ত্বকে আসবে ঔজ্জ্বল্য৷ বয়সকালেও ত্বকে থাকবে যৌবনের স্মৃতি! শুধু হাতে থাকুক এই তিতকুটে তেল!

Homemade Facial : বলিরেখার যম, কুচকানো ত্বক টেনে করবে মসৃণ এই তিতকুটে তেল! আসবে যৌবনের গ্লো, ব্রণ হবে দূর

ত্বকে আসবে ঔজ্জ্বল্য৷ বয়সকালেও ত্বকে থাকবে যৌবনের স্মৃতি! শুধু হাতে থাকুক এই তিতকুটে তেল!
ত্বকে আসবে ঔজ্জ্বল্য৷ বয়সকালেও ত্বকে থাকবে যৌবনের স্মৃতি! শুধু হাতে থাকুক এই তিতকুটে তেল!
অনুজ্জ্বল ত্বক, কালো ছোপ ছোপ দাগ, বয়সের ছাপ, বলিরেখা, ব্রণ, অ্যাকনে, শুষ্ক ত্বক এমনকি মুখের মলিন ভাবও দূর করার ক্ষেত্রে নিম তেলের বিশেষ অবদান আছে।
অনুজ্জ্বল ত্বক, কালো ছোপ ছোপ দাগ, বয়সের ছাপ, বলিরেখা, ব্রণ, অ্যাকনে, শুষ্ক ত্বক এমনকি মুখের মলিন ভাবও দূর করার ক্ষেত্রে নিম তেলের বিশেষ অবদান আছে।
নিমে থাকা উপকারী ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই, ট্রাইগ্লিসারাইড, অ্যান্টিঅক্সিড্যান্ট এবং ক্যালশিয়াম ত্বকের কোলাজেন বাড়িয়ে তোলে। ফলে শরীরের উজ্জ্বলতা বাড়ে। তাই ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন নিম তেল।
নিমে থাকা উপকারী ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই, ট্রাইগ্লিসারাইড, অ্যান্টিঅক্সিড্যান্ট এবং ক্যালশিয়াম ত্বকের কোলাজেন বাড়িয়ে তোলে। ফলে শরীরের উজ্জ্বলতা বাড়ে। তাই ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন নিম তেল।
যেভাবে ব্যবহার করবেন আয়ুর্বেদ শাস্ত্রের নিদান, আপনার ত্বকে নিম তেল কার্যকরী হবে কিনা তা আগে দেখে নিন। তাই প্রথমে এই তেল সরাসরি শরীরে ব্যবহার করবেন না। হাতের তালুতে লাগিয়ে ২৪ ঘণ্টা পর দেখুন ত্বকে কোনো সমস্যা হয়েছে কিনা।
যেভাবে ব্যবহার করবেন আয়ুর্বেদ শাস্ত্রের নিদান, আপনার ত্বকে নিম তেল কার্যকরী হবে কিনা তা আগে দেখে নিন। তাই প্রথমে এই তেল সরাসরি শরীরে ব্যবহার করবেন না। হাতের তালুতে লাগিয়ে ২৪ ঘণ্টা পর দেখুন ত্বকে কোনো সমস্যা হয়েছে কিনা।
যদি সমস্যা না হয়, তাহলে একটি তুলোর ছোট বল তৈরি করে তা ভিজিয়ে নিন নিম তেলে। এবার এই তুলোর বল দিয়ে ত্বকে ভালো ভাবে ম্যাসাজ করুন মিনিট পনেরো। এরপর নিম তেলের পুষ্টিগুণ ত্বকে মিশে যেতে অপেক্ষা করুন আধঘণ্টা মতো।
যদি সমস্যা না হয়, তাহলে একটি তুলোর ছোট বল তৈরি করে তা ভিজিয়ে নিন নিম তেলে। এবার এই তুলোর বল দিয়ে ত্বকে ভালো ভাবে ম্যাসাজ করুন মিনিট পনেরো। এরপর নিম তেলের পুষ্টিগুণ ত্বকে মিশে যেতে অপেক্ষা করুন আধঘণ্টা মতো।
ভালো ব্র্যান্ডের ফেস ওয়াশ দিয়ে মুখ ও ত্বক ধুয়ে নিন। এরপর নিন গরম জলের ভাগ। ময়েশ্চারাইজার ক্রিম মুখে ম্যাসাজ করে লাগান। এক সপ্তাহেই দেখুন সুফল।
ভালো ব্র্যান্ডের ফেস ওয়াশ দিয়ে মুখ ও ত্বক ধুয়ে নিন। এরপর নিন গরম জলের ভাগ। ময়েশ্চারাইজার ক্রিম মুখে ম্যাসাজ করে লাগান। এক সপ্তাহেই দেখুন সুফল।