Tag Archives: Aadhaar card

আধার কার্ড

আধার হল বিশ্বের বৃহত্তম বায়োমেট্রিক পরিচয়ের ব্যবস্থা। আধার হল একটি ১২ সংখ্যার অনন্য সনাক্তকরণ নম্বর, যা ভারতের নাগরিক এবং আবাসিক বিদেশি নাগরিক (যারা তালিকাভুক্তির জন্য আবেদনের তারিখের ঠিক আগের বারো মাসে ১৮২ দিনেরও বেশি সময় ভারতে থেকেছেন) স্বেচ্ছায় পেতে পারেন। ভারত সরকার দ্বারা প্রতিষ্ঠিত এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনস্থ  ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) নাগরিকদের তথ্য সংগ্রহ করে। আধার ঠিকানা বা বসবাসের প্রমাণ হিসাবে বিবেচিত হলেও এটা নাগরিকত্বের প্রমাণ নয়। শুধু মাত্র আধার কখনই ভারতে বসবাসের কোনও অধিকার প্রদান করে না।

প্রসঙ্গত উল্লেখ্য, আধার আইন প্রণয়নের আগে, UIDAI ২৮ শে জানুয়ারী ২০০৯ সাল থেকে পরিকল্পনা কমিশনের (বর্তমান নীতি আয়োগ) সংযুক্ত অফিস হিসাবে কাজ করেছিল। ২০১৬ সালের ৩ মার্চ, আধারকে আইনী সমর্থন দেওয়ার জন্য সংসদে একটি অর্থ বিল পেশ করা হয়েছিল। ২০১৬ সালের ১১ ই মার্চ, আধার আইন, ২০১৬, লোকসভায় পাস হয়।

ভারত সরকার দ্বারা প্রতিষ্ঠিত এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনস্থ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) ১২ই জুলাই ২০১৬ আধার আইন, ২০১৬ -কে অনুসরণ করে প্রতিষ্ঠিত হয় ।

UIDAI-কে ভারতের সমস্ত বাসিন্দাদের একটি ১২ সংখ্যার অনন্য সনাক্তকরণ (UID) নম্বর বা আধার বরাদ্দ করার ক্ষমতা দেওয়া হয়েছে। আধার নম্বরটির সঙ্গে বাসিন্দার মৌলিক জনসংখ্যাগত তথ্য এবং বায়োমেট্রিক তথ্য যেমন ছবি, দশটি আঙুলের ছাপ এবং দুটি চোখের আইরিসের স্ক্যান যোগ করা থাকে। এই সব তথ্য একটি কেন্দ্রীয় ডাটাবেসে সংরক্ষিত থাকে।

বর্তমানে UIDAI ডেটা সেন্টার ইন্ডাস্ট্রিয়াল মডেল টাউনশিপ, মানেসারে অবস্থিত। এই আধার ভবন ৭ জানুয়ারি ২০১৩ সালে উদ্বোধন করেছিলেন হরিয়ানার তৎকালীন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা । এখন বেঙ্গালুরু এবং মানেসারে প্রায় ৭,০০০ সার্ভারে আধার ডেটা রাখা হয়েছে।

২০১০ সালের সেপ্টেম্বরে প্রথম আধার নম্বর জারি করার সাথে সাথে, একটা শক্তিশালী অথচ যে কোনও সময় অনলাইনে পরিচয় প্রমাণ করার অন্যতম মাধ্যম হয়ে দাড়িয়েছে। মনে রাখতে হবে আধার কোনও চালু পরিচয়পত্র প্রতিস্থাপনের জন্য নয়। আসলে আধার নাগরিকত্ব প্রমানও করে না বা নাগরিকত্বের অধিকার, সুবিধা বা অধিকারের নিশ্চয়তা দেয় না। তবে রান্নার গ্যাসের সংযোগ থেকে ভর্তুকিযুক্ত রেশন, পিডিএস থেকে কেরোসিন অথবা পেনশন স্কিমের সুবিধা, ই-সাইন, ডিজিটাল লকার থেকে মোবাইল সিম কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, সব কিছুতেই আধার ধারক তার আধার নম্বরের মাধ্যমে পরিচয়ের সত্যতা যাচাই করতে পারে।

Aadhaar Card update: আধার আপডেট করছেন ? জানেন তো কী কী তথ্য কখনওই পরিবর্তন করা যাবে না?

আজকালকার ডিজিটাল যুগে আধার কার্ড আপডেট করা অত্যন্ত জরুরি। কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে, গ্যাসের কানেকশন পেতে কিংবা একটি নতুন সিম কার্ড কিনতে আধার কার্ড অপরিহার্য। এটা আমরা সকলেই জেনে গিয়েছি। আসলে বর্তমানে ভারতীয় নাগরিকত্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ হল আধার কার্ড।
আজকালকার ডিজিটাল যুগে আধার কার্ড আপডেট করা অত্যন্ত জরুরি। কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে, গ্যাসের কানেকশন পেতে কিংবা একটি নতুন সিম কার্ড কিনতে আধার কার্ড অপরিহার্য। এটা আমরা সকলেই জেনে গিয়েছি। আসলে বর্তমানে ভারতীয় নাগরিকত্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ হল আধার কার্ড।
তবে শুধু আধার কার্ড থাকাটাই যথেষ্ট নয়। সমস্ত বিবরণ সঠিক রয়েছে কি না, সেটা দেখেশুনে নেওয়াটাও অত্যন্ত জরুরি। কারণ ব্যাঙ্কের লেনদেনও এর উপর নির্ভর করে এবং অন্যরা এটিকে একটি মানদণ্ড হিসাবে ব্যবহার করে থাকেন। কিন্তু এতে কোনও পরিবর্তন করার থাকলে গ্রাহকরা পছন্দসই তথ্য পরিবর্তন করতে পারবেন না। কারণ আধার কার্ডে গ্রাহকদের বায়োমেট্রিক তথ্য থাকে।
তবে শুধু আধার কার্ড থাকাটাই যথেষ্ট নয়। সমস্ত বিবরণ সঠিক রয়েছে কি না, সেটা দেখেশুনে নেওয়াটাও অত্যন্ত জরুরি। কারণ ব্যাঙ্কের লেনদেনও এর উপর নির্ভর করে এবং অন্যরা এটিকে একটি মানদণ্ড হিসাবে ব্যবহার করে থাকেন। কিন্তু এতে কোনও পরিবর্তন করার থাকলে গ্রাহকরা পছন্দসই তথ্য পরিবর্তন করতে পারবেন না। কারণ আধার কার্ডে গ্রাহকদের বায়োমেট্রিক তথ্য থাকে।
সেই সঙ্গে এর মধ্যে গ্রাহকদের জন্মতারিখ, ঠিকানা, মোবাইল নম্বরের মতো সংবেদনশীল তথ্য থাকে। কিন্তু এমন কিছু তথ্য থাকে, যা একবারই পরিবর্তন করা যায়। তাহলে আজকের প্রতিবেদনে এই সংক্রান্ত বিষয়ে বিশদে আলোচনা করে নেওয়া যাক।
সেই সঙ্গে এর মধ্যে গ্রাহকদের জন্মতারিখ, ঠিকানা, মোবাইল নম্বরের মতো সংবেদনশীল তথ্য থাকে। কিন্তু এমন কিছু তথ্য থাকে, যা একবারই পরিবর্তন করা যায়। তাহলে আজকের প্রতিবেদনে এই সংক্রান্ত বিষয়ে বিশদে আলোচনা করে নেওয়া যাক।
আধার কার্ডে কী কী পরিবর্তন করা যায় না?আধার কার্ডের ১২ ডিজিটের নম্বর কখনওই পরিবর্তন করা যায় না। একবার এটি গ্রাহকের নামে জারি হয়ে গেলে এটি সারা জীবন সংশ্লিষ্ট গ্রাহকের সঙ্গে থেকে যায়। অবশ্য গ্রাহক নতুন আধার কার্ড ডাউনলোড করতে পারেন। তবে আধার নম্বর কখনওই পরিবর্তিত হবে না। আধার কার্ডে গ্রাহকের আঙুলের ছাপ, রেটিনার মতো বায়োমেট্রিক তথ্য থাকে। আর এই সব তথ্য কখনওই পরিবর্তন করা যায় না।
আধার কার্ডে কী কী পরিবর্তন করা যায় না?
আধার কার্ডের ১২ ডিজিটের নম্বর কখনওই পরিবর্তন করা যায় না। একবার এটি গ্রাহকের নামে জারি হয়ে গেলে এটি সারা জীবন সংশ্লিষ্ট গ্রাহকের সঙ্গে থেকে যায়। অবশ্য গ্রাহক নতুন আধার কার্ড ডাউনলোড করতে পারেন। তবে আধার নম্বর কখনওই পরিবর্তিত হবে না। আধার কার্ডে গ্রাহকের আঙুলের ছাপ, রেটিনার মতো বায়োমেট্রিক তথ্য থাকে। আর এই সব তথ্য কখনওই পরিবর্তন করা যায় না।
একবার বদলে গেলে:আধার কার্ডের কিছু বিবরণ শুধুমাত্র একবারই পরিবর্তন করা সম্ভব। আসলে কোনও ভুলের ক্ষেত্রে আধার কর্তৃপক্ষ শুধুমাত্র একবারই তা সংশোধন করার সুযোগ দেন। এই তালিকায় পড়ে শুধুমাত্র জন্ম তারিখ এবং লিঙ্গ। এটি একবারের বেশি আপডেট করা যায় না। এছাড়া আধার কার্ডে দু’বারের বেশি নাম পরিবর্তন করারও অনুমতি নেই। তবে বাকি বিষয়গুলি অনেক বার আপডেট করা যেতে পারে।
একবার বদলে গেলে:
আধার কার্ডের কিছু বিবরণ শুধুমাত্র একবারই পরিবর্তন করা সম্ভব। আসলে কোনও ভুলের ক্ষেত্রে আধার কর্তৃপক্ষ শুধুমাত্র একবারই তা সংশোধন করার সুযোগ দেন। এই তালিকায় পড়ে শুধুমাত্র জন্ম তারিখ এবং লিঙ্গ। এটি একবারের বেশি আপডেট করা যায় না। এছাড়া আধার কার্ডে দু’বারের বেশি নাম পরিবর্তন করারও অনুমতি নেই। তবে বাকি বিষয়গুলি অনেক বার আপডেট করা যেতে পারে।
বিনামূল্যে আপডেট:আধার কার্ডে কোনও ভুল থাকলে বিনামূল্যে UIDAI ওয়েবসাইটে গিয়ে তা অনলাইনে আপডেট করা যাবে। এর জন্য কোনও ফি লাগে না। কিন্তু বিনামূল্যে আপডেটের শেষ দিন শুধুমাত্র ১৪ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত। অনলাইনের পাশাপাশি অফলাইনেও আধার কার্ড আপডেট করা সম্ভব।
বিনামূল্যে আপডেট:
আধার কার্ডে কোনও ভুল থাকলে বিনামূল্যে UIDAI ওয়েবসাইটে গিয়ে তা অনলাইনে আপডেট করা যাবে। এর জন্য কোনও ফি লাগে না। কিন্তু বিনামূল্যে আপডেটের শেষ দিন শুধুমাত্র ১৪ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত। অনলাইনের পাশাপাশি অফলাইনেও আধার কার্ড আপডেট করা সম্ভব।
ফ্রি পিরিয়ডের পরে এই পরিমাণ টাকা দিতে হবে:গ্রাহকরা যদি কোনও অফলাইন আধার কেন্দ্রে যান এবং কোনও তথ্য আপডেট করতে চান, তবে তাঁদের ৫০ টাকা করে দিতে হবে। এছাড়াও মোবাইল নম্বর আধারের সঙ্গে লিঙ্ক করা না থাকলে অনলাইনে কোনও তথ্য আপডেট করা যায় না। তাই আধার কেন্দ্রে গিয়ে গ্রাহক নিজের মোবাইল নম্বরও আপডেট করতে পারেন।
ফ্রি পিরিয়ডের পরে এই পরিমাণ টাকা দিতে হবে: গ্রাহকরা যদি কোনও অফলাইন আধার কেন্দ্রে যান এবং কোনও তথ্য আপডেট করতে চান, তবে তাঁদের ৫০ টাকা করে দিতে হবে। এছাড়াও মোবাইল নম্বর আধারের সঙ্গে লিঙ্ক করা না থাকলে অনলাইনে কোনও তথ্য আপডেট করা যায় না। তাই আধার কেন্দ্রে গিয়ে গ্রাহক নিজের মোবাইল নম্বরও আপডেট করতে পারেন।

