অ্যাপস পরিষেবা

সীমান্ত পারাপারে পথ দেখাবে ‘যাত্রীসাথী’ অ্যাপ, অভিনব উদ্যোগ প্রশাসনের

উত্তর ২৪ পরগনা: ভারত-বাংলাদেশ সীমান্তে আন্তর্জাতিক যাত্রী পারাপারের ক্ষেত্রে এবার চালু করা হল ‘যাত্রীসাথী’ অ্যাপ। পেট্রাপোল সীমান্ত বন্দরে আসা বাংলাদেশী যাত্রীদের জরুরী চিকিৎসা-সহ একাধিক প্রয়োজনে গাড়ি ভাড়া-সহ নানা ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হত।

কোনও কোনও ক্ষেত্রে ভাড়া বেশি নেওয়ারও অভিযোগ উঠতে দেখা যেত। বহু সময় যাত্রী নেওয়া নিয়ে যানচালকদের মধ্যে অশান্তির ঘটনাও ঘটেছে অতীতে। তবে এবার সেই সব সমস্যার সমাধানে এক অভিনব উদ্যোগ নিতে দেখা গেল বনগাঁ জেলা প্রশাসনকে।

আরও পড়ুন- হাসপাতালের নার্সে মুগ্ধ, প্রেমপত্রে এমন কী লিখলেন যুবক, ধরা পড়ল পুলিশের হাতে

ভারত ও বাংলাদেশ থেকে আসা যাত্রীদের কথা মাথায় রেখে সীমান্ত এলাকায় বিশেষ সাহায্য করবে এই যাত্রীসাথী অ্যাপ। এদিন এই অ্যাপ- এর উদ্বোধন হল পেট্রাপোলে সীমান্তে। উদ্বোধন করেন বনগাঁ মহকুমা পুলিশ অধিকারিক অর্ক পাঁজা। সঙ্গে ছিলেন পেট্রাপোল থানার ওসি উৎপল সাহা-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

বনগাঁ প্রশাসনের তরফে জানানো হয়, পেট্রাপোল সীমান্তে বাংলাদেশী অনেক প্যাসেঞ্জার আসেন, তাঁদের সুবিধার্থে রাজ্য সরকারের এই ‘যাত্রীসাথী’ অ্যাপস এর সূচনা করা হল।

এই অ্যাপ-এর মাধ্যমেই সুষ্ঠভাবে যান চালকরাও করতে পারবেন কাজ। এর জন্য চালকদের কোনও কমিশন দিতে হবে না। এদিন থেকেই চালকদের গাড়ি রেজিস্ট্রেশন করা শুরু হয়েছে।

আরও পড়ুন- খুদে ‘সেলিব্রিটি’ পড়ুয়া, রাতারাতি ভাইরাল রাজদীপের ভিডিও আপনিও দেখুন

দুদেশের যাত্রীরাই তাঁদের ফোন নম্বর ব্যবহার করে ওটিপির মাধ্যমে এই অ্যাপ-এর মাধ্যমে সীমান্ত এলাকায় গাড়ি বুক করা থেকে শুরু করে যাবতীয় গুরুত্বপূর্ণ ফোন নম্বর পেয়ে যাবেন হাতের মুঠোয়। যার ফলে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো হবে আরও সহজ।

এই অ্যাপ চালু হওয়ায় যাত্রীদের পাশাপাশি খুশি সীমান্ত এলাকার যাত্রী পরিষেবা দেওয়া যান চালকেরাও।

Rudra Narayan Roy