Tag Archives: Haryana

Haryana Exit Poll 2024 Results: হরিয়ানায় পালাবদল হয়ে ফিরছে কংগ্রেস? বিজেপির চিন্তা বাড়াল বুথ ফেরত সমীক্ষা

নয়াদিল্লি: হরিয়ানায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছে কংগ্রেস৷ প্রায় সব বুথ ফেরত সমীক্ষাতেই এমন পূর্বাভাস দেওয়া হল৷ কমবেশি সবকটি সমীক্ষাতেই বলা হয়েছে, হরিয়ানায় ৫৫ থেকে ৬২টি আসন নিয়ে ক্ষমতায় ফিরতে পারে কংগ্রেস৷

৯০ আসন বিশিষ্ট হরিয়ানা বিধানসভায় ম্যাজিক ফিগার ৪৬৷ বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস সত্যি হলে, হরিয়ানায় বিজেপির ক্ষমতাচ্যুত হওয়া এখন সময়ের অপেক্ষা৷

আরও পড়ুন: আরজি কর কাণ্ডের শুনানির মাঝেই আদালতে মুখ খুলল সঞ্জয়, কী বলল বিচারককে?

ম্যাট্রিজের বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে, হরিয়ানায় ৫৫ থেকে ৬২টি আসনে জয়ী হতে পারে কংগ্রেস৷ সেখানে বিজেপির ঝুলিতে আসতে পারে ১৮ থেকে ২৪টি আসন৷

সমীক্ষক সংস্থা ধ্রুব দাবি করেছে, হরিয়ানায় কংগ্রেসের ঝুলিতে আসতে পারে ৫৭টি আসন, বিজেপি পেতে পারে ২৭টি আসন৷ তবে দুটি সমীক্ষাতেই দাবি করা হয়েছে, হরিয়ানায় খাতা খুলতে পারবে না অরবিন্দ কেজরীওয়ালের আপ৷

আবার দৈনিক ভাস্কর-এর সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে, হরিয়ানায় কংগ্রেস পেতে পারে ৪৪ থেকে ৫৪টি আসন৷ বিজেপির ঝুলিতে আসতে পারে ১৯ থেকে ২৯টি আসন৷

শনিবার হরিয়ানায় ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে৷ ভোট পড়েছে প্রায় ৬৫ শতাংশ৷ আগামী ৮ অক্টোবর হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ হবে৷

Faridabad Rains: প্রবল বৃষ্টিতে জমে থাকা জলে ডুবে গেল XUV-700, মৃত্যু ব্যাঙ্ক ম্যানেজার ও ক্যাশিয়ারের

ফরিদাবাদ: হরিয়ানার ফরিদাবাদে ভারী বৃষ্টির কারণে এক রেলওয়ে আন্ডার ব্রিজে মর্মান্তিক দুর্ঘটনা। ব্রিজের নীচে একটি XUV-700 গাড়ি বৃষ্টির জলে ডুবে যায়৷ দুর্ঘটনার কারণে HDFC ব্যাঙ্কের ম্যানেজার এবং ক্যাশিয়ারের মৃত্যু হয়েছে।

এইচডিএফসি ব্যাঙ্কের কর্মী আদিত্য জানিয়েছেন, যে বিরাজ দ্বিবেদী ক্যাশিয়ার ছিলেন৷ তিনি গুরুগ্রামের ৩১ নম্বর সেক্টরে থাকতেন৷ পুণ্যশ্রে শর্মা ছিলেন ব্যাঙ্ক ম্যানেজার এবং ব্যাঙ্ক ইউনিয়নের সভাপতি। আদিত্য বলছিলেন, শুক্রবার সারাদিন বৃষ্টি হয়েছে। বিরাজ দ্বিবেদী এবং পুণ্যশ্রে শর্মা XUV-700 গাড়িতে ছিলেন। প্রবল বৃষ্টির কারণে, পুণ্যশ্রে শর্মার বাড়িতেই থাকতে হয়েছিল বিরাজকে। পরিকল্পনা ছিল এখানে রাতটুকু কাটিয়ে সকালেই দিল্লীর উদ্দেশে রওনা দেবেন তিনি। কিন্তু রাতে পুরোনো ফরিদাবাদ রেলওয়ে আন্ডার ব্রিজের কাছে আসতেই অঘটন৷ জায়গাটি জলে ভরে ছিল৷ ছিল না ব্যারিকেডের ব্যবস্থাও৷

আরও পড়ুন : ১৮০০ গ্রাম বিষ বিক্রি করে আয় ২ কোটির বেশি, এরপরও অস্তিত্বের সংকটে ইরুলা

বিরাজ গুরগাঁওয়ে থাকতেন, এবং তিনি বুঝতে পারেননি যে ওল্ড ফরিদাবাদ রেলওয়ে আন্ডার ব্রিজের নীচে এতটা জল রয়েছে যে তাঁর গাড়িটি ডুবে যাবে। গাড়ির ভিতরে থাকা দুই জনই এরপর মরিয়া হয় গাড়ি থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন৷ কিন্তু গাড়ির দরজা লক হয়ে গিয়ে সেটি ডুবে যায়৷ ফলে মৃত্যু হল বিরাজ এবং তাঁর ম্যানেজারের৷