 

Withdraw Cash With Aadhaar: হঠাৎ টাকা প্রয়োজন, কিন্তু ব্যাঙ্কে যাওয়ার সময় নেই? আধারের সাহায্যে বাড়িতে বসেই টাকা পেয়ে যাবেন

কারও যদি জরুরি অর্থের প্রয়োজন হয় এবং ব্যাঙ্ক বা এটিএম যাওয়ার সময় না থাকে, তাহলে তিনি IPPB (ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক) অনলাইন আধার এটিএম (AePS) পরিষেবা ব্যবহার করে ঘরে বসেই নগদ পেতে পারেন। জরুরি সময়ে ঘরে বসেই টাকা পাওয়ার জন্য ব্যবহার করা যেতে পারে এই অনলাইন আধার এটিএম (AePS) পরিষেবা। এক নজরে দেখে নেওয়া যাক এই বিষয়ে সমস্তে খুঁটিনাটি।
কারও যদি জরুরি অর্থের প্রয়োজন হয় এবং ব্যাঙ্ক বা এটিএম যাওয়ার সময় না থাকে, তাহলে তিনি IPPB (ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক) অনলাইন আধার এটিএম (AePS) পরিষেবা ব্যবহার করে ঘরে বসেই নগদ পেতে পারেন। জরুরি সময়ে ঘরে বসেই টাকা পাওয়ার জন্য ব্যবহার করা যেতে পারে এই অনলাইন আধার এটিএম (AePS) পরিষেবা। এক নজরে দেখে নেওয়া যাক এই বিষয়ে সমস্তে খুঁটিনাটি।
ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের X-হ্যান্ডলের (আগে ট্যুইটার নামে পরিচিত), সোশ্যাল মিডিয়া পোস্ট অনুসারে, “জরুরি নগদের প্রয়োজন কিন্তু, ব্যাঙ্কে যাওয়ার সময় নেই? চিন্তা করবেন না! IPPBONLine Aadhaar ATM (AePS) পরিষেবার মাধ্যমে, বাড়িতে বসেই খুব সহজে টাকা পাওয়া যেতে পারে। এখন পোস্টম্যান গ্রাহকদের সেই কাজ করতে সাহায্য করতে পারে। এখনই ব্যবহার করুন।” এই বিষয়ে আরও জানতে পোস্ট অফিসের শাখায় যোগাযোগ করা যেতে পারে।
ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের X-হ্যান্ডলের (আগে ট্যুইটার নামে পরিচিত), সোশ্যাল মিডিয়া পোস্ট অনুসারে, “জরুরি নগদের প্রয়োজন কিন্তু, ব্যাঙ্কে যাওয়ার সময় নেই? চিন্তা করবেন না! IPPBONLine Aadhaar ATM (AePS) পরিষেবার মাধ্যমে, বাড়িতে বসেই খুব সহজে টাকা পাওয়া যেতে পারে। এখন পোস্টম্যান গ্রাহকদের সেই কাজ করতে সাহায্য করতে পারে। এখনই ব্যবহার করুন।” এই বিষয়ে আরও জানতে পোস্ট অফিসের শাখায় যোগাযোগ করা যেতে পারে।
আধার সক্ষম পেমেন্ট সিস্টেম (AEPS) -Aadhar Enabled Payment System-এর (AEPS) মাধ্যমে, একজন ব্যক্তি তাঁর বায়োমেট্রিক ব্যবহার করে নগদ টাকা তুলতে বা আধার-সংযুক্ত অ্যাকাউন্ট থেকে অর্থপ্রদান করতে পারেন। গ্রাহকরা এটিএম বা ব্যাঙ্কে না গিয়েই AEPS ব্যবহার করে অল্প পরিমাণ টাকা তুলতে পারেন, যা সময় বাঁচায়। অর্থাৎ জরুরি সময়ে টাকার প্রয়োজন হলে ব্যাঙ্কে না গিয়ে বাড়িতে বসেই টাকা পাওয়া যেতে পারে।
আধার সক্ষম পেমেন্ট সিস্টেম (AEPS) –
Aadhar Enabled Payment System-এর (AEPS) মাধ্যমে, একজন ব্যক্তি তাঁর বায়োমেট্রিক ব্যবহার করে নগদ টাকা তুলতে বা আধার-সংযুক্ত অ্যাকাউন্ট থেকে অর্থপ্রদান করতে পারেন। গ্রাহকরা এটিএম বা ব্যাঙ্কে না গিয়েই AEPS ব্যবহার করে অল্প পরিমাণ টাকা তুলতে পারেন, যা সময় বাঁচায়। অর্থাৎ জরুরি সময়ে টাকার প্রয়োজন হলে ব্যাঙ্কে না গিয়ে বাড়িতে বসেই টাকা পাওয়া যেতে পারে।
আধার সক্ষম পেমেন্ট সিস্টেম (AEPS) হল একটি অর্থপ্রদান পরিষেবা। যা একজন ব্যাঙ্ক গ্রাহককে তার আধার সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে এবং ব্যালেন্স অনুসন্ধান, নগদ-এর মতো মৌলিক ব্যাঙ্কিং লেনদেনগুলি করতে তার পরিচয় হিসাবে আধার ব্যবহার করতে দেয়৷, অর্থাৎ সেই গ্রাহকের বিজনেস করেসপন্ডেন্ট হিসাবে।
আধার সক্ষম পেমেন্ট সিস্টেম (AEPS) হল একটি অর্থপ্রদান পরিষেবা। যা একজন ব্যাঙ্ক গ্রাহককে তার আধার সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে এবং ব্যালেন্স অনুসন্ধান, নগদ-এর মতো মৌলিক ব্যাঙ্কিং লেনদেনগুলি করতে তার পরিচয় হিসাবে আধার ব্যবহার করতে দেয়৷, অর্থাৎ সেই গ্রাহকের বিজনেস করেসপন্ডেন্ট হিসাবে।
AePS-এর অধীনে উপলব্ধ পরিষেবা-Aeps-এর অধীনে যে পরিষেবাগুলি উপলব্ধ রয়েছে -

