Nabanna

West Bengal News: চা শ্রমিকদের বোনাস ইস্যুতে ফের বৈঠক, শ্রম দফতরের সঙ্গে আলোচনায় মুখ্য সচিব

কলকাতা: পাহাড়ে চা শ্রমিকদের বোনাস ইস্যুতে আজ, সোমবার ফের বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের শ্রম দফতরের আধিকারিকদের বলা হয়েছে দুপক্ষের সঙ্গেই বৈঠক করতে। এই নিয়ে নবান্নের তরফে নির্দেশ দেওয়া হয়েছে শ্রম দফতরকে। এমনটাই নবান্ন সূত্রে খবর। ইতিমধ্যেই গোটা বিষয় নিয়ে শ্রম দফতরের সঙ্গে আলোচনা করেছেন মুখ্যসচিব।

এদিকে পুজোর মুখেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাহাড় সফর। সোমবারই পাহাড়ে ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে চা শ্রমিকদের যৌথ সংগঠন। বোনাস বৈঠক নিস্ফলা হওয়ায় বন্‌ধের ডাক দিয়েছেন চা শ্রমিকদের সংগঠন।

আরও পড়ুন: কিচকিচ করছে বালি…? ১ মিনিটে পরিষ্কার করুন পালং, কলমি, মেথি, সর্ষে শাক! শিখে নিন দুর্দান্ত কৌশল! চকচক করবে প্রতিটা পাতা!

চা শ্রমিকদের ২০ শতাংশ হারে বোনাসের দাবি নিয়ে দফায় দফায় চলছে বৈঠক। চার বৈঠকেও বোনাস-জট না কাটায় বনধের পথে চা শ্রমিকরা। এবার তাই জট কাটাতে আরও তৎপর নবান্ন।

আরও পড়ুন: ১০ লক্ষ টাকা ‘ইন্টারেস্ট’ ধান বিক্রিতে…? রেশন দুর্নীতির চার্জশিটে জ্যোতিপ্রিয়র ‘গোপন চিঠি’! ঘুরবে মামলার মোড়?

দু’দিনের উত্তরবঙ্গ সফরে রবিবারই উত্তরবঙ্গে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের পাঁচ জেলা নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। রবিবার বিকেল পাঁচটা থেকে শিলিগুড়ির উত্তরকন্যায় পর্যালোচনা বৈঠক করেন মমতা। পুজোর আগে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি ও দুর্গতদের পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী।