পুজো তো প্রায় চলেই এল৷ নতুন জামার সঙ্গে কী কী গয়না পরবেন, তার লিস্টও তৈরি নিশ্চয়ই৷ আলমারিতে রাখা এতদিনের সোনা-রুপোর গয়না শুধু নয়, মুক্তো বা কস্টিউম জুয়েলরি বের করার সময়ও চলে এসে গিয়েছে৷ কিন্তু শুধু বের করলেই তো চলবে না৷ দরকার যত্নেরও৷

Cleaning Tips:পুজোর আগে গয়নাতে কালো দাগ? এভাবে পরিষ্কার করুন, নতুনের মতো ঝকঝকে হয়ে উঠবে

পুজো তো প্রায় চলেই এল৷ নতুন জামার সঙ্গে কী কী গয়না পরবেন, তার লিস্টও তৈরি নিশ্চয়ই৷ আলমারিতে রাখা এতদিনের সোনা-রুপোর গয়না শুধু নয়, মুক্তো বা কস্টিউম জুয়েলরি বের করার সময়ও চলে এসে গিয়েছে৷ কিন্তু শুধু বের করলেই তো চলবে না৷ দরকার যত্নেরও৷
পুজো তো প্রায় চলেই এল৷ নতুন জামার সঙ্গে কী কী গয়না পরবেন, তার লিস্টও তৈরি নিশ্চয়ই৷ আলমারিতে রাখা এতদিনের সোনা-রুপোর গয়না শুধু নয়, মুক্তো বা কস্টিউম জুয়েলরি বের করার সময়ও চলে এসে গিয়েছে৷ কিন্তু শুধু বের করলেই তো চলবে না৷ দরকার যত্নেরও৷
পুরোন সাবেকি গয়নাতে অনেক সময় কালো ছোপ পড়ে যায়৷ তাই জৌলুস ফেরানোও জরুরি৷ তাই উৎসবের মরসুমে জেনে নিন কীভাবে জৌলুস ফেরাবেন আপনার সাধের গয়নার৷
পুরোন সাবেকি গয়নাতে অনেক সময় কালো ছোপ পড়ে যায়৷ তাই জৌলুস ফেরানোও জরুরি৷ তাই উৎসবের মরসুমে জেনে নিন কীভাবে জৌলুস ফেরাবেন আপনার সাধের গয়নার৷
সোনার জৌলুস ফেরানোর জন্য একটা বাটিতে হালকা গরম জল ও তাতে খানিক লিকুইড কাপড় কাচার সাবান দিন৷ এবার, তাতে গয়না ডুবিয়ে রাখুন৷ তারপর নরম সুতির কাপড় দিয়ে পরিষ্কার করে ফেলুন৷ বেকিং সোডারও ব্যবহার করতে পারেন৷
সোনার জৌলুস ফেরানোর জন্য একটা বাটিতে হালকা গরম জল ও তাতে খানিক লিকুইড কাপড় কাচার সাবান দিন৷ এবার, তাতে গয়না ডুবিয়ে রাখুন৷ তারপর নরম সুতির কাপড় দিয়ে পরিষ্কার করে ফেলুন৷ বেকিং সোডারও ব্যবহার করতে পারেন৷
রুপোর গয়না পরিষ্কার রাখতে কাজে দেবে অ্যালুমিনিয়াম ফয়েল৷ ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি৷ একটা পাত্রে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে তার উপর রুপোর গয়না রাখুন৷ তাতে ২ চামচ বেকিং সোডা ও ইষদুষ্ণ জল ঢেলে দিন৷ কিছু ক্ষণ পর তুলে নিয়ে আলতো করে পরিষ্কার করে নিন৷
রুপোর গয়না পরিষ্কার রাখতে কাজে দেবে অ্যালুমিনিয়াম ফয়েল৷ ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি৷ একটা পাত্রে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে তার উপর রুপোর গয়না রাখুন৷ তাতে ২ চামচ বেকিং সোডা ও ইষদুষ্ণ জল ঢেলে দিন৷ কিছু ক্ষণ পর তুলে নিয়ে আলতো করে পরিষ্কার করে নিন৷
শাড়ির সঙ্গে মুক্তোর গয়নার জুটি অনবদ্য৷ গরম জলে কয়েক ফোঁটা শ্যাম্পু মিশিয়ে নিন৷ এবার একটা নরম ব্রাশ বা টুথব্রাশ ডুবিয়ে নিন৷ তারপর আস্তে আস্তে পরিষ্কার করে নিন৷ খেয়াল রাখবেন, যাতে মুক্তোর আঁচড়ের দাগ না পড়ে যায়৷
শাড়ির সঙ্গে মুক্তোর গয়নার জুটি অনবদ্য৷ গরম জলে কয়েক ফোঁটা শ্যাম্পু মিশিয়ে নিন৷ এবার একটা নরম ব্রাশ বা টুথব্রাশ ডুবিয়ে নিন৷ তারপর আস্তে আস্তে পরিষ্কার করে নিন৷ খেয়াল রাখবেন, যাতে মুক্তোর আঁচড়ের দাগ না পড়ে যায়৷
হিরের গয়না পরিষ্কার করা বেশ সহজ৷ প্রথমে জলে এক চামচ শ্যাম্পু গুলিয়ে নিন৷ তবে মাইল্ড শ্যাম্পু ব্যবহার করবেন৷ এবার ফেনা হলে তাতে গয়না গুলো ভাল করে ডুবিয়ে নিন৷ নরম মেকআপ ব্রাশ দিয়ে ভাল করে ঘষে ঘষে পরিষ্কার করুন৷ শেষে পরিষ্কার জলে আরও একবার ধুয়ে নিন
হিরের গয়না পরিষ্কার করা বেশ সহজ৷ প্রথমে জলে এক চামচ শ্যাম্পু গুলিয়ে নিন৷ তবে মাইল্ড শ্যাম্পু ব্যবহার করবেন৷ এবার ফেনা হলে তাতে গয়না গুলো ভাল করে ডুবিয়ে নিন৷ নরম মেকআপ ব্রাশ দিয়ে ভাল করে ঘষে ঘষে পরিষ্কার করুন৷ শেষে পরিষ্কার জলে আরও একবার ধুয়ে নিন