১) নগদ টাকা তোলা

২) ব্যালেন্স যাচাই

৩) মিনি স্টেটমেন্ট

৪) আধার থেকে আধার ফান্ড ট্রান্সফার
AePS-এর অধীনে উপলব্ধ পরিষেবা-
Aeps-এর অধীনে যে পরিষেবাগুলি উপলব্ধ রয়েছে –
১) নগদ টাকা তোলা
২) ব্যালেন্স যাচাই
৩) মিনি স্টেটমেন্ট
৪) আধার থেকে আধার ফান্ড ট্রান্সফার
AEPS ব্যবহার করার জন্য গুরুত্বপূর্ণ কাজ -AEPS ব্যবহার করতে চাইছেন এমন গ্রাহককে বাধ্যতামূলকভাবে এই কাজ করতে হবে -১) AEPS-এ অংশগ্রহণকারী একটি ব্যাঙ্কের সঙ্গে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখতে হবে।

২) আধার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা উচিত।

৩) শুধুমাত্র বায়োমেট্রিক ব্যবহার করে লেনদেন করা।
AEPS ব্যবহার করার জন্য গুরুত্বপূর্ণ কাজ -AEPS ব্যবহার করতে চাইছেন এমন গ্রাহককে বাধ্যতামূলকভাবে এই কাজ করতে হবে –
১) AEPS-এ অংশগ্রহণকারী একটি ব্যাঙ্কের সঙ্গে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখতে হবে।
২) আধার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা উচিত।
৩) শুধুমাত্র বায়োমেট্রিক ব্যবহার করে লেনদেন করা।
কী হবে যদি একজন গ্রাহক ভুল আধার নম্বর প্রবেশ করান বা এমন একটি ব্যাঙ্ক বেছে নেন যেখানে তাঁর অ্যাকাউন্ট নেই?
কী হবে যদি একজন গ্রাহক ভুল আধার নম্বর প্রবেশ করান বা এমন একটি ব্যাঙ্ক বেছে নেন যেখানে তাঁর অ্যাকাউন্ট নেই?
যদি গ্রাহক ভুল আধার নম্বর এন্টার করেন বা একটি ভুল ব্যাঙ্ক নির্বাচন করেন, যেখানে তাঁর আধার লিঙ্কযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, তাহলে একটি উপযুক্ত প্রতিক্রিয়া বার্তার সঙ্গে লেনদেনটি প্রত্যাখ্যান হবে৷ যেহেতু একজন গ্রাহক তাঁর আধার একাধিক ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক করতে পারেন, তাই গ্রাহকের উচিত সঠিক ব্যাঙ্ক নির্বাচন করা, যেখান থেকে তিনি লেনদেন করতে চায়৷ যদি, নির্বাচিত ব্যাঙ্কে গ্রাহকের একাধিক অ্যাকাউন্ট থাকে তবে শুধুমাত্র প্রাথমিক অ্যাকাউন্ট থেকে ডেবিট করা হবে এবং গ্রাহক লেনদেনের সময় ব্যাঙ্ক অ্যাকাউন্ট নির্বাচন করতে পারবে না।
যদি গ্রাহক ভুল আধার নম্বর এন্টার করেন বা একটি ভুল ব্যাঙ্ক নির্বাচন করেন, যেখানে তাঁর আধার লিঙ্কযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, তাহলে একটি উপযুক্ত প্রতিক্রিয়া বার্তার সঙ্গে লেনদেনটি প্রত্যাখ্যান হবে৷ যেহেতু একজন গ্রাহক তাঁর আধার একাধিক ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক করতে পারেন, তাই গ্রাহকের উচিত সঠিক ব্যাঙ্ক নির্বাচন করা, যেখান থেকে তিনি লেনদেন করতে চায়৷ যদি, নির্বাচিত ব্যাঙ্কে গ্রাহকের একাধিক অ্যাকাউন্ট থাকে তবে শুধুমাত্র প্রাথমিক অ্যাকাউন্ট থেকে ডেবিট করা হবে এবং গ্রাহক লেনদেনের সময় ব্যাঙ্ক অ্যাকাউন্ট নির্বাচন করতে পারবে না।
লেনদেনের জন্য গ্রাহককে কি আধার কার্ড বহন করতে হবে? আধার কার্ড বহন করা বাধ্যতামূলক নয়। তবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা লেনদেন সফলভাবে সম্পন্ন করার জন্য একটি পূর্বশর্ত।
লেনদেনের জন্য গ্রাহককে কি আধার কার্ড বহন করতে হবে? আধার কার্ড বহন করা বাধ্যতামূলক নয়। তবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা লেনদেন সফলভাবে সম্পন্ন করার জন্য একটি পূর্বশর্ত।
গ্রাহক কীভাবে জানবেন যে লেনদেনটি সফলভাবে সম্পন্ন হয়েছে? লেনদেনের স্টেটাস প্রাথমিকভাবে m-ATM-এ পাওয়া যাবে। মোবাইল সতর্কতার জন্য রেজিস্টার হলে গ্রাহক আইপিপিবি এবং তার ব্যাঙ্ক থেকে একটি এসএমএসও পাবেন।
গ্রাহক কীভাবে জানবেন যে লেনদেনটি সফলভাবে সম্পন্ন হয়েছে? লেনদেনের স্টেটাস প্রাথমিকভাবে m-ATM-এ পাওয়া যাবে। মোবাইল সতর্কতার জন্য রেজিস্টার হলে গ্রাহক আইপিপিবি এবং তার ব্যাঙ্ক থেকে একটি এসএমএসও পাবেন।
IPPB দ্বারা প্রদত্ত বিভিন্ন AEPS পরিষেবার সঙ্গে সম্পর্কিত চার্জগুলি কী কী?গ্রাহকের উপর কোনও লেনদেনের চার্জ আরোপ করা হবে না, যদি তিনি যে কোনও অ্যাক্সেস পয়েন্টে সেবা গ্রহণ করেন। তবে ডোরস্টেপ সার্ভিস চার্জ গ্রাহকের জন্য প্রচলিত ফি অনুযায়ী প্রযোজ্য হবে। অর্থাৎ এর জন্য নির্দিষ্ট হারে ফি দিতে হবে।
IPPB দ্বারা প্রদত্ত বিভিন্ন AEPS পরিষেবার সঙ্গে সম্পর্কিত চার্জগুলি কী কী?গ্রাহকের উপর কোনও লেনদেনের চার্জ আরোপ করা হবে না, যদি তিনি যে কোনও অ্যাক্সেস পয়েন্টে সেবা গ্রহণ করেন। তবে ডোরস্টেপ সার্ভিস চার্জ গ্রাহকের জন্য প্রচলিত ফি অনুযায়ী প্রযোজ্য হবে। অর্থাৎ এর জন্য নির্দিষ্ট হারে ফি দিতে হবে।
AEPS নগদ উত্তোলন এবং ফান্ড ট্রান্সফার ও লেনদেনের কোনও সীমা আছে কি? একটি অধিগ্রহণকারী ব্যাঙ্ক হিসাবে IPPB অন্য ব্যাঙ্কের গ্রাহকদের জন্য কোনও AEPS লেনদেনের উপর কোনও সীমা রাখে না। যাই হোক, ইস্যুকারী ব্যাঙ্ক গ্রাহকের প্রোফাইল এবং ঝুঁকি ব্যবস্থাপনা অনুশীলনের উপর ভিত্তি করে এই সীমাগুলি বজায় রাখে। NPCI সর্বোচ্চ লেনদেনের পরিমাণ নির্ধারণ করেছে একক আর্থিক লেনদেনে ১০,০০০ টাকা। অর্থাৎ একবারে ১০,০০০ টাকার বেশি লেনদেন করা যাবে না।
AEPS নগদ উত্তোলন এবং ফান্ড ট্রান্সফার ও লেনদেনের কোনও সীমা আছে কি? একটি অধিগ্রহণকারী ব্যাঙ্ক হিসাবে IPPB অন্য ব্যাঙ্কের গ্রাহকদের জন্য কোনও AEPS লেনদেনের উপর কোনও সীমা রাখে না। যাই হোক, ইস্যুকারী ব্যাঙ্ক গ্রাহকের প্রোফাইল এবং ঝুঁকি ব্যবস্থাপনা অনুশীলনের উপর ভিত্তি করে এই সীমাগুলি বজায় রাখে। NPCI সর্বোচ্চ লেনদেনের পরিমাণ নির্ধারণ করেছে একক আর্থিক লেনদেনে ১০,০০০ টাকা। অর্থাৎ একবারে ১০,০০০ টাকার বেশি লেনদেন করা যাবে না।

