শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari: ‘এক ধাপ এগিয়ে চার ধাপ…’, ঝাড়খণ্ড সীমানা সিল ইস্যুতে মমতাকে তুমুল নিশানা শুভেন্দুর

কলকাতা: বাংলা-ঝাড়খণ্ড সীমানা সিল করা ইস্যুতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন,’ মমতা বন্দ্যোপাধ্যায় অবৈধভাবে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ সীমানায় সমস্ত জাতীয় সড়কগুলো বন্ধ করে দিয়েছিলেন। যার ফলে পশ্চিমবঙ্গে প্রবেশে বাধা পেয়ে জাতীয় সড়কের উপর সমস্ত পরিবহন, মালবাহী ট্রাক দাঁড়িয়ে পড়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গিয়েছেন যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য। তাঁর এই নির্দেশ অবৈধ, তিনি এমনটা করতে পারেন না।’

শুভেন্দু এও বলেন,’ ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোয় যাতায়াত করতে গেলে পশ্চিমবঙ্গের উপর দিয়েই যেতে হবে, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হলে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর অচলাবস্থা তৈরি হবে। আমি মহামান্য রাজ্যপাল, দেশের স্বরাষ্ট্র মন্ত্রক, ন্যাশনাল হাইওয়ে অথরিটিকে চিঠি লেখার পর চাপে পড়ে মুখ্যমন্ত্রী তাঁর অবৈধ নির্দেশ বাতিল করতে বাধ্য হয়েছেন। বর্তমানে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সীমানায় আটকে পড়া যানবাহনগুলিকে পশ্চিমবঙ্গে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। অত্যন্ত দ্রুততার সঙ্গে সমস্যাটি মেটানোর জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই।’

ন্যাশনাল হাইওয়ে দিয়ে যান চলাচল শুরুর ভিডিও শেয়ার করে শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে রীতিমতো হুঙ্কারের সুরে বলেন, ‘আরজি কর ঘটনার পর থেকেই রাজ্যের প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায় এক ধাপ এগিয়ে চার ধাপ পেছচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেওয়া প্রায় প্রতিটি পদক্ষেপই বুমেরাং হয়েছে। এ তো সবে শুরু, এখন থেকে ওনাকে শুধুই পিছু হটতে হবে।’

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত…! ৫ রাজ্য কাঁপাবে ভারী বৃষ্টি! পুজোর মুখে দুর্যোগ বাংলায়? IMD দিয়ে দিল চরম আপডেট!

প্রসঙ্গত, ডিভিসির ছাড়া জলে দক্ষিণবঙ্গের একাধিক জেলা বানভাসি। ভয়াবহ বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকেই দায়ী করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরম মমতার বাংলা-ঝাড়খণ্ড সীমানা সিল করা নিয়ে তুমুল তরজা শুরু হয় শাসক ও বিরোধী শিবিরে।‌