নিম্নচাপ দুর্বল হলেও ছত্তিশ গড়ের উপর সক্রিয় মৌসুমি অক্ষরেখা। ঘূর্ণাবর্ত-অক্ষরেখার জোড়া ফলায় বিপত্তি, বঙ্গে জারি রেড অ্যালার্ট!
মঙ্গলবার থেকে টানা বৃষ্টি চলছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আবহাওয়া দফতর জানিয়েছে, অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের কাছে পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপ অঞ্চলটি ছিল, তা আরও পশ্চিম দিকে সরেছে। তার শক্তিও আগের চেয়ে কমেছে।
বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সর্তকতা বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং উত্তরবঙ্গের দার্জিলিং, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ৷ এর পাশাপাশি কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং ঝাড়গ্রামেও বৃষ্টি হবে ৷
কলকাতায় মেঘলা আকাশ। বৃষ্টিতে তাপমাত্রা অনেকটাই নেমেছে। কয়েক পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সকালের দিকে একনাগারে বৃষ্টি চলবে। সকালে ও দুপুরে বৃষ্টির পরিমাণ বেশি থাকলেও বেলার দিকে বৃষ্টি কমতে পারে।