আদিত্য বলছিলেন, দীর্ঘক্ষণ কোন খবর না পাওয়ায় ব্যাঙ্ক ম্যানেজারের স্ত্রী টেনশন করছিলেন৷ রাত সাড়ে ১১টার দিকে তিনি ফোন করেন৷ আদিত্যকে তিনি জানান, বারবার ফোন করলেও দুই জনের কারওরই ফোন লাগছে না৷ আদিত্য নিজে এরপর ব্যাঙ্ক ম্যানেজার এবং বিরাজকে ফোন করেন৷ লাভ হয়নি৷ এমন অবস্থায় তাঁরা দুজনেই ফরিদাবাদে পৌঁছে পুলিশকে ঘটনার কথা বলেন৷ সেখানে তারা দুর্ঘটনার ব্যাপারে জানতে পারেন৷ আদিত্য বলছিলেন, জায়গাটিতে পুলিশ যদি আগে থেকে ব্যারিকেড দিত তাহলে হয়তো প্রাণ বাঁচানো যেত দুজনের।

আরও পড়ুন : ট্রেন দুর্ঘটনার স্মৃতি মুছে ফেলে, ইয়ার্ড আধুনিকীকরণের জোর রাঙাপানি জুড়ে 

সাব ইন্সপেক্টর রাজেশ জানান, ঘটনাটি ঘটেছে রাত সাড়ে ১১টার দিকে। রেলওয়ে আন্ডার ব্রিজের কাছে পুলিশ ব্যারিকেড ও সতর্কতা বোর্ড লাগানো হয়েছে। পুলিশও সাধারণ মানুষকে এই পথ দিয়ে যেতে নিষেধ করেছে৷ বর্তমানে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য বাদশা খান সিভিল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ট্রেনের এসি কোচ থেকে উদ্ধার ২ কেজি সোনা, নগদ ৫ লাখ টাকা ! তারপর কী ঘটল?

Report: Krishna Bali

আম্বালা: হরিয়ানার আম্বালা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে ধুন্ধুমার। সন্ধ্যায় চেকিং অভিযান চালিয়েছিল আরপিএফ। সেই সময় এক যাত্রীর ব্যাগ থেকে দুই কেজি সোনা এবং অন্য আরেক যাত্রীর কাছ থেকে নগদ ৫ লক্ষ টাকা উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় আয়কর বিভাগে। জানা গিয়েছে, দুই যাত্রীই অমৃতসরের বাসিন্দা। দু’জনেরই জুয়েলারি এবং টেক্সটাইলের ব্যবসা রয়েছে।

চলতি বছরেই বিধানসভা নির্বাচন হবে হরিয়ানায়। সেই নিয়ে তৎপরতা তুঙ্গে। বাস ডিপো এবং রেলওয়ে স্টেশনগুলিতে চলছে নাকা তল্লাশি। সেই সূত্রেই সম্প্রতি আম্বালা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে চেকিং অভিযান চালিয়েছিল আরপিএফ। তখন দুই যাত্রীর কাছ থেকে ২ কেজি সোনা এবং নগদ ৫ লাখ টাকা উদ্ধার হয়। দুই কেজি সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। দুই যাত্রীকেই আটক করেছে আরপিএফ।

আরও পড়ুন– হেলায় হারালেন ৯ কোটি টাকা! অ্যাম্বার নাগেটকে ডোরস্টপ হিসাবে ব্যবহার করতেন রোমানিয়ার বৃদ্ধা

ঘটনা প্রসঙ্গে আরপিএফ ইনচার্জ জাভেদ খান বলেছেন, “হরিয়ানার আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে সদর দফতর থেকে সর্বত্র নাকা তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে। খবর পাওয়া গিয়েছে, নির্বাচনে সময় গণ্ডগোল পাকানোর চেষ্টা হতে পারে। বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। নির্বাচনের সময় সীমান্ত সীল করে দেওয়া হয়। বেশিরভাগ অপরাধী এই সময় ট্রেনেই যাতায়াত করে। কারণ ট্রেনে সহজেই এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়া যায়। আরপিএফের কাছে আগেই খবর ছিল। সেই অনুযায়ী একটা টিম তৈরি করা হয়। ট্রেন লুধিয়ানা থেকে ছাড়তেই ২ নম্বর কোচে তল্লাশি শুরু হয়। সেই সময়ই ২ কেজি সোনা এবং নগদ ৫ লাখ টাকা উদ্ধার হয়েছে।’’

আরও পড়ুন- ‘এমন একটা শব্দ বলুন যা আমরা লিখি, কিন্তু কেউ পড়ে না’, তরুণীর ধাঁধায় কুপোকাত নেটিজেনরা

