খানাকুলের বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে৷

Flood Situation: জলের তলায় একাধিক বাড়ি, এখনও বানভাসি খানাকুলের বিস্তীর্ণ অঞ্চল

খানাকুল: অতি বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের অনেকজায়গাই বানভাসি হয়েছিল৷ খানাকুলের বন্যা পরিস্থিতিও বেশ খারাপ হয়ে গিয়েছিল৷ ২২ সেপ্টেম্বর, রবিবার খানাকুলের বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে৷

কিন্তু এখনও বিস্তীর্ণ এলাকা জলের তলায় রয়েছে। প্রায় পাঁচ দিন কেটে গেলেও জলমগ্ন খানাকুলের বিস্তীর্ণ এলাকা।

আরও পড়ুন: মধ্যমগ্রামে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, পিকআপভ্যান পিষে দিল ব্যক্তিকে, ঘটনাস্থলেই মৃত্যু

উঁচু এলাকা থেকে জল কমতে শুরু করলেও জলমগ্ন খানাকুলের মারোখানা, পানশিউলি, জগৎপুর, গড়েরঘাট, বন্দর, ধান্যঘোরী, ঘোড়াদহ, পোল-সহ একাধিক এলাকা। এখনও এই সমস্ত এলাকায় একতলা বাড়ির ভিতরে জল ঢুকে রয়েছে।

আরও পড়ুন: ২৬/১১ মুম্বই হামলার কড়া নিন্দা, সন্ত্রাসবাদ মোকাবিলায় বড় পদক্ষেপ কোয়াডে, নেওয়া হল যে সিদ্ধান্ত…

গ্রামের ভিতরের বেশ কয়েকটা রাস্তায় এক বুক সমান জল। যদিও কয়েকটি এলাকায় ডুবে যাওয়া বাড়ির চাল দেখা যেতে শুরু করেছে৷ যদিও জল ধীরে ধীরে হলেও নামছে৷ এখনও উঁচু বাড়ির ছাদে আশ্রয় নিতে হয়েছে দুর্গতদের। ত্রাণ শিবিরেও আছেন অনেকে।

অনেকে উঁচু রাস্তায় তাবু খাটিয়ে বসবাস করছেন। যদিও ত্রাণ নিয়ে বিস্তর অভিযোগ উঠছে দিকে দিকে। তার জেরে ক্ষোভ বেড়েই চলেছে খানাকুলের বন্যা দুর্গতদের। যদিও প্রশাসনের দাবি সর্বত্রই ত্রাণ পৌঁছনোর চেষ্টা চলছে। পিএইচইর তরফে পর্যাপ্ত জলের পাউচ সরবরাহ করা হচ্ছে।

শুভদীপ ঘোষ