Aadhaar Card: আধার কার্ডের ছবি বদলাতে চাইছেন ? দেখে নিন কী করতে হবে

বর্তমান সময়ে আধার কার্ড একটি খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। কেউ যদি সেই আধার কার্ডের ছবি পরিবর্তন করতে চান, তাহলে অবশ্যই আধার স্থায়ী তালিকাভুক্তি কেন্দ্রে যেতে হবে। নিচে আধার কার্ড ফটো অফলাইনে আপডেট করার একটি বিবরণ রইল৷
বর্তমান সময়ে আধার কার্ড একটি খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। কেউ যদি সেই আধার কার্ডের ছবি পরিবর্তন করতে চান, তাহলে অবশ্যই আধার স্থায়ী তালিকাভুক্তি কেন্দ্রে যেতে হবে। নিচে আধার কার্ড ফটো অফলাইনে আপডেট করার একটি বিবরণ রইল৷
ধাপ ১ - নিকটতম আধার স্থায়ী তালিকাভুক্তি কেন্দ্রে যান। একটি তালিকাভুক্তি কেন্দ্র সনাক্ত করে নিকটতম কেন্দ্র খুঁজে পেতে পারেন।ধাপ ২ - আধার তালিকাভুক্তি ফর্ম সংগ্রহ করুন। UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও ফর্মটি ডাউনলোড করতে পারেন।
ধাপ ১ – নিকটতম আধার স্থায়ী তালিকাভুক্তি কেন্দ্রে যান। একটি তালিকাভুক্তি কেন্দ্র সনাক্ত করে নিকটতম কেন্দ্র খুঁজে পেতে পারেন।ধাপ ২ – আধার তালিকাভুক্তি ফর্ম সংগ্রহ করুন। UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও ফর্মটি ডাউনলোড করতে পারেন।
ধাপ ৩ - ফর্মে প্রাসঙ্গিক বিবরণ পূরণ করুন।- ধাপ ৪ - ফর্মটি প্রদান করুন এবং বায়োমেট্রিক বিবরণ দিন। ধাপ ৫ - একজিকিউটিভ দ্বারা একটি ছবি তোলা হবে।
ধাপ ৩ – ফর্মে প্রাসঙ্গিক বিবরণ পূরণ করুন।- ধাপ ৪ – ফর্মটি প্রদান করুন এবং বায়োমেট্রিক বিবরণ দিন। ধাপ ৫ – একজিকিউটিভ দ্বারা একটি ছবি তোলা হবে।
ধাপ ৬ - অনুমোদনের জন্য বায়োমেট্রিক বিবরণ প্রদান করতে হবে। ধাপ ৭ - আধারে বায়োমেট্রিক্সের বিবরণ আপডেট করার জন্য ১০০ টাকা ফি দিতে হবে। ধাপ ৮ - এটিতে উল্লেখিত একটি আপডেট অনুরোধ নম্বর (URN) সহ একটি স্বীকৃতি স্লিপ প্রদান করা হবে। ইউআরএন ব্যবহার করে অনুরোধের স্থিতি পরীক্ষা করতে পারেন।
ধাপ ৬ – অনুমোদনের জন্য বায়োমেট্রিক বিবরণ প্রদান করতে হবে। ধাপ ৭ – আধারে বায়োমেট্রিক্সের বিবরণ আপডেট করার জন্য ১০০ টাকা ফি দিতে হবে। ধাপ ৮ – এটিতে উল্লেখিত একটি আপডেট অনুরোধ নম্বর (URN) সহ একটি স্বীকৃতি স্লিপ প্রদান করা হবে। ইউআরএন ব্যবহার করে অনুরোধের স্থিতি পরীক্ষা করতে পারেন।
এই বিষয়ে জেনে রাখা প্রয়োজন যে, আধার কার্ডের ছবি আপডেট করার জন্য কোনও সমর্থনকারী ডকুমেন্টেশনের প্রয়োজন হবে না। অনুরোধের প্রক্রিয়াকরণে ৯০ দিন পর্যন্ত সময় লাগতে পারে।
এই বিষয়ে জেনে রাখা প্রয়োজন যে, আধার কার্ডের ছবি আপডেট করার জন্য কোনও সমর্থনকারী ডকুমেন্টেশনের প্রয়োজন হবে না। অনুরোধের প্রক্রিয়াকরণে ৯০ দিন পর্যন্ত সময় লাগতে পারে।
ছবি পরিবর্তনের পর আধার কার্ড ডাউনলোড করার ধাপ -
ছবি পরিবর্তনের পর আধার কার্ড ডাউনলোড করার ধাপ –
ধাপ ১ - https://uidai.gov.in/my-aadhaar/get-aadhaar.html ওপেন করতে হবে। ধাপ ২ - 'ডাউনলোড আধার'-এ ক্লিক করুন। ধাপ ৩ - পরবর্তী পৃষ্ঠায়, আধার নম্বর, এনরোলমেন্ট আইডি বা ভার্চুয়াল আইডি লিখুন। ধাপ ৪ - ক্যাপচা লিখুন এবং 'ওটিপি পাঠান' এ ক্লিক করুন।
ধাপ ১ – https://uidai.gov.in/my-aadhaar/get-aadhaar.html ওপেন করতে হবে। ধাপ ২ – ‘ডাউনলোড আধার’-এ ক্লিক করুন। ধাপ ৩ – পরবর্তী পৃষ্ঠায়, আধার নম্বর, এনরোলমেন্ট আইডি বা ভার্চুয়াল আইডি লিখুন। ধাপ ৪ – ক্যাপচা লিখুন এবং ‘ওটিপি পাঠান’ এ ক্লিক করুন।
ধাপ ৫ - এরপর, নিজেদের রেজিস্টার মোবাইল নম্বরে পাঠানো OTP লিখুন। ধাপ ৬ - আধার কার্ড ডাউনলোড করতে পরবর্তী পৃষ্ঠায় দেওয়া ধাপগুলি অনুসরণ করুন। এখানে আধার প্রিন্ট করার বিকল্পও থাকবে।
ধাপ ৫ – এরপর, নিজেদের রেজিস্টার মোবাইল নম্বরে পাঠানো OTP লিখুন। ধাপ ৬ – আধার কার্ড ডাউনলোড করতে পরবর্তী পৃষ্ঠায় দেওয়া ধাপগুলি অনুসরণ করুন। এখানে আধার প্রিন্ট করার বিকল্পও থাকবে।
আধার কার্ডে ফটো আপডেট করার সময় এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি মনে রাখা উচিত -
আধার কার্ডে ফটো আপডেট করার সময় এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি মনে রাখা উচিত –
- বর্তমানে, অনলাইনে আধার কার্ডে ফটো আপডেট করতে পারবেন না।- ইউআরএন-এর সাহায্যে আধার কার্ডের স্টেটাস চেক করা যেতে পারে।- আধার কার্ডে ছবি পরিবর্তন করতে কোনও নথি জমা দেওয়ার প্রয়োজন নেই।
– বর্তমানে, অনলাইনে আধার কার্ডে ফটো আপডেট করতে পারবেন না।- ইউআরএন-এর সাহায্যে আধার কার্ডের স্টেটাস চেক করা যেতে পারে।- আধার কার্ডে ছবি পরিবর্তন করতে কোনও নথি জমা দেওয়ার প্রয়োজন নেই।

 