ধৃত যাত্রীর কাছ থেকে সোনা সংক্রান্ত কোনও কাগজপত্র পাওয়া যায়নি। তাছাড়া নির্বাচনের সময় ২ লাখের বেশি টাকা নিয়ে যাওয়া যায় না। এমনটাই নিয়ম। বিশেষ প্রয়োজনে লিখিত অনুমতি নিতে হয়। তিনিও কোনও কাগজপত্র দেখাতে পারেননি। এরপরই আয়কর বিভাগকে খবর দেয় আরপিএফ। আপাতত দুই যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

Viral News: ট্রেনের এসি কামরায় বসেছিল দুই যুবক… তোমরা কারা? জিআরপি প্রশ্ন করতেই ‘বিরাট’ কেলেঙ্কারি ফাঁস! যা চলছিল ভাবতে পারবেন না

আম্বালা: এসি কামরায় বসেছিল দুই যুবক। তাদের ভিতরে যে এত বড় রহস্য লুকিয়ে তা আর কে জানত! হরিয়ানার আম্বালা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে তোলপাড় করা এক ঘটনা। সূত্র মারফত জানা গিয়েছে, ওই দুই যাত্রীর মধ্যে একজনের ব্যাগ থেকে দুই কেজি সোনা এবং অন্য আরেক যাত্রীর কাছ থেকে নগদ ৫ লক্ষ টাকা উদ্ধার হয়। দুই যাত্রীই অমৃতসরের বাসিন্দা।  জুয়েলারি এবং টেক্সটাইলের ব্যবসা রয়েছে।

বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রেল পুলিশের কড়া নজরদারি রয়েছে হরিয়ানায়। স্টেশন ও ট্রেনে চেকিং অভিযান চালানো হচ্ছে। গতকাল, আম্বালা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে চেকিং অভিযান চালায় RPF। তখনই  এক যাত্রীর কাছ থেকে দুই কেজি সোনা এবং নগদ ৫ লাখ টাকা উদ্ধার করা হয়। দুই কিলো সোনার মূল্য প্রায় দেড় কোটি টাকা বলে অনুমান করেছে আরপিএফ।

আরও পড়ুন: আরজি করে কি সত্যিই গণধর্ষণ, নাকি কুকীর্তি একা সঞ্জয়ের? জবাব মিলল ডিএনএ রিপোর্টে

আরপিএফ ইনচার্জ জাভেদ খান জানান, হরিয়ানা নির্বাচনের কথা মাথায় রেখে সদর দফতর থেকে একটি আদেশ পাওয়া গিয়েছে। বলা হয়েছে নির্বাচনের সময় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘচে সেদিকে কড়া নজর রাখতে হবে। নির্বাচনের সময় সীমান্ত সিল করে দেওয়া হয়। যার কারণে অপরাধীরা মূলত ট্রেনে যাতায়াত করে। কারণ ট্রেন সহজেই প্রতিটি রাজ্য অতিক্রম করে।

আরও পড়ুন: পুষ্টির ভাণ্ডার, ভিটামিনে ঠাসা, করে হজম, কমায় বাড়তি ওজন, তবু কাদের খাওয়া বারণ পেঁপে? ভুল করবেন না, এখনই জানুন

এই দুজনকে জিজ্ঞাসাবাদ করা হলেও কাগজপত্র পাওয়া যায়নি। আরপিএফ ব্যবস্থা নিয়েছে এবং আয়করকে জানিয়েছে। ধৃত ব্যক্তি সন্তোষজনক উত্তর দিতে পারেননি। চলতি বছরেই বিধানসভা নির্বাচন হবে হরিয়ানায়। সেই নিয়ে তৎপরতা বাড়ছে ক্রমশ। রেলওয়ে স্টেশনগুলিতে চলছে জোরকদমে নাকা তল্লাশি।

Haryana Assembly Polls: হরিয়াণা ভোটে কি কংগ্রেসের টিকিট পাচ্ছেন ফোগত? রাহুল গান্ধির হাতে হাত রেখে ছবি, জোর জল্পনা

হরিয়াণা: মাত্র ১০০ গ্রামের জন্য হাতছাড়া হয়েছে প্যারিস অলিম্পিক্সের মেডেলের স্বপ্ন৷ যেখানে সোনা জয়ের অঙ্গীকার ছিল, সেখানে ফিরতে হয়েছিল সবার শেষে প্রতিযোগিতা শেষ করে, শূন্য হাতে৷ দেশের মাটিতে পা দিয়েই সতীর্থকে সাক্ষী মালিককে জড়িয়ে কেঁদে ফেলেছেন ভিনেশ ফোগত৷ হরিয়াণা বিধানসভা নির্বাচনের আগে সেই ফোগতকে নিয়েই তুমুল রাজনৈতিক আলোচনা৷ সঙ্গে রয়েছেন আরেক কুস্তিবীর বজরঙ পুনিয়াও৷

