Meet The Actress

Gossips: বিবাহিত পরিচালকের সঙ্গে উন্মত্ত প্রেম,প্রেগন্যান্ট হয়ে যান শাহরুখের এই নায়িকা,তারপর যা হয়েছিল, জানলে চমকে যাবেন

সিনেমা তারকাদের নিয়ে সবসময়ই নানা মুখরোচক জল্পনা-কল্পনায় মুখর হয়ে থাকে ইন্ডাস্ট্রির অলিগলি। এমনই একটি খবর ছিল এক প্রথম সারির অভিনেত্রীকে নিয়ে। শোনা যায়, তিনি এক বিবাহিত পরিচালকের প্রেমে পড়েছিলেন। এখানেই শেষ নয়, অভিনেত্রী প্রেগন্যান্ট-ও হয়ে যান। কোন নায়িকার কথা হচ্ছে বলুন তো?
সিনেমা তারকাদের নিয়ে সবসময়ই নানা মুখরোচক জল্পনা-কল্পনায় মুখর হয়ে থাকে ইন্ডাস্ট্রির অলিগলি। এমনই একটি খবর ছিল এক প্রথম সারির অভিনেত্রীকে নিয়ে। শোনা যায়, তিনি এক বিবাহিত পরিচালকের প্রেমে পড়েছিলেন। এখানেই শেষ নয়, অভিনেত্রী প্রেগন্যান্ট-ও হয়ে যান। কোন নায়িকার কথা হচ্ছে বলুন তো?
কথা হচ্ছে জনপ্রিয় প্রথম সারির তারকা 'বাহুবলী' খ্যাত রম্যা কৃষ্ণন-এর। ৯০ দশকে তিনি তামিল- তেলেগু সিনেমার সুপারহিট নায়িকা ছিলেন। তাঁর বলিউড যাত্রাও মারকাটারি ছিল। হিট করেছিল 'পরম্পরা', 'চাহাত', 'বড়ে মিঞা ছোটে মিঞা'র মতো হিন্দি ছবি।
কথা হচ্ছে জনপ্রিয় প্রথম সারির তারকা ‘বাহুবলী’ খ্যাত রম্যা কৃষ্ণন-এর। ৯০ দশকে তিনি তামিল- তেলেগু সিনেমার সুপারহিট নায়িকা ছিলেন। তাঁর বলিউড যাত্রাও মারকাটারি ছিল। হিট করেছিল ‘পরম্পরা’, ‘চাহাত’, ‘বড়ে মিঞা ছোটে মিঞা’র মতো হিন্দি ছবি।
১৯৯৯ সালে রম্যা অভিনয় করেন রজনীকান্তের বিপরীতে 'পাড়ায়াপ্পা'য়। এই ছবিটি ইতিহাস তৈরি করেছিল। তার আগে পর্যন্ত কোনও তামিল ছবি এত বিপুলটাকার ব্যবসা দেয়নি। শোনা যায়, এই ছবির সেটেই রম্যার সঙ্গে সম্পর্ক হয় ছবির পরিচালক কে এস রবিকুমারের সঙ্গে।

১৯৯৯ সালে রম্যা অভিনয় করেন রজনীকান্তের বিপরীতে ‘পাড়ায়াপ্পা’য়। এই ছবিটি ইতিহাস তৈরি করেছিল। তার আগে পর্যন্ত কোনও তামিল ছবি এত বিপুলটাকার ব্যবসা দেয়নি। শোনা যায়, এই ছবির সেটেই রম্যার সঙ্গে সম্পর্ক হয় ছবির পরিচালক কে এস রবিকুমারের সঙ্গে।
পরবর্তী তিন বছরে কে এস রবিকুমার আর রম্যা আর-ও দুটি ছবিতে একসঙ্গে কাজ করেন। ফিল্ম   ইনডাস্ট্রির অলিতে-গলিতে কান পাতলেও শোনা যেত তাঁদের চর্চিত প্রেমকাহিনী। কিন্তু কে এস রবিকুমার বিবাহিত ছিলেন,তাঁর সন্তান-ও ছিল।
পরবর্তী তিন বছরে কে এস রবিকুমার আর রম্যা আর-ও দুটি ছবিতে একসঙ্গে কাজ করেন। ফিল্ম ইনডাস্ট্রির অলিতে-গলিতে কান পাতলেও শোনা যেত তাঁদের চর্চিত প্রেমকাহিনী। কিন্তু কে এস রবিকুমার বিবাহিত ছিলেন,তাঁর সন্তান-ও ছিল।
শোনা যায়, ২০০২ সালে রম্যা গর্ভে ধারণ করেন রবিকুমারের সন্তান। এও শোনা যায়, গর্ভপাতের জন্য তিনি ৭৫ লাখ টাকা নিয়েছিলেন রবিকুমারের থেকে। কিন্তু এই সমস্ত খবর জল্পনা-কল্পনা হিসাবেই রয়ে গিয়েছে। রম্যা বা রবিকুমার কেউ এই বিষয়ে মুখ খোলেননি। কাজেই কোন-ও প্রমাণ মেলেনি।
শোনা যায়, ২০০২ সালে রম্যা গর্ভে ধারণ করেন রবিকুমারের সন্তান। এও শোনা যায়, গর্ভপাতের জন্য তিনি ৭৫ লাখ টাকা নিয়েছিলেন রবিকুমারের থেকে। কিন্তু এই সমস্ত খবর জল্পনা-কল্পনা হিসাবেই রয়ে গিয়েছে। রম্যা বা রবিকুমার কেউ এই বিষয়ে মুখ খোলেননি। কাজেই কোন-ও প্রমাণ মেলেনি।
২০০৩ সালে রম্যা পরিচালক কৃষ্ণ বামসির সঙ্গে গাঁটছড়া বাঁধেন। ২ বছর বাদে পুত্র সন্তানের জন্ম দেন রম্যা। নাম হৃতিক।

২০০৩ সালে রম্যা পরিচালক কৃষ্ণ বামসির সঙ্গে গাঁটছড়া বাঁধেন। ২ বছর বাদে পুত্র সন্তানের জন্ম দেন রম্যা। নাম হৃতিক।
২০১৫ সালে এস এস রাজামৌলির ম্যাগনাম ওপাস বাহুবলীতে 'শিবগামী'-র চরিত্রে ইতিহাস রচনা করেন রম্যা। তাঁর অভিনয় তুমুল প্রশংসিত হয়েছিল। ২০১৭ সালে বাহুবলীর সিক্যুয়েলেও 'শিবগামী' রম্যা তুফান তোলেন। ছবিটি ১৭৮৮ কোটির ব্যবসা করেছিল।
২০১৫ সালে এস এস রাজামৌলির ম্যাগনাম ওপাস বাহুবলীতে ‘শিবগামী’-র চরিত্রে ইতিহাস রচনা করেন রম্যা। তাঁর অভিনয় তুমুল প্রশংসিত হয়েছিল। ২০১৭ সালে বাহুবলীর সিক্যুয়েলেও ‘শিবগামী’ রম্যা তুফান তোলেন। ছবিটি ১৭৮৮ কোটির ব্যবসা করেছিল।