অনুব্রত মণ্ডল।

Anubrata Mandal: বীরভূমের বৈঠকে কি কোর কমিটি না কি জেলা কমিটি? অনুব্রতের ফিরে আসায় প্রশ্ন দলে

কলকাতা: তিহাড় থেকে ছাড়া পেয়ে আবার নিজের জেলায় ফিরেছেন ‘বীরভূমের বাঘ’। রাজনীতিতে ধীরে ধীরে পুরনো মেজাজে ফিরছেন অনুব্রত মণ্ডল। কিন্তু বীরভূম জেলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, কোর কমিটির বৈঠকই বসবে না কি অনুব্রত মণ্ডলের উপস্থিতিতে একেবারে জেলা কমিটির বৈঠক বসবে?

আরও পড়ুন: দোকানদার ১ টাকা বা ১০ টাকার কয়েন নিতে চাইছেন না? হতে পারে বড় শাস্তি, জেনে নিন নিয়ম

নিয়ম অনুযায়ী মাসে একবার করে তৃণমূলের কোর কমিটির বৈঠক বসে বীরভূমে। এই বৈঠকে অংশ নেন কোর কমিটির ছয় সদস্যরা। ব্লকের কর্মসূচি থেকে জেলায় কোন ইস্যুতে প্রচার তা স্থির করত কোর কমিটি। সেই অনুযায়ী জেলার রাজনীতি ঝাঁপাত দল।

কিন্তু ইতমধ্যেই বীরভূমে ফিরে এসেছেন অনুব্রত মণ্ডল। তিনি ফিরে আসায় এবার কি কোর কমিটি বৈঠকে বসে সিদ্ধান্ত নেবে? না কি অনুব্রতর উপস্থিতিতে জেলা কমিটি মিটিং করবে। এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের থেকে সিদ্ধান্ত জানতে চায় কোর কমিটির সদস্যরা।

আরও পড়ুন: কলকাতার ছ’টি হাসপাতালে চালু হল রাত্তিরের সাথী, আপাতত তালিকায় নেই একটি হাসপাতাল

সেই সঙ্গে পুনরায় শীঘ্রই বুথ ভিত্তিক সম্মেলন করতে চায় শাসক দল। বীরভূম জেলায় ৫০% মহিলা ভোট, সেই ভোট নিজেদের দলে টানতে মরিয়া রাজ্যের শাসকদল। তাই এখন থেকে বিধানসভার জন্য প্রস্তুতি নিতে চাইছে তৃণমূল।  তাই কোর কমিটি না জেলা কমিটি এই ধোঁয়াশা কাটাতে চায় বীরভূমের নেতারা