Durga Puja 2024: পুজোয় ‘এই’ ধরণের খাবারে হতে পারে ডায়রিয়া! বলছেন চিকিৎসক!

দুর্গা পুজো মানেই রাত জেগে ঠাকুর দেখা। পাশাপাশি খাওয়া দাওয়া। কোনটা স্বাস্থ্যসম্মত আর কোনটা নয় তার বাচবিচার থাকেনা। পুজোর পর শুরু হয় পেটের নানান সমস্যা। কী করলে পুজোর পর এইসব সমস্যার সম্মুখীন হতে হবে না, সেই বিষয়ে জানালেন চিকিৎসক আকাশ কুমার।পুজো মানেই ফাস্টফুডের ওপর বেশি ঝোঁক থাকে সকলের। বিশেষ করে ফুচকা,বিরিয়ানির মত খাবারের প্রতি লোভ বেড়ে যায় সকলের। চিকিৎসক জানালেন, “ফুটপাথের যে কোনও খাবারই বেশ বিপজ্জনক। পুজোর সময় ক্রেতার ভিড়ে ও তাড়াতাড়ি খাবার তৈরির জন্য বেশিরভাগ স্ট্রিট ফুডের মান খারাপ হয়ে যায়। একই তেলে বার বার খাবার ভেজে দেওয়ার প্রবণতা বাড়ে। তাই ভাজাভুজি না খাওয়াই ভাল। বিরিয়ানি খেলে ভাল দোকানের খাওয়া উচিত।”