Tag Archives: durga puja photo 2024


North Bengal Trip: পাহাড়ের একেবারে অচেনা এই জায়গায় দাঁড়ালে মেঘ ভাসে পায়ের তলায়, কোথায় জেনে বুকিং করুন আজই

*পাহাড় মানেই সকলের কাছে একটা আবেগ, তাই তো ছুটি হোক বা উইকেন্ড একটু সুযোগ পেলেই পাহাড়ে ছুটে আসে পাহাড়প্রেমীরা। বর্তমানে পাহাড়ের এই জায়গায় দাঁড়িয়ে আপনার চোখের সামনে ভেসে উঠবে পুরো কার্শিয়াং শহর, ঠিক যে সময়ে আপনি দাঁড়িয়ে প্রকৃতির আনন্দ উপভোগ করছেন হঠাৎ করেই আপনার চোখের সামনে দিয়ে ডানা মেলে উড়ে যাবে ঈগল। প্রতিবেদনঃ সুজয় ঘোষ। ফাইল ছবি। 
*পাহাড় মানেই সকলের কাছে একটা আবেগ, তাই তো ছুটি হোক বা উইকেন্ড একটু সুযোগ পেলেই পাহাড়ে ছুটে আসে পাহাড়প্রেমীরা। বর্তমানে পাহাড়ের এই জায়গায় দাঁড়িয়ে আপনার চোখের সামনে ভেসে উঠবে পুরো কার্শিয়াং শহর, ঠিক যে সময়ে আপনি দাঁড়িয়ে প্রকৃতির আনন্দ উপভোগ করছেন হঠাৎ করেই আপনার চোখের সামনে দিয়ে ডানা মেলে উড়ে যাবে ঈগল। প্রতিবেদনঃ সুজয় ঘোষ। ফাইল ছবি।
*স্থানীয়দের মতে পাহাড়ের এই উচ্চতায় পাহাড়ের ঢালে বাসা বেঁধে রয়েছে ঈগল। পাহাড়ের কোলে চারিদিকে প্রকৃতির মাঝে এই জায়গায় এলে আপনার পায়ের নিচে ভাসবে মেঘ, যেন কিছুক্ষণের জন্য মনে হবে আপনি মেঘের উপরে বসে আছেন। ফাইল ছবি। 
*স্থানীয়দের মতে পাহাড়ের এই উচ্চতায় পাহাড়ের ঢালে বাসা বেঁধে রয়েছে ঈগল। পাহাড়ের কোলে চারিদিকে প্রকৃতির মাঝে এই জায়গায় এলে আপনার পায়ের নিচে ভাসবে মেঘ, যেন কিছুক্ষণের জন্য মনে হবে আপনি মেঘের উপরে বসে আছেন। ফাইল ছবি।
*বর্তমানে দার্জিলিংয়ের বুকে কার্শিয়াং পাহাড়ের কোলে গড়ে ওঠা এই জায়গায় ভিড় জমাচ্ছে পর্যটকেরা। আপনি যদি দার্জিলিং গিয়ে থাকেন অথচ এই জায়গায় যাননি, তাহলে বড় মিস করছেন। ফাইল ছবি। 
*বর্তমানে দার্জিলিংয়ের বুকে কার্শিয়াং পাহাড়ের কোলে গড়ে ওঠা এই জায়গায় ভিড় জমাচ্ছে পর্যটকেরা। আপনি যদি দার্জিলিং গিয়ে থাকেন অথচ এই জায়গায় যাননি, তাহলে বড় মিস করছেন। ফাইল ছবি।
*পর্যটকদের জন্য এই জায়গায় তৈরি করা হয়েছে একটি ওয়াচ টাওয়ার। এই টাওয়ারের উপরে দাঁড়িয়েই আপনি যে দিকে তাকাবেন সেদিকেই সবুজের ঘেরা পাহাড় যেন আপনাকে হাতছানি দেবে। ফাইল ছবি। 
*পর্যটকদের জন্য এই জায়গায় তৈরি করা হয়েছে একটি ওয়াচ টাওয়ার। এই টাওয়ারের উপরে দাঁড়িয়েই আপনি যে দিকে তাকাবেন সেদিকেই সবুজের ঘেরা পাহাড় যেন আপনাকে হাতছানি দেবে। ফাইল ছবি।
*এখানে ঘুরতে আসা এক পর্যটক বলেন, চারিদিকে সারি সারি পাহাড় তার মাঝে এই জায়গা সত্যিই অসাধারণ। এখানে এসে জানতে পারলাম কার্শিয়ংয়ের এই ঈগলস ক্রেগে আসলে চোখের সামনে আকাশে ডানা মেলে উড়বে ঈগল পাখি। জায়গাটা সত্যিই অসাধারণ। ফাইল ছবি। 
*এখানে ঘুরতে আসা এক পর্যটক বলেন, চারিদিকে সারি সারি পাহাড় তার মাঝে এই জায়গা সত্যিই অসাধারণ। এখানে এসে জানতে পারলাম কার্শিয়ংয়ের এই ঈগলস ক্রেগে আসলে চোখের সামনে আকাশে ডানা মেলে উড়বে ঈগল পাখি। জায়গাটা সত্যিই অসাধারণ। ফাইল ছবি।
*দার্জিলিং যাওয়ার পথে কার্শিয়ংয়ের বুকে এই জায়গা বর্তমানে পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। এখান থেকে পুরো শহরকে ক্যামেরাবন্দি করতে ভিড় জমাচ্ছে পর্যটকেরা। ফাইল ছবি। 
*দার্জিলিং যাওয়ার পথে কার্শিয়ংয়ের বুকে এই জায়গা বর্তমানে পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। এখান থেকে পুরো শহরকে ক্যামেরাবন্দি করতে ভিড় জমাচ্ছে পর্যটকেরা। ফাইল ছবি।
*প্রকৃতির মাঝে পাহাড়ের গায়ে ভাসমান মেঘের ছোঁয়ায় নিমিষেই যেন মনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। শিলিগুড়ি এনজিপি স্টেশন থেকে পাহাড় জঙ্গলে ঘেরা আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে কার্শিয়ং রেলওয়ে স্টেশনের ঠিক কাছেই রয়েছে অপরূপ সুন্দর মন মুগ্ধ করা এই জায়গা ঈগল ক্রেগ। ফাইল ছবি।
*প্রকৃতির মাঝে পাহাড়ের গায়ে ভাসমান মেঘের ছোঁয়ায় নিমিষেই যেন মনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। শিলিগুড়ি এনজিপি স্টেশন থেকে পাহাড় জঙ্গলে ঘেরা আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে কার্শিয়ং রেলওয়ে স্টেশনের ঠিক কাছেই রয়েছে অপরূপ সুন্দর মন মুগ্ধ করা এই জায়গা ঈগল ক্রেগ। ফাইল ছবি।

Tea Tourism: পুজোয় দু-রাত কাটিয়ে আসুন সবুজ চা-বাগানের মধ্যে, অনন্য অনুভূতি পেতে জানুন বেড়ানোর খুঁটিনাটি

