প্রতীকী ছবি

Durga Puja 2024: বিতর্ক এড়াতে পুজোর আগে থিমের সাজ বদল এই ক্লাবের

কলকাতা: বিতর্ক এড়াতে এবার বদল ঘটল থিম পুজোতে। পুজো আসতে বাকি  আর কয়েকদিন ঠিক তার আগেই থিমে ঘটল বদল। বাবারা সন্তানদের জন্য ভয় পান, আনন্দ পান, গর্ববোধ করেন, কিন্তু সবকিছুর মধ্যে আছে নিঃশব্দ প্রতিক্রিয়া। এই ভাবের প্রেক্ষাপটকে মণ্ডপে ভিন্ন ভিন্ন আঙিনায় উপস্থাপিত করাই এই বছরের দুর্গাপুজোয় গান্ধীমাঠ ফ্রেন্ডস সার্কেলের ক্ষুদ্র প্রয়াস। ক্লাবের থিম ভাবনার বাস্তবায়ন শুরু ফেব্রুয়ারি মাস থেকে। একটু একটু করে এগিয়েছে মন্ডপশয্যার কাজ। অগাস্ট মাসে আরজি কর ঘটনার সময়তেও এই শিরদাঁড়া বিতর্ক সেভাবে দানা বাঁধেনি। জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযানে সিপি-কে প্রতীকী শিরদাঁড়া উপহার দেওয়ার পরই মানুষের মনে তা একটি বিশেষ বার্তা বহন করা শুরু করেছে। কিন্তু ততদিনে থিম ভাবনার প্রায় ৭০ শতাংশ সম্পূর্ণ হয়ে যায়৷ বাবারা আসলে পরিবারের মেরুদণ্ড এটা বোঝাতেই প্রতীকী স্পাইনাল কর্ডের ভাবনা। বাঁঙালির শ্রেষ্ঠ উৎসবে শামিল হয়ে মন্ডপে এসে কেউ আবেগ আহত হোক তা চায়না ক্লাব। তাই শিরদাঁড়ার বিকল্প হিসেবে পুরোনো বাইক কে টেনে তোলা দেখানো হচ্ছে, দাবি  শিল্পী প্রবীর সাহার ।