ব্যবসা-বাণিজ্য উৎসবের মরশুমে স্বস্তি! সস্তা হবে Petrol-Diesel? লিটার প্রতি ২-৩ টাকা দাম কমতে পারে Gallery September 27, 2024 Bangla Digital Desk উৎসবের মরশুমে স্বস্তি পেতে চলেছে আমজনতা। রেটিং এজেন্সি আইসিআরএ জানিয়েছে, গত কয়েক মাসে অপরিশোধিত তেলের দাম কমে যাওয়ায় পেট্রোলিয়াম কোম্পানিগুলি ব্যাপক মুনাফা করেছে। ফলে এবার পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি দুই থেকে তিন টাকা কমতে পারে। সংস্থা জানিয়েছে, সেপ্টেম্বরে ভারতে আমদানি করা অপরিশোধিত তেলের দাম ছিল ব্যারেল প্রতি ৭৪ মার্কিন ডলার। গত মার্চ মাসে এর দাম ছিল ব্যারেল প্রতি ৮৩-৮৪ মার্কিন ডলার। শেষ বার দেশে পেট্রোল ডিজেলের দাম লিটার প্রতি ২ টাকা কমানো হয়েছিল। আইসিআরএ জানিয়েছে, অপরিশোধিত তেলের দাম কমার সঙ্গে সাম্প্রতিক সপ্তাহগুলিতে ভারতীয় পেট্রোলিয়াম বিপণন সংস্থাগুলির জ্বালানির খুচরো বিক্রিতে মার্জিন বেড়েছে। রেটিং এজেন্সি বলছে, অপরিশোধিত তেলের দাম বর্তমানে স্থিতিশীল থাকার কারণে খুচরো জ্বালানির দাম কমানোর সুযোগ রয়েছে কোম্পানিগুলির কাছে। সিএলএসএ-এর মতে, ৫ অক্টোবরের পর পেট্রোল, ডিজেলের দাম কমানো হতে পারে। গত মাসে ভারতের তৈল সচিব পঙ্কজ কুমার জৈনের মন্তব্যের পর এই নিয়ে জল্পনা-কল্পনা আরও বেড়েছে। একাধিক মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে, নভেম্বরে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। তার আগে অর্থাৎ অক্টোবরের মাঝামাঝি জ্বালানির দাম কমানোর ঘোষণা হতে পারে। আইসিআরএ-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং গ্রুপ হেড গিরিশ কুমার কদম বলছেন, “আইসিআরএ-এর অনুমান সেপ্টেম্বরে আন্তর্জাতিক পণ্যের দামের তুলনায় OMC-এর পেট্রোলে লিটার প্রতি ১৫ টাকা এবং ডিজেলে লিটার প্রতি ১২ টাকা বেড়েছে। জ্বালানির খুচরো বিক্রয় মূল্য ২০২৪ সালের মার্চ থেকে অপরিবর্তিত রয়েছে। ১৫ মার্চ ২০২৪-এ পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে ২ টাকা কমানো হয়েছিল। এই পরিস্থিতিতে অনুমান করা হচ্ছে, অপরিশোধিত টেলের দাম স্থিতিশীল থাকলে জ্বালানিতে লিটার প্রতি ৩ টাকা কমানোর সুযোগ রয়েছে।’’ প্রধানত দুর্বল আন্তর্জাতিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উচ্চ মার্কিন উৎপাদনের কারণে গত কয়েক মাসে অপরিশোধিত তেলের দাম তীব্রভাবে হ্রাস পেয়েছে। এদিকে দামের পতন হচ্ছে দেখে ওপেক এবং সহযোগী দেশগুলি উৎপাদন হ্রাসের সিদ্ধান্ত আরও দুই মাস বাড়িয়েছে। ফলে সব মিলিয়ে দেশে পেট্রোল ও ডিজেলের দাম কমতে পারে বলে অনুমান করা হচ্ছে।