থ্রেট কালচার বন্ধের দাবিতে আন্দোলনে নামেন জুনিয়র চিকিৎসকরা৷

Threat culture: আরজি কর হাসপাতাল থেকে বহিষ্কৃত থ্রেট কালচারে অভিযুক্ত ১০ ডাক্তারি পড়ুয়া! দেখুন ভিডিও

থ্রেট কালচারে দাড়ি টানতে কড়া পদক্ষেপ নিল আরজি কর হাসপাতালের তদন্ত কমিটি৷ হাসপাতাল থেকে বহিষ্কার করা হল দশ জন মেডিক্যাল পড়ুয়া চিকিৎসককে৷ ৭২ ঘণ্টার মধ্যে তাঁদের হাসপাতাল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ মোট ৫৯ জন পড়ুয়া চিকিৎসকের বিরুদ্ধে ১৪ দফা অভিযোগ পেয়েছিল কমিটি৷ যে দশজনকে বহিষ্কার করা হয়েছে, তাঁদের বিরুদ্ধে কলেজ ক্যাম্পাসে মহিলাদের হেনস্থার অভিযোগ রয়েছে। শাস্তি পাওয়া এই জুনিয়র চিকিৎসকদের রেজিস্ট্রেশন বাতিল হবে কি না, তা মূল্যায়ন করে দেখতে মেডিক্যাল কাউন্সিলকেও সুপারিশ করেছে তদন্ত কমিটি৷ বাকি অভিযুক্তদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে৷ যে দশ জন চিকিৎসকের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে, তাঁরা হলেন, সৌরভ পাল, আশিস পাণ্ডে, অভিষেক সেন, আয়ুশ্রী থাপা, নির্জন বাগচি, শরিফ হাসান, নীলাঙ্গি দেবনাথ, অমরেন্দ্র সিং, সৎপাল সিং এবং তনভির আহমেদ কাজি৷