Aadhaar Card থেকে কি ৫০ হাজার টাকার লোন পাওয়া যেতে পারে? জানুন সঠিক তথ্য

আমাদের অনেকেরই প্রায় বিভিন্ন সময়ে জরুরি প্রয়োজনে টাকার প্রয়োজন হয়। এমন জরুরি প্রয়োজনে আধার কার্ডের মাধ্যমে ৫০,০০০ টাকা পর্যন্ত লোন পাওয়া যেতে পারে। একটি ব্যক্তিগত লোন পাওয়ার জন্য বিভিন্ন নথি প্রদান করতে হয়। কিন্তু, সহজেই একটি লোন পেতে ব্যাঙ্কের সঙ্গে নিজেদের পরিচয়ের প্রমাণ হিসাবে একটি আধার কার্ড ব্যবহার করা যেতে পারে।
আমাদের অনেকেরই প্রায় বিভিন্ন সময়ে জরুরি প্রয়োজনে টাকার প্রয়োজন হয়। এমন জরুরি প্রয়োজনে আধার কার্ডের মাধ্যমে ৫০,০০০ টাকা পর্যন্ত লোন পাওয়া যেতে পারে। একটি ব্যক্তিগত লোন পাওয়ার জন্য বিভিন্ন নথি প্রদান করতে হয়। কিন্তু, সহজেই একটি লোন পেতে ব্যাঙ্কের সঙ্গে নিজেদের পরিচয়ের প্রমাণ হিসাবে একটি আধার কার্ড ব্যবহার করা যেতে পারে।
আধার কার্ড লোন ৫০,০০০ টাকা -ব্যাঙ্ক এবং অনলাইন ঋণদাতারা কেওয়াইসি, পরিচয় এবং ঠিকানার প্রমাণের একক নথি হিসাবে আধার কার্ড গ্রহণ করছে। একটি আধার কার্ডের মাধ্যমে ৫০,০০০ টাকা লোন পাওয়ার জন্য এই সহজ প্রক্রিয়াটি অনুসরণ করতে হবে -
আধার কার্ড লোন ৫০,০০০ টাকা –
ব্যাঙ্ক এবং অনলাইন ঋণদাতারা কেওয়াইসি, পরিচয় এবং ঠিকানার প্রমাণের একক নথি হিসাবে আধার কার্ড গ্রহণ করছে। একটি আধার কার্ডের মাধ্যমে ৫০,০০০ টাকা লোন পাওয়ার জন্য এই সহজ প্রক্রিয়াটি অনুসরণ করতে হবে –
নিজেদের যোগ্যতা পরীক্ষা করতে হবে - এটি মাত্র ২ মিনিট সময় নেয় এবং লোনের পরিমাণের জন্য যোগ্য তা জানতে দেয়। নিজেদের পরিকল্পনা সিলেক্ট করতে হবে: নিজেদের যোগ্যতার উপর ভিত্তি করে, আর্থিক প্রয়োজন অনুসারে লোন পরিশোধের পরিকল্পনা চয়ন করতে হবে। 
নিজেদের যোগ্যতা পরীক্ষা করতে হবে – এটি মাত্র ২ মিনিট সময় নেয় এবং লোনের পরিমাণের জন্য যোগ্য তা জানতে দেয়। নিজেদের পরিকল্পনা সিলেক্ট করতে হবে: নিজেদের যোগ্যতার উপর ভিত্তি করে, আর্থিক প্রয়োজন অনুসারে লোন পরিশোধের পরিকল্পনা চয়ন করতে হবে।
নথি আপলোড করতে হবে: ঋণগ্রহীতারা এখন সহজভাবে প্রয়োজনীয় নথি অনলাইনে আপলোড করতে পারেন। অনুমোদন এবং বিতরণ - একবার নথি যাচাই করা হয়ে গেলে এবং ঋণ চুক্তি জমা দেওয়া হলে, মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ঋণের পরিমাণ এসে যায়।
নথি আপলোড করতে হবে: ঋণগ্রহীতারা এখন সহজভাবে প্রয়োজনীয় নথি অনলাইনে আপলোড করতে পারেন। অনুমোদন এবং বিতরণ – একবার নথি যাচাই করা হয়ে গেলে এবং ঋণ চুক্তি জমা দেওয়া হলে, মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ঋণের পরিমাণ এসে যায়।
যোগ্যতা -ঋণগ্রহীতাদের এই টাকা পেতে অবশ্যই নিম্নলিখিত প্রয়োজনীয়তাগুলি পূরণ করতে হবে -- আবেদনকারীকে অবশ্যই ভারতের বাসিন্দা হতে হবে - তাঁকে অবশ্যই একজন বেতনভোগী কর্মচারী বা একজন স্ব-নিযুক্ত ব্যক্তি হতে হবে -- ঋণগ্রহীতাকে অবশ্যই ঋণদাতা কর্তৃক নির্ধারিত বয়স এবং ন্যূনতম বেতনের প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।
যোগ্যতা –
ঋণগ্রহীতাদের এই টাকা পেতে অবশ্যই নিম্নলিখিত প্রয়োজনীয়তাগুলি পূরণ করতে হবে — আবেদনকারীকে অবশ্যই ভারতের বাসিন্দা হতে হবে – তাঁকে অবশ্যই একজন বেতনভোগী কর্মচারী বা একজন স্ব-নিযুক্ত ব্যক্তি হতে হবে — ঋণগ্রহীতাকে অবশ্যই ঋণদাতা কর্তৃক নির্ধারিত বয়স এবং ন্যূনতম বেতনের প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।
আধার কার্ডে ঋণের জন্য প্রয়োজনীয় নথিপত্র - একটি আধার কার্ডে ৫০,০০০ টাকা লোন পেতে অবশ্যই নিম্নলিখিত নথিগুলি জমা দিতে হবে -
আধার কার্ডে ঋণের জন্য প্রয়োজনীয় নথিপত্র – একটি আধার কার্ডে ৫০,০০০ টাকা লোন পেতে অবশ্যই নিম্নলিখিত নথিগুলি জমা দিতে হবে –
- আধার কার্ড- ঠিকানার প্রমাণপত্র

- প্যান কার্ড

- আয়ের প্রমাণ

- ব্যাঙ্ক নথি

- পাসপোর্ট সাইজের ছবি
– আধার কার্ড
– ঠিকানার প্রমাণপত্র
– প্যান কার্ড
– আয়ের প্রমাণ
– ব্যাঙ্ক নথি
– পাসপোর্ট সাইজের ছবি
লোনের সুবিধা -- প্রার্থীর যোগ্যতার উপর ভিত্তি করে, ঋণগ্রহীতারা ৫০০০ টাকা থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত যে কোনও পরিমাণ পেতে পারেন। - এই লোনে সুদের হার সাশ্রয়ী- সুদের হার প্রতি মাসে মাত্র ১.৩৩% থেকে শুরু হয়। - একবার অনুমোদন হয়ে গেলে, কয়েক মিনিটের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লোনের টাকা জমা হয়ে যাবে।
লোনের সুবিধা –
– প্রার্থীর যোগ্যতার উপর ভিত্তি করে, ঋণগ্রহীতারা ৫০০০ টাকা থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত যে কোনও পরিমাণ পেতে পারেন। – এই লোনে সুদের হার সাশ্রয়ী- সুদের হার প্রতি মাসে মাত্র ১.৩৩% থেকে শুরু হয়। – একবার অনুমোদন হয়ে গেলে, কয়েক মিনিটের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লোনের টাকা জমা হয়ে যাবে।

Aadhaar Card-এর বিষয়ে আপনার যা জানা দরকার! না হলে পড়বেন সমস্যায়

সম্প্রতি আধার কার্ড আপডেট করার সময়সীমা ফের বাড়িয়েছে কেন্দ্র ৷ এর আগে ১৪ মার্চ পর্যন্ত বিনামূল্যে আধার আপডেট করার সময় দেওয়া হয়েছিল ৷ এবার সময়সীমা বাড়িয়ে ১৪ জুন, ২০২৪ করা হয়েছে ৷
সম্প্রতি আধার কার্ড আপডেট করার সময়সীমা ফের বাড়িয়েছে কেন্দ্র ৷ এর আগে ১৪ মার্চ পর্যন্ত বিনামূল্যে আধার আপডেট করার সময় দেওয়া হয়েছিল ৷ এবার সময়সীমা বাড়িয়ে ১৪ জুন, ২০২৪ করা হয়েছে ৷
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ UIDAI পোস্ট করে জানিয়েছিল, লক্ষ লক্ষ আধার কার্ড হোল্ডারদের সুবিধার কথা মাথায় রেখেই বিনামূল্যে অনলাইন ডকুমেন্টস আপলোড করার সুবিধা ১৪ জুন ২০২৪ পর্যন্ত বাড়ানো হয়েছে ৷
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ UIDAI পোস্ট করে জানিয়েছিল, লক্ষ লক্ষ আধার কার্ড হোল্ডারদের সুবিধার কথা মাথায় রেখেই বিনামূল্যে অনলাইন ডকুমেন্টস আপলোড করার সুবিধা ১৪ জুন ২০২৪ পর্যন্ত বাড়ানো হয়েছে ৷
কর্তৃপক্ষ জানিয়েছে myaadhaar portal গিয়ে সহজেই আধার আপডেট করা যাবে ৷ দেখে নিন কীভাবে ৷
কর্তৃপক্ষ জানিয়েছে myaadhaar portal গিয়ে সহজেই আধার আপডেট করা যাবে ৷ দেখে নিন কীভাবে ৷
একাধিক আধার কার্ড হোল্ডাররা গত ১০ বছরে কার্ডে কোনও আপডেট করেননি ৷ এর জেরে সমস্ত আধার কার্ড হোল্ডারদের UIDAI বিনামূল্যে আপডেট করার সুবিধা দিচ্ছে ৷ মাই আধার পোর্টাল (myAadhaar) থেকে যে কেউ নিজের আধার কার্ড আপডেট করার সুবিধা পাবেন ৷
একাধিক আধার কার্ড হোল্ডাররা গত ১০ বছরে কার্ডে কোনও আপডেট করেননি ৷ এর জেরে সমস্ত আধার কার্ড হোল্ডারদের UIDAI বিনামূল্যে আপডেট করার সুবিধা দিচ্ছে ৷ মাই আধার পোর্টাল (myAadhaar) থেকে যে কেউ নিজের আধার কার্ড আপডেট করার সুবিধা পাবেন ৷
অনলাইনে ফ্রিতে ডেমোগ্রাফিক ডেটা আপডেট করতে পারবেন ৷ তবে, বায়োমেট্রিক আপডেট যেমন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের জন্য ব্যবহারকারীদের আধার সেন্টারে যেতে হবে ৷
অনলাইনে ফ্রিতে ডেমোগ্রাফিক ডেটা আপডেট করতে পারবেন ৷ তবে, বায়োমেট্রিক আপডেট যেমন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের জন্য ব্যবহারকারীদের আধার সেন্টারে যেতে হবে ৷
প্রত্যেক সরকারি যোজনা ও অন্যান্য পরিষেবার জন্য আধার কার্ড বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নতুন সিম কার্ড সব ক্ষেত্রেই আধার নম্বরের দরকার পড়ে ৷ দেশের সকল নাগরিকদের ক্ষেত্রে আধার কার্ড থাকা অত্যন্ত জরুরি ৷ এর পাশাপাশি সময় সময়ে আধার আপডেট করাও অত্যন্ত জরুরি ৷

প্রত্যেক সরকারি যোজনা ও অন্যান্য পরিষেবার জন্য আধার কার্ড বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নতুন সিম কার্ড সব ক্ষেত্রেই আধার নম্বরের দরকার পড়ে ৷ দেশের সকল নাগরিকদের ক্ষেত্রে আধার কার্ড থাকা অত্যন্ত জরুরি ৷ এর পাশাপাশি সময় সময়ে আধার আপডেট করাও অত্যন্ত জরুরি ৷

Big Update on Aadhaar: আধার কার্ড নিয়ে বড় ঘোষণা, দেখে নিন UIDAI কী জানাল!

