অর্থাৎ, পুজোর আগের সপ্তাহে উৎসবের কেনাকাটায় বাধা হয়ে দাঁড়াবে না বৃষ্টি, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। প্রতীকী ছবি।

IMD Weather Update: উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও চলবে বিক্ষিপ্ত বর্ষণ! আবহাওয়ার আপডেট দেখুন

আপাতত রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।‌ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ- সহ হালকা বৃষ্টি হতে পারে। কয়েকদিন আংশিক মেঘলা আকাশ থাকবে। জলীয় বাষ্পের পরিমাণ এখনও বেশি। তাই আর্দ্রতাজনিত অস্বস্তি এখনই যাচ্ছে না। মঙ্গলবার পর্যন্ত ক্রমশ কমবে বৃষ্টির পরিমাণ। বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে বলে অনুমান আবহবিদদের। দক্ষিণবঙ্গে কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প থাকায় বৃষ্টি না হলে অস্বস্তি থাকতে পারে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।