তা হলে শেষ পর্যন্ত জল্পনাই সত্যি হতে চলেছে! মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে সম্পর্ক ভাঙতে চলেছে রোহিত শর্মার। জানা যাচ্ছে, আইপিএলের আসন্ন নিলামের আগে রোহিতকে ছেড়ে দিতে পারে মুম্বই।

‘…বড় বড় কথা বলছিল’! এ কী বললেন রোহিত শর্মা, বাংলাদেশকে হারিয়েই বড় বিতর্ক!

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ২৮০ রানের বিশাল ব্যবধানে জয়। তাও মাত্র সাড়ে তিন দিনেই। ফলে আজ ক্যাপ্টেন রোহিত শর্মার কথা বলারই দিন। তাই বলে তিনি যা বললেন, তাতে আবার বিতর্ক সৃষ্টি না হয়!
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ২৮০ রানের বিশাল ব্যবধানে জয়। তাও মাত্র সাড়ে তিন দিনেই। ফলে আজ ক্যাপ্টেন রোহিত শর্মার কথা বলারই দিন। তাই বলে তিনি যা বললেন, তাতে আবার বিতর্ক সৃষ্টি না হয়!
বাংলাদেশের অধিনায়ক টেস্ট সিরিজ শুরুর আগে বলেছিলেন, ভারতকে দুটো টেস্টেই হারাবেন। প্রথম টেস্টে ল্যাদে-গোবরে অবস্থা হয় বাংলাদেশের। তবে বাংলাদেশের অধিনায়কের কথা যে তিনি পাত্তা দিচ্ছেন না, তা হাবেভাবে বুঝিয়ে দিয়েছিলেন রোহিত।
বাংলাদেশের অধিনায়ক টেস্ট সিরিজ শুরুর আগে বলেছিলেন, ভারতকে দুটো টেস্টেই হারাবেন। প্রথম টেস্টে ল্যাদে-গোবরে অবস্থা হয় বাংলাদেশের। তবে বাংলাদেশের অধিনায়কের কথা যে তিনি পাত্তা দিচ্ছেন না, তা হাবেভাবে বুঝিয়ে দিয়েছিলেন রোহিত।
রোহিত পাল্টা বলেছিলেন, ভারতকে যে কেউ হারাতে চায়। ওরা যা বলছে বলুক। আমরা আমাদের কাজ করে যাব।
রোহিত পাল্টা বলেছিলেন, ভারতকে যে কেউ হারাতে চায়। ওরা যা বলছে বলুক। আমরা আমাদের কাজ করে যাব।
এবার প্রথম টেস্ট জিতে উঠে রোহিত বললেন, ইংল্যান্ড টিম ভারতে এসে বড় বড় কথা বলেছিল।
এবার প্রথম টেস্ট জিতে উঠে রোহিত বললেন, ইংল্যান্ড টিম ভারতে এসে বড় বড় কথা বলেছিল।
রোহিতকে প্রশ্ন করা হয়েছিল, এতদিন টি-২০, ওয়ানডে খেলার পর দলের কি কোথাও টেস্ট ক্রিকেটে প্রস্তুতির অভাব ছিল। না হলে বিশ্বমানের টপ অর্ডার এভাবে ফ্লপ করল কীভাবে!
রোহিতকে প্রশ্ন করা হয়েছিল, এতদিন টি-২০, ওয়ানডে খেলার পর দলের কি কোথাও টেস্ট ক্রিকেটে প্রস্তুতির অভাব ছিল। না হলে বিশ্বমানের টপ অর্ডার এভাবে ফ্লপ করল কীভাবে!
রোহিত উত্তরে বলেন, অনেকটা সময় পর টেস্ট খেললেও ক্রিকেটের বাইরে ছিলাম না। এই ম্যাচের আগে চেন্নাইতে শিবির করেছি। যে রেজাল্ট চেয়েছিলাম সেটাই পেয়েছি।
রোহিত উত্তরে বলেন, অনেকটা সময় পর টেস্ট খেললেও ক্রিকেটের বাইরে ছিলাম না। এই ম্যাচের আগে চেন্নাইতে শিবির করেছি। যে রেজাল্ট চেয়েছিলাম সেটাই পেয়েছি।