*সবুজ গালিচার মাঝেই হবে রাতযাপন! পুজোর মরশুমে পর্যটকদের জন্যে নতুন চমক। চা বাগানের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি পর্যটকদের রাত্রি যাপনের‌ জন্য কটেজ‌ তৈরি সহ বিভিন্ন সুব্যবস্থা করেছেন জলপাইগুড়ি জেলার রানীনগর সংলগ্ন বেশ কয়েকটি চা-বাগানের মালিকপক্ষ। প্রতিবেদনঃ সুরজিৎ দে। সংগৃহীত ছবি। 
*সবুজ গালিচার মাঝেই হবে রাতযাপন! পুজোর মরশুমে পর্যটকদের জন্যে নতুন চমক। চা বাগানের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি পর্যটকদের রাত্রি যাপনের‌ জন্য কটেজ‌ তৈরি সহ বিভিন্ন সুব্যবস্থা করেছেন জলপাইগুড়ি জেলার রানীনগর সংলগ্ন বেশ কয়েকটি চা-বাগানের মালিকপক্ষ। প্রতিবেদনঃ সুরজিৎ দে। সংগৃহীত ছবি।
*উত্তরবঙ্গের ডুয়ার্সের চা বাগানের প্রতি বাইরে থেকে আসা পর্যটকদের আকর্ষণ রয়েছে বরাবরই। তাই এবার সেই আকর্ষণ বাড়াতে চা বাগানের ভেতরেই পর্যটকদের রাত যাপন-সহ নানা নয়া উদ্যোগ নিল বেশ কয়েকটি চা বাগান মালিক কর্তৃপক্ষ। সংগৃহীত ছবি। 
*উত্তরবঙ্গের ডুয়ার্সের চা বাগানের প্রতি বাইরে থেকে আসা পর্যটকদের আকর্ষণ রয়েছে বরাবরই। তাই এবার সেই আকর্ষণ বাড়াতে চা বাগানের ভেতরেই পর্যটকদের রাত যাপন-সহ নানা নয়া উদ্যোগ নিল বেশ কয়েকটি চা বাগান মালিক কর্তৃপক্ষ। সংগৃহীত ছবি।
*একেই বিগত কয়েক বছর ধরে আবহাওয়ার খামখেয়ালিপোনায় টানাপোড়েন চলছে চায়ের ব্যবসায়। কখনও অনাবৃষ্টি কখনও বা অতি বৃষ্টির ফলে ভাটা পড়ছে উত্তরবঙ্গের তিন কুড়ি চা পাতার ব্যবসায়। সংগৃহীত ছবি। 
*একেই বিগত কয়েক বছর ধরে আবহাওয়ার খামখেয়ালিপোনায় টানাপোড়েন চলছে চায়ের ব্যবসায়। কখনও অনাবৃষ্টি কখনও বা অতি বৃষ্টির ফলে ভাটা পড়ছে উত্তরবঙ্গের তিন কুড়ি চা পাতার ব্যবসায়। সংগৃহীত ছবি।
*এ বছরও একই ছবি ধরা পড়েছে ক্ষুদ্র চা বাগান গুলোয়। চায়ের ব্যবসায় খরচের তুলনায় এবছর বাজারে কাঁচা চা পাতার দামই পাওয়া যায়নি বলেই হতাশার সুরে জানিয়েছিলেন ক্ষুদ্র চা বাগানের মালিকদের একাংশ। আর শ্রমিকদের মজুরি নিয়ে অসন্তোষও নতুন নয়, উপরন্তু সম্প্রতি যোগ হয়েছে পুজো বোনাসকে ঘিরে ক্ষুদ্র চা বাগানের মালিকের প্রতি চার শ্রমিকদের অসন্তোষ। তাই পর্যটনের এই ব্যবসার পথ সুগম হলে আনুষাঙ্গিক সমস্যার সমাধান খানিকটা হলেও হবে বলেই আশাবাদী ক্ষুদ্র চা বাগানের মালিকরা। সংগৃহীত ছবি। 
*এ বছরও একই ছবি ধরা পড়েছে ক্ষুদ্র চা বাগান গুলোয়। চায়ের ব্যবসায় খরচের তুলনায় এবছর বাজারে কাঁচা চা পাতার দামই পাওয়া যায়নি বলেই হতাশার সুরে জানিয়েছিলেন ক্ষুদ্র চা বাগানের মালিকদের একাংশ। আর শ্রমিকদের মজুরি নিয়ে অসন্তোষও নতুন নয়, উপরন্তু সম্প্রতি যোগ হয়েছে পুজো বোনাসকে ঘিরে ক্ষুদ্র চা বাগানের মালিকের প্রতি চার শ্রমিকদের অসন্তোষ। তাই পর্যটনের এই ব্যবসার পথ সুগম হলে আনুষাঙ্গিক সমস্যার সমাধান খানিকটা হলেও হবে বলেই আশাবাদী ক্ষুদ্র চা বাগানের মালিকরা। সংগৃহীত ছবি।
*কী কী সুবিধা পাবেন পর্যটকেরা এখানে এলে? বাইরে থেকে আসা পর্যটকদের মনোরঞ্জনের জন্য পাহাড় ও অরণ্যের পাশাপাশি চা বাগান এবং চা তৈরির সঙ্গে পরিচিতি ঘটানোর নানা‌ ব্যবস্থা থাকছে ক্ষুদ্র চা বাগানগুলোতে এবং থাকবে উত্তরের সুস্বাদু খাবারের সম্ভার। সংগৃহীত ছবি। 
*কী কী সুবিধা পাবেন পর্যটকেরা এখানে এলে? বাইরে থেকে আসা পর্যটকদের মনোরঞ্জনের জন্য পাহাড় ও অরণ্যের পাশাপাশি চা বাগান এবং চা তৈরির সঙ্গে পরিচিতি ঘটানোর নানা‌ ব্যবস্থা থাকছে ক্ষুদ্র চা বাগানগুলোতে এবং থাকবে উত্তরের সুস্বাদু খাবারের সম্ভার। সংগৃহীত ছবি।
*তিস্তা নদীর বিখ্যাত সুস্বাদু তাজা বোরোলি মাছ থেকে শুরু করে দেশি মুরগির ঝোল বা বিরিয়ানি সবই মিলবে এখানকার কটেজে। কয়েকটি ছোট ছোট কটেজ তৈরি করে সুন্দর ভাবে সাজানো হয়েছে ইতিমধ্যেই। রাত যাপনের সময় ঝিঁঝি পোকার ডাক এবং শিয়ালের হুক্কা হুয়ার শব্দে রোমাঞ্চকর অনুভূতি আসবেই। সংগৃহীত ছবি। 
*তিস্তা নদীর বিখ্যাত সুস্বাদু তাজা বোরোলি মাছ থেকে শুরু করে দেশি মুরগির ঝোল বা বিরিয়ানি সবই মিলবে এখানকার কটেজে। কয়েকটি ছোট ছোট কটেজ তৈরি করে সুন্দর ভাবে সাজানো হয়েছে ইতিমধ্যেই। রাত যাপনের সময় ঝিঁঝি পোকার ডাক এবং শিয়ালের হুক্কা হুয়ার শব্দে রোমাঞ্চকর অনুভূতি আসবেই। সংগৃহীত ছবি।
*কীভাবে কাঁচা চা পাতা তোলা থেকে শুরু করে চা তৈরি করা হয় তা হাতে কলমে দেখানোর পাশাপাশি বিভিন্ন প্রকারের গাছ কাছ থেকে দেখা এবং চা বাগানের মাঝে দাঁড়িয়ে থাকা ছায়া গাছের উপকারিতা জানার ব্যবস্থাও করা হয়েছে। সংগৃহীত ছবি। 
*কীভাবে কাঁচা চা পাতা তোলা থেকে শুরু করে চা তৈরি করা হয় তা হাতে কলমে দেখানোর পাশাপাশি বিভিন্ন প্রকারের গাছ কাছ থেকে দেখা এবং চা বাগানের মাঝে দাঁড়িয়ে থাকা ছায়া গাছের উপকারিতা জানার ব্যবস্থাও করা হয়েছে। সংগৃহীত ছবি।
*এক কথায় চা বাগানের সবুজ গালিচার মাঝে ছুটির দুটো দিন কাটাতে পারবেন পর্যটকরা। ছোট চা বাগানের মধ্যে এভাবেই ভ্রমণ দুয়ার খোলার দিকে নজর রয়েছে ক্ষুদ্র চা বাগান মালিকদের, এতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন চা চাষিরাও। স্বল্প খরচে এমন অভিনব ট্যুর আপনার মন মুগ্ধ করবেই। পুজোয় ডেস্টিনেশন যদি হয় ডুয়ার্স তা হলে একবার চা বাগানের কটেজে ঢুঁ মেরে যেতেই পারেন। সংগৃহীত ছবি।
*এক কথায় চা বাগানের সবুজ গালিচার মাঝে ছুটির দুটো দিন কাটাতে পারবেন পর্যটকরা। ছোট চা বাগানের মধ্যে এভাবেই ভ্রমণ দুয়ার খোলার দিকে নজর রয়েছে ক্ষুদ্র চা বাগান মালিকদের, এতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন চা চাষিরাও। স্বল্প খরচে এমন অভিনব ট্যুর আপনার মন মুগ্ধ করবেই। পুজোয় ডেস্টিনেশন যদি হয় ডুয়ার্স তা হলে একবার চা বাগানের কটেজে ঢুঁ মেরে যেতেই পারেন। সংগৃহীত ছবি।