অলিম্পিক্স মেডেল জয়ের স্বপ্নভঙ্গের পরপরই কুস্তি থেকে অবসর ঘোষণা করে দিয়েছিলেন ভিনেশ৷ তারপর থেকেই জল্পনা চলছে, এবার হয়ত অন্য লড়াইয়ের ময়দানে দেখা যাবে তাঁকে৷ আর সেই লড়াইয়ের জন্য তাঁকে মাঠে নামাবে কংগ্রেস৷

গত বুধবার কংগ্রেস নেতা রাহুল গান্ধির হাত ধরে থাকে ভিনেশের ছবি উস্কে দিয়েছে সেই জল্পনাই৷ ছবিতে রাহুলের অন্য পাশে দেখা যাচ্ছে বজরঙ পুনিয়াকে৷ বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী তথা হরিয়াণার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের এই ছবির প্রেক্ষিতে কটাক্ষ, ‘‘গোটাটাই তাহলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল৷’’

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী সাইনি’কে নিয়ে বড় চমক! হরিয়াণা বিধানসভা নির্বাচনে ৬৭ জনের প্রার্থী তালিকা প্রকাশ বিজেপি’র   

প্রসঙ্গত, গত বছর, কুস্তি ফেডারেশন অফ ইন্ডিয়ার তৎকালীন সভাপতি তথা প্রাক্তন বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিবিদদের শ্লীলতাহানি, যৌন হেনস্থা সহ মানসিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন কুস্তিবিদদের একাংশ৷

যন্তর মন্তরের দীর্ঘ অবস্থানের পুরভাগে দেখা গিয়েছিল এই ভিনেশ ফোগত, বজরঙ পুনিয়া ও সাক্ষী মালিকদের৷ পরবর্তীকালে সাংবাদিক বৈঠকে নিজের অলিম্পিক্স মেডেল ও কুস্তির জুতোজোড়া সামনে রেখে চোখে জল নিয়ে চলে যেতে দেখা যায় সাক্ষী মালিককে৷

আরও পড়ুন: আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হামলা! ১৪ বছরের ছাত্রের হামলায় গুলিবিদ্ধ ৪ পড়ুয়া

সেই আন্দোলন প্রসঙ্গ তুলেই কংগ্রেস নেতা রাহুল সাক্ষাতের বিষয়টি নিয়ে গত বুধবার মন্তব্য করেন খট্টর৷ বলেন, ‘‘আমার মনে হয় আমাদের অ্যাথলিটরা সেই সময় রাজনীতির জালে জড়িয়ে পড়াছিল৷ এটা এখন ক্লাইম্যাক্সে পৌঁছচ্ছে৷ সেই মানুষগুলোই এখন কংগ্রেসের টিকিট চাইছে৷ এর মানে গোটা ব্যাপারটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল৷’’

কংগ্রেস সূত্রে অবশ্য খবর, দলের তরফে ভিনেশকে টিকিট দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে৷ কংগ্রেস ক্ষমতায় এলে পুনিয়াকে মন্ত্রিপদ দেওয়া হতে পারে বলেও সূত্রের খবর৷

যদিও জল্পনা নিয়ে বিশেষ মুখ খুলতে চাননি হরিয়াণা কংগ্রেসের প্রধান দীপক বাবারিয়া৷ তিনি বলেছেন, দলীয় বৈঠকে ভিনেশ বা বজরঙকে টিকিট দেওয়ার বিষয়ে কোনও আলোচনা হয়নি৷

Haryana Assembly Polls: মুখ্যমন্ত্রী সাইনি’কে নিয়ে বড় চমক! হরিয়াণা বিধানসভা নির্বাচনে ৬৭ জনের প্রার্থী তালিকা প্রকাশ বিজেপি’র

হরিয়াণা: হাতে আর মাত্র এক মাস৷ আগামী ৫ অক্টোবর অনুষ্ঠিত হতে চলেছে হরিয়াণার বিধানসভা নির্বাচন৷ আজ, ৫ সেপ্টেম্বর থেকে শুরু মনোনয়ন জমা দেওয়ার কাজ৷ ১২ সেপ্টেম্বর পর্যন্ত জমা দেওয়া যাবে মনোনয়ন৷ ১৩ সেপ্টেম্বর স্ক্রুটিনি৷ মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর৷ ৫ অক্টোবর ভোটের পরে গণনা ৮-এ৷

এরই মধ্যে ৯০ আসনের হরিয়াণা বিধানসভা ৬৭টি আসনে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে পদ্ম শিবির৷ গত বুধবার প্রকাশিত এই তালিকায় বেশ কিছু উল্লেখযোগ্য বদল চোখে পড়েছে৷ যার মধ্যে প্রধান হল, হরিয়াণার বর্তমান মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনির কেন্দ্র পরিবর্তন৷ চব্বিশের বিধানসভা নির্বাচনে লাডওয়া কেন্দ্র থেকে লড়বেন তিনি৷ পাশাপাশি, হরিয়াণা মন্ত্রিসভার ‘সেকেন্ড ইন কম্যান্ড’ অনিল বিজ লড়বেন অম্বালা ক্যানটনমেন্ট কেন্দ্র থেকে৷

