প্রসঙ্গত, আরজি কর কাণ্ডে আদালতে চার্জশিট পেশ করেছে সিবিআই। ৫৮ দিনের মাথায় চার্জশিট পেশ করল তারা। চার্জশিটে ধর্ষণ ও খুনের মামলায় ধৃত সঞ্জয় রায়ই মত্ত অবস্থায় ধর্ষণ ও খুন করেছেন বলে উল্লেখ করা হয়েছে। চার্জশিটে নাম রয়েছে শুধুমাত্র সঞ্জয় রায়েরই।

RG Kar Case Sanjay Roy: কেন ওই রাতে এত নৃশংস ঘটনা ঘটল আরজি করে? সিবিআই চার্জশিটে একটি তথ্যেই ‘স্পষ্ট’ সব, ভয়ঙ্কর!

আরজি করে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সোমবারই প্রথম চার্জশিট জমা দেয় সিবিআই।
আরজি করে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সোমবারই প্রথম চার্জশিট জমা দেয় সিবিআই।
৫৮ দিনের মাথায় প্রথম চার্জশিটে সঞ্জয় রাইকে ধর্ষণ ও খুনের মামলায় একমাত্র অভিযুক্ত হিসেবে উল্লেখ করেছে সিবিআই।
৫৮ দিনের মাথায় প্রথম চার্জশিটে সঞ্জয় রাইকে ধর্ষণ ও খুনের মামলায় একমাত্র অভিযুক্ত হিসেবে উল্লেখ করেছে সিবিআই।
মত্ত অবস্থায় সঞ্জয় রাই ধর্ষণ ও খুন করে বলে উল্লেখ কেন্দ্রীয় গোয়েন্দাদের। প্রমাণ লোপাট হয়েছে সেই উল্লেখ থাকতে পারে চার্জশিটে।
মত্ত অবস্থায় সঞ্জয় রাই ধর্ষণ ও খুন করে বলে উল্লেখ কেন্দ্রীয় গোয়েন্দাদের। প্রমাণ লোপাট হয়েছে সেই উল্লেখ থাকতে পারে চার্জশিটে।
গত ৯ অগাস্ট আরজি করে চিকিৎসকের দেহ উদ্ধার হয়। চার্জেশিটে সিবিআই দাবি করেছে সঞ্জয় রায় ধর্ষণ ও খুনে যুক্ত।
গত ৯ অগাস্ট আরজি করে চিকিৎসকের দেহ উদ্ধার হয়। চার্জেশিটে সিবিআই দাবি করেছে সঞ্জয় রায় ধর্ষণ ও খুনে যুক্ত।
একইসঙ্গে সিবিআইয়ের দাবি, সঞ্জয় রাই একজন পারভার্ট। মত্ত অবস্থায় এসে ধর্ষণ ও খুন করে জুনিয়র তরুণী চিকিৎসককে।
একইসঙ্গে সিবিআইয়ের দাবি, সঞ্জয় রাই একজন পারভার্ট। মত্ত অবস্থায় এসে ধর্ষণ ও খুন করে জুনিয়র তরুণী চিকিৎসককে।
চার্জেশিটে উল্লেখ ১২৮ জন সাক্ষী দিয়েছে। সিবিআই সূত্রে খবর, চার্জশিট আনা হয়েছে একটি গোপন ট্রাঙ্ক করে।
চার্জেশিটে উল্লেখ ১২৮ জন সাক্ষী দিয়েছে। সিবিআই সূত্রে খবর, চার্জশিট আনা হয়েছে একটি গোপন ট্রাঙ্ক করে।
যা একেবারে যাতে কারও হাতে না আসে, যেহেতু এটা স্পর্শকাতর মামলা তাই সাবধানতার সঙ্গে জমা দেওয়া হয়েছে।
যা একেবারে যাতে কারও হাতে না আসে, যেহেতু এটা স্পর্শকাতর মামলা তাই সাবধানতার সঙ্গে জমা দেওয়া হয়েছে।
সঞ্জয়ের বিরুদ্ধে ৬৪ ধর্ষণ, ৬৬ সংজ্ঞাহীন অবস্থায় আঘাতে মৃত্যু, ১০৩ (১) খুন, এই তিন ধারায় অভিযুক্ত সঞ্জয় রাই। (রিপোর্টার-- অর্পিতা হাজরা)
সঞ্জয়ের বিরুদ্ধে ৬৪ ধর্ষণ, ৬৬ সংজ্ঞাহীন অবস্থায় আঘাতে মৃত্যু, ১০৩ (১) খুন, এই তিন ধারায় অভিযুক্ত সঞ্জয় রাই। (রিপোর্টার– অর্পিতা হাজরা)