Beauty Care: বাড়ির বাইরে পা রাখলেই ত্বক তৈলাক্ত? মুখ ভর্তি ব্রণ? রইল সহজ সমাধানের উপায় 

অনেকেরই বাড়ির বাইরে কিংবা রোদে বার হলেই মুখ তৈলাক্ত হয়ে যায়। শুধু মহিলা নন, পুরুষেরাও এই অস্বস্তিকর সমস্যায় ভোগেন।
অনেকেরই বাড়ির বাইরে কিংবা রোদে বার হলেই মুখ তৈলাক্ত হয়ে যায়। শুধু মহিলা নন, পুরুষেরাও এই অস্বস্তিকর সমস্যায় ভোগেন।
ত্বক চিটচিটে বা তৈলাক্ত হয়ে যাওয়ার ফলে ধুলো-ময়লাও খুব সহজেই ত্বকে আটকে যায়। ফলে ব্রণ হয়। এমনকি মুখে অন্যান্য সমস্যাও দেখা দেয়।
ত্বক চিটচিটে বা তৈলাক্ত হয়ে যাওয়ার ফলে ধুলো-ময়লাও খুব সহজেই ত্বকে আটকে যায়। ফলে ব্রণ হয়। এমনকি মুখে অন্যান্য সমস্যাও দেখা দেয়।
ত্বক চিটচিটে বা তৈলাক্ত হওয়ার অন্যতম কারণ হল ত্বকে ময়লা জমে থাকা। সেজন্য ফেসওয়াশ ব্যবহার করুন। মুখে বা ত্বকে ময়লা জমলে বারবার মুখ ধুয়ে নিন।
ত্বক চিটচিটে বা তৈলাক্ত হওয়ার অন্যতম কারণ হল ত্বকে ময়লা জমে থাকা। সেজন্য ফেসওয়াশ ব্যবহার করুন। মুখে বা ত্বকে ময়লা জমলে বারবার মুখ ধুয়ে নিন।
দূষণের কারণে অনেক ক্ষেত্রে ত্বক তৈলাক্ত হয়ে পড়ে। তাই রাস্তায় বৃ হলে যতটা সম্ভব মুখ ঢেকে রাখার চেষ্টা করুন।
দূষণের কারণে অনেক ক্ষেত্রে ত্বক তৈলাক্ত হয়ে পড়ে। তাই রাস্তায় বার হলে যতটা সম্ভব মুখ ঢেকে রাখার চেষ্টা করুন।
চিকিৎসক এম এ সামাদ জানান, বেশ কয়েকবার মুখে জলের ঝাপটা দিন। এতে লোমকূপে জমে থাকা তেল, ময়লা বেরিয়ে যাবে। কোষ প্রাণ ফিরে পাবে।
চিকিৎসক এম এ সামাদ জানান, বেশ কয়েকবার মুখে জলের ঝাপটা দিন। এতে লোমকূপে জমে থাকা তেল, ময়লা বেরিয়ে যাবে। কোষ প্রাণ ফিরে পাবে।
অতিবেগুনি রশ্মি সরাসরি ত্বকে লাগলে অধিক পরিমাণে তেল বার হয়। সেজন্য যতটা সম্ভব রোদ থেকে দূরে থাকার চেষ্টা করুন।
অতিবেগুনি রশ্মি সরাসরি ত্বকে লাগলে অধিক পরিমাণে তেল বার হয়। সেজন্য যতটা সম্ভব রোদ থেকে দূরে থাকার চেষ্টা করুন।

Darjeeling Tourism: পুজোর আগে বিরাট সুখবর! পাহাড়ে ফের শুরু অ্যাডভেঞ্চার পর্যটন, কী কী রয়েছে অপেক্ষায়, জানুন

