Double Your Money: ৬ বছরেই টাকা হবে ডবল, ১০ বছরে ট্রিপল! এভাবে বিনিয়োগ করলেই মালামাল

প্রতিটা বিনিয়োগের একটা লক্ষ্য থাকে। বিনিয়োগকারীকে খেয়াল রাখতে হয়, তিনি যে লক্ষ্য নিয়ে বিনিয়োগ করছেন তা নির্দিষ্ট সময়ের মধ্যে পূরণ হবে কি না। সঙ্গে নির্দিষ্ট সময় পর রিটার্নের ভ্যালু কত হবে, মাথায় রাখতে হয় তাও।
প্রতিটা বিনিয়োগের একটা লক্ষ্য থাকে। বিনিয়োগকারীকে খেয়াল রাখতে হয়, তিনি যে লক্ষ্য নিয়ে বিনিয়োগ করছেন তা নির্দিষ্ট সময়ের মধ্যে পূরণ হবে কি না। সঙ্গে নির্দিষ্ট সময় পর রিটার্নের ভ্যালু কত হবে, মাথায় রাখতে হয় তাও।
এর কারণ হল, লাভের গুড় মুদ্রাস্ফীতিতে খায়। তাই সাধারণ মানুষ যখনই কষ্টার্জিত টাকা কোথায় বিনিয়োগ করেন, তাঁর মনে প্রথমেই প্রশ্ন জাগে, বিনিয়োগ দ্বিগুণ বা তিনগুণ হতে কত সময় লাগবে? এটা ‘রুল অফ ৭২’ এবং ‘রুল অফ ১৪৪’ থেকে বোঝা যায়।
এর কারণ হল, লাভের গুড় মুদ্রাস্ফীতিতে খায়। তাই সাধারণ মানুষ যখনই কষ্টার্জিত টাকা কোথায় বিনিয়োগ করেন, তাঁর মনে প্রথমেই প্রশ্ন জাগে, বিনিয়োগ দ্বিগুণ বা তিনগুণ হতে কত সময় লাগবে? এটা ‘রুল অফ ৭২’ এবং ‘রুল অফ ১৪৪’ থেকে বোঝা যায়।
সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে ৪ শতাংশ হারে মূল্যস্ফীতি হচ্ছে। কয়েকদিন আগেও তা ৫ শতাংশের বেশি ছিল। কোনও ঝুঁকি না নিয়ে যদি মূল্যস্ফীতির হার ৫ শতাংশ ধরে নেওয়া হয় তাহলে দেখা যাবে আজকে ১ লাখ টাকায় যে জিনিস কেনা যায়, ২০ বছর পর সেটা কিনতে গেলে ২.৫ লাখ টাকা খরচ করতে হবে। ২৫ বছর পর ৩ লাখ টাকা। টাকার মান ১৫০ শতাংশ কমে যাবে। আজ যদি উচ্চশিক্ষার জন্য ২০ লাখ টাকা খরচ হয়, তাহলে ২০ বছর পর কমপক্ষে ৪৫ থেকে ৫০ লাখ টাকা লাগবে।
সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে ৪ শতাংশ হারে মূল্যস্ফীতি হচ্ছে। কয়েকদিন আগেও তা ৫ শতাংশের বেশি ছিল। কোনও ঝুঁকি না নিয়ে যদি মূল্যস্ফীতির হার ৫ শতাংশ ধরে নেওয়া হয় তাহলে দেখা যাবে আজকে ১ লাখ টাকায় যে জিনিস কেনা যায়, ২০ বছর পর সেটা কিনতে গেলে ২.৫ লাখ টাকা খরচ করতে হবে। ২৫ বছর পর ৩ লাখ টাকা। টাকার মান ১৫০ শতাংশ কমে যাবে। আজ যদি উচ্চশিক্ষার জন্য ২০ লাখ টাকা খরচ হয়, তাহলে ২০ বছর পর কমপক্ষে ৪৫ থেকে ৫০ লাখ টাকা লাগবে।
রুল অফ ৭২ বিনিয়োগ কতদিনে দ্বিগুণ হবে বোঝা যায়। আর রুল অফ ১৪৪ দিয়ে জানা যায় টাকা তিনগুণ হতে কত সময় লাগবে। ধরে নেওয়া যাক কেউ ৫ লাখ টাকা বিনিয়োগ করার পরিকল্পনা করেছেন। ৬ বছর পর কোনও কাজে তাঁকে ১০ লাখ টাকা খরচ করতে হবে। এখন ৬ বছরে ৫ লাখ টাকা ডবল করতে চাইলে তাঁকে এমন স্কিম খুঁজে বের করতে হবে যেখানে প্রতি বছর তিনি ১২ শতাংশ হারে রিটার্ন পাবেন। এর ফরমুলা হল ৭২/১২% = ৬ বছর। ভারতে এমন কোনও ক্ষুদ্র সঞ্চয় স্কিম নেই যা ১২ শতাংশ হারে রিটার্ন দেবে। একমাত্র রয়েছে ইক্যুইটি মিউচুয়াল ফান্ড।
রুল অফ ৭২ বিনিয়োগ কতদিনে দ্বিগুণ হবে বোঝা যায়। আর রুল অফ ১৪৪ দিয়ে জানা যায় টাকা তিনগুণ হতে কত সময় লাগবে। ধরে নেওয়া যাক কেউ ৫ লাখ টাকা বিনিয়োগ করার পরিকল্পনা করেছেন। ৬ বছর পর কোনও কাজে তাঁকে ১০ লাখ টাকা খরচ করতে হবে। এখন ৬ বছরে ৫ লাখ টাকা ডবল করতে চাইলে তাঁকে এমন স্কিম খুঁজে বের করতে হবে যেখানে প্রতি বছর তিনি ১২ শতাংশ হারে রিটার্ন পাবেন। এর ফরমুলা হল ৭২/১২% = ৬ বছর। ভারতে এমন কোনও ক্ষুদ্র সঞ্চয় স্কিম নেই যা ১২ শতাংশ হারে রিটার্ন দেবে। একমাত্র রয়েছে ইক্যুইটি মিউচুয়াল ফান্ড।
এবার ১০ বছরে টাকা তিনগুণ বাড়বে কি না কীভাবে বোঝা যাবে? এর জন্য রয়েছে রুল অফ ১৪৪। দশ বছরে ৫ লাখ টাকা বিনিয়োগ করে ১৫ লাখ টাকা রিটার্ন পেতে চাইলে বছরে ১২ শতাংশ হারেই রিটার্ন দরকার। সূত্র অনুযায়ী ১১৪/১২% = ৯.৫ বছর। অর্থাৎ ইক্যুইটি মিউচুয়াল ফান্ডেই বিনিয়োগ করতে হবে।
এবার ১০ বছরে টাকা তিনগুণ বাড়বে কি না কীভাবে বোঝা যাবে? এর জন্য রয়েছে রুল অফ ১৪৪। দশ বছরে ৫ লাখ টাকা বিনিয়োগ করে ১৫ লাখ টাকা রিটার্ন পেতে চাইলে বছরে ১২ শতাংশ হারেই রিটার্ন দরকার। সূত্র অনুযায়ী ১১৪/১২% = ৯.৫ বছর। অর্থাৎ ইক্যুইটি মিউচুয়াল ফান্ডেই বিনিয়োগ করতে হবে।