শিউলি ফুটুক, না ফুটুক-আজ শরৎ৷ বৃষ্টি না থামলেও ইতিউতি দেখা দিতে শুরু করেছে শিউলিফুল বা শেফালিকা৷

Shiuli Leaves Benefits:সাদা ফুলের খাঁজকাটা পাতা! ব্লাড সুগারে অব্যর্থ! ঘন সবুজ রসে চুমুক দিলে পগারপার গাঁটের ব্যথাও

শিউলি ফুটুক, না ফুটুক-আজ শরৎ৷ বৃষ্টি না থামলেও ইতিউতি দেখা দিতে শুরু করেছে শিউলিফুল বা শেফালিকা৷
শিউলি ফুটুক, না ফুটুক-আজ শরৎ৷ বৃষ্টি না থামলেও ইতিউতি দেখা দিতে শুরু করেছে শিউলিফুল বা শেফালিকা৷

 

শিউলিফুলের রূপে মুগ্ধ থাকলেও আমরা ভুলে যাই এই গাছের পাতার উপকারিতা৷ দীর্ঘ দিন ধরে বাঙালির ঘরে শিউলিপাতা ব্যবহৃত হয়ে আসছে নানা ভাবে৷ এর ভেষজ গুণের কথা বলেছেন আয়ুর্বেদিক বিশেষজ্ঞ সিদ্ধার্থ গুপ্তা৷
শিউলিফুলের রূপে মুগ্ধ থাকলেও আমরা ভুলে যাই এই গাছের পাতার উপকারিতা৷ দীর্ঘ দিন ধরে বাঙালির ঘরে শিউলিপাতা ব্যবহৃত হয়ে আসছে নানা ভাবে৷ এর ভেষজ গুণের কথা বলেছেন আয়ুর্বেদিক বিশেষজ্ঞ সিদ্ধার্থ গুপ্তা৷

 

মরশুম পরিবর্তনের সময় অনেকেরই চট করে ঠান্ডা লেগে যায় ৷ সারতে চায় না পুরনো ঘুষঘুষে জ্বর ৷ সে সব ক্ষেত্রে রোগীদের দ্রুত উপশমের জন্য মধুর সঙ্গে শিউলিপাতার রস সেবনের পরামর্শ দেওয়া হয় ৷
মরশুম পরিবর্তনের সময় অনেকেরই চট করে ঠান্ডা লেগে যায় ৷ সারতে চায় না পুরনো ঘুষঘুষে জ্বর ৷ সে সব ক্ষেত্রে রোগীদের দ্রুত উপশমের জন্য মধুর সঙ্গে শিউলিপাতার রস সেবনের পরামর্শ দেওয়া হয় ৷

 

গেঁটে বাতের ব্যথা কমাতেও শিউলিপাতার রস উপকারী ৷ জলের সঙ্গে শিউলিপাতার রস মিশিয়ে পান করলে নিয়ন্ত্রণে থাকে আর্থ্রাইটিস ৷
গেঁটে বাতের ব্যথা কমাতেও শিউলিপাতার রস উপকারী ৷ জলের সঙ্গে শিউলিপাতার রস মিশিয়ে পান করলে নিয়ন্ত্রণে থাকে আর্থ্রাইটিস ৷

 

ব্লাড সুগার কমাতেও শিউলি গাছের পাতা উপকারী ৷ অরুচি কাটিয়ে মুখে রুচি ফিরিয়ে আনে শিউলিপাতার রস ৷ শরীরের রোগ প্রতিরোধেও উপকারী শিউলিপাতা৷
ব্লাড সুগার কমাতেও শিউলি গাছের পাতা উপকারী ৷ অরুচি কাটিয়ে মুখে রুচি ফিরিয়ে আনে শিউলিপাতার রস ৷ শরীরের রোগ প্রতিরোধেও উপকারী শিউলিপাতা৷

 

বাচ্চাদের কৃমির সমস্যা থাকলে ঘরোয়া টোটকা হিসেবে দেওয়া হয় শিউলি পাতার রস৷
বাচ্চাদের কৃমির সমস্যা থাকলে ঘরোয়া টোটকা হিসেবে দেওয়া হয় শিউলি পাতার রস৷