Gold Jewellery: বাড়িতে সোনা রাখলে জেনে নিন আয়করের এই নিয়ম, নাহলে মোটা টাকা ট্যাক্স গুণতে হবে

বিয়ের মরশুম এলেই সোনার দোকানে লম্বা লাইন পড়ে যায়। উৎসব বা পুজোপার্বনেও একই ছবি। শুধু গয়না নয়। বিনিয়োগকারীদেরও প্রথম পছন্দ হল সোনা। তবে অনেকেই জানেন না বাড়িতে যত খুশি তত সোনা রাখা যায় না। বিবাহিত, অবিবাহিত মহিলা এবং পুরুষদের জন্য সোনা রাখার আলাদা আলাদা সীমা বেঁধে দিয়েছে সরকার।
বিয়ের মরশুম এলেই সোনার দোকানে লম্বা লাইন পড়ে যায়। উৎসব বা পুজোপার্বনেও একই ছবি। শুধু গয়না নয়। বিনিয়োগকারীদেরও প্রথম পছন্দ হল সোনা। তবে অনেকেই জানেন না বাড়িতে যত খুশি তত সোনা রাখা যায় না। বিবাহিত, অবিবাহিত মহিলা এবং পুরুষদের জন্য সোনা রাখার আলাদা আলাদা সীমা বেঁধে দিয়েছে সরকার।
সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সেস-এর নিয়ম অনুযায়ী, বিবাহিত মহিলা সর্বোচ্চ ৫০০ গ্রাম পর্যন্ত সোনার গয়না নিজের কাছে রাখতে পারেন। অবিবাহিত মহিলারা ২৫০ গ্রাম পর্যন্ত সোনা বা সোনার গয়না রাখতে পারেন নিজের কাছে। পুরুষদের ক্ষেত্রে এই সীমা ১০০ গ্রাম পর্যন্ত। সে বিবাহিত হোন বা অবিবাহিত।
সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সেস-এর নিয়ম অনুযায়ী, বিবাহিত মহিলা সর্বোচ্চ ৫০০ গ্রাম পর্যন্ত সোনার গয়না নিজের কাছে রাখতে পারেন। অবিবাহিত মহিলারা ২৫০ গ্রাম পর্যন্ত সোনা বা সোনার গয়না রাখতে পারেন নিজের কাছে। পুরুষদের ক্ষেত্রে এই সীমা ১০০ গ্রাম পর্যন্ত। সে বিবাহিত হোন বা অবিবাহিত।
এর বেশি সোনা থাকলে ট্যাক্স দিতে হবে। তবে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সোনা বা সোনার গয়না সম্পূর্ণ ট্যাক্স মুক্ত। এর উপর ট্যাক্স প্রযোজ্য হয় না। তবে বিক্রি করলে কর দিতে হবে। সোনা যে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত তা প্রমাণও করতে হয়। দেখাতে হয় উইল বা অন্যান্য প্রমাণপত্র। নাহলে মোটা টাকা জরিমানা করবে সরকার।
এর বেশি সোনা থাকলে ট্যাক্স দিতে হবে। তবে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সোনা বা সোনার গয়না সম্পূর্ণ ট্যাক্স মুক্ত। এর উপর ট্যাক্স প্রযোজ্য হয় না। তবে বিক্রি করলে কর দিতে হবে। সোনা যে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত তা প্রমাণও করতে হয়। দেখাতে হয় উইল বা অন্যান্য প্রমাণপত্র। নাহলে মোটা টাকা জরিমানা করবে সরকার।
বাড়িতে সোনা রাখা নিয়ে সিবিডিটি কী বলছে: সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সেস-এর নিয়ম অনুযায়ী, সোনা বা সোনার গয়না যদি কৃষি, পারিবারিক সঞ্চয় বা আইনত উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত আয় থেকে কেনা হয়, তাহলে তার উপর কোনও কর লাগু হবে না। নিয়মে আরও বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত সোনা বা সোনার গয়না আয়ের পরিচিত উৎস থেকে কেনা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তা বাড়িতে রাখার কোনও আইনি সীমা নেই।
বাড়িতে সোনা রাখা নিয়ে সিবিডিটি কী বলছে: সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সেস-এর নিয়ম অনুযায়ী, সোনা বা সোনার গয়না যদি কৃষি, পারিবারিক সঞ্চয় বা আইনত উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত আয় থেকে কেনা হয়, তাহলে তার উপর কোনও কর লাগু হবে না। নিয়মে আরও বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত সোনা বা সোনার গয়না আয়ের পরিচিত উৎস থেকে কেনা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তা বাড়িতে রাখার কোনও আইনি সীমা নেই।
তাহলে সোনার উপর ট্যাক্স কখন দিতে হবে: কেউ যদি সোনা কেনার ৩ বছরের মধ্যে বিক্রি করে দেন তাহলে আয়কর স্ল্যাব অনুযায়ী স্বল্প মেয়াদি মুলধন লাভ কর দিতে হবে। তিন বছর বা তার বেশি সময় পর বিক্রি করলে দিতে হবে দীর্ঘ মেয়াদি মূলধন লাভ কর। ২০ শতাংশ ইনডেক্সেশন লাভ এবং মূলধন লাভের উপর ৪ শতাংশ সেসও আরোপ করা হয়।
তাহলে সোনার উপর ট্যাক্স কখন দিতে হবে: কেউ যদি সোনা কেনার ৩ বছরের মধ্যে বিক্রি করে দেন তাহলে আয়কর স্ল্যাব অনুযায়ী স্বল্প মেয়াদি মুলধন লাভ কর দিতে হবে। তিন বছর বা তার বেশি সময় পর বিক্রি করলে দিতে হবে দীর্ঘ মেয়াদি মূলধন লাভ কর। ২০ শতাংশ ইনডেক্সেশন লাভ এবং মূলধন লাভের উপর ৪ শতাংশ সেসও আরোপ করা হয়।