*কয়েক মাস বন্ধ থাকার পর পুজোর আগে দার্জিলিং ও কালিম্পং পাহাড়ে শুরু হল অ্যাডভেঞ্চার টুরিজ়ম। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-এর নির্দেশে পর্যটক নিরাপত্তার কথা মাথায় রেখে বর্ষার মরসুমে তিন মাস বন্ধ রাখা হয়েছিল সমস্ত ধরনের অ্যাডভেঞ্চার পর্যটন। প্রতিবেদনঃ অনির্বাণ রায়। সংগৃহীত ছবি। 
*কয়েক মাস বন্ধ থাকার পর পুজোর আগে দার্জিলিং ও কালিম্পং পাহাড়ে শুরু হল অ্যাডভেঞ্চার টুরিজ়ম। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-এর নির্দেশে পর্যটক নিরাপত্তার কথা মাথায় রেখে বর্ষার মরসুমে তিন মাস বন্ধ রাখা হয়েছিল সমস্ত ধরনের অ্যাডভেঞ্চার পর্যটন। প্রতিবেদনঃ অনির্বাণ রায়। সংগৃহীত ছবি।
*জিটিএ সূত্রের খবর, গত জুন মাস থেকে দার্জিলিং ও কালিম্পং জেলার পাহাড়ে প্যারাগ্লাইডিং, র‌্যাফ্টিং, ক্যাম্পিং, ট্রেকিং-এর মতো সমস্ত কিছুই বন্ধ ছিল। সংগৃহীত ছবি। 
*জিটিএ সূত্রের খবর, গত জুন মাস থেকে দার্জিলিং ও কালিম্পং জেলার পাহাড়ে প্যারাগ্লাইডিং, র‌্যাফ্টিং, ক্যাম্পিং, ট্রেকিং-এর মতো সমস্ত কিছুই বন্ধ ছিল। সংগৃহীত ছবি।
*জিটিএ পর্যটন দফতরের এগজ়িকিউটিভ ডিরেক্টর সোনম ভুটিয়া বলেন, ‘‘আগামী মাসে দুর্গাপুজো। তার পরে, দীপাবলি, বড়দিন। সব মিলিয়ে পুরোদস্তুর পর্যটন মরসুম চালু হয়ে যাবে। তাই তার আগে, আবার অ্যাডভেঞ্চার পর্যটন চালু করা হল।’’ সংগৃহীত ছবি। 
*জিটিএ পর্যটন দফতরের এগজ়িকিউটিভ ডিরেক্টর সোনম ভুটিয়া বলেন, ‘‘আগামী মাসে দুর্গাপুজো। তার পরে, দীপাবলি, বড়দিন। সব মিলিয়ে পুরোদস্তুর পর্যটন মরসুম চালু হয়ে যাবে। তাই তার আগে, আবার অ্যাডভেঞ্চার পর্যটন চালু করা হল।’’ সংগৃহীত ছবি।
*জিটিএ সূত্রের খবর, কালিম্পং জেলার পেডং ও ডেলোয় প্যারাগ্লাইডিং পর্যটকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। অন্য দিকে কর্শিয়াং ও দার্জিলিংয়ে ও প্যারাগ্লাইডিং শুরু হয়েছে। এর পরেই রয়েছে তিস্তায় র‌্যাফ্টিং। সংগৃহীত ছবি। 
*জিটিএ সূত্রের খবর, কালিম্পং জেলার পেডং ও ডেলোয় প্যারাগ্লাইডিং পর্যটকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। অন্যদিকে, কর্শিয়াং ও দার্জিলিংয়ে ও প্যারাগ্লাইডিং শুরু হয়েছে। এরপরেই রয়েছে তিস্তায় র‌্যাফ্টিং। সংগৃহীত ছবি।
*সিঙ্গালিলা জাতীয় উদ্যান ও নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানের বিভিন্ন প্রান্তে ট্রেকিংও জনপ্রিয়। দার্জিলিঙের জামুনি এবং বিজনবাড়িতেও অ্যাডভেঞ্চার পর্যটন জনপ্রিয় করার কাজ চলছে। সেখানেও একাধিক পেশাদার সংস্থা পর্যটকদের জন্য অ্যাডভেঞ্চার স্পোর্টসের ব্যবস্থা করে। সংগৃহীত ছবি। 
*সিঙ্গালিলা জাতীয় উদ্যান ও নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানের বিভিন্ন প্রান্তে ট্রেকিংও জনপ্রিয়। দার্জিলিঙের জামুনি এবং বিজনবাড়িতেও অ্যাডভেঞ্চার পর্যটন জনপ্রিয় করার কাজ চলছে। সেখানেও একাধিক পেশাদার সংস্থা পর্যটকদের জন্য অ্যাডভেঞ্চার স্পোর্টসের ব্যবস্থা করে। সংগৃহীত ছবি।
*দার্জিলিঙের চটকপুরে মাউন্টেন বাইকিং পরিষেবা রয়েছে। সিঙ্গালিলা এবং সান্দাকফু বরাবরই ট্রেকিংয়ের জন্য বিখ্যাত। প্রতি বছর দেশ-বিদেশের বহু পর্যটক পাহাড়ে আসেন অ্যাডভেঞ্চার স্পোর্টসের টানে। সংগৃহীত ছবি। 
*দার্জিলিঙের চটকপুরে মাউন্টেন বাইকিং পরিষেবা রয়েছে। সিঙ্গালিলা এবং সান্দাকফু বরাবরই ট্রেকিংয়ের জন্য বিখ্যাত। প্রতি বছর দেশ-বিদেশের বহু পর্যটক পাহাড়ে আসেন অ্যাডভেঞ্চার স্পোর্টসের টানে। সংগৃহীত ছবি।
*পর্যটন ব্যবসায়ীদের কথায় , 'পাহাড়ে অ্যাডভেঞ্চার ট্যুরিজম অংশ নিতে বহু পর্যটক অপেক্ষায় থাকেন। জিটিএ-এর এই সিদ্ধান্তে তারা খুশি। সামগ্রিকভাবে পর্যটন শিল্পে ভাল প্রভাব পড়বে।' সংগৃহীত ছবি।
*পর্যটন ব্যবসায়ীদের কথায় , ‘পাহাড়ে অ্যাডভেঞ্চার ট্যুরিজম অংশ নিতে বহু পর্যটক অপেক্ষায় থাকেন। জিটিএ-এর এই সিদ্ধান্তে তারা খুশি। সামগ্রিকভাবে পর্যটন শিল্পে ভাল প্রভাব পড়বে।’ সংগৃহীত ছবি।

North Bengal Trip: পাহাড়ের কোলে অজানা এই গ্রাম! চোখের সামনে মহানন্দার জঙ্গল! পুজোর ছুটিতে ঘুরে আসুন

দার্জিলিং: প্রতিনিয়ত পাহাড়ের কোলে শান্তির খোঁজে ছুটে আসেন প্রচুর পর্যটক। শহরের কোলাহল যানজট এবং কংক্রিটের দেওয়াল ছেড়ে চারিদিকে সবুজে ঘেরা প্রকৃতির মাঝে পাখিদের কিচিরমিচির শব্দে যেন নিমেষে এই মনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় সেই অর্থেই একটু সময় পেলে মন যেন ছুটে যেতে চায় পাহাড়ে। বর্তমানে পাহাড়ের কোলে অপরিচিত এই জায়গায় পাখির চোখে শিলিগুড়ি দেখতে ভিড় বাড়ছে পর্যটকদের। চারিদিকে পাহাড় চা বাগান আর জঙ্গলে ঘেরা সবুজ প্রকৃতির মাঝে অসাধারণ এই জায়গায়, প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে ছুটে আসছে পর্যটকরা।

