়ঙ্কর দুঃসময় শেষ…! বৃহস্পতি-চন্দ্রর মহামিলনে ‘গোল্ডেন টাইম’ শুরু ৪ রাশির, গজকেশরী রাজযোগে সোনায় মুড়বে ভাগ্য…

পরে তিনি তার মেয়ের সঙ্গে বেঙ্গালুরুতে শিফট হওয়ার আগে টেলিভিশন সিরিজের মাধ্যমে শিল্পে সক্রিয় ছিলেন। তাঁর মৃত্যুতে অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতারা শোকপ্রকাশ করেছেন।