চলছে তল্লাশি 

Alipurduar News: জলদাপাড়ায় ওত পেতেছে চোরা শিকারিরা! গোপন খবরে জোর তল্লাশি বন দফতরের

আলিপুরদুয়ার: ফের চোরা শিকারিদের নিশানায় জলদাপাড়া। এই আশঙ্কার জেরে ইতিমধ্যেই বনদফতরের তরফে জারি করা হয়েছে ‘হাই অ্যালার্ট’। জঙ্গলের প্রতিটি রেঞ্জের পাশাপাশি, জলদাপাড়া জঙ্গল ও তার আশপাশের এলাকায় তল্লাশিও চলছে।

বনবিভাগ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকাল থেকে জলদাপাড়া জাতীয় উদ্যানের সর্বত্র ব্যাপক ভাবে বাড়িয়ে দেওয়া হচ্ছে তল্লাশি ও নজরদারি। জঙ্গলের বাফার জোনেও বিশেষ ভাবে চলছে তল্লাশি। সেই সঙ্গে পুলিশের সাহায্য নেওয়া হচ্ছে। জঙ্গল সংলগ্ন বনবস্তি ও গ্ৰামে চলছে টহলদারি। স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। জঙ্গল সংলগ্ন সড়কে চলছে নাকা চেকিং। প্রতিটি গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি নিচ্ছেন বনকর্মীরা। তিনটে কুনকি হাতি দিয়ে কোর এলাকায় তল্লাশি চলছে বলে জানালেন ডিএফও প্রবীণ কাসোয়ান।

এর আগে নৃশংস চোরাশিকারের বহু খবর এসেছে। গরুমারায় গন্ডারের সংখ্যা বাড়ছে। বিশ্ব গন্ডার দিবসে বন দফতরের তরফে এমন খবর এসেছে বহুবার।