এ প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা বলেন বর্তমানে পাখি প্রেমীদের আদর্শ জায়গা হয়ে উঠেছে এটি, প্রচুর মানুষ বিভিন্ন রংবেরঙের পাখিদের ক্যামেরাবন্দি করতে এখানে ছুটে আসছে। চারিদিকে সবুজে ঘেরা এই পরিবেশের মাঝেই লুকিয়ে রয়েছে বহু নাম না জানা রংবেরঙের পাখি। সেই অর্থেই দিনের পর দিন পাখি প্রেমীদের ভিড় জমছে এই জায়গায়।

আরও পড়ুনঃ হাতে ভারতীয় পাসপোর্ট থাকলেই হল…! এই ১০ দেশে পুজোয় বিনা ভিসায় ঘুরে নিন, কোন কোন জায়গা জানুন

আরও পড়ুনঃ চিকিৎসকদের আন্দোলনের মধ্যে ভয়ঙ্কর কাণ্ড! আরজি কর হাসপাতালে বোমাতঙ্ক, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

এ ছাড়া ওই জায়গায় এলে হাতের নাগালে প্রকৃতির ছোঁয়ায় নিমিষেই মন ভালো হবে আপনার। এ প্রসঙ্গে এখানে ঘুরতে আসার পর্যটক বলেন, প্রকৃতির মাঝে অত্যন্ত সুন্দর এই জায়গায় এসে খুব ভাল লাগছে পাশাপাশি এখানে দাঁড়িয়ে পাখির চোখ দিয়ে শহর শিলিগুড়িকে দেখা যায়। তাহলে আর দেরি কিসের আপনিও যদি এই জায়গায় এখনো পর্যন্ত না গিয়ে থাকেন তাহলে অবশ্যই ঘুরে আসুন দার্জিলিংয়ের রংটংয়ের কাছে সেপইধুরা চা বাগান ভিউ পয়েন্ট থেকে। এখানে এলে চারিদিকে সবুজে ঘেরা চা বাগান জঙ্গল পাহাড় স্বাগত জানাবে আপনাকে। এখানে দাঁড়িয়ে কিছুটা সময় কাটালে নিমিষেই মন ভাল হবে আপনার।

সুজয় ঘোষ

Durga Puja 2024: কোচবিহারে শক্তিদণ্ডের আরাধনায় শুরু ৫০০ বছরের প্রাচীন দুর্গাপুজোর প্রস্তুতি

রাজ ঐতিহ্য কোচবিহারের মহারাজার স্বপ্নাদেশে পাওয়া প্রায় ৫০০ বছরের বেশি পুরনো বড় দেবীর পুজো। আর এই পুজোর শক্তিদন্ড হিসেবে ব্যবহার হওয়া ময়না কাঠ পৌঁছালো দেবী বাড়িতে।
রাজ ঐতিহ্য কোচবিহারের মহারাজার স্বপ্নাদেশে পাওয়া প্রায় ৫০০ বছরের বেশি পুরনো বড় দেবীর পুজো। আর এই পুজোর শক্তিদন্ড হিসেবে ব্যবহার হওয়া ময়না কাঠ পৌঁছালো দেবী বাড়িতে।
কোচবিহার মহারাজা, স্বপ্নাদেশে ময়না কাঠের মাধ্যমে শক্তি দণ্ড নির্মাণের নির্দেশ পান। তারপর থেকেই প্রতিবছর ময়না কাঠকে শক্তি দন্ড হিসেবে পুজো করে মূর্তি নির্মাণ শুরু হয় বড় দেবীর মন্দিরের মধ্যে।
কোচবিহার মহারাজা, স্বপ্নাদেশে ময়না কাঠের মাধ্যমে শক্তি দণ্ড নির্মাণের নির্দেশ পান। তারপর থেকেই প্রতিবছর ময়না কাঠকে শক্তি দন্ড হিসেবে পুজো করে মূর্তি নির্মাণ শুরু হয় বড় দেবীর মন্দিরের মধ্যে।
একমাস আগে এই ময়না কাঠের প্রথম পুজো হয়েছিল ডাঙর আই মন্দিরে। পুজোর পর সেখান থেকে ময়না কাঠ চলে যায় মদনমোহন বাড়িতে। এদিন মদনমোহন বাড়ি থেকে সেই কাঠ দেবী বাড়ির উদ্দেশ্যে নিয়ে আসা হয়।
একমাস আগে এই ময়না কাঠের প্রথম পুজো হয়েছিল ডাঙর আই মন্দিরে। পুজোর পর সেখান থেকে ময়না কাঠ চলে যায় মদনমোহন বাড়িতে। এদিন মদনমোহন বাড়ি থেকে সেই কাঠ দেবী বাড়ির উদ্দেশ্যে নিয়ে আসা হয়।
এদিন এক বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল বড় দেবীর মন্দিরে। রাজ পুরোহিত দিনেন্দ্রনাথ ভট্টাচার্য এই পুজোর দায়িত্ব পালন করেন। তারপর ময়না কাঠ স্নান করিয়ে তা প্রতিষ্ঠিত করা হয়।
এদিন এক বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল বড় দেবীর মন্দিরে। রাজ পুরোহিত দিনেন্দ্রনাথ ভট্টাচার্য এই পুজোর দায়িত্ব পালন করেন। তারপর ময়না কাঠ স্নান করিয়ে তা প্রতিষ্ঠিত করা হয়।
এই পুজোর পর তিনদিন শক্তিদন্ড সেখানে হাওয়া খাবে। এরপর চিত্রকর শুরু করবে প্রতিমা নির্মাণের কাজ। প্রতিদিন হবে নিত্যপুজো। এদিনের পুজোর বিশেষ আচার অনুষ্ঠান হিসেবে ছিল বলি ও পরমান্য ভোগ।
এই পুজোর পর তিনদিন শক্তিদন্ড সেখানে হাওয়া খাবে। এরপর চিত্রকর শুরু করবে প্রতিমা নির্মাণের কাজ। প্রতিদিন হবে নিত্যপুজো।

Rice Water Benefits: ‘গ্লাস স্কিন’ পেতে এই এক কাপ জল, কী রয়েছে এতে? জানুন বিউটিশিয়ানের ম্যাজিক টিপস

