আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ঘুড়ে দাঁড়াল ভারতীয় দল। চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তান হেলায় হারিয়ে প্রতিযোগিতায় ঘুড়ে দাঁড়াল মহিলা টিম ইন্ডিয়া। ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করে একতরফাভাবে পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত। ৬ উইকেটে ম্যাচ জিতল হরমনপ্রীত কউরের দল।
ম্যচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক ফতিমা সানা। কিন্তু সেই সিদ্ধান্ত বুমেরাং হয়ে যায়। প্রথম ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে দুরন্ত বোলিং করেন অরুন্ধতি রেড্ডি, শ্রেয়ঙ্কা পাটিলরা। শুরুর থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে পাকিস্তান। একমাত্র নিদা দার ২৮ রানের লড়াকু ইনিংস না খেললে লজ্জাজনক স্কোরের সম্মুখীন হতে হত পাক দল। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১০৫ রান করে পাক দল। সর্বোচ্চ ৩টি উইকেট নেন অরুন্ধতি রেড্ডি।
রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি ভারতীয় দলের। মাত্র ৭ রান করে আউট হন স্মৃতি মন্ধনা। এরপর শেফালি বর্মা ও জেমাইমা রড্রিগেজ মিলে দলের জয়ের ভিত রচনা করেন। ৪৪ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করেন দুজনে। শেফালি বর্মা ৩৫ রান করে আউট হন। এরপর ৮০ রানের পরপর দুটি উইকেট হারায় ভারত। জেমাইমা রড্রিগেজ ২১ ও রিচা ঘোষ খাতা না খুলেই সাজঘরে ফেরেন।
আরও পড়ুনঃ কেকেআরের না মুম্বই কোন দলের অধিনায়ক হচ্ছেন? জবাব দিলেন সূর্যকুমার যাদব
এরপর একদিক থেকে হরমনপ্রীত কউর ইনিংস ধরে রাখেন। তাঁকে কিছুটা সঙ্গ দেন দীপ্তি শর্মা। দুজন মিলে ঠান্ডা মাথায় ব্যাটিং করে দেশকে জয়ের লক্ষ্যে পৌছে দেন। ২৮ রানের পার্টনারশিপ করেন দুজনে। ১৮.৫ ওভারে জয়ের লক্ষ্যে পৌছে যায় ভারত। ৪ উইকেট হারিয়ে ১০৮ রান করে ভারত। ২৩ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক হরমনপ্রীত কউর। পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেল মহলা টিম ইন্ডিয়া।