সরব সাগর দত্তের জুনিয়র চিকিৎসকরা

Sagar Dutta Medical College: কর্মবিরতির জের, সাগর দত্তে নিরাপত্তা খতিয়ে দেখতে হাজির নবনিযুক্ত সুপার

রবিবার হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন প্রশাসনের পদস্থ আধিকারিকরা। সোমবার নিরাপত্তা ব্যবস্থা যাচাইয়ের জন্য হাসপাতালের সমস্ত বিভাগগুলি পরিদর্শন করেন এমএসভিপি সুজয় কুমার মিস্ত্রি। তাঁর সঙ্গে ছিলেন সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের আউট পোস্টের নবনিযুক্ত ওসি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুজয় কুমার মিস্ত্রি জানান, হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করতে বেশ কিছু রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হল অবৈধ প্রবেশ রোখা। আগে থেকেই হাসপাতালে ২৪৪ টি সিসিটিভি ছিল। তার মধ্যে ২-১টি ছাড়া সবগুলিই সক্রিয়। আরও প্রায় ৩২০টি সিসিটিভি বসানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

গত শুক্রবার সাগর দত্ত মেডিক্যাল কলেজে কর্তব্যরত তিন মহিলা জুনিয়র চিকিৎসককে মারধর করার অভিযোগ ওঠে রোগীর আত্মীয়দের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে কর্মবিরতির পথে হেঁটেছেন হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। সোমবারও সেই কর্মবিরতি চলছে।