চাল ধোয়াজল ফেলে দিচ্ছেন? ভুল করছেন মুখের ত্বকে এই জল ব্যবহার করলেই পাবেন ম্যাজিক।
চাল ধোয়াজল ফেলে দিচ্ছেন? ভুল করছেন মুখের ত্বকে এই জল ব্যবহার করলেই পাবেন ম্যাজিক।
ত্বককে উজ্জ্বল করতে, ছিদ্র সঙ্কুচিত করতে এবং এর অ্যান্টিঅক্সিডেন্টগুলির সঙ্গেঅকাল বার্ধক্য প্রতিরোধ করতে পরিচিত চালের জল ভীষণ উপকারী।
ত্বককে উজ্জ্বল করতে, ছিদ্র সঙ্কুচিত করতে এবং এর অ্যান্টিঅক্সিডেন্টগুলির সঙ্গেঅকাল বার্ধক্য প্রতিরোধ করতে পরিচিত চালের জল ভীষণ উপকারী।
বিউটি এক্সপার্ট সঙ্গীতা গুহ রায় জানান, ভাত অনেক অঞ্চলে একটি জনপ্রিয় খাবার তবে এটি অনেক পণ্যের উপাদান হিসাবেও ব্যবহৃত হয়, বিশেষ করে কোরিয়া, চিন এবং জাপানের মতো এশিয়ান দেশগুলিতে।
বিউটি এক্সপার্ট সঙ্গীতা গুহ রায় জানান, ভাত অনেক অঞ্চলে একটি জনপ্রিয় খাবার তবে এটি অনেক পণ্যের উপাদান হিসাবেও ব্যবহৃত হয়, বিশেষ করে কোরিয়া, চিন এবং জাপানের মতো এশিয়ান দেশগুলিতে।
এটি ত্বককে উজ্জ্বল করতে পারে। চালের জলে উপকারী রাসায়নিক রয়েছে যা হাইপারপিগমেন্টেশন, সূর্যরশ্মির দাগ এবং বয়সের দাগের চিকিৎসায় সাহায্য করতে পারে।
এটি ত্বককে উজ্জ্বল করতে পারে। চালের জলে উপকারী রাসায়নিক রয়েছে যা হাইপারপিগমেন্টেশন, সূর্যরশ্মির দাগ এবং বয়সের দাগের চিকিৎসায় সাহায্য করতে পারে।
চালের জল ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। এছাড়া ছিদ্র কমাতে সাহায্য করে। চালের জল ত্বকের টোনার এবং অ্যাস্ট্রিনজেন্ট হিসাবে ভাল কাজ করে কারণ ভিটামিন বি, সি এবং ই ছিদ্র ক্ষয় এবং শক্ত করতে সাহায্য করে।
চালের জল ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। এছাড়া ছিদ্র কমাতে সাহায্য করে। চালের জল ত্বকের টোনার এবং অ্যাস্ট্রিনজেন্ট হিসাবে ভাল কাজ করে কারণ ভিটামিন বি, সি এবং ই ছিদ্র ক্ষয় এবং শক্ত করতে সাহায্য করে।
চালের জল ত্বকে নরম, অতিরিক্ত সিবাম অপসারণ করতে সাহায্য করে, এটিকে কম তৈলাক্ত করে এবং একটি ম্যাট চেহারা ছেড়ে দেয়।
চালের জল ত্বকে নরম, অতিরিক্ত সিবাম অপসারণ করতে সাহায্য করে, এটিকে কম তৈলাক্ত করে এবং একটি ম্যাট চেহারা ছেড়ে দেয়।
বার্ধক্যজনিত ত্বক পরিচালনা করতে সহায়তা করে এই জল। স্নানের আগে এক কাপ চাল ধোয়াজল যোগ করুন। সর্বোত্তম ফলাফলের জন্য ১৫-২০ মিনিটের জন্য ভিজিয়ে রেখে মুখে লাগান আর দেখুন ম্যাজিক। (রিপোর্টার-- পিয়া গুপ্তা)
বার্ধক্যজনিত ত্বক পরিচালনা করতে সহায়তা করে এই জল। স্নানের আগে এক কাপ চাল ধোয়াজল যোগ করুন। সর্বোত্তম ফলাফলের জন্য ১৫-২০ মিনিটের জন্য ভিজিয়ে রেখে মুখে লাগান আর দেখুন ম্যাজিক। (রিপোর্টার– পিয়া গুপ্তা)

Darjeeling Eco Tourism: তিরতিরে পাহাড়ি নদীতে ভেজান পা, প্রিয়জনের সঙ্গে হারিয়ে যান প্রকৃতির কোলে

ফরেস্ট ডিভিশনের পক্ষ থেকে বনবিভাগের সুরক্ষিত জায়গাগুলিকে চিহ্নিত করে তৈরি করা হচ্ছে ইকো ট্যুরিজম। নানা ধরনের ইকো ফ্রেন্ডলি জিনিস দিয়েই তৈরি হচ্ছে এই পার্কগুলি।
ফরেস্ট ডিভিশনের পক্ষ থেকে বনবিভাগের সুরক্ষিত জায়গাগুলিকে চিহ্নিত করে তৈরি করা হচ্ছে ইকো ট্যুরিজম। নানা ধরনের ইকো ফ্রেন্ডলি জিনিস দিয়েই তৈরি হচ্ছে এই পার্কগুলি।

 

এই ইকোপার্ক গুলিতে রয়েছে পর্যটকদের জন্য বসার জায়গা থেকে শুরু করে খাওয়ার ব্যবস্থা। বন বিভাগের পক্ষ থেকেই গ্রামের মানুষদের জন্য বানিয়ে দেওয়া হয়েছে ছোট ছোট ক্যান্টিন।
এই ইকোপার্ক গুলিতে রয়েছে পর্যটকদের জন্য বসার জায়গা থেকে শুরু করে খাওয়ার ব্যবস্থা। বন বিভাগের পক্ষ থেকেই গ্রামের মানুষদের জন্য বানিয়ে দেওয়া হয়েছে ছোট ছোট ক্যান্টিন।

 

এই ইকোপার্ক গুলি একদম প্রকৃতির মাঝে হওয়ায় পর্যটকেরা এই জায়গা গুলি খুব পছন্দ করছে। ফলে নিত্যদিন প্রচুর পর্যটকের ভিড় জমছে এই জায়গাগুলিতে।
এই ইকোপার্ক গুলি একদম প্রকৃতির মাঝে হওয়ায় পর্যটকেরা এই জায়গা গুলি খুব পছন্দ করছে। ফলে নিত্যদিন প্রচুর পর্যটকের ভিড় জমছে এই জায়গাগুলিতে।

 

কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় এই ইকোপার্ক তৈরি করা হয়েছে, তাদের মধ্যে রয়েছে সেন্ট্রাল বস্তি, দুলালী ধারা, কার্শিয়াং-এর ডাউহিল-সহ পানিঘাটা রিভারফ্রন্ট ইকোটুরিজম পার্ক।
কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় এই ইকোপার্ক তৈরি করা হয়েছে, তাদের মধ্যে রয়েছে সেন্ট্রাল বস্তি, দুলালী ধারা, কার্শিয়াং-এর ডাউহিল-সহ পানিঘাটা রিভারফ্রন্ট ইকোটুরিজম পার্ক।

 

