মূল্যবৃদ্ধি নিয়ে বৈঠক নবান্নে

Vegetable Price: পুজোর আগে মূল্যবৃদ্ধি নিয়ে তৎপর নবান্ন, উচ্চপর্যয়ের বৈঠক ডাকলেন মুখ্য সচিব

কলকাতা: পুজোর আগে রাজ্যের নজরে দ্রব্যমূল্য বৃদ্ধিতে লাগাম দিতে এবার কোমর বেঁধে নামতে চলেছে রাজ্য। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও পুজোর আগে আকাশ ছোঁয়া দাম নিয়ে আগামিকাল শুক্রবার একটি উচ্চপর্যয়ের বৈঠক দেখেছেন মুখ্য সচিব।

সব জেলার জেলাশাসক, টাস্ক ফোর্সের সদস্যদের নিয়ে এদিন বৈঠক করবেন মুখ্য সচিব।কাঁচা লঙ্কা, পেঁয়াজ ইত্যাদির দাম ইতিমধ্যেই দফায় দফায় বাড়ছে। ফের দাম বাড়ছে বেগুনেরও।পুজোর আগে থেকেই বাজারে যাতে সব দ্রব্যের যোগান স্বাভাবিক থাকে তা নিশ্চিত করা হবে শুক্রবারের বৈঠকে, এমনটাই সূত্রের খবর।

আরও পড়ুন: BJP নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় গ্রেফতার, নিয়ে যাওয়া হল লালবাজার, সারারাত বাঁশদ্রোণীতে ধুন্ধুমার

নবান্ন সূত্রের খবর, পুজোর সময় যাতে সুফল বাংলাতে পর্যাপ্ত পরিমাণে সবজি থাকে তা নিশ্চিত করা হবে শুক্রবারের বৈঠকে। বিভিন্ন বাজারে বাজারে শাকসবজির দাম নিয়ে জেলাগুলির থেকে রিপোর্টও নেওয়া হবে বলে সূত্রের খবর। বৈঠক করা হবে ব্যবসায়ী সংগঠনগুলির সঙ্গেও।