Investment Strategies: প্রতি মাসে ৫ হাজার বিনিয়োগ করলে কত বছরে ৫ লাখ টাকা রিটার্ন পাবেন? ‘Rule Of 72’ দিয়ে করুন হিসেব

বিনিয়োগ কত বছরে দ্বিগুণ হবে? এটা জানার জন্য নির্দিষ্ট ফরমুলা রয়েছে। সেটা হল রুল অফ ৭২। সুদের হারের উপর ভিত্তি করে বিনিয়োগ দ্বিগুণ, তিনগুণ হবে কত বছর লাগতে পারে, এই ফর্মুলায় তা গণনা করা হয়।
বিনিয়োগ কত বছরে দ্বিগুণ হবে? এটা জানার জন্য নির্দিষ্ট ফরমুলা রয়েছে। সেটা হল রুল অফ ৭২। সুদের হারের উপর ভিত্তি করে বিনিয়োগ দ্বিগুণ, তিনগুণ হবে কত বছর লাগতে পারে, এই ফর্মুলায় তা গণনা করা হয়।
বাজারে বিভিন্ন ধরণের বিনিয়োগ বিকল্প রয়েছে। ব্যাঙ্ক, পোস্ট অফিস, সরকারি বন্ড, শেয়ার মার্কেট কিংবা মিউচুয়াল ফান্ড। এর মধ্যে কিছু স্কিমে নিশ্চিত রিটার্ন পাওয়া যায়। টাকা থাকে নিরাপদ। আর কিছু স্কিম বাজারের সঙ্গে যুক্ত। ফলে বাজারের ওঠানামার উপর রিটার্ন নির্ভর করে।
বাজারে বিভিন্ন ধরণের বিনিয়োগ বিকল্প রয়েছে। ব্যাঙ্ক, পোস্ট অফিস, সরকারি বন্ড, শেয়ার মার্কেট কিংবা মিউচুয়াল ফান্ড। এর মধ্যে কিছু স্কিমে নিশ্চিত রিটার্ন পাওয়া যায়। টাকা থাকে নিরাপদ। আর কিছু স্কিম বাজারের সঙ্গে যুক্ত। ফলে বাজারের ওঠানামার উপর রিটার্ন নির্ভর করে।
সুদের হার ওঠানামা করলে অর্থাৎ কোনও বছর ১২ শতাংশ হারে রিটার্ন মিলল, আবার কোনও বছর ৯ শতাংশ হারে, সেক্ষেত্রে রুল অফ ৭২ ফরমুলা কাজ করবে না। একমাত্র রিটার্ন ফিক্সড থাকলেই কত বছরে বিনিয়োগ দ্বিগুণ হবে বোঝা যাবে।
সুদের হার ওঠানামা করলে অর্থাৎ কোনও বছর ১২ শতাংশ হারে রিটার্ন মিলল, আবার কোনও বছর ৯ শতাংশ হারে, সেক্ষেত্রে রুল অফ ৭২ ফরমুলা কাজ করবে না। একমাত্র রিটার্ন ফিক্সড থাকলেই কত বছরে বিনিয়োগ দ্বিগুণ হবে বোঝা যাবে।
ধরে নেওয়া যাক, বিনিয়োগকারী এমন একটি স্কিমে বিনিয়োগ করেছেন যেখানে বার্ষিক ১০ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। এক্ষেত্রে রুল অফ ৭২ অনুযায়ী, বিনিয়োগ দ্বিগুণ হতে সময় লাগবে ৭২/১০=৭.২ বছর। একটা উদাহরণ দিলে বিষয়টা স্পষ্ট হবে। ধরা যাক স্টেট ব্যাঙ্ক ১০ বছরের ফিক্সড ডিপোজিট স্কিমে ৫.৪০ শতাংশ হারে সুদ দিচ্ছে। তাহলে ৭২/৫.৪০=১৩.৩ বছরে বিনিয়োগ দ্বিগুণ হবে।
ধরে নেওয়া যাক, বিনিয়োগকারী এমন একটি স্কিমে বিনিয়োগ করেছেন যেখানে বার্ষিক ১০ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। এক্ষেত্রে রুল অফ ৭২ অনুযায়ী, বিনিয়োগ দ্বিগুণ হতে সময় লাগবে ৭২/১০=৭.২ বছর। একটা উদাহরণ দিলে বিষয়টা স্পষ্ট হবে। ধরা যাক স্টেট ব্যাঙ্ক ১০ বছরের ফিক্সড ডিপোজিট স্কিমে ৫.৪০ শতাংশ হারে সুদ দিচ্ছে। তাহলে ৭২/৫.৪০=১৩.৩ বছরে বিনিয়োগ দ্বিগুণ হবে।
এখন যদি কেউ প্রতি মাসে ৫ হাজার টাকা বিনিয়োগ করেন এবং বার্ষিক ১২ শতাংশ হারে রিটার্ন পান, তাহলে বিনিয়োগ দ্বিগুণ হতে কতদিন সময় লাগবে? রুল অফ ৭২ অনুযায়ী, ৬ বছরে বিনিয়োগকারী ৫.১৬ লাখ টাকা পাবেন। এখানে T=72/R। এখানে ‘T’ হল টাইম বা সময়। আর ‘R’ হল বার্ষিক সুদের হার।
এখন যদি কেউ প্রতি মাসে ৫ হাজার টাকা বিনিয়োগ করেন এবং বার্ষিক ১২ শতাংশ হারে রিটার্ন পান, তাহলে বিনিয়োগ দ্বিগুণ হতে কতদিন সময় লাগবে? রুল অফ ৭২ অনুযায়ী, ৬ বছরে বিনিয়োগকারী ৫.১৬ লাখ টাকা পাবেন। এখানে T=72/R। এখানে ‘T’ হল টাইম বা সময়। আর ‘R’ হল বার্ষিক সুদের হার।
রুল অফ ৭২-এর মাধ্যমে কত বছরে টাকা দ্বিগুণ হবে জানার পাশাপাশি মুদ্রাস্ফীতির হিসাবও করা যায়। গ্রাহক সহজেই বুঝতে পারেন, কোথায় বিনিয়োগ করলে তিনি দ্রুত মুনাফা পাবেন যা মুদ্রাস্ফীতিকেও হারাতে পারবে। পাশাপাশি জনসংখ্যা বৃদ্ধি এবং জিডিপি বৃদ্ধির পরিমাণ রুল অফ ৭২ ফরমুলা দিয়ে গণনা করা যায়।
রুল অফ ৭২-এর মাধ্যমে কত বছরে টাকা দ্বিগুণ হবে জানার পাশাপাশি মুদ্রাস্ফীতির হিসাবও করা যায়। গ্রাহক সহজেই বুঝতে পারেন, কোথায় বিনিয়োগ করলে তিনি দ্রুত মুনাফা পাবেন যা মুদ্রাস্ফীতিকেও হারাতে পারবে। পাশাপাশি জনসংখ্যা বৃদ্ধি এবং জিডিপি বৃদ্ধির পরিমাণ রুল অফ ৭২ ফরমুলা দিয়ে গণনা করা যায়।