এই প্রসঙ্গে স্থানীয় কিছু বাসিন্দা বলেন বনবিভাগের পক্ষ থেকে ইকো ট্যুরিজম পার্কের পাশাপাশি খোলা হয়েছে ক্যান্টিন এবং এই ক্যান্টিনগুলি পুরোপুরি এলাকার বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হয়েছে এতে তারা বেজায় খুশি।
এই প্রসঙ্গে স্থানীয় কিছু বাসিন্দা বলেন বনবিভাগের পক্ষ থেকে ইকো ট্যুরিজম পার্কের পাশাপাশি খোলা হয়েছে ক্যান্টিন এবং এই ক্যান্টিনগুলি পুরোপুরি এলাকার বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হয়েছে এতে তারা বেজায় খুশি।

 

বনবিভাগের এই উদ্যোগে স্বাবলম্বী হচ্ছে স্থানীয় মহিলারা পাঁচটি পরিবার পিছু একটি করে ক্যান্টিন দেওয়া হয়েছে। প্রতিনিয়ত এই জায়গাগুলিতে পর্যটকের আনাগোনা বাড়ছে ফলে আয়ও বাড়ছে।
বনবিভাগের এই উদ্যোগে স্বাবলম্বী হচ্ছে স্থানীয় মহিলারা পাঁচটি পরিবার পিছু একটি করে ক্যান্টিন দেওয়া হয়েছে। প্রতিনিয়ত এই জায়গাগুলিতে পর্যটকের আনাগোনা বাড়ছে ফলে আয়ও বাড়ছে।

 

এই ইকো ট্যুরিজম পার্কে পেয়ে যাবেন গ্রামের মানুষের হাতের তৈরি লোকাল নানান সুস্বাদু খাবার এছাড়াও প্রকৃতির মাঝে নিজেকে উজাড় করে দিয়ে কিছুটা সময় কাটাতে কার না মন চায়।
এই ইকো ট্যুরিজম পার্কে পেয়ে যাবেন গ্রামের মানুষের হাতের তৈরি লোকাল নানান সুস্বাদু খাবার এছাড়াও প্রকৃতির মাঝে নিজেকে উজাড় করে দিয়ে কিছুটা সময় কাটাতে কার না মন চায়।

 

কোথাও জঙ্গলের ধারে কোথাও আবার পাহাড়ের কোলে তৈরি হয়েছে এই ইকোপার্কগুলি, এর ফলে স্বাবলম্বী হয়েছে গ্রামের প্রচুর মহিলা। বর্তমানে উত্তরবঙ্গের পর্যটনে আয়ের দিশা দেখাচ্ছে এই ইকো ট্যুরিজম পার্ক।
কোথাও জঙ্গলের ধারে কোথাও আবার পাহাড়ের কোলে তৈরি হয়েছে এই ইকোপার্কগুলি, এর ফলে স্বাবলম্বী হয়েছে গ্রামের প্রচুর মহিলা। বর্তমানে উত্তরবঙ্গের পর্যটনে আয়ের দিশা দেখাচ্ছে এই ইকো ট্যুরিজম পার্ক।

Onion Side Effects: এঁরা পেঁয়াজ খেলেই চরম বিপদ! জানুন ক্ষতি এড়াতে কারা ভুলেও পেঁয়াজ মুখে তুলবেন না!

ভারতীয় রান্না পেঁয়াজ ছাড়া ভাবাই যায় না৷ অনেকের কাঁচা পেঁয়াজ ছাড়া চলেই না৷ কিন্তু জানেন কি কাঁচা পেঁয়াজের একাধিক পার্শ্ব প্রতিক্রিয়া আছে৷ বলছেন পুষ্টিবিদ বিজয়া রানি৷
ভারতীয় রান্না পেঁয়াজ ছাড়া ভাবাই যায় না৷ অনেকের কাঁচা পেঁয়াজ ছাড়া চলেই না৷ কিন্তু জানেন কি কাঁচা পেঁয়াজের একাধিক পার্শ্ব প্রতিক্রিয়া আছে৷ বলছেন পুষ্টিবিদ বিজয়া রানি৷

 

পেঁয়াজের অতিরিক্ত সালফার বা গন্ধক থেকে নিঃশ্বাসে ও মুখে দুর্গন্ধ হতে পারে৷ তাই যাঁদের এই সমস্যা আছে, তাঁরা এটা এড়িয়ে চলুন৷
পেঁয়াজের অতিরিক্ত সালফার বা গন্ধক থেকে নিঃশ্বাসে ও মুখে দুর্গন্ধ হতে পারে৷ তাই যাঁদের এই সমস্যা আছে, তাঁরা এটা এড়িয়ে চলুন৷

 

কারওর ক্ষেত্রে কাঁচা পেঁয়াজ থেকে অ্যালার্জি ও ত্বক ফুলে যাওয়ার মতো সমস্যা হতে পারে৷ অ্যাসিড রিফ্লাক্স হয়ে বুক জ্বালা করার মতো সমস্যা হতে পারে৷ তাই ঘুমোতে যাওয়ার আগে পেঁয়াজ খাবেনই না৷
কারওর ক্ষেত্রে কাঁচা পেঁয়াজ থেকে অ্যালার্জি ও ত্বক ফুলে যাওয়ার মতো সমস্যা হতে পারে৷ অ্যাসিড রিফ্লাক্স হয়ে বুক জ্বালা করার মতো সমস্যা হতে পারে৷ তাই ঘুমোতে যাওয়ার আগে পেঁয়াজ খাবেনই না৷

 

পেঁয়াজ থেকে মাথাযন্ত্রণা হতে পারে৷ কারণ এতে টায়রামাইন যৌগ আছে৷ মাইগ্রেন থাকলে পেঁয়াজ এড়িয়ে চলুন৷
পেঁয়াজ থেকে মাথাযন্ত্রণা হতে পারে৷ কারণ এতে টায়রামাইন যৌগ আছে৷ মাইগ্রেন থাকলে পেঁয়াজ এড়িয়ে চলুন৷

 

ব্লাড থিনিং-সহ একাধিক রোগের ওষুধ খাওয়ার সময় পেঁয়াজ এড়িয়ে চলতে হয়৷ নয়তো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে৷
ব্লাড থিনিং-সহ একাধিক রোগের ওষুধ খাওয়ার সময় পেঁয়াজ এড়িয়ে চলতে হয়৷ নয়তো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে৷

 

অন্তঃসত্ত্বা এবং সদ্য মা হয়েছেন, সন্তানকে স্তন্যপান করাচ্ছেন এমন মহিলারা ডাক্তারের পরামর্শ ছাড়া বেশি কাঁচা পেঁয়াজ খাবেন না৷
অন্তঃসত্ত্বা এবং সদ্য মা হয়েছেন, সন্তানকে স্তন্যপান করাচ্ছেন এমন মহিলারা ডাক্তারের পরামর্শ ছাড়া বেশি কাঁচা পেঁয়াজ খাবেন না৷

North Bengal Trip: পাহাড় ঘেঁষে বইছে খরস্রোতা, মন ভাল করতে ঘুরে আসুন পাহাড়ি এই গ্রামে, সৌন্দর্যে হারিয়ে যাবেন

