Tag Archives: shiuli flower

Health Benefits of Sheuli Flower: জীবনের সব রোগ ছুমন্তর! মাত্র এক মাস পাওয়া যায়! ‘এই’ গাছের পাতা-ফুল ওষুধের অফুরন্ত ভান্ডার!

শিউলি ফুলকে অনেক জায়গায় স্বর্গের ফুল বলে দাবি করা হয়েছে। শিউলি ফুলের গন্ধ জানিয়ে দেয় পুজো আসছে। কিন্তু এই ফুলের গাছে লুকিয়ে রয়েছে হাজার রোগের সমাধান।
শিউলি ফুলকে অনেক জায়গায় স্বর্গের ফুল বলে দাবি করা হয়েছে। শিউলি ফুলের গন্ধ জানিয়ে দেয় পুজো আসছে। কিন্তু এই ফুলের গাছে লুকিয়ে রয়েছে হাজার রোগের সমাধান।
আয়ুর্বেদিক ওষুধ বিশেষজ্ঞ অভিরাজ দাশগুপ্ত জানিয়েছেন, নানারকম যন্ত্রণাদায়ক সমস্যার চিকিৎসার জন্য শিউলি ফুল ব্যবহারে আয়ুর্বেদে ওষুধ তৈরি করা হয়। কোমরের ব্যথা, বাতের ব্যথায় ভীষণভাবে উপকারী শিউলি পাতার চা।
আয়ুর্বেদিক ওষুধ বিশেষজ্ঞ অভিরাজ দাশগুপ্ত জানিয়েছেন, নানারকম যন্ত্রণাদায়ক সমস্যার চিকিৎসার জন্য শিউলি ফুল ব্যবহারে আয়ুর্বেদে ওষুধ তৈরি করা হয়। কোমরের ব্যথা, বাতের ব্যথায় ভীষণভাবে উপকারী শিউলি পাতার চা।
যদি জ্বর কমতে না চায়, তাহলেও শিউলি পাতা দারুন কার্যকরী বলে জানিয়েছেন। তিনি বলছেন, তেতো হলেও এই পাতা জলে ফুটিয়ে মধু এবং গোলমরিচ সহযোগে খেলে জ্বর নেমে যায় তাড়াতাড়ি
যদি জ্বর কমতে না চায়, তাহলেও শিউলি পাতা দারুন কার্যকরী বলে জানিয়েছেন। তিনি বলছেন, তেতো হলেও এই পাতা জলে ফুটিয়ে মধু এবং গোলমরিচ সহযোগে খেলে জ্বর নেমে যায় তাড়াতাড়ি
তিনি জানিয়েছেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে শিউলি পাতার বেশ কার্যকরী। যেহেতু শিউলি ফুলের পাতা তেতো, ফলে এই পাতার রস রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারে।
তিনি জানিয়েছেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে শিউলি পাতার বেশ কার্যকরী। যেহেতু শিউলি ফুলের পাতা তেতো, ফলে এই পাতার রস রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারে।
অভিরাজ বাবু জানিয়েছেন, শিউলি পাতার রস অল্প গরম করে খেলে পেটে কৃমির সমস্যা কমে যায়। তাছাড়া এই গাছের ছালের চূর্ণ গরম জলে মিশিয়ে খেলে শরীরের মেদ ঝরে।
অভিরাজ বাবু জানিয়েছেন, শিউলি পাতার রস অল্প গরম করে খেলে পেটে কৃমির সমস্যা কমে যায়। তাছাড়া এই গাছের ছালের চূর্ণ গরম জলে মিশিয়ে খেলে শরীরের মেদ ঝরে।

Shiuli flowers: বাতের ব‍্যথা থেকে কফ, কাশি, বহু সমস‍্যার সমাধান শিউলি পাতা! সঠিক নিয়ম মেনে খেলেই মিলবে উপকার

