Durga Puja Theme: দেখতে মেট্রোর স্মার্ট কার্ডের মতো, তবে প্যান্ডেলের ঢোকার টিকিট! কোথায়?

দেখতে আসল মেট্রো কার্ডের মত। কিন্তু আসলে এটা ভিআইপি পাস। বনগাঁ লোকালের পর এবারে জগৎ মুখার্জি পার্কের পুজোর থিম গঙ্গার নিচের মেট্রো।
দেখতে আসল মেট্রো কার্ডের মত। কিন্তু আসলে এটা ভিআইপি পাস। বনগাঁ লোকালের পর এবারে জগৎ মুখার্জি পার্কের পুজোর থিম গঙ্গার নিচের মেট্রো।
পুরো মণ্ডপটাই মেট্রোরেলের কামরা। শীতাতপ নিয়ন্ত্রিত কামরা। থাকছে চলমান সিঁড়ি। তাহলে আর বাদ যায় কেন মেট্রোরেলের স্মার্ট কার্ড।
পুরো মণ্ডপটাই মেট্রোরেলের কামরা। শীতাতপ নিয়ন্ত্রিত কামরা। থাকছে চলমান সিঁড়ি। তাহলে আর বাদ যায় কেন মেট্রোরেলের স্মার্ট কার্ড।
এই স্মার্ট কার্ড ঠেকালেই কি খুলে যাবে ভি আই পি গেট? এসব দেখাতে এবং জানাতেই প্রেস কনফারেন্স জগত মুখার্জি পার্কের পুজো প্রাঙ্গনে।
এই স্মার্ট কার্ড ঠেকালেই কি খুলে যাবে ভি আই পি গেট? এসব দেখাতে এবং জানাতেই প্রেস কনফারেন্স জগত মুখার্জি পার্কের পুজো প্রাঙ্গনে।
এবছর জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো ৮৮ তম বছরে পড়ল। শুধুই মেট্রো রেল নয়, নদী দূষণ নিয়েও বিশেষ বার্তা দিতে চান উদ্যোগতারা৷
এবছর জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো ৮৮ তম বছরে পড়ল। শুধুই মেট্রো রেল নয়, নদী দূষণ নিয়েও বিশেষ বার্তা দিতে চান উদ্যোগতারা৷
দেবী দুর্গার গড়ন এখানে মা গঙ্গার মতো। দশভুজার মূর্তি তৈরি হচ্ছে এখানেই। শিল্পী সুবল পালের ভাবনায় জগৎ মুখার্জি পার্কের পুজো সেজে উঠছে। এখানে গঙ্গারূপী মাতৃশক্তি দুর্গার বিজয়গাথা।
দেবী দুর্গার গড়ন এখানে মা গঙ্গার মতো। দশভুজার মূর্তি তৈরি হচ্ছে এখানেই। শিল্পী সুবল পালের ভাবনায় জগৎ মুখার্জি পার্কের পুজো সেজে উঠছে। এখানে গঙ্গারূপী মাতৃশক্তি দুর্গার বিজয়গাথা।
২০১৬ সালে ডাউন বনগা লোকাল থিমে চমক দিয়েছিলেন শিল্পী সুবল পাল। এবার মণ্ডপে মেট্রো এনে তারই পার্ট টু তৈরি করছেন তিনি।

২০১৬ সালে ডাউন বনগা লোকাল থিমে চমক দিয়েছিলেন শিল্পী সুবল পাল। এবার মণ্ডপে মেট্রো এনে তারই পার্ট টু তৈরি করছেন তিনি।