আধার নিয়ে বড় ঘোষণা সরকারের ৷ ফের সময়সীমা বাড়ানো হল বিনামূল্যে আধার আপডেট করার  ৷ এর আগে ১৪ মার্চ পর্যন্ত বিনামূল্যে আধার আপডেট করার সময় দেওয়া হয়েছিল ৷ এবার  সময়সীমা বাড়িয়ে ১৪ জুন, ২০২৪ করা হল ৷
আধার নিয়ে বড় ঘোষণা সরকারের ৷ ফের সময়সীমা বাড়ানো হল বিনামূল্যে আধার আপডেট করার ৷ এর আগে ১৪ মার্চ পর্যন্ত বিনামূল্যে আধার আপডেট করার সময় দেওয়া হয়েছিল ৷ এবার সময়সীমা বাড়িয়ে ১৪ জুন, ২০২৪ করা হল ৷
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ UIDAI পোস্ট করে জানিয়েছে, লক্ষ লক্ষ আধার কার্ড হোল্ডারদের সুবিধার কথা মাথায় রেখেই বিনামূল্যে অনলাইন ডকুমেন্টস আপলোড করার সুবিধা ১৪ জুন ২০২৪ পর্যন্ত বাড়ানো হয়েছে ৷

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ UIDAI পোস্ট করে জানিয়েছে, লক্ষ লক্ষ আধার কার্ড হোল্ডারদের সুবিধার কথা মাথায় রেখেই বিনামূল্যে অনলাইন ডকুমেন্টস আপলোড করার সুবিধা ১৪ জুন ২০২৪ পর্যন্ত বাড়ানো হয়েছে ৷
কীভাবে আপডেট করবেন আধার ?
কীভাবে আপডেট করবেন আধার ?
একাধিক আধার কার্ড হোল্ডাররা গত ১০ বছরে কার্ডে কোনও আপডেট করেননি ৷ এর জেরে সমস্ত আধার কার্ড হোল্ডারদের UIDAI বিনামূল্যে আপডেট করার সুবিধা দিচ্ছে ৷ মাই আধার পোর্টাল (myAadhaar) থেকে যে কেউ নিজের আধার কার্ড আপডেট করার সুবিধা পাবেন ৷
একাধিক আধার কার্ড হোল্ডাররা গত ১০ বছরে কার্ডে কোনও আপডেট করেননি ৷ এর জেরে সমস্ত আধার কার্ড হোল্ডারদের UIDAI বিনামূল্যে আপডেট করার সুবিধা দিচ্ছে ৷ মাই আধার পোর্টাল (myAadhaar) থেকে যে কেউ নিজের আধার কার্ড আপডেট করার সুবিধা পাবেন ৷
অনলাইনে ফ্রিতে ডেমোগ্রাফিক ডেটা আপডেট করতে পারবেন ৷ তবে, বায়োমেট্রিক আপডেট যেমন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের জন্য ব্যবহারকারীদের আধার সেন্টারে যেতে হবে ৷
অনলাইনে ফ্রিতে ডেমোগ্রাফিক ডেটা আপডেট করতে পারবেন ৷ তবে, বায়োমেট্রিক আপডেট যেমন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের জন্য ব্যবহারকারীদের আধার সেন্টারে যেতে হবে ৷
কেন আধার আপডেট করা জরুরি ?
কেন আধার আপডেট করা জরুরি ?
প্রত্যেক সরকারি যোজনা ও অন্যান্য পরিষেবার জন্য আধার কার্ড বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নতুন সিম কার্ড সব ক্ষেত্রেই আধার নম্বরের দরকার পড়ে ৷ দেশের সকল নাগরিকদের ক্ষেত্রে আধার কার্ড থাকা অত্যন্ত জরুরি ৷ এর পাশাপাশি সময় সময়ে আধার আপডেট করাও অত্যন্ত জরুরি ৷
প্রত্যেক সরকারি যোজনা ও অন্যান্য পরিষেবার জন্য আধার কার্ড বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নতুন সিম কার্ড সব ক্ষেত্রেই আধার নম্বরের দরকার পড়ে ৷ দেশের সকল নাগরিকদের ক্ষেত্রে আধার কার্ড থাকা অত্যন্ত জরুরি ৷ এর পাশাপাশি সময় সময়ে আধার আপডেট করাও অত্যন্ত জরুরি ৷

আর মাত্র ৪ দিন! ১৪ মার্চের মধ্যেই করতে হবে আধার কার্ডের এই কাজ! নইলে…. জেনে নিন কী করবেন, কী ভাবে করবেন