অম্বালা ক্যানটনমেন্টের মেয়র শক্তিরানি শর্মা তথা  নব্বইয়ের দশকে মডেল জেসিকা লালের খুনের মামলায় সাজাপ্রাপ্ত মনু শর্মার মা’কে টিকিট দেওয়া হয়েছে কালকা কেন্দ্র থেকে৷ সম্প্রতি তিনি নিজের স্বামীর প্রতিষ্ঠিত রাজনৈতিক দল হরিয়াণা জনচেতনা পার্টি থেকে পদত্যাগ করে বিজেপি’তে যোগ দিয়েছিলেন৷

আরও পড়ুন: সুরক্ষিত ট্রেন পরিচালনের জন্য রেলওয়ে কর্মীদের ভার্চুয়াল রিয়ালিটি ও মিক্সড রিয়ালিটি প্রশিক্ষণ, চালু মডিউল

এছাড়া, হরিয়াণা বিধানসভার স্পিকার জ্ঞানচাঁদ গুপ্তাকে পঞ্চকুলা থেকে, প্রাক্তন স্পিকার কনওয়াড় পাল গুর্জরকে জগধ্রি এবং তেজপাল তানওয়াড়কে সোহনা থেকে টিকিট দেওয়া হয়েছে৷

হরিয়াণা বিজেপির প্রাক্তন সভাপতি ওমপ্রকাশ ধনখড়, বর্তমানে যিনি দলের জাতীয় সম্পাদক, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন বদলী থেকে৷ কেন্দ্রীয় মন্ত্রী তথা হরিয়াণার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর ঘনিষ্ঠ জগমোহন আনন্দকে দেওয়া হয়েছে খট্টরের আসন কার্নাল৷ খট্টর সরে যাওয়ার পরে এই কেন্দ্র থেকেই জিতে বিধায়ক হয়েছিলেন হরিয়াণার বর্তমান মুখ্যমন্ত্রী সাইনি৷

চলতি বছরের মার্চ মাসে মনোহরলাল খট্টরকে সরিয়ে সাইনিকে মুখ্যমন্ত্রী করেছিল বিজেপি। মুখ্যমন্ত্রী হওয়ার পরে মে মাসে খট্টরের ছেড়ে দেওয়া কার্নাল আসনে উপনির্বাচনে জিতে বিধায়ক হয়েছিলেন সাইনি। তার আগে ২০১৪ সালের বিধানসভা ভোটে অম্বালার নরসিংহগঢ় থেকে জিতেছিলেন তিনি।

আরও পড়ুন: আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হামলা! ১৪ বছরের ছাত্রের হামলায় গুলিবিদ্ধ ৪ পড়ুয়া

বিজেপি সূত্রের খবর, এবারের তালিকা থেকে ইতিমধ্যেই বাদ পড়েছেন বিজেপির ৯ বর্তমান বিধায়ক৷ এমনকি, এর মধ্যে একজন মন্ত্রীও রয়েছেন৷

বিজেপি ছাড়াও এর মধ্যে হরিয়াণা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ১৯ জনের তালিকা ঘোষণা করেছে জননায়ক জনতা পার্টি (জেজেপি)৷ আজাদ সমাজ পার্টির সঙ্গে জোট করেছে এই দল৷

তোলাবাজির নয়া ফিকির; ‘সিএম ফ্লাইং স্কোয়াড’-এর নাম ভাঙিয়ে বলপূর্বক টাকা আদায়ের অভিযোগ ! তারপর যা ঘটল…

Report: Pradeep Sahu

চরখি দাদরি: টাকা আদায়ের জন্য নতুন নতুন ফন্দি আঁটছে প্রতারকরা। দুই মহিলাসঙ্গীকে সঙ্গে নিয়ে একটি ভুয়ো সিএম ফ্লাইং স্কোয়াড গড়ার অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে। এর জন্য দুটি গাড়ি এবং নীল বাতি পর্যন্ত জোগাড় করেছিল তারা। অভিযোগ, হরিয়ানার চরখি দাদরি, বধরা, ভিওয়ানি এবং রেওয়ারি-সহ একাধিক জেলায় মেডিক্যাল স্টোরগুলিতে অভিযান চালাত এই ভুয়ো ফ্লাইং স্কোয়াড। আর দোকান সিল করে দেওয়া হবে, এই হুমকি দিয়ে দোকানের মালিকের কাছ থেকে জোর করে টাকা আদায় করছিল তারা। সিসিটিভি ফুটেজ দেখে শুধুমাত্র ওই ভুয়ো স্কোয়াডের বিরুদ্ধে ব্যবস্থাই গ্রহণ করা হয়নি। এর সঙ্গে ইতিমধ্যেই অভিযুক্তদের চেহারাও আবার ভাইরাল করে দেওয়া হয়েছে। পুলিশের বিশেষ দল পদক্ষেপ গ্রহণ করেছে এবং ওই চক্রের তিন সদস্যকে গ্রেফতারও করেছে। তাদের আদালতে তোলার পরে পুলিশ তাদের ২ দিনের রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

