Aadhaar Card: আধার কার্ডের নিয়মে বড় বদল, ১ অক্টোবর থেকে লাগু

১ অক্টোবর থেকে আর্থিক ও ট্যাক্সের ক্ষেত্রে ব্যক্তিগত শনাক্তকরণের নিয়ম বদলে গেল। প্যান অ্যালটমেন্ট বা আয়কর রিটার্ন ফাইলিংয়ের সময় আর আধার এনরোলমেন্টে কাজ হবে না। প্রক্রিয়াটিকে আরও সহজ এবং সিস্টেমে স্বচ্ছতা আনতেই এই পদক্ষেপ করছে কেন্দ্র।
১ অক্টোবর থেকে আর্থিক ও ট্যাক্সের ক্ষেত্রে ব্যক্তিগত শনাক্তকরণের নিয়ম বদলে গেল। প্যান অ্যালটমেন্ট বা আয়কর রিটার্ন ফাইলিংয়ের সময় আর আধার এনরোলমেন্টে কাজ হবে না। প্রক্রিয়াটিকে আরও সহজ এবং সিস্টেমে স্বচ্ছতা আনতেই এই পদক্ষেপ করছে কেন্দ্র।
আধার এনরোলমেন্ট আইডি কী: আধার এনরোলমেন্ট আইডি হল অনন্য শনাক্তকারী নম্বর, যা আধার রেজিস্ট্রেশনের সময় গ্রাহককে দেওয়া হয়। অফিসিয়াল আধার নম্বর জারি না হওয়া পর্যন্ত এটি আধার আবেদনের স্ট্যাটাস ট্র্যাক করার জন্য অস্থায়ী রেফারেন্স হিসাবে কাজ করে। এনরোলমেন্ট আইডি-তে ১৪ সংখ্যার নম্বর এবং ১৪ সংখ্যার ডেট স্ট্যাম্প থাকে। এটাই এনরোলমেন্ট প্রক্রিয়ায় নিরীক্ষণ করতে সহায়তা করে।
আধার এনরোলমেন্ট আইডি কী: আধার এনরোলমেন্ট আইডি হল অনন্য শনাক্তকারী নম্বর, যা আধার রেজিস্ট্রেশনের সময় গ্রাহককে দেওয়া হয়। অফিসিয়াল আধার নম্বর জারি না হওয়া পর্যন্ত এটি আধার আবেদনের স্ট্যাটাস ট্র্যাক করার জন্য অস্থায়ী রেফারেন্স হিসাবে কাজ করে। এনরোলমেন্ট আইডি-তে ১৪ সংখ্যার নম্বর এবং ১৪ সংখ্যার ডেট স্ট্যাম্প থাকে। এটাই এনরোলমেন্ট প্রক্রিয়ায় নিরীক্ষণ করতে সহায়তা করে।
লেটেস্ট আপডেট: ১ অক্টোবর থেকে আধার নম্বরের পরিবর্তে আধার এনরোলমেন্ট আইডি ব্যবহারের বিকল্প বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার। এই মাস থেকে প্যান কার্ডের জন্য আবেদন বা আয়কর রিটার্ন দাখিলের সময় আর আধার এনরোলমেন্ট আইডি দাখিল করা যাবে না।
লেটেস্ট আপডেট: ১ অক্টোবর থেকে আধার নম্বরের পরিবর্তে আধার এনরোলমেন্ট আইডি ব্যবহারের বিকল্প বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার। এই মাস থেকে প্যান কার্ডের জন্য আবেদন বা আয়কর রিটার্ন দাখিলের সময় আর আধার এনরোলমেন্ট আইডি দাখিল করা যাবে না।
সিদ্ধান্তের পিছনের কারণ: ২০২৪-এর কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আধার নম্বরের পরিবর্তে আধার এনরোলমেন্ট আইডি দেওয়ার বিকল্প বন্ধ করার ঘোষণা করেছিলেন। পাশাপাশি জানানো হয়েছিল, যে ব্যক্তিদের ইতিমধ্যেই আধার এনরোলমেন্ট আইডি-এর ভিত্তিতে প্যান অ্যালটমেন্ট করা হয়েছে তাঁদের অবশ্যই নির্দিষ্ট তারিখের মধ্যে আয়কর কর্তৃপক্ষকে আধার নম্বর প্রদান করতে হবে।
সিদ্ধান্তের পিছনের কারণ: ২০২৪-এর কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আধার নম্বরের পরিবর্তে আধার এনরোলমেন্ট আইডি দেওয়ার বিকল্প বন্ধ করার ঘোষণা করেছিলেন। পাশাপাশি জানানো হয়েছিল, যে ব্যক্তিদের ইতিমধ্যেই আধার এনরোলমেন্ট আইডি-এর ভিত্তিতে প্যান অ্যালটমেন্ট করা হয়েছে তাঁদের অবশ্যই নির্দিষ্ট তারিখের মধ্যে আয়কর কর্তৃপক্ষকে আধার নম্বর প্রদান করতে হবে।
বাজেট মেমোমেন্ডামে বলা হয়েছে, “প্যান অ্যালটমেন্ট বা আয়কর রিটার্ন দাখিলের আবেদনপত্রে আধার এনরোলমেন্ট নম্বর দেওয়ার নিয়ম ২০১৭ সালে চালু করা হয়েছিল। তারপর থেকে পাবলিক ডোমেনে তথ্য অনুযায়ী, আধার নম্বরের কভারেজ বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে আধার এনরোলমেন্ট আইডি দেওয়ার বিকল্প বন্ধ করা অপরিহার্য। নাহলে এ থেকে নকল প্যান বা আধার তৈরির আশঙ্কা থেকে যায়।’’
বাজেট মেমোমেন্ডামে বলা হয়েছে, “প্যান অ্যালটমেন্ট বা আয়কর রিটার্ন দাখিলের আবেদনপত্রে আধার এনরোলমেন্ট নম্বর দেওয়ার নিয়ম ২০১৭ সালে চালু করা হয়েছিল। তারপর থেকে পাবলিক ডোমেনে তথ্য অনুযায়ী, আধার নম্বরের কভারেজ বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে আধার এনরোলমেন্ট আইডি দেওয়ার বিকল্প বন্ধ করা অপরিহার্য। নাহলে এ থেকে নকল প্যান বা আধার তৈরির আশঙ্কা থেকে যায়।’’
সোজা কথায়, প্যান কার্ডের অপব্যবহার এবং নকল রোধ করতেই আধার কার্ডের পরিবর্তে আধার এনরোলমেন্ট আইডি দেওয়ার নিয়ম তুলে দেওয়া হল। প্যান কার্ডের জন্য আবেদনপত্রে এবং আয়কর রিটার্ন দাখিলের সময় আর আধার এনরোলমেন্ট আইডি উল্লেখ করতে পারবে না। এখন থেকে আধার নম্বর দিতে হবে।
সোজা কথায়, প্যান কার্ডের অপব্যবহার এবং নকল রোধ করতেই আধার কার্ডের পরিবর্তে আধার এনরোলমেন্ট আইডি দেওয়ার নিয়ম তুলে দেওয়া হল। প্যান কার্ডের জন্য আবেদনপত্রে এবং আয়কর রিটার্ন দাখিলের সময় আর আধার এনরোলমেন্ট আইডি উল্লেখ করতে পারবে না। এখন থেকে আধার নম্বর দিতে হবে।