কলকাতা: আরজি করে জুনিয়ক চিকিৎসক তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনায় সোমবার প্রথম চার্জশীট জমা দিল সিবিআই। ঘটনায় ধৃত সঞ্জয় রাইকে একমাত্র ধর্ষণ ও খুনের মামলায় একমাত্র অভিযুক্ত হিসেবে উল্লেখ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযুক্তের তালিকায় রয়েছে সঞ্জয় রাইয়ের নাম, ঘটনায় যাকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। তাই নিয়ে এবার সুর চড়াল তৃণমূল।
তৃণমূল নেতা কুণাল ঘোষ এদিন জানালেন, ‘‘চিকিৎসকদের মধ্যে এখন একটা গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। সিবিআই চেয়েছিলেন আপনারা। আর সেই সিবিআইয়ের চার্জশিটে আছে কলকাতা পুলিশের গ্রেফতার করা সেই সঞ্জয়৷’’
তিনি আরও বলেন, ‘‘ পরে কি গল্প দেবেন সেটা পরের ব্যাপার৷ ২৪ ঘন্টায় গ্রেফতার হয়েছিল। আর ৫৮ দিন লাগল চার্জশিট দিতে। সরকারকে ম্যালাইন করতে নানা গল্প ছাড়া হয়েছিল।’’
সন্দীপ ঘোষকে গ্রেফতারির প্রসঙ্গে কুণাল জানান, ‘‘যে সময় সিবিআই নিল। আর কেউ কেউ জড়িত থাকলে তাদের নাম থাকত৷ সন্দীপ ঘোষ যাকে নিয়ে এত বিতর্ক৷ সে তো ছিল তাদের কাছেই৷ তাহলে নূন্যতম প্রমাণ থাকলে তার বা তাদের নাম দেওয়া উচিত ছিল। আপনাদের হাতে তদন্তের পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল।’’
ময়না তদন্তের কথা উল্লেখ্য করে কুণাল ঘোষ জানালেন, ‘‘আর ময়নাতদন্তের নথিতে, দেওয়াল ভাঙার নথিতে নাম আছে জুনিয়র ডাক্তারদের। এরা পরে সেটা চেপে গিয়েছিল। আজ সিবিআই পুরো জল্পনার অবসান ঘটিয়ে দিয়েছে। আমাদের প্রশ্ন, যারা ময়নাতদন্তে যুক্ত ছিল, সেখানে ভুল থাকলে, কেন তাদের নাম চার্জশিটে এল না।’’