সম্পূর্ণ বিনামূল্যে আধার আপডেট করার শেষ তারিখে এগিয়ে আসছে। ১৪ই মার্চের মধ্যে করতে হবে আধার কার্ডের এই কাজ। যাদের আধারে ভুল তথ্য রয়েছে তাঁরা চাইলে এই নির্ধারিত সময়সীমার মধ্যে বিনামূল্যে বাড়ি বসেই করে নিতে পারেন গুরুত্বপূর্ণ এই কাজ। অনলাইন ও অফলাইন মাধ্যমে মাত্র কয়েক মিনিটেই সংশোধন করে নিতে পারবেন আপনার জরুরি নথিটি।
সম্পূর্ণ বিনামূল্যে আধার আপডেট করার শেষ তারিখে এগিয়ে আসছে। ১৪ই মার্চের মধ্যে করতে হবে আধার কার্ডের এই কাজ। যাদের আধারে ভুল তথ্য রয়েছে তাঁরা চাইলে এই নির্ধারিত সময়সীমার মধ্যে বিনামূল্যে বাড়ি বসেই করে নিতে পারেন গুরুত্বপূর্ণ এই কাজ। অনলাইন ও অফলাইন মাধ্যমে মাত্র কয়েক মিনিটেই সংশোধন করে নিতে পারবেন আপনার জরুরি নথিটি।
আধার কার্ড ভারতীয় নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ নথি। বর্তমানে ব্যাঙ্ক থেকে টাকা তোলা থেকে শুরু করে, রান্নার গ্যাসে ভর্তুকি, রেশন সুবিধা ইত্যাদি নানাবিধ সরকারি কাজেই আপনার জরুরি পরিচয়পত্র হিসেবে কাজ করে আধার।
আধার কার্ড ভারতীয় নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ নথি। বর্তমানে ব্যাঙ্ক থেকে টাকা তোলা থেকে শুরু করে, রান্নার গ্যাসে ভর্তুকি, রেশন সুবিধা ইত্যাদি নানাবিধ সরকারি কাজেই আপনার জরুরি পরিচয়পত্র হিসেবে কাজ করে আধার।
সরকারি কোনও স্কিমের সুবিধা নিতে গেলে প্রয়োজন পড়ে আধার কার্ড। এটির বিশ্বের অন্যতম বায়োমেট্রিক শনাক্তকরণ সিস্টেম হয়ে উঠেছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI আধার কার্ডে ১২ নম্বরের একটি ডিজিট দেয়। এই ১২ ডিজিটের নম্বর মূলত বায়োমেট্রিক্সের সাথে যুক্ত।
সরকারি কোনও স্কিমের সুবিধা নিতে গেলে প্রয়োজন পড়ে আধার কার্ড। এটির বিশ্বের অন্যতম বায়োমেট্রিক শনাক্তকরণ সিস্টেম হয়ে উঠেছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI আধার কার্ডে ১২ নম্বরের একটি ডিজিট দেয়। এই ১২ ডিজিটের নম্বর মূলত বায়োমেট্রিক্সের সাথে যুক্ত।
১৪ই মার্চের মধ্যে করতে হবে আধার কার্ডের এই কাজ:বর্তমানে কার্যত বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে আধার কার্ড। আধার কার্ড ছাড়া কোনও সরকারি এমনকি বেসরকারি কাজ করাও অসম্ভব হয়ে উঠেছে।
১৪ই মার্চের মধ্যে করতে হবে আধার কার্ডের এই কাজ:
বর্তমানে কার্যত বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে আধার কার্ড। আধার কার্ড ছাড়া কোনও সরকারি এমনকি বেসরকারি কাজ করাও অসম্ভব হয়ে উঠেছে।
কারণ বিভিন্ন ক্ষেত্রেই দরকারের সময় এই আধার কার্ড জমা করতে হয়। এই আধার কার্ড ব্যাক্তির পরিচয় এবং ঠিকানার নিশ্চিতকরণের কাজটি করে। তাই মাঝে মধ্যেই আপনার আধার কার্ড আপডেট করিয়ে নেওয়া উচিত।
কারণ বিভিন্ন ক্ষেত্রেই দরকারের সময় এই আধার কার্ড জমা করতে হয়। এই আধার কার্ড ব্যাক্তির পরিচয় এবং ঠিকানার নিশ্চিতকরণের কাজটি করে। তাই মাঝে মধ্যেই আপনার আধার কার্ড আপডেট করিয়ে নেওয়া উচিত।
দীর্ঘদিন ধরে কেন্দ্র সমস্ত ভারতীয় নাগরিকদের আধার কার্ড আপডেটের কথা বলে আসছে। যদি এখনও আপনি আপনার আধার কার্ড আপডেট না করিয়ে থাকেন, তাহলেই আজ রবিবারের ছুটির দিনেই মিটিয়ে ফেলুন এই কাজটি।
দীর্ঘদিন ধরে কেন্দ্র সমস্ত ভারতীয় নাগরিকদের আধার কার্ড আপডেটের কথা বলে আসছে। যদি এখনও আপনি আপনার আধার কার্ড আপডেট না করিয়ে থাকেন, তাহলেই আজ রবিবারের ছুটির দিনেই মিটিয়ে ফেলুন এই কাজটি।
শীঘ্রই আধার কার্ডটি আপডেট করিয়ে নিন। নয়ত হয়তো পড়তে হতে পারে বড় সমস্যায়। UIDAI আগামী ১৪ই মার্চ পর্যন্ত বিনামূল্যে আধার কার্ড সংশোধন করার সুযোগ দিচ্ছে। আপনারও যদি কোনও নতুন তথ্য আপডেট করার থাকে, দ্রুত মিটিয়ে নিন। এক পয়সাও লাগবে না।
শীঘ্রই আধার কার্ডটি আপডেট করিয়ে নিন। নয়ত হয়তো পড়তে হতে পারে বড় সমস্যায়। UIDAI আগামী ১৪ই মার্চ পর্যন্ত বিনামূল্যে আধার কার্ড সংশোধন করার সুযোগ দিচ্ছে। আপনারও যদি কোনও নতুন তথ্য আপডেট করার থাকে, দ্রুত মিটিয়ে নিন। এক পয়সাও লাগবে না।
কী ভাবে করবেন আধার কার্ড আপডেটআপনিও যদি আপনার আধার কার্ড সংশোধন করতে চান, তাহলে আর UIDAI এর অফিসে যেতে হবে না। কারণ UIDAI অনলাইনে আধার আপডেট পরিষেবা চালু করেছে। এবার নিশ্চয়ই ভাবছেন কী ভাবে অনলাইনে আধার কার্ড আপডেট করবেন? চলুন সে বিষয়ে আপনাদের বলি। নিম্নে অনলাইনে আধার আপডেট করার প্রক্রিয়া জেনে নিন।
কী ভাবে করবেন আধার কার্ড আপডেট
আপনিও যদি আপনার আধার কার্ড সংশোধন করতে চান, তাহলে আর UIDAI এর অফিসে যেতে হবে না। কারণ UIDAI অনলাইনে আধার আপডেট পরিষেবা চালু করেছে। এবার নিশ্চয়ই ভাবছেন কী ভাবে অনলাইনে আধার কার্ড আপডেট করবেন? চলুন সে বিষয়ে আপনাদের বলি। নিম্নে অনলাইনে আধার আপডেট করার প্রক্রিয়া জেনে নিন।
বাড়িতে বসে আধার কার্ডের নাম, ঠিকানা, লিঙ্গ, জন্ম তারিখ, ইমেল আইডি এবং মোবাইল নম্বর পরিবর্তন করার জন্য নীচের উল্লেখিত পদক্ষেপগুলি অনুসরণ করুন:
বাড়িতে বসে আধার কার্ডের নাম, ঠিকানা, লিঙ্গ, জন্ম তারিখ, ইমেল আইডি এবং মোবাইল নম্বর পরিবর্তন করার জন্য নীচের উল্লেখিত পদক্ষেপগুলি অনুসরণ করুন:
প্রথমে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট https://myaadhaar.uidai.gov.in/ এ যান।এবার ‘আপডেট ডেমোগ্রাফিক ডেটা এবং চেক স্ট্যাটাস’-এ ক্লিক করুন। তারপর আধার কার্ডে থাকা মোবাইল নম্বরে যে OTP আসছে সেটি বসিয়ে লগইন করুন।
প্রথমে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট https://myaadhaar.uidai.gov.in/ এ যান।
এবার ‘আপডেট ডেমোগ্রাফিক ডেটা এবং চেক স্ট্যাটাস’-এ ক্লিক করুন। তারপর আধার কার্ডে থাকা মোবাইল নম্বরে যে OTP আসছে সেটি বসিয়ে লগইন করুন।
এরপর আপনার ১২ ডিজিটের আধার নম্বর অ ক্যাপচা বসিয়ে “Send OTP” অপশনে ক্লিক করুন।এরপর রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা OTP বসিয়ে ‘Update Demographics Data’ অপশন বেছে নিন। এরপর ‘Proceed’ এ ক্লিক করুন।
এরপর প্রয়োজনীয় নথি আপলোড করুন।
তারপর ‘Submit’ করে দিন।
এরপর আপনার ১২ ডিজিটের আধার নম্বর অ ক্যাপচা বসিয়ে “Send OTP” অপশনে ক্লিক করুন।
এরপর রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা OTP বসিয়ে ‘Update Demographics Data’ অপশন বেছে নিন। এরপর ‘Proceed’ এ ক্লিক করুন।
এরপর প্রয়োজনীয় নথি আপলোড করুন।
তারপর ‘Submit’ করে দিন।
তবে অনলাইন ছাড়াও অফলাইন নিকটবর্তী আধার সেন্টারে গিয়ে আপডেট করতে পারবেন এই নথি। আধারে যে ১২ ডিজিটের নম্বর থাকে তা নাগরিকদের বায়োমেট্রিক এবং ডেমোগ্রাফিক তথ্য বহন করে।
তবে অনলাইন ছাড়াও অফলাইন নিকটবর্তী আধার সেন্টারে গিয়ে আপডেট করতে পারবেন এই নথি। আধারে যে ১২ ডিজিটের নম্বর থাকে তা নাগরিকদের বায়োমেট্রিক এবং ডেমোগ্রাফিক তথ্য বহন করে।
বর্তমানে যে কোনও পরিষেবা নেওয়ার ক্ষেত্রে পরিচয়পত্র হিসাবে দরকার পড়ে আধার কার্ডের। তাই সেটি নির্ভুল রাখা অত্যন্ত জরুরি। নইলে হতে পারে বিপত্তি। তাই সময় থাকতেই সম্পূর্ণ নিখরচায় করিয়ে নিন জরুরি কাজ।
বর্তমানে যে কোনও পরিষেবা নেওয়ার ক্ষেত্রে পরিচয়পত্র হিসাবে দরকার পড়ে আধার কার্ডের। তাই সেটি নির্ভুল রাখা অত্যন্ত জরুরি। নইলে হতে পারে বিপত্তি। তাই সময় থাকতেই সম্পূর্ণ নিখরচায় করিয়ে নিন জরুরি কাজ।

Bengali News: জন্মান্ধ বলে হয়নি আধার কার্ড, তাই পান না কিছুই! শবর মহিলার লড়াই চোখে জল আনবে

ঝাড়গ্রাম: তিনি ঠিকমত চোখে দেখতে পান না। যে কারণে হয়নি আধার কার্ড। আর আধার কার্ড না হওয়াতে মেলেনি সরকারি সুযোগ সুবিধা। ফলে বছরের পর বছর চরম সঙ্কটে দিন কাটছে শবর পরিবারের এক সদস্যের। জন্মান্ধ হওয়ার পরেও প্রতিবন্ধকতার কোনও সরকারি শংসাপত্র নেই, নেই আধার কার্ড। তাই রেশন’ও পান না।

আরও পড়ুন: নারী দিবসে প্রদীপ্তা’র লড়াইয়ের সঙ্গে পরিচয় ঘটুক, তাঁর পুঁতির কাজ মুগ্ধ করবে আপনাকেও

দু’মুঠো ভাতের জন্য দৃষ্টিহীন বৌমাকে নিয়ে ঝাড়গ্রামের ব্লক আধিকারিকের দফতরে বারবার ছুটে আসেন কালাঝড়িয়া গ্রামের বয়স্ক শাশুড়ি। জন্মান্ধ বৌমার প্রতিবন্ধকতার কোনও সরকারি শংসাপত্র নেই। আবার আধার কার্ড না থাকায় মেলে না রেশন। তাই সরকারি অনুদানের আশায় শবর জনজাতির দুই মহিলা পঞ্চায়েত আর বিডিও-র দফতরে ঘুরে বেড়াচ্ছেন। দু’মুঠো ভাতের জন্যে আজও ভিক্ষেই ভরসা অলকা আর ববিতা ভক্তার।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

রাজ্য কেন্দ্র সরকারের অজস্র প্রকল্প আছে। কিন্তু সবকিছুতেই এখন আধার কার্ড বাধ্যতামূলক হয়ে উঠেছে। আর এই মহিলার আধার কার্ডটাই না থাকায় তিনি প্রায় কিছুই করতে পারছেন না। তবে দীর্ঘদিন ঘুরেও সমস্যা সমাধান না হওয়ায় বিষয়টি এবার প্রশাসনের শীর্ষস্তরে গিয়ে পৌঁছেছে। সেখান থেকে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। তারপরই আশার আলো দেখছেন এই অসহায় শবর পরিবারটি।

রঞ্জন চন্দ

এখনও আপডেট করেননি ? তাহলে কি বাতিল হয়ে যাবে Aadhaar Card ?