আরও পড়ুন- রক্ষকই যখন ভক্ষক; পড়শি রাজ্যে ট্রেন ধরতে গিয়ে হয়রানির মুখে বাংলার ব্যবসায়ী, সাসপেন্ড ৫ পুলিশকর্মী

গত শুক্রবার গোটা ঘটনাটি প্রকাশ্যে এনেছেন ডিএসপি হেডকোয়ার্টারস ধীরজ কুমার। তিনি বলেন যে, গত ১৬ অগাস্ট সানওয়াড় গ্রামের বাসিন্দা সতীশ বুন্দ কালান পুলিশে একটি অভিযোগ দায়ের করেন। জানান যে, বিগত ২৪ বছর ধরে তিনি একটি মেডিক্যাল স্টোর চালাচ্ছেন। গত ১৬ অগাস্ট তাঁর দোকানের সামনে এসে দুটি গাড়ি থামে। গাড়িতে ছিল নীল বাতি। আর তা থেকে নেমে আসে ৬ জন। সকলের মুখেই ছিল মাস্ক। তারা দাবি করতে থাকে যে, তারা সিএম ফ্লাইং স্কোয়াডের সদস্য। দোকান বন্ধ করিয়ে দেওয়ার হুমকি দিয়ে সতীশের থেকে ২৭ হাজার টাকা আদায় করে নেয়। এমনকী কিছু ওষুধের নমুনাও সংগ্রহ করে নিয়ে যায় তারা।

আরও পড়ুন– নোট গুণতে সময় লেগেছিল ১০ দিন, দেশের সবচেয়ে বড় আয়কর অভিযান সম্পর্কে জানেন?

ডিএসপি বলেন যে, টাকার লোভ দেখিয়ে দুই মহিলা সহকর্মীকে নিয়ে ৬ জন সদস্যের একটি ভুয়ো সিএম ফ্লাইং স্কোয়াড তৈরি করেছিল অভিযুক্তরা। অভিযোগ, এরা রাজ্যের একাধিক জেলায় নীলবাতি লাগানো গাড়ি চালিয়ে অপরাধ সংঘটিত করেছে। ডিএসপি আরও বলেন যে, সিআইএ পুলিশ টিম রোহতম জেলার মোখরা গ্রামে অভিযান চালিয়েছে। ভুয়ো সিএম ফ্লাইং স্কোয়াডের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তিন অভিযুক্তের পরিচয় সামনে এসেছে। যথা – মোখরার বাসিন্দা নবীন ওরফে মনু, মুন্ধল খুর্দের বাসিন্দা অঙ্কিত এবং ফরমান খাসের বাসিন্দা সাহিল।

ডিএসপি আরও বলেন যে, এই অপরাধের জন্য ব্যবহৃত দুটি গাড়ি ইতিমধ্যেই উদ্ধার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় ৬টি অপরাধের কথা স্বীকার করে নিয়েছে। অভিযুক্তদের পেশ করা হয়েছে চরখি দাদরি আদালতে। তাদের ২ দিনের রিমান্ডে রাখা হয়েছে। সেই সঙ্গে মহিলাদের উর্দি এবং ওই দলের অন্যান্য সঙ্গীদের বিষয়ে তদন্ত করা হচ্ছে।

Haryana: ৩৬ হাজার শূন্যপদে শীঘ্রই নিয়োগ, উপকৃত হবেন কয়েক লক্ষ মানুষ! ঘোষণা হরিয়ানার মুখ্যমন্ত্রীর

চণ্ডীগড়: খুব শীঘ্রই প্রায় ৩৬ হাজার শূন্যপদে নিয়োগ হতে চলেছে বলে জানালেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি। বৃহস্পতিবার তিনি বলেন ইতিমধ্যেই প্রায় ১ লক্ষ ৪৪ হাজার যুবকদের যোগ্যতা অনুযায়ী কাজ দেওয়া হয়েছে। এরপরে আরও শূন্যপদে নিয়োগ চলবে।
স্বাধীনতা দিবস উপলক্ষে এক সরকারি অনুষ্ঠানে হাজির ছিলেন তিনি। সেখানেই ভাষণ দেওয়ার সময় তাঁর সরকার যে অর্থনৈতিক এবং শিক্ষার উন্নতির ক্ষেত্রে বদ্ধপরিকর তা জানান। এছাড়াও নারী সুরক্ষা ক্ষেত্রেও তিনি জোর দেবেন বলে জানান তিনি।