*এই গ্রামে এলে আপনি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি পড়তে পারবেন বই।জেলার প্রথম বইগ্রাম একেবারে তৈরি পর্যটকদের স্বাগত জানাতে। সংগৃহীত ছবি। 
*এই গ্রামে এলে আপনি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি পড়তে পারবেন বই। জেলার প্রথম বইগ্রাম একেবারে তৈরি পর্যটকদের স্বাগত জানাতে। সংগৃহীত ছবি।
*এবার পুজোয় একবার হলেও চলে আসুন আলিপুরদুয়ার জেলার প্রত্যন্ত পানিঝোরা গ্রামে। স্থানীয়দের আতিথেয়তার পাশাপাশি হরেক রকমের বই আপনাকে নিয়ে যাবে অন্য এক স্থানে।সম্প্রতি এই গ্রামে এসেছিলেন আলিপুরদুয়ার জেশাশাসক আর বিমলা। আনুষ্ঠানিকভাবে এই গ্রাম বইগ্রাম হিসেবে স্বীকৃতি পেয়েছে। সংগৃহীত ছবি। 
*এবার পুজোয় একবার হলেও চলে আসুন আলিপুরদুয়ার জেলার প্রত্যন্ত পানিঝোরা গ্রামে। স্থানীয়দের আতিথেয়তার পাশাপাশি হরেক রকমের বই আপনাকে নিয়ে যাবে অন্য এক স্থানে।সম্প্রতি এই গ্রামে এসেছিলেন আলিপুরদুয়ার জেশাশাসক আর বিমলা। আনুষ্ঠানিকভাবে এই গ্রাম বইগ্রাম হিসেবে স্বীকৃতি পেয়েছে। সংগৃহীত ছবি।
*গ্রামটিকে বইগ্ৰাম হিসেবে গড়ে তোলার প্রয়াস নিয়েছে একদল যুবক ও এক শিক্ষক। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল আলিপুরদুয়ার জেলা প্রশাসন।মহারাষ্ট্রের ভিলার ও কেরলের পেরুকালেমের পর পশ্চিমবঙ্গে আলিপুরদুয়ার জেলার পানিঝোরায় তৈরি হল বইগ্রাম। সংগৃহীত ছবি। 
*গ্রামটিকে বইগ্ৰাম হিসেবে গড়ে তোলার প্রয়াস নিয়েছে একদল যুবক ও এক শিক্ষক। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল আলিপুরদুয়ার জেলা প্রশাসন।মহারাষ্ট্রের ভিলার ও কেরলের পেরুকালেমের পর পশ্চিমবঙ্গে আলিপুরদুয়ার জেলার পানিঝোরায় তৈরি হল বইগ্রাম। সংগৃহীত ছবি।
*বক্সা ব্যাঘ্র প্রকল্প লাগোয়া একটি ছোট গ্রাম পানিঝোরা। এই গ্রামে বসবাস সাতটি আদিবাসী সম্প্রদায় ও অনগ্রসর শ্রেণীর মানুষদের। শিক্ষার পাশাপাশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে এই গ্রামটি। এই গ্রামে ঢুকলেই বাড়ি বাড়ি মিলবে গ্রন্থাগার। প্রতিটি বাড়িতে ছোটো ছোটো গ্ৰন্থাগার রয়েছে। সংগৃহীত ছবি। 
*বক্সা ব্যাঘ্র প্রকল্প লাগোয়া একটি ছোট গ্রাম পানিঝোরা। এই গ্রামে বসবাস সাতটি আদিবাসী সম্প্রদায় ও অনগ্রসর শ্রেণীর মানুষদের। শিক্ষার পাশাপাশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে এই গ্রামটি। এই গ্রামে ঢুকলেই বাড়ি বাড়ি মিলবে গ্রন্থাগার। প্রতিটি বাড়িতে ছোটো ছোটো গ্ৰন্থাগার রয়েছে। সংগৃহীত ছবি।
*গ্ৰামে একটা বড় গ্ৰন্থাগার করা হয়েছে।জেলাশাসক আর বিমলা জানিয়েছেন, "শিক্ষাক্ষেত্রে এই গ্রামের ভূমিকা যেমন অনবদ্য থাকবে, তেমনি পর্যটনেও আলাদা মাত্রা যোগ করবে গ্রামটি। এই গ্রামে স্বাক্ষরতার হার কম, সামনে বই থাকলে পড়ার ইচ্ছে জাগবে। একটি গ্রামকে বই দিয়ে সাজিয়ে তুলতে পেরে জেলা প্রশাসন খুশি।" সংগৃহীত ছবি। 
*গ্ৰামে একটা বড় গ্ৰন্থাগার করা হয়েছে।জেলাশাসক আর বিমলা জানিয়েছেন, “শিক্ষাক্ষেত্রে এই গ্রামের ভূমিকা যেমন অনবদ্য থাকবে, তেমনি পর্যটনেও আলাদা মাত্রা যোগ করবে গ্রামটি। এই গ্রামে স্বাক্ষরতার হার কম, সামনে বই থাকলে পড়ার ইচ্ছে জাগবে। একটি গ্রামকে বই দিয়ে সাজিয়ে তুলতে পেরে জেলা প্রশাসন খুশি।” সংগৃহীত ছবি।
*গ্ৰামে একটা বড় গ্ৰন্থাগার করা হয়েছে।জেলাশাসক আর বিমলা জানিয়েছেন, "শিক্ষাক্ষেত্রে এই গ্রামের ভূমিকা যেমন অনবদ্য থাকবে, তেমনি পর্যটনেও আলাদা মাত্রা যোগ করবে গ্রামটি। এই গ্রামে স্বাক্ষরতার হার কম, সামনে বই থাকলে পড়ার ইচ্ছে জাগবে। একটি গ্রামকে বই দিয়ে সাজিয়ে তুলতে পেরে জেলা প্রশাসন খুশি।" সংগৃহীত ছবি। 
*গ্ৰামে একটা বড় গ্ৰন্থাগার করা হয়েছে।জেলাশাসক আর বিমলা জানিয়েছেন, “শিক্ষাক্ষেত্রে এই গ্রামের ভূমিকা যেমন অনবদ্য থাকবে, তেমনি পর্যটনেও আলাদা মাত্রা যোগ করবে গ্রামটি। এই গ্রামে স্বাক্ষরতার হার কম, সামনে বই থাকলে পড়ার ইচ্ছে জাগবে। একটি গ্রামকে বই দিয়ে সাজিয়ে তুলতে পেরে জেলা প্রশাসন খুশি।” সংগৃহীত ছবি।
*বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়ার সামনেই রয়েছে গ্রামটি। পর্যটকরা এই এলাকায় এমনিতে আসেন, পুজোয় মন ভাল করার জন্য আসুন এই গ্রামে। সংগৃহীত ছবি।
*বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়ার সামনেই রয়েছে গ্রামটি। পর্যটকরা এই এলাকায় এমনিতে আসেন, পুজোয় মন ভাল করার জন্য আসুন এই গ্রামে। সংগৃহীত ছবি।