Meet The Star

Bollywood Stories: প্রথম সিনেমা করে পেয়েছিলেন ‘চাউমিন’, ২০ বছর স্ট্রাগল,শুধুই চাকরের অভিনয়, আজ তিনিই সবার নজরে, কার কথা হচ্ছে বলুন তো? পড়ুন

একজন অভিনেতা বারবার একইরকম চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন না। কিন্তু ভাগ্য সবসময় সহায় হয় না। স্ট্রাগল করার সময় এমন অনেক অভিনেতাই আছেন, যাঁরা দিনের পর দিন একইরকম চরিত্রে অভিনয় করতে বাধ্য হয়েছেন। যেমন এই অভিনেতার কথাই ধরুন না কেন! বর্তমানে তিনি বলিউড কাঁপাচ্ছেন! কিন্তু তিনি এই ইন্ডাস্ট্রিতে নতুন নয়। প্রায় ২ দশক ধরে আছেন! অথচ তাঁকে কেউ নজর-ই করেনি। ২০ বছর স্ট্রাগল করার পর অবশেষে পেলেন প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ! কার কথা হচ্ছে জানেন?
একজন অভিনেতা বারবার একইরকম চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন না। কিন্তু ভাগ্য সবসময় সহায় হয় না। স্ট্রাগল করার সময় এমন অনেক অভিনেতাই আছেন, যাঁরা দিনের পর দিন একইরকম চরিত্রে অভিনয় করতে বাধ্য হয়েছেন। যেমন এই অভিনেতার কথাই ধরুন না কেন! বর্তমানে তিনি বলিউড কাঁপাচ্ছেন! কিন্তু তিনি এই ইন্ডাস্ট্রিতে নতুন নয়। প্রায় ২ দশক ধরে আছেন! অথচ তাঁকে কেউ নজর-ই করেনি। ২০ বছর স্ট্রাগল করার পর অবশেষে পেলেন প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ! কার কথা হচ্ছে জানেন?
ইদানীং বলিউডে অন্য ঘরানার ছবি, অন্যরকম চরিত্র বললেই তাঁর নাম উঠে আসছে। ইদানীং তাঁর বিশাল ফ্যান-ফলোয়ার। ঘরে-ঘরে তাঁর প্রশংসা। সব-ই তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবির দৌলতে। সেখানে প্রধান চরিত্র, একজন ইনভেস্টিগেটিং অফিসারের চরিত্রে দেখা মিলেছে তাঁর।
ইদানীং বলিউডে অন্য ঘরানার ছবি, অন্যরকম চরিত্র বললেই তাঁর নাম উঠে আসছে। ইদানীং তাঁর বিশাল ফ্যান-ফলোয়ার। ঘরে-ঘরে তাঁর প্রশংসা। সব-ই তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবির দৌলতে। সেখানে প্রধান চরিত্র, একজন ইনভেস্টিগেটিং অফিসারের চরিত্রে দেখা মিলেছে তাঁর।
অথচ এর আগে ২০ বছর ধরে তিনি বলিউডেই ছিলেন। একের পর এক ছবি করেছেন। কার-ও নজরে পড়েননি। কারণ,মূলত তাঁকে দেখা যেত ছোটখাট চরিত্রে। কিন্তু তবু হাল ছাড়েননি তিনি। মাটি কামড়ে পড়ে থেকেছেন। অবশেষে এল সেই সময়! নিজের অধ্যাবশার দাম পেলেন। পেলেন ছবিতে প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ।
অথচ এর আগে ২০ বছর ধরে তিনি বলিউডেই ছিলেন। একের পর এক ছবি করেছেন। কার-ও নজরে পড়েননি। কারণ,মূলত তাঁকে দেখা যেত ছোটখাট চরিত্রে। কিন্তু তবু হাল ছাড়েননি তিনি। মাটি কামড়ে পড়ে থেকেছেন। অবশেষে এল সেই সময়! নিজের অধ্যাবশার দাম পেলেন। পেলেন ছবিতে প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ।
কথা হচ্ছে দীপক দোরিয়ালের। সদ্য মুক্তিপ্রাপ্ত সেক্টর ৩৬-এ পুলিশ অফিসারের চরিত্রে তাঁর দুর্দান্ত পারফরম্যান্স সবার নজর কেড়েছে। কিন্তু ফিল্ম   ইন্ডাস্ট্রিতে আসার ২০ বছর বাদে তিনি প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পেলেন।
কথা হচ্ছে দীপক দোরিয়ালের। সদ্য মুক্তিপ্রাপ্ত সেক্টর ৩৬-এ পুলিশ অফিসারের চরিত্রে তাঁর দুর্দান্ত পারফরম্যান্স সবার নজর কেড়েছে। কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসার ২০ বছর বাদে তিনি প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পেলেন।
জানেন, প্রথম ছবির জন্য দীপককে পারিশ্রমিক হিসাবে কী দেওয়া হয়েছিল? চাউমিন। চাউমিনের লোভ দেখিয়ে তাঁকে দিয়ে অভিনয় করানো হয়েছিল।

জানেন, প্রথম ছবির জন্য দীপককে পারিশ্রমিক হিসাবে কী দেওয়া হয়েছিল? চাউমিন। চাউমিনের লোভ দেখিয়ে তাঁকে দিয়ে অভিনয় করানো হয়েছিল।
উত্তরাখণ্ডের ছোট্ট একটি গ্রামের বাসিন্দা দীপক। অভিনয় আর যথার্থ কমিক টাইমিং-এর মিশেলে তিনি সবার চোখের মণি। যখন অভিনয় শুরু করেন, তখন ছোটখাট চরিত্রে অভিনয়ের সুযোগ পেতেন। ২০১১ সালে আর মাধবন আর কঙ্গনা রানাওয়াতের ছবি 'তনু ওয়েডস মনু'-তে মাধবনের বন্ধু পাপ্পি জি-কে মনে পড়ছে? তিনি ছিলেন দীপক দোবরিয়াল।
উত্তরাখণ্ডের ছোট্ট একটি গ্রামের বাসিন্দা দীপক। অভিনয় আর যথার্থ কমিক টাইমিং-এর মিশেলে তিনি সবার চোখের মণি। যখন অভিনয় শুরু করেন, তখন ছোটখাট চরিত্রে অভিনয়ের সুযোগ পেতেন। ২০১১ সালে আর মাধবন আর কঙ্গনা রানাওয়াতের ছবি ‘তনু ওয়েডস মনু’-তে মাধবনের বন্ধু পাপ্পি জি-কে মনে পড়ছে? তিনি ছিলেন দীপক দোবরিয়াল।
২০০৬ সালে ক্রাইম ড্রামা ওমকারা-য় দীপকের অভিনয় প্রশংসা কুড়ায়। তবে কেরিয়ারের শুরুতে তিনি শুধুই চাকরের রোল পেতেন। কিন্তু থেমে থাকেননি তিনি। কাজ করে গিয়েছেন। অবশেষে ২০ বছর স্ট্রাগল করার পর সেক্টর ৩৬-এ পেলেন বড় ব্রেক।
২০০৬ সালে ক্রাইম ড্রামা ওমকারা-য় দীপকের অভিনয় প্রশংসা কুড়ায়। তবে কেরিয়ারের শুরুতে তিনি শুধুই চাকরের রোল পেতেন। কিন্তু থেমে থাকেননি তিনি। কাজ করে গিয়েছেন। অবশেষে ২০ বছর স্ট্রাগল করার পর সেক্টর ৩৬-এ পেলেন বড় ব্রেক।