আরও পড়ুন: অবশেষে ভোট হচ্ছে জম্মু-কাশ্মীরে, দিল্লি থেকে দিন ঘোষণা কমিশনের, ভোট হরিয়াণাতেও
পতাকা উত্তোলনের পর, দেশের শহিদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। তারপর রাজ্যবাসীর উদ্দেশে বলেন, “এখনকার রাজ্য সরকার প্রায় ১ লক্ষ ৪৪ হাজার যুবকদের যোগ্যতা অনুযায়ী কাজের সুযোগ করে দিয়েছে। এছাড়াও আরও ৩৬ হাজার শূন্যপদও খুব শীঘ্রই পূরণ করা হবে।”
এছাড়াও প্রায় ১ লক্ষ ২০ হাজার কর্মচারীকে বাইরে কাজের সুযোগের জন্য পাঠানো হয়েছে। এছাড়াও শিক্ষা ক্ষেত্রে সাইনি জানান, ৭৬টি নতুন কলেজ খোলা হয়েছে। এছাড়াও ৩২টি মহিলা কলেজও খোলা হয়েছে হরিয়ানা কৌশল রোজগার নিগমের মাধ্যমে।
এই বিষয়ে তিনি বলেন, “মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা প্রদান করা হবে। এখনও পর্যন্ত ৫ হাজার ১০৫জন এই শিক্ষা ব্যবস্থায় উপকৃত হয়েছেন। এরজন্য ২০.২৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।”
এছাড়াও তাঁর সরকার পঞ্চায়েতে ৫০% মহিলাদের উপস্থিতির উপর জোর দিয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি ভয়মুক্ত,দুর্নীতিমুক্ত এবং আঞ্চলিকতাবাদমুক্ত এক সুন্দর পরিসর যুক্ত সরকার গড়ার কথা বলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী।

Assembly Elections 2024 Dates: অবশেষে ভোট হচ্ছে জম্মু ও কাশ্মীরে, দিল্লি থেকে দিন ঘোষণা কমিশনের, ভোট হরিয়াণাতেও

নয়াদিল্লি: ৩৭০ ধারা তুলে নেওয়ার পরে এই প্রথম বিধানসভা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে জম্মু ও কাশ্মীরে। শুক্রবার নয়াদিল্লির বিজ্ঞান ভবন থেকে ২০২৪ এ দুটি রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন৷ জানানো হল জম্মু ও কাশ্মীরে তিন দফায় এবং হরিয়াণায় এক দফায় অনুষ্ঠিত হতে চলেছে ভোট৷ ফলপ্রকাশ ৪ অক্টোবর৷

শুক্রবার সাংবাদিক বৈঠকে জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, ‘‘২০২৪ এর লোকসভা নির্বাচন বিশ্বস্তরে আয়োজিত নির্বাচনের অনুরূপ৷ এটি সফল এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে৷ কোনও রকম হিংসাত্মক ঘটনা ছাড়াই গণতান্ত্রিক ভাবে বিশ্বস্তরে আদৃত হয়েছে গণতন্ত্র৷’’

এরপরেই জম্মু ও কাশ্মীরে নির্বাচনের আয়োজন নিয়ে কথা বলতে শুরু করেন রাজীব কুমার৷ জানান, নির্বাচনের আগেই সে জম্মু ও কাশ্মীরের সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে কমিশন৷ তারা প্রত্যেকেই যত দ্রুত সম্ভব নির্বাচন করানোর ইচ্ছাপ্রকাশ করেছে৷

আরও পড়ুন: পিএইচডি করেও এ কী করছেন কাশ্মীরের যুবক! শিক্ষা দফতরের কর্মীকে দেখে চোখে জল সকলের

জানানো হয়েছে, জম্মু ও কাশ্মীরে প্রথম দফায় ভোট হবে ১৮ সেপ্টেম্বর, দ্বিতীয় দফায় ২৫ সেপ্টেম্বর ও তৃতীয় দফায় ১ অক্টোবর৷ এই তিন দফায় মোট ৯০ টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব চলবে৷ তার মধ্যে ৭৪টি জেনারেল, তফশিলি জাতি সংরক্ষিত ৭টি আসন এবং তফশিলি উপজাতি সংরক্ষিত ৯টি আসনে ভোট হবে৷

জম্মু ও কাশ্মীরে মোট ভোটার সংখ্যা ৮৭.০৯ লক্ষ৷ তার মধ্যে ৪৪.৪৬ লক্ষ পুরুষ, ৪২.৬২ লক্ষ মহিলা৷ ৩.৭১ লক্ষ প্রথম ভোটার৷ নবীন ভোটারের সংখ্যা ২০.৭ লক্ষ৷

আগামী ১৯ অগাস্ট থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা৷ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২০ অগাস্ট৷

আরও পড়ুন: চিকিত্‍সকের পর এবার নার্স! ফের ধর্ষণ করে নৃশংস খুন, আরজি করের ছায়া নৈনিতালে

অন্যদিকে, হরিয়াণায় এক দফাতেই বিধানসভার ভোটগ্রহণ পর্বের সমাধা হবে বলে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন৷ ৯০ আসনের হরিয়াণায় ভোট হবে ১ অক্টোবর৷ উভয় জায়গাতেই ফল ঘোষণা ৪ অক্টোবর৷