আধার কার্ডের যদি দশ বছর বয়স হয় এবং এই সময়ের মধ্যে যদি একবারও আপডেট করানো না হয়, তাহলে আধার কার্ড বাতিল হয়ে যেতে পারে।

আধার কার্ডের যদি দশ বছর বয়স হয় এবং এই সময়ের মধ্যে যদি একবারও আপডেট করানো না হয়, তাহলে আধার কার্ড বাতিল হয়ে যেতে পারে।
ইতিমধ্যে আধার কার্ড আপডেটের কাজ শুরু হয়েছে। ১৪ মার্চ পর্যন্ত বিনামূল্যে এই পরিষেবা পাওয়া যাবে। এমনই জানিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া।
ইতিমধ্যে আধার কার্ড আপডেটের কাজ শুরু হয়েছে। ১৪ মার্চ পর্যন্ত বিনামূল্যে এই পরিষেবা পাওয়া যাবে। এমনই জানিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া।
ইউআইডিএআই স্পষ্ট করে দিয়েছে, যাঁদের পুরনো আধার কার্ডে এখনও ই-কেওয়াইসি সম্পন্ন হয়নি, তাঁদের এখনই নিকটতম ইউআইডিএআই আধার পরিষেবা কেন্দ্রে গিয়ে আপডেট করাতে পারেন। বর্তমানে এটা বাধ্যতামূলক করা হয়েছে।
ইউআইডিএআই স্পষ্ট করে দিয়েছে, যাঁদের পুরনো আধার কার্ডে এখনও ই-কেওয়াইসি সম্পন্ন হয়নি, তাঁদের এখনই নিকটতম ইউআইডিএআই আধার পরিষেবা কেন্দ্রে গিয়ে আপডেট করাতে পারেন। বর্তমানে এটা বাধ্যতামূলক করা হয়েছে।
আধার কার্ড তৈরির পর থেকে একটা বড় অংশের মানুষের বাসস্থান, ফোন নম্বর বা অন্য কোনও তথ্য পরিবর্তনের দরকার পড়েনি। তাঁদের ক্ষেত্রেও ই-কেওয়াইসি বাধ্যতামূলক।
আধার কার্ড তৈরির পর থেকে একটা বড় অংশের মানুষের বাসস্থান, ফোন নম্বর বা অন্য কোনও তথ্য পরিবর্তনের দরকার পড়েনি। তাঁদের ক্ষেত্রেও ই-কেওয়াইসি বাধ্যতামূলক।
এছাড়াও যদি কারও কাছে এক রাজ্যের আধার কার্ড থাকে কিন্তু তিনি বর্তমানে অন্য রাজ্যে বাস করেন এবং সেই ঠিকানা আধার কার্ডে রাখতে চান তাহলে পূর্বের বাসস্থানের নথিপত্র দেখাতে হবে।
এছাড়াও যদি কারও কাছে এক রাজ্যের আধার কার্ড থাকে কিন্তু তিনি বর্তমানে অন্য রাজ্যে বাস করেন এবং সেই ঠিকানা আধার কার্ডে রাখতে চান তাহলে পূর্বের বাসস্থানের নথিপত্র দেখাতে হবে।
এ জন্য কোনও অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই। যে কোনও আধার সেবা কেন্দ্রে গেলেই হবে। ২ থেকে ৩ মিনিট লাগবে।
এ জন্য কোনও অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই। যে কোনও আধার সেবা কেন্দ্রে গেলেই হবে। ২ থেকে ৩ মিনিট লাগবে।
 ইউআইডিএআই একটি সার্কুলার জারি করে। সার্কুলার অনুযায়ী, আধার নম্বর বা তালিকাভুক্তির স্লিপ না থাকলে সরকারি ভর্তুকি বা সরকারি সুবিধা মিলবে না।
ইউআইডিএআই একটি সার্কুলার জারি করে। সার্কুলার অনুযায়ী, আধার নম্বর বা তালিকাভুক্তির স্লিপ না থাকলে সরকারি ভর্তুকি বা সরকারি সুবিধা মিলবে না।
যাঁদের আধার কার্ড নেই, তাদের সরকারি সুবিধা এবং সরকারি ভর্তুকি পাওয়াকে আরও কঠিন করে তুলতেই ইউআইডিএআই সমস্ত কেন্দ্রীয় মন্ত্রক এবং রাজ্য সরকারের কাছে এই সার্কুলার পাঠায়।
যাঁদের আধার কার্ড নেই, তাদের সরকারি সুবিধা এবং সরকারি ভর্তুকি পাওয়াকে আরও কঠিন করে তুলতেই ইউআইডিএআই সমস্ত কেন্দ্রীয় মন্ত্রক এবং রাজ্য সরকারের কাছে এই সার্কুলার পাঠায়।
প্রসঙ্গত, আধার কার্ডের তথ্য আপডেট এক ধরনের যাচাইকরণ ব্যবস্থা। দেশ জুড়ে একাধিক আধার জালিয়াতির ঘটনা সামনে এসেছে। সেই জালিয়াতদের বিরুদ্ধে লড়াই করতেই কেন্দ্র সরকার ১০ বছরে একবার আধার কার্ডের বিশদ আপডেট করা বাধ্যতামূলক করেছে।
প্রসঙ্গত, আধার কার্ডের তথ্য আপডেট এক ধরনের যাচাইকরণ ব্যবস্থা। দেশ জুড়ে একাধিক আধার জালিয়াতির ঘটনা সামনে এসেছে। সেই জালিয়াতদের বিরুদ্ধে লড়াই করতেই কেন্দ্র সরকার ১০ বছরে একবার আধার কার্ডের বিশদ আপডেট করা বাধ্যতামূলক করেছে।

Aadhaar Card: দেশজুড়ে ৩২ কোটি আধার কার্ড নিষ্ক্রিয়, ৫ মার্চ দিল্লিতে আন্দোলন তৃণমূলের!

কলকাতাঃ কেন্দ্রীয় বঞ্চনার পর এবার আধার নিষ্ক্রিয় করার প্রতিবাদে নমঃশূদ্রদের নিয়ে দিল্লি যাচ্ছে  তৃণমূল। কেন্দ্রীয় বঞ্চনার পর এবার আধার নিষ্ক্রিয় করার প্রতিবাদে নমঃশূদ্রদের নিয়ে দিল্লি যাচ্ছে তৃণমূল। মুকুল বৈরাগ্য জানিয়েছেন, তিনি রাঁচির অফিসের সঙ্গে যোগাযোগ করেছিলেন। সেখান থেকে জানতে পেরেছেন, দেশজুড়ে ৩২ কোটি আধার কার্ড নিষ্ক্রিয় করা হচ্ছে। এর মধ্যে এ রাজ্যের উত্তর ২৪ পরগনা, নদিয়া, জলপাইগুড়ি, হুগলি ও মালদহের প্রায় সোয়া দুলক্ষ কার্ড রয়েছে। তবে এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। কার্ড নিষ্ক্রিয় হওয়ার ফলে একদিকে যেমন ব্যাঙ্কে লেনদেন করা যাচ্ছে না, মিলছে না কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা। অন্যদিকে রেশন মিলছে না। আশঙ্কা, এর পর ভোটার কার্ডও নিষ্ক্রিয় করা দেওয়া হবে। অসমের মতো এ রাজ্যেও ‘ডি-ভোটার’ বা ‘ডাউটফুল ভোটার’ করে রাখা হবে।

আরও পড়ুনঃ আচমকাই সক্রিয় আধার! আবির খেলায় মাতলেন জামালপুরের বাসিন্দারা

রাজ্যের নমঃশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যানের তথ্য অনুযায়ী, যাদের কার্ড বাতিল হয়েছে তাঁদের অধিকাংশই ১০০ দিনের কাজ প্রকল্পের জবকার্ড হোল্ডার। যা দেখে মুকুল বৈরাগ্যের আশঙ্কা, জবকার্ড হোল্ডারদের মনরেগা প্রকল্পের বকেয়া টাকা দেওয়ার ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী। সেই টাকা পাওয়া বানচাল করতেই আধার বাতিলের ষড়যন্ত্র করা হতে পারে বলেও মনে করছেন তিনি। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই জানিয়েছেন, ‘অধিকাংশ ক্ষেত্রে মতুয়া, নমঃশূদ্র, তফসিলি জাতি এবং গরিব মানুষের আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে। তাঁদের জন্য গত মঙ্গলবার থেকেই রাজ্য সরকার চালু করছে ‘আধার গ্রিভান্স পোর্টাল অব গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল’। যাঁদের আধার কার্ড বাতিল হয়েছে, তাঁদের বলছি, এই পোর্টালে নিজেদের নাম নথিভুক্ত করুন। সংশ্লিষ্ট ব্যক্তিদের রাজ্যের উদ্যোগে বিকল্প কার্ড দেওয়া হবে। এই কার্ড দেখিয়েই মিলবে সরকারি পরিষেবা।’

তিনি আরও জানিয়েছেন, এলাকায় এলাকায় ক্যাম্প করে বিকল্প কার্ডটি মানুষের হাতে তুলে দেওয়া হবে। গোটা প্রক্রিয়ার ভিডিও তুলে রাখবেন আধিকারিকরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ কথা, ‘যা করার তাই করব। কিন্তু কোনও গরিব মানুষকে না খেয়ে মরতে দেব না।’লোকসভা ভোটের আগে আধার কার্ড নিষ্ক্রিয় করার প্রতিবাদে দিল্লি অভিযানের ডাক দিয়েছে নমঃশূদ্র ওয়েলফেয়ার বোর্ড। বোর্ডের চেয়ারম্যান মুকুল বৈরাগ্য বলেছেন, ‘আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার ফলে মানুষ ব্যাঙ্ক থেকে টাকা তুলতে পারছেন না। তাঁরা যাতে ভোট দিতে না পারেন সেই চক্রান্ত করেছে বিজেপি। এর প্রতিবাদে গত সোমবার উত্তরবঙ্গ থেকে পদযাত্রা শুরু হয়েছে। আগামী ৫ মার্চ দিল্লিতে হবে ধর্না কর্মসূচি।’ এই ইস্যুতে মুকুলবাবুকে চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, ‘বিচলিত হবেন না। সরকার সবসময় আপনাদের পাশে আছে।’