শিউলি ফুল জানান দেয় উমা আসছে।শিউলি ফুল প্রত্যেক মানুষের কাছে খুব প্রিয়।ছোটো আকারের কমলা সাদার মিশ্রণে এই ফুলের মিষ্টি গন্ধে চারিদিক মহ মহ করে ওঠে।কেবল মিষ্টি গন্ধ আর মন ভালো করে দেওয়া রঙের জন্যই শিউলি সবার প্রিয় তা কিন্তু নয়।বহু ঔষধি গুণে ভরপুর শিউলি ফুল।এমনটাই জানাচ্ছেন বিশিষ্ট ডাক্তার দেবাশীষ বিশ্বাস।
শিউলি ফুল জানান দেয় উমা আসছে। শিউলি ফুল প্রত্যেক মানুষের কাছে খুব প্রিয়।ছোটো আকারের কমলা সাদার মিশ্রণে এই ফুলের মিষ্টি গন্ধে চারিদিক ম ম করে ওঠে। কেবল মিষ্টি গন্ধ আর মন ভাল করে দেওয়া রঙের জন্যই শিউলি সবার প্রিয় তা কিন্তু নয়। বহু ঔষধি গুণে ভরপুর শিউলি ফুল। এমনটাই জানাচ্ছেন বিশিষ্ট ডাক্তার দেবাশীষ বিশ্বাস।
খালি পেটে শিউলি গাছের পাতার রস খেলে কফের সমস্যা দূর হয়। যদিও এর রস অত্যন্ত তেতো কিন্তু এটি নিয়মিত খেলে কাশি ও কফ দুটোই দূর হবে।তেতো ভাব কাটানোর জন্য আপনি চাইলে এক চামচ মধু মিশিয়ে খেতে পারেন।
খালি পেটে শিউলি গাছের পাতার রস খেলে কফের সমস্যা দূর হয়। যদিও এর রস অত্যন্ত তেতো কিন্তু এটি নিয়মিত খেলে কাশি ও কফ দুটোই দূর হবে।তেতো ভাব কাটানোর জন্য আপনি চাইলে এক চামচ মধু মিশিয়ে খেতে পারেন।
বাতের ব্যথা বা কোমরের ব্যাথায় যারা দীর্ঘদিন ধরে ভুগছেন তারা এই পাতা বেটে তার রস দিয়ে খালি পেটে চা পান করতে পারেন।নিমেষে দূর হবে রোগ ব্যাধি।
বাতের ব্যথা বা কোমরের ব্যাথায় যারা দীর্ঘদিন ধরে ভুগছেন তারা এই পাতা বেটে তার রস দিয়ে খালি পেটে চা পান করতে পারেন। নিমেষে দূর হবে রোগ ব্যাধি।
বাড়ির উত্তর বা পূর্ব দিকে পারিজাত তথা শিউলি গাছ লাগানো ভাল।এতে ঘরের নেতিবাচকতা দূর হয়।সেই সঙ্গে গৃহে আসে সুখ, শান্তি, সমৃদ্ধি। শিউলিরগাছ ঘরে লাগালে মানসিক চাপ দূর হয় এবং গৃহশান্তি বজায় থাকে।
বাড়ির উত্তর বা পূর্ব দিকে পারিজাত তথা শিউলি গাছ লাগানো ভাল। এতে ঘরের নেতিবাচকতা দূর হয়। সেই সঙ্গে গৃহে আসে সুখ, শান্তি, সমৃদ্ধি। শিউলি গাছ ঘরে লাগালে মানসিক চাপ দূর হয় এবং গৃহশান্তি বজায় থাকে।
মেদ কমাতে বৈদ্যরা শিঊলি ডালের চূর্ণ দেড় গ্রাম মাত্রায় সকালে বিকালে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।এই ব্যবস্থা অবলম্বনে কিছু দিনের মধ্যে মেদের হ্রাস লক্ষ্য করা যায়।
মেদ কমাতে বৈদ্যরা শিঊলি ডালের চূর্ণ দেড় গ্রাম মাত্রায় সকালে বিকালে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।এই ব্যবস্থা অবলম্বনে কিছু দিনের মধ্যে মেদের হ্রাস লক্ষ্য করা যায়।(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Shiuli Plant Care Tips: অজস্র ফুলে ঢাকবে বাড়ির শিউলিগাছ! সুবাসে ভরবে ঘর! রইল সহজ যত্ন-টিপস

নিয়মিত বৃষ্টি হলেও খাতায় কলমে এখন ভাদ্রমাস। শিউলিফুল ফোটার সময়। শিউলিফুলের গন্ধে বয়ে আসে আগমনীর সুর।
নিয়মিত বৃষ্টি হলেও খাতায় কলমে এখন ভাদ্রমাস। শিউলিফুল ফোটার সময়। শিউলিফুলের গন্ধে বয়ে আসে আগমনীর সুর।

 

