কে ভাল, কে খারাপ কী যায়-আসে; হঠাৎ কেন তারকা-জুটি আলিয়া-রণবীরকে নিয়ে মুখ খুললেন বনশালি?

Sanjay Leela Bhansali: কে ভাল, কে খারাপ কী যায়-আসে; হঠাৎ কেন তারকা-জুটি আলিয়া-রণবীরকে নিয়ে মুখ খুললেন বনশালি?

মুম্বই: “এ ভাল ছেলে, ও খারাপ ছেলে, এর চরিত্র ভাল, ওর চরিত্র মন্দ…. কে ভাল, কে খারাপ কী যায়-আসে”, বলেছেন সঞ্জয় লীলা বনশালি। মন্তব্যের কেন্দ্রে রয়েছেন রণবীর কাপুর। শুধু রণবীর নয়, তারকা-দম্পতির আরেকজন আলিয়া ভাটকে নিয়েও মুখ খুলেছেন তিনি। ব্যাপারটা কী, হঠাৎ কেন এ হেন মন্তব্য?

আসলে তাঁকে দিয়ে মুখ খুলিয়েছে দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া। তারা এক সাক্ষাৎকার নিয়েছে বলিউডের বিখ্যাত এই পরিচালকের। খুব স্বাভাবিক ভাবেই সেখানে উঠে এসেছে বনশালির পরবর্তী ছবি লাভ অ্যান্ড ওয়ার-এর প্রসঙ্গ, ত্রিকোণ প্রেমের যে ছবিতে মুখ্য তিন চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট, রণবীর কাপুর আর ভিকি কৌশল। শোনা যাচ্ছে, ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে পারেন ক্যাটরিনা কাইফও। ২০০৭ সালে বনশালির সাওয়ারিয়া ছবি দিয়েই বলিউডে অভিনয়ের যাত্রাপথে পা ফেলেছিলেন রণবীর। তার পর এবার আবার তাঁরা জুটি বাঁধলেন লাভ অ্যান্ড ওয়ার-এ।

আরও পড়ুন- ৩৭০ ধারা বিলোপের পর ভূস্বর্গের ভোটে পর্যুদস্ত বিজেপি, কাশ্মীরে ক্ষমতায় ‘ইন্ডিয়া’! এবার কে মুখ্যমন্ত্রী?

সেই সূত্রেই এসেছে সাওয়ারিয়া-র কথা। বনশালি বলছেন, নবাগত হলেও রণবীর যে জাত অভিনেতা, সেটা তিনি তখনই খুব ভাল ভাবে বুঝতে পেরে গিয়েছিলেন। এই প্রসঙ্গে পরিচালক জানিয়েছেন ছবির ক্লাইম্যাক্স সিনের কথা। “৭ মিনিটের একটা শট, একটানা অভিনয় করে গেল রণবীর। ৭ মিনিট সবাই চুপ। ওই শটটার মধ্যে, রণবীরের পারফরম্যান্সের মধ্যে ম্যাজিক ছিল। আমি শুধু ওকে দেখছিলাম আর কাঁদছিলাম নিঃশব্দে। এ ভাল ছেলে, ও খারাপ ছেলে, এর চরিত্র ভাল, ওর চরিত্র মন্দ…. কে ভাল, কে খারাপ কী যায়-আসে! শুধু এটুকু জানি ও ভীষণ ভাল এক অভিনেতা”।

আরও পড়ুন- এই গান গাইতে গিয়ে গলা দিয়ে রক্ত বেরিয়ে গিয়েছিল সোনু নিগমের! ২৭ বছর পরেও তা সুপারহিট!

অভিনেতা হিসেবে এই শুদ্ধতাই যে আসল জিনিস, সেটার উপরেই জোর দিচ্ছেন বনশালি। বলছেন আলিয়া ভাটের কথাও। জানিয়েছেন, গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়িতে অভিনয় করার সময়ে আলিয়ার প্রচণ্ড দ্বিধা ছিল, এরকম এক চরিত্রের সঙ্গে ওঁর কোনও পরিচয়ই ছিল না। অথচ সেই ছবিই আলিয়ার জন্য জাতীয় পুরস্কার নিয়ে এল। অভিনেতা হিসেবে বিশুদ্ধ না হলে যে তা সম্ভব নয়, চোখে আঙুল দিয়ে সবাইকে দেখাচ্ছেন বনশালি।