হরিয়ানার বিধানসভা ভোটে জয় ভিনেশ ফোগটের

Vinesh Phogat Wins: নতুন আঙিনায় পা রেখেই জয়, হরিয়ানা বিধানসভা ভোটে জয় পেলেন ভিনেশ

Vinesh Phogat, Julana Election Results LIVE:  প্রাক্তন অলিম্পিয়ান যিনি এবার রাজনীতির আঙিনায় পা রেখেছেন তিনি জয় দিয়ে অভিযান শুরু করলেন৷ ভিনেশ ফোগট মঙ্গলবার জুলানা বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে লড়াই করলেন৷ তিনি ৬ হাজার ১৫ ভোটে হারান নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারালেন তিনি৷ তাঁর বিরুদ্ধে যোগেশ বৈরাগী একাধিকবার এগিয়ে গেলেও শেষ হাসি হাসলেন ভারতীয় কুস্তিগীর৷

এদিকে এর আগে শেষবার ২০০৫ সালে  এই সিট কংগ্রেস জিতেছিল৷ ফোগটের এই জয়কে ঐতিহাসিক জয় হিসেবে দেখছে৷ কারণ ১৯ বছর বাদে এই সিট জিতে নিল তারা৷

আরও পড়ুন – High Uric Acid: ইউরিক অ্যাসিডের দমদম দাওয়াই, পাঁইপাঁই পালাবে গাঁটের ব্যাথা, এই কয়েকটি মশলা-পাতায় কুপোকাত হবে ব্যাথা

—- Polls module would be displayed here —-

 

ক্ষমতাশালী বিজেপি হরিয়ানায় মেজরিটি অর্থাৎ সংখ্যা গরিষ্ঠতা পেরিয়ে গেছে৷ তারা ৪৯ টি সিটে এগিয়ে রয়েছে৷ এদিকে কংগ্রেস এগিয়ে ছিল ৩৫ টি সিটে৷

অলিম্পিক্সে মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হওয়ার জন্য  ৫০ কেজি ওয়েট ক্যাটাগরিতে কুস্তি লড়াইয়ের সময়ে বাতিল হয়ে যান৷ যেভাবে ভিনেশ দুর্দান্ত পারফর্ম করে ফাইনালে ওঠা সত্ত্বেও এভাবে মাত্র ১০০ গ্রাম ওজন বৃদ্ধির জন্য বাতিল হয়েছিলেন তাতে গোটা দেশে প্রতিবাদের ঝড় উঠেছিল৷

হরিয়ানার জিন্দ জেলার জুলানা থেকে কংগ্রেসের হয়ে লড়েছিলেন৷ ফোগট প্রাক্তন আর্মি ক্যাপ্টেন এবং বিজেপি প্রার্থী যোগেশ বৈরাগীর সঙ্গে লড়াই মোড়ে মোড়ে বদলায়৷ প্রথমে এগিয়ে ছিলেন ভিনেশ ফোগট৷ কিন্তু কয়েক রাউন্ড গননার পর হঠাৎই এগিয়ে যান বিজেপি প্রার্থী৷ কিন্তু অলিম্পিক্সের মেডেল হাতছাড়া হয়ে গেলেও মানুষের রায়ে ভোটে জিতে যান ভিনেশ ফোগট৷