সেরা পুজো

চতুর্থীর রাতে উপচে পড়া ভিড়! শ্রীভূমি থেকে সুরুচি সংঘ, প্যান্ডেল হপিং শুরু!

প্রাণের পুজোয় মাতোয়ারা বাঙালি। চতুর্থীর রাতে মণ্ডপে মণ্ডপে জনজোয়ার। শ্রীভূমি থেকে সুরুচি উপচে পড়া ভিড় সর্বত্র। সাবেক থেকে থিম। ভিড় টানছে উত্তর থেকে দক্ষিণের একাধিক পুজো। চুটিয়ে প্যান্ডেল হপিং। দেদার ঘোরাফেরা। জমিয়ে ভূরিভোজ। পুরোদমে ফেস্টিভ মুডে বাঙালি। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবারের পূজো মণ্ডপ তিরুপতি বালাজি মন্দির। উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী, সাংসদ থেকে সংগীতশিল্পী সহ বিশিষ্ট জনেরা। আগামীকাল মহালয়া থেকেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে মণ্ডপ বলে জানা গিয়েছে। তবে এদিন মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পরই মানুষের ঢল নামে এবারের শ্রীভূমির মণ্ডপ দর্শনে।লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের পূজো ৫২ বছরে পদার্পণ করল। পুজোর থিম ভাবনায় এবার ফুটে উঠেছে দক্ষিণ ভারতের বিখ্যাত তিরুপতি বালাজি মন্দির। আলোর খেলায় মন্ডপের সামনে এক মুহূর্তের জন্য দাঁড়ালে যেন মনে হচ্ছে আপনি পৌঁছে গিয়েছেন সুদূরে অবস্থিত সেই তিরুপতি বালাজি মন্দিরে।