মূলত ভাদ্র ও আশ্বিন মাস শিউলি ফুল ফোটার মরশুম। তবে অনেকেরই অভিযোগ থাকে যে বাাড়িতে শিউলিগাছ থাকলেও সেভাবে ফুল ফোটে না।
মূলত ভাদ্র ও আশ্বিন মাস শিউলি ফুল ফোটার মরশুম। তবে অনেকেরই অভিযোগ থাকে যে বাাড়িতে শিউলিগাছ থাকলেও সেভাবে ফুল ফোটে না।

 

কিছু যত্নের টিপস মেনে চলুন। যাতে শিউলিগাছে প্রচুর ফুল ফোটে। কিছু নিয়ম মানলেই শিউলিগাছে ফুল ধরবে৷ জানুন সেগুলি৷
কিছু যত্নের টিপস মেনে চলুন। যাতে শিউলিগাছে প্রচুর ফুল ফোটে। কিছু নিয়ম মানলেই শিউলিগাছে ফুল ধরবে৷ জানুন সেগুলি৷

 

শিউলিগাছের জন্য সূর্যালোক খুবই প্রয়োজনীয়৷ সেখানেই শিউলিগাছ রোপণ করুন যেখানে সকালের রোদ এসে পৌঁছবে৷ সারা দিন ধরে শিউলিগাছে পড়বে পরোক্ষ সূর্যালোক৷ বাগানে সেরকম জায়গা দেখেই শিউলিগাছ রাখুন৷ টবে সে গাছ থাকলেও মনে রাখুন এই নিয়ম৷
শিউলিগাছের জন্য সূর্যালোক খুবই প্রয়োজনীয়৷ সেখানেই শিউলিগাছ রোপণ করুন যেখানে সকালের রোদ এসে পৌঁছবে৷ সারা দিন ধরে শিউলিগাছে পড়বে পরোক্ষ সূর্যালোক৷ বাগানে সেরকম জায়গা দেখেই শিউলিগাছ রাখুন৷ টবে সে গাছ থাকলেও মনে রাখুন এই নিয়ম৷

 

শিউলিগাছের জন্য উপযুক্ত সারের বন্দোবস্ত করাও জরুরি৷ রাসায়নিক সারের বদলে দিন জৈব সার৷ রান্নাঘরের আনাজপাতির খোসা জৈব সার হিসেবে অত্যন্ত কার্যকর৷
শিউলিগাছের জন্য উপযুক্ত সারের বন্দোবস্ত করাও জরুরি৷ রাসায়নিক সারের বদলে দিন জৈব সার৷ রান্নাঘরের আনাজপাতির খোসা জৈব সার হিসেবে অত্যন্ত কার্যকর৷

 

শিউলিগাছের গোড়ায় জল দাঁড়ালে অত্যন্ত ক্ষতি হয়৷ তাই প্রয়োজনের তুলনায় বেশি জল গাছে দেবেন না৷ গাছের গোড়ায় জল জমতেও দেবেন না৷ তাহলে শিকড় পচে যাবে৷
শিউলিগাছের গোড়ায় জল দাঁড়ালে অত্যন্ত ক্ষতি হয়৷ তাই প্রয়োজনের তুলনায় বেশি জল গাছে দেবেন না৷ গাছের গোড়ায় জল জমতেও দেবেন না৷ তাহলে শিকড় পচে যাবে৷

 

গাছের গোড়ার অংশের মাটি যেন সব সময় শুকনো থাকে, সেটা দেখবেন৷ শিউলিগাছের পাতায় জল দিয়ে ভেজাবেন না৷ তাহলে পাতায় ছত্রাকের সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে৷
গাছের গোড়ার অংশের মাটি যেন সব সময় শুকনো থাকে, সেটা দেখবেন৷ শিউলিগাছের পাতায় জল দিয়ে ভেজাবেন না৷ তাহলে পাতায় ছত্রাকের সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে৷

 

জল দাঁড়ায় না, এমন মাটি বেছে নিন শিউলিগাছের জন্য৷ দোআঁশ এবং বেলেমাটির মিশ্রণে রোপণ করুন শিউলিগাছ৷ ( সব ছবি: নেটমাধ্যম)
জল দাঁড়ায় না, এমন মাটি বেছে নিন শিউলিগাছের জন্য৷ দোআঁশ এবং বেলেমাটির মিশ্রণে রোপণ করুন শিউলিগাছ৷- ( সব ছবি: নেটমাধ্যম)