দক্ষিণবঙ্গ District Durga Puja 2024: আসন্ন দুর্গাপুজো… প্রতিমার অস্ত্র তৈরি হচ্ছে অশোকনগরে! কয়েকদিনেই পৌঁছে যাবে নানা প্রান্তে Gallery September 27, 2024 Bangla Digital Desk বিপুল পরিমাণ অস্ত্র তৈরি হচ্ছে অশোকনগর কল্যাণগড় এলাকায়, যা আর কয়েক দিনের মধ্যেই পৌঁছে যাবে রাজ্যের নানা প্রান্তে। এই অস্ত্র কিন্তু সেই অস্ত্র নয়। এই অস্ত্র স্বয়ং দেব-দেবীদের অস্ত্র দেবীর দশ হাতে দেখা যায় ১০ রকমের অস্ত্র। পুজোর আগে তাই সেই অস্ত্র তৈরির শব্দ শোনা যাচ্ছে অশোকনগর কল্যাণগড় এলাকার বেশ কিছু বাড়িতে দাম বাড়ছে সব কিছুরই, তাই কাঁচামালের মূল্যবৃদ্ধির জেরে এ বছর প্রতিমার অস্ত্রের দামও বেশ কিছুটা বাড়তে পারে বলে জানাচ্ছেন শিল্পীরা সারা বছর নানা পুজোয় দেবদেবীর অস্ত্রের চাহিদা থাকলেও, দুর্গাপুজোয় অস্ত্রের চাহিদা বেড়ে যায় বেশ অনেকটাই। তাই পুজোর কয়েক মাস আগে থেকেই জোরকদমে শুরু হয় কাজ। কারখানার কর্মীরা জানালেন, প্রথমে বিভিন্ন ধরনের ছাঁচের সাহায্যে শিট কেটে তৈরি হয় নকশা। এরপরে, কারুকার্য করে অস্ত্রগুলিতে দেওয়া হয় রঙের প্রলেপ অশোকনগরের এই কারখানা গুলি থেকেই রাজ্যের নানা প্রান্তের পাশাপাশি ভিন্ রাজ্যে এমনকি বিদেশেও পারি দেয় অস্ত্র। তবে এ বছর মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে অস্ত্রেও বলে দাবি শিল্পীদের। আগে যে শিটের দাম ছিল ১০০ টাকা, এ বার তা বেড়ে দাঁড়িয়েছে ১৬০-১৮০ টাকায় শিল্পীদের দাবি, সরকারের তরফে যদি কিছু আর্থিক সাহায্য মিলত তবে এই শিল্পে আরও বহু মানুষ স্বনির্ভর হতে পারতেন। এই অস্ত্র তৈরীর উপর নির্ভর করেই সংসার চলে অশোকনগর কল্যাণগড় এলাকার বেশ কিছু পরিবারের অস্ত্র তৈরি করা এক মহিলা শিল্পী জানান, আমাদের হাতে তৈরি অস্ত্র মা দুর্গার হাতে ওঠে, এটা ভেবেই যেন মন ভাল হয়ে যায়। তবে এবার মা-র কাছে একটাই প্রার্থনা, আরজি করের ঘটনার বিচার মিলুক ও দোষীদের সাজা হোক।