নতুন ট্রেনের সূচনা।

Indian Railways new train: পুজোর আগে সুখবর! রাজ্যে চালু হতে চলেছে একগুচ্ছ নতুন ট্রেন, সূচনা করবেন রেলমন্ত্রী

কলকাতা: বুধবার রাধিকাপুর ও আনন্দ বিহার টার্মিনালের মধ্যে নতুন ট্রেন পরিষেবার সূচনা করবেন রেলমন্ত্রী। শিয়ালদহ থেকে এই পরিষেবার সূচনা হবে আজ৷  রাধিকাপুর ও আনন্দ বিহার টার্মিনালের মধ্যে চালানোর জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে একটি নতুন ট্রেন পরিষেবা চালু করা হবে।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব  শিয়ালদহ থেকে এই নতুন ট্রেন পরিষেবার ভার্চুয়ালি সূচনা করবেন। ট্রেন নং. ০৪০১১ (রাধিকাপুর-আনন্দ বিহার টার্মিনাল) রাধিকাপুর থেকে ১২.৪৫ ঘণ্টায় যাত্রা শুরু করবে। সেই অনুযায়ী, ট্রেন নং. ০৪০১১ (রাধিকাপুর-আনন্দ বিহার টার্মিনাল) স্পেশাল রাধিকাপুর থেকে ১২টা ৪৫-এ রওনা দিয়ে পরের দিন ২০টা ৫০-এ আনন্দ বিহার টার্মিনাল পৌঁছবে। এই ট্রেনটি রাইগঞ্জ, বারসোই জং, কাটিহার জং, বারাউনী জং, সমস্তিপুর জং, বাপুধাম মতিহারী, গোরখপুর জং, গোন্ডা জং, মোরাদাবাদ জং হয়ে চলাচল করবে।

আরও পড়ুন: বাংলাদেশকে হারানোয় টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে বিরাট বদল! কীভাবে ফাইনালে উঠতে পারবে ভারত?

ট্রেনটিতে ছয়টি এসি ৩-টিয়ার, দু’টি এসি ২-টিয়ার, একটি এসি প্রথম শ্রেণি, আটটি শয়ন শ্রেণি এবং তিনটি দ্বিতীয় শ্রেণির কামরা থাকবে।​ অন্য দিকে আজিমগঞ্জ ও কসিমবাজার এর মধ্যে প্রতিদিন তিন জোড়া MEMU ট্রেন চলবে এবং আজিমগঞ্জ ও কৃষ্ণনগর সিটি জংশনের মধ্যে প্রতিদিন এক জোড়া MEMU ট্রেন চলবে। এই পরিষেবাগুলি যাত্রীদের জন্য যোগাযোগের সুবিধা বৃদ্ধি করবে এবং যাতায়াতের সুবিধা আরও উন্নত করবে।

ট্রেন পরিষেবার সময়সূচী:
03012 আজিমগঞ্জ – কসিমবাজার MEMU যাত্রীবাহী ট্রেন আজিমগঞ্জ থেকে সকাল ৭:২০ টায় রওনা দেবে এবং কসিমবাজার পৌঁছাবে ৭:৪০ টায়। 03011 কসিমবাজার–আজিমগঞ্জ MEMU যাত্রীবাহী ট্রেন কসিমবাজার থেকে সকাল ৮:০০ টায় রওনা দিয়ে আজিমগঞ্জ পৌঁছাবে ৮:২০ টায়। এই ট্রেনটি উভয় পথে মুর্শিদাবাদে থামবে (আগমণ: সকাল ৭:৩১ ঘণ্টায়  , প্রস্থান: সকাল ৭:৩২ ঘন্টায়   ও আগমণ: সকাল ৮:০৭ ঘণ্টায়  , প্রস্থান: সকাল ৮:০৮ ঘন্টায়  )।
03014 আজিমগঞ্জ – কসিমবাজার MEMU যাত্রীবাহী ট্রেন আজিমগঞ্জ থেকে রাত ৮:২৫ টায় রওনা দেবে এবং কসিমবাজার পৌঁছাবে ৮:৪৫ টায়। 03013 কসিমবাজার – আজিমগঞ্জ MEMU যাত্রীবাহী ট্রেন কসিমবাজার থেকে রাত ৯:০০ টায় রওনা দিয়ে আজিমগঞ্জ পৌঁছাবে ৯:২০ টায়। মুর্শিদাবাদে ট্রেনটি উভয় পথে থামবে (আগমণ: রাত ৮:৩৬ ঘণ্টায় , প্রস্থান:  রাত ৮:৩৭ ঘণ্টায়  ও আগমণ: রাত ৯:০৭ ঘণ্টায় , প্রস্থান: রাত ৯:০৮ ঘণ্টায় )।

আরও পড়ুন: এত ছোট টেস্ট ম্যাচ! ভারতের কাছে লজ্জার হাত থেকে বাঁচল বাংলাদেশ, আর একটু হলেই…

03016 আজিমগঞ্জ – কসিমবাজার MEMU যাত্রীবাহী ট্রেন আজিমগঞ্জ থেকে রাত ৯:১০ টায় রওনা দিয়ে কসিমবাজার পৌঁছাবে ৯:৩০ টায়। 03015 কসিমবাজার – আজিমগঞ্জ MEMU যাত্রীবাহী ট্রেন কসিমবাজার থেকে রাত ৯:৪৫ টায় রওনা দিয়ে আজিমগঞ্জ পৌঁছাবে রাত ১০:০৫ টায়। মুর্শিদাবাদে ট্রেনটি উভয় পথে থামবে (আগমণ: রাত ৯:২১ ঘণ্টায়, প্রস্থান: রাত ৯:২২ ঘণ্টায় ও আগমণ: রাত ৯:৫২ ঘণ্টায়, প্রস্থান: রাত ৯:৫৩ ঘণ্টায়)।
03020 আজিমগঞ্জ – কৃষ্ণনগর যাত্রীবাহী ট্রেন আজিমগঞ্জ থেকে বিকাল ৪:০৫ টায় রওনা দিয়ে কৃষ্ণনগরে পৌঁছাবে সন্ধে ৬:২৫ টায়। 03019 কৃষ্ণনগর – আজিমগঞ্জ যাত্রীবাহী ট্রেন কৃষ্ণনগর থেকে রাত ৭:৩০ টায় রওনা দিয়ে আজিমগঞ্জ পৌঁছাবে রাত ৯:৫৫ টায়। এই ট্রেনটি উভয় অভিমুখে যাত্রা পথে  মুর্শিদাবাদ, কসিমবাজার, বহরমপুর কোর্ট, নতুন বলরামপুর হল্ট, সারগাছি, ভাবতা , বেলডাঙা, রেজিনগর, সিরাজনগর হল্ট, পলাশী, পাগলা চাঁদী, দেবগ্রাম, সোনাডাঙ্গা, বেথুয়াডহরী , মুরাগাছা, ধুবুলিয়া এবং বাহাদুরপুর স্টেশনে থামবে।