জম্মু ও কাশ্মীরের ভোট এক্ষেত্রে বিশেষ গুরুত্ব রাখছে অবশ্যই৷ কেন্দ্র কতটা সুষ্ঠু ভাবে এই ভোটপর্ব সমাধা করতে পারে, সেটাই একটা চ্যালেঞ্জ৷ অন্যদিকে, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ভোটের তারিখ ঘোষণার পরে বলেন, ‘‘আমি নির্বাচনে লড়তে চাই না৷ তবে দল চাইছে৷ আমরা কথা বলে বিষয়টিতে সিদ্ধান্ত নেব৷’’

চলতি বছরেই মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডেও বিধানসভা নির্বাচন হওয়ার কথা৷

অলিম্পিক্সে এবার বাংলা থেকে মাত্র তিনজন! কারা তাঁরা, চিনে নিন

প্যারিস: প্রহর গোনা শুরু হয়ে গেছে বিশ্ব জুড়ে। জুলাইয়ের শেষ সপ্তাহ থেকেই শুরু হতে চলেছে প্যারিসে আয়োজিত হতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় প্রতিযোগিতা প্যারিস অলিম্পিক্স। প্রতিবারের মতো এবারেও ভারতের বিভিন্ন রাজ্য থেকে প্রতিযোগীরা প্যারিসে রওনা হয়েছেন। লক্ষ্য একটাই ‘ভারত’-কে জগত সভায় শ্রেষ্ঠ আসনে উন্নীত করা।

আরও পড়ুন: বয়সে ছোট তো কী হয়েছে? নিউ ব্যারাকপুরের ‘পাওয়ার গার্ল’ কাজাকস্তানে জিতলেন সোনা

প্রতিবারের মতন এবারেও, দেশের মধ্যে সবথেকে বেশি রয়েছেন হরিয়ানার প্রতিযোগীরা। এই রাজ্য থেকে মোট ২৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। প্রতিযোগীদের মধ্যে রয়েছেন গত অলিম্পিক্সে সোনার পদক জিতে ফেরা নীরজ চোপড়া। এছাড়াও সেই দলে রয়েছেন বক্সিং-এর অমিত পাঙ্ঘাল, শুটিংয়ে মানু ভাকের, কুস্তিতে অন্তিম পাঙ্ঘাল, ভিনেশ ফোগাট, আমন শেহরাওয়াতের মতো চমকপ্রদ তারকা।

হরিয়ানার পরেই আছে পঞ্জাব। সেখানে রয়েছেন মোট ১৯ জন প্রতিযোগী। ভারতের পুরুষ হকি দলের প্রায় সব সদস্যই এই রাজ্য থেকে রয়েছেন। পঞ্জাবের পরেই রয়েছে তামিলনাড়ু। মোট ১৩ জন প্রতিযোগী রয়েছেন এই রাজ্য থেকে। টেবিল টেনিসের শরথ কমল এবং পি ভি সিন্ধুর হাতে থাকছে এবারে অলিম্পিক্সে ভারতের পতাকা। সিন্ধুর রাজ্য তেলেঙ্গানা থেকে রয়েছেন নিখাত জারিন, সৃজা আকুলার-সহ মোট ৪ জন প্রতিযোগী।

এবারে বাংলা থেকে রয়েছেন মোট ৩ জন প্রতিযোগী। প্রথমে ৪ জন প্রতিযোগী হলেও শেষ মুহূর্তে বাদ পড়েছেন বাংলার আভা খাটুয়া।

বাংলার প্রতিযোগীদের মধ্যে প্রথম নাম, বালিগঞ্জের আনুশ আগারওয়াল ইকুয়েস্ট্রিয়ানে ভারতের একমাত্র প্রতিনিধি। টেবিল টেনিসের রিজার্ভ দলে রয়েছেন বাংলার মেয়ে ঐহিকা মুখোপাধ্যায়। এর সঙ্গেই তিরন্দাজিতে রয়েছেন অঙ্কিতা ভকত। প্যারিসে এসে এর আগেও তিনবার বিভিন্ন প্রতিযোগিতায় পদক জিতেছেন তিনি। এবারও পদকের জেতার দৌড়ে নামবেন অঙ্কিতা। আশা একটাই “সোনার মেয়ে” হয়ে ফেরা।

অলিম্পিকে রাজ্যভিত্তিক প্রতিযোগীর তালিকা-
হরিয়ানা- ২৪, পঞ্জাব- ১৯, তামিলনাড়ু- ১৩, উত্তরপ্রদেশ- ৭, কর্ণাটক- ৭, কেরালা- ৬, মহারাষ্ট্র- ৫, তেলেঙ্গানা- ৪, উত্তরাখণ্ড- ৪, দিল্লি- ৪, পশ্চিমবঙ্গ- ৩, ওড়িশা- ২, মণিপুর- ২, গুজরাত- ২, মধ্যপ্রদেশ- ২, চণ্ডীগড়- ২, অসম- ১, বিহার- ১, গোয়া- ১